বৃত্তি পরীক্ষার প্রশ্ন উত্তর 2022 class 5
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ সম্পর্কে প্রথমে কোনো চিঠি না করা হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন সহকারী পরিচালক ৩/১২/২২ তারিখে প্রথম আলোকে নম্বর বণ্টনের বিষয়ে জানিয়েছিলো। বর্তমানে অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর মানবন্টন সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। তা নিচে তুলে ধরা হলো।
- প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ হবে চারটি (বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান ) বিষয়ের উপর
- মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
- প্রতিটি বিষয়ের নম্বর হবে ২৫ করে।
- পরীক্ষা সময় ২ ঘন্টা
- চারটি বিষয়ের পরীক্ষা একই প্রশ্নপত্রে একই সময়ে অনুষ্ঠিত হবে।
- বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় যে ১০ শতাংশ শিক্ষার্থী এগিয়ে থাকবে, তারাই এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
- প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ৩০ ডিসেম্বরে
- পরীক্ষা অনুষ্ঠিত হবে উপজেলা সদরে।
বৃত্তি পরীক্ষা ২০২২ সিলেবাস
প্রশ্ন কাঠামোর সাধারণ নিদেশনা:
✅ শিক্ষার্থীকে প্রশ্নপত্রের নিধারিত জায়গায় টিক চিন অথবা লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে । ভিন্নভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না।
✅ বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে সবর্মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
✅ প্রতি বিষয়ে ১৫টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর থাকবে । প্রতি প্রশ্নের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিতে হবে ৷ সঠিক উত্তর নির্বাচনে দুই বা ততোধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে ঐ প্রশ্নের উত্তরের জন্য নিধারিত নম্বর প্রদান করা হবে না।
✅ বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যার মধ্য থেকে ৪টি করে ৮টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে এবং অপর ৭টি বহুনিবচিনী প্রশ্ন লমগ্র পাঠাপুস্তকের মধ্য হতে থাকবে । একটি রচনামূলক প্রশ্নের জন্য ১০ নম্বর থাকবে ।
✅ গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে । দুটি সমস্যা লমাধানমূলক প্রশ্ন থাকবে যার প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে ।
✅ ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে । একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে দেওয়া হবে যার মান ১০ নম্বর থাকবে ।
✅ প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে । দুটি রচনামূলক প্রশ্ন থাকবে যার প্রতিটির পূর্ণমান ৫ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে ।
------------------------------------------------
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর উত্তরপত্রের কভার পেইজ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর উত্তরপত্রের কভার পেইজ |
৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্ন সাজেশন পেতে নিচের নিচের ফেসবুজ গ্রুপে জয়েন করুন
আরো পড়ুনঃ
১১/১২/২০২২ তারিখ লেখাটি ভুল নয় কি!!!!!??????
উত্তরমুছুনদুঃখিত, এটা ৩/১২/২২২ হবে
মুছুনপরীক্ষার জন্য শিক্ষার্থী নিবন্ধন কিভাবে হবে। আর কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা কি অংশগ্রহণ করতে পারবে???
উত্তরমুছুনবৃত্তি পরীক্ষার প্রশ্ন
উত্তরমুছুন