প্রতি বছরের ন্যায় ২০২২ সালেও বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস ২০২২ পালন উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের জন্য কিছু কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত কর্মসূচিগুলো নিচে উল্লেক করা হলো।
বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস ২০২২ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি
- ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ মহান বিজয় দিবসে সৃর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা (বিধি মোতাবেক সঠিক মাপ ও রংয়ের) উত্তোলন করতে হবে;
- উপজেলা/জেলা পর্যায়/স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে;
- স্থানীয় পর্যায়ে বিদ্যালয় সমূহে রচনা, কুইজ, চিত্রাংকন, সংগীত ও নৃত্য অনুষ্ঠান আয়োজন করতে হবে । এছাড়াও বিদ্যালয় সমূহে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে তাঁদের ভাষায় বিবৃত রোমাঞ্চকর গুরুত্বপূর্ণ স্মৃতিসমূহ শিক্ষার্থীদের নিকট উপস্থাপনসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে;
- প্রতি বছরের ন্যয় ১৬ ডিসেম্বর ২০২২ তারিখে সুবিধাজনক সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত /মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে পিটিআইসমূহের মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্যউপাসানালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে হবে;
- শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করতে হবে।
প্রতিটি বিদ্যালয়ের জন্য ২০০০/- টাকা করে বরাদ্দ দেওয়া হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ নিচে দেওয়া হলো।