প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ বাংলা বিষয়ের ২৫ নম্বরের মধ্যে সমগ্র পাঠ্যবই থেকে ৭ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। ৫ম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে অনুশীলনীতে কোনো বহুনির্বাচনী প্রশ্ন নাই। শিক্ষার্থীদের বাংলা বইয়ের সকল গদ্য ও পদ্য পড়ার পর মূলভাব পড়লে বহুনির্বাচনী প্রশ্নের জন্য প্রস্তুতি নেওয়া হবে। কিন্তু প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে নিচের বহুনির্বাচনী প্রশ্নগুলো অনুশীলন করতে পারে।
এখানে ৫ম শ্রেণির বাংলা বইয়ের প্রত্যেকটি অধ্যয়ের আলাদাকের বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। এবং প্রতিটি অধ্যায়ের প্রশ্নের শেষে উত্তরগুলো দেওয়া আছে।
৫ম শ্রেণির বাংলা বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
এই দেশ এই মানুষ
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। আমরা বাংলাদেশে জন্মেছি-এটি আমাদের-
ক যোগ্যতা খ দুর্ভাগ্য
গ সৌভাগ্য ঘ কষ্ট
২। ‘ইস্টার সানডে’ উৎসবটি কোন ধর্মের অনুসারীরা পালন করে থাকে?
ক হিন্দু খ জৈন
গ বৌদ্ধ ঘ খ্রিষ্টান
৩। বাংলাদেশে বসবাসকারী নানা জাতির মানুষের মধ্যে মূল মিল কোনটি?
ক সবাই বাংলাদেশের অধিবাসী
খ সবাই বাংলায় কথা বলে
গ সবাই একই উৎসব উদ্যাপন করে
ঘ সবাই একই পোশাক পরিধান করে
৪। বাংলাদেশে মূলত কয়টি ধর্মের লোকের বাস?
ক ৩টি খ ৪টি
গ ৫টি ঘ ৬টি
৫। দুর্গাপূজা কাদের ধর্মীয় উৎসব?
ক মুসলমানদের খ হিন্দুদের
গ বৌদ্ধদের ঘ খ্রিষ্টানদের
৬। জনজীবন বৈচিত্র্যময় হওয়ায় আমাদের কোনটি হয়েছে?
ক দুর্নাম খ সমস্যা
গ গৌরব ঘ উপকার
৭। নিজস্ব ভাষা আছে কাদের?
ক কুমোরদের খ হিন্দুদের
গ সাঁওতালদের ঘ কৃষকদের
৮। বাংলাদেশে নানা জাতির মানুষ কীভাবে বসবাস করে?
ক মিলেমিশে বন্ধুর মতো
খ কাছাকাছি ভাইয়ের মতো
গ আলাদা আলাদা নিজের মতো
ঘ দূরত্ব বজায় রেখে
৯। নানা পেশার মানুষ কী দিয়ে এদেশকে গড়ে তুলছে?
ক ভাষা দিয়ে খ আনন্দ-উৎসব দিয়ে
গ ধর্মীয় বিশ্বাস দিয়ে ঘ কাজ দিয়ে
১০। এদেশের প্রায় সকল লোক কোন ভাষায় কথা বলে?
ক চাকমা খ বাংলা
গ হিন্দি ঘ ইংরেজি
১১। বাঙালি কারা?
ক যারা বাংলা ভাষায় কথা বলে
খ যারা বাংলাদেশে থাকে
গ যারা বাংলা ভাষা জানে না
ঘ যারা বাংলাদেশে থাকে না
১২। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার লোকজন মূলত
কোথায় বসবাস করে?
ক দেশের রাজধানীতে
খ সমতল অঞ্চলের জেলাগুলোতে
গ পার্বত্য জেলাগুলোতে
ঘ বিভিন্ন নদীর তীরে
১৩। সাঁওতালদের বসবাস কোন অঞ্চলে?
ক জামালপুর খ রাজশাহী
গ চট্টগ্রাম ঘ সিলেট
১৪। কৃষক আমাদের জন্য কী করেন?
ক চিকিৎসা সেবা দেন খ খাদ্যের জোগান দেন
গ হাঁড়ি-পাতিল বানান ঘ লেখাপড়া শেখান
১৫। ‘সাংরাই’ কাদের উৎসব?
ক চাকমাদের খ মুসলমানদের
গ রাখাইনদের ঘ খ্রিষ্টানদের
১৬। ‘বিজু’ উৎসব কারা পালন করে?
ক রাখাইনরা খ চাকমারা
গ তঞ্চঙ্গারা ঘ গারোরা
১৭। নববর্ষের দিন আমরা কোন উৎসব পালন করি?
ক ঈদ খ পয়লা বৈশাখ
গ পূজা ঘ বড়দিন
১৮। ‘প্রান্তর’ শব্দের অর্থ কী?
(ক) জনবসতি (খ) লোকালয়
(গ) মাঠ (ঘ) এলাকা
১৯। ‘বৈচিত্র্য’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) প্রান্তর (খ) বেলাভ‚মি
(গ) বিভিন্নতা (ঘ) সমুদ্র
২০। ‘বাংলাদেশের জনজীবন বৈচিত্র্যময়’ বলতে বোঝানো হয়েছে-
(ক) বাংলাদেশে প্রকৃতি নানা রূপ ধারণ করে
(খ) বাংলাদেশে নানা ধরনের মানুষের বাস
(গ) বাংলাদেশে অনেক ধর্মের লোক বসবাস করে
(ঘ) বাংলাদেশের সব মানুষ একই রকমের
২১। অনুচ্ছেদে দেশকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
(ক) মায়ের সাথে (খ) বাবার সাথে
(গ) বন্ধুর সাথে (ঘ) আত্মীয়ের সাথে
২২। নিজের দেশকে ঘুরে ঘুরে দেখলে কী হবে?
(ক) দেশের উন্নতি হবে
(খ) দেশের প্রতি মমতা বাড়বে
(গ) নতুন দেশ চেনা হবে
(ঘ) দেশের মানুষ অচেনা থাকবে
২৩। বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে সাহায্য করছে কীভাবে?
(ক) অর্থ দিয়ে (খ) কাজ দিয়ে
(গ) পেশা বদলে (ঘ) উৎসব পালন করে
২৪। ‘শ্রদ্ধা’ শব্দের অর্থ কী?
(ক) ভক্তি (খ) জীবিকা
(গ) আগ্রহ (ঘ) উৎসব
২৫। বাংলাদেশের মানুষ কীভাবে পেশাকে গড়ে তুলছে?
(ক) আলাদাভাবে ধর্মীয় উৎসব পালন করে
(খ) কৃষকের ওপর নির্ভর করে
(গ) পরস্পর সহযোগিতা করে
(ঘ) অফিস আদালতে চাকরি করে
২৬। আমাদের সবাইকে ভালোবাসতে হবে কেন?
(ক) দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য
(খ) কেউ কারও আপন নই বলে
(গ) পেশার বিচিত্রতার জন্য
(ঘ) কৃষকের হাতকে শক্তিশালী করার জন্য
২৭। ‘পেশা’ শব্দের অর্থ কী?
(ক) জীবিকার উপায় (খ) বন্ধুভাবাপন্ন
(গ) উৎসব (ঘ) বৈচিত্র্যপূর্ণ
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। গ সৌভাগ্য
২। ঘ খ্রিষ্টান
৩। ক সবাই বাংলাদেশের অধিবাসী
৪। খ ৪টি
৫। খ হিন্দুদের
৬। গ গৌরব
৭। গ সাঁওতালদের
৮। ক মিলেমিশে বন্ধুর মতো
৯।ঘ কাজ দিয়ে
১০। খ বাংলা
১১।ক যারা বাংলা ভাষায় কথা বলে
১২। গ পার্বত্য জেলাগুলোতে
১৩। খ রাজশাহী
১৪। খ খাদ্যের জোগান দেন
১৫। গ রাখাইনদের
১৬। খ চাকমারা
১৭। খ পয়লা বৈশাখ
১৮। (গ) মাঠ;
১৯। (গ) বিভিন্নতা;
২০। (খ) বাংলাদেশে নানা ধরনের মানুষের বাস;
২১। (ক) মায়ের সাথে;
২২। (খ) দেশের প্রতি মমতা বাড়বে
২৩। (খ) কাজ দিয়ে;
২৪। (ক) ভক্তি;
২৫। (গ) পরস্পর সহযোগিতা করে;
২৬। (ক) দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য;
২৭।(খ)জীবিকারউপায়।
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্ন
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। বীরেরা কী সাদরে গ্রহণ করেছে?
ক কোনোভাবে বেঁচে থাকাকে
খ আয়েশি জীবনকে
গ বদ্ধ ঘরে থাকাকে
ঘ মরণ-যন্ত্রণাকে
২। এক দেশ থেকে আরেক দেশকে এককথায় কী
বলা যায়?
ক যুগান্তর খ দেশান্তর
গ যুগ যুগ ঘ দেশভ্রমণ
৩। মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকেও হাসি মুখে কারা
সহ্য করতে পারে?
ক যারা ভীতু খ যেকোনো মানুষ
গ যারা বীর ঘ যারা কিশোর
৪। বিশ্বজগৎকে জানার কেমন কৌত‚হল কিশোরের?
ক সামান্য খ অদম্য
গ সীমিত ঘ নেই বললেই চলে
৫। সংকল্প কবিতার মূলভাব কী?
ক কিশোরের পড়াশোনার আগ্রহ
খ কিশোরের হিমালয় জয়ের স্বপ্ন
গ কিশোরের বিশ্বকে জানার আগ্রহ
ঘ কিশোরের স্বর্গপানে যাওয়ার স্বপ্ন
৬। কিশোর কিসের সংকল্প করে?
ক বদ্ধ ঘরে থাকার
খ ভালো হয়ে চলার
গ মন দিয়ে পড়ার
ঘ পৃথিবীকে জানার
৭। কিশোর কোথায় থাকতে চায় না?
(ক) পাতাল তলে (খ) চাঁদের দেশে
(গ) জগৎ মাঝে (ঘ) বদ্ধ ঘরে
৮। ‘বদ্ধ’ শব্দের অর্থ হলো-
(ক) রাগ (খ) বন্ধ
(গ) দুশ্চিন্তা (ঘ) বায়ুর কুণ্ডলী
৯। কিশোর বিশ্বজগৎ কীভাবে দেখবে?
(ক) ঘুরে ঘুরে কাছ থেকে
(খ) দূর থেকে অল্প করে
(গ) বদ্ধ ঘরে বসে থেকে
(ঘ) হাউই চড়ে উড়াল দিয়ে
১০। ‘জগৎ’ শব্দের অর্থ কী
(ক) বায়ু (খ) মঙ্গল
(গ) পৃথিবী (ঘ) আকাশ
১১। কবিতাংশে প্রকাশিত হয়েছে-
(ক) মহাকাশের রহস্যের কথা
(খ) সাগরতলের প্রাণীদের কথা
(গ) কিশোর মনের কৌত‚হলের কথা
(ঘ) ঘরের কোণে থাকার কথা
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। ঘ মরণ-যন্ত্রণাকে
২। খ দেশান্তর
৩। গ যারা বীর
৪। খ অদম্য
৫। গ কিশোরের বিশ্বকে জানার আগ্রহ
৬। ঘ পৃথিবীকে জানার
৭। (ঘ) বদ্ধ ঘরে;
৮। (খ) বন্ধ;
৯। (ক) ঘুরে ঘুরে কাছ থেকে;
১০। (গ) পৃথিবী;
১১। (গ) কিশোর মনের কৌত‚হলের কথা।
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্ন
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১. ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা-
১. ভারত ২. বাংলাদেশ
৩. অস্ট্রেলিয়া ৪. আফ্রিকা
২. আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়?
১. সিংহ ২. হাতি
৩. বাঘ ৪. উট
৩. বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়?
১. সিলেট ও খুলনার
২. ভাওয়াল ও মধুপুরের
৩. রাঙামাটি ও বান্দরবানের
৪. উপরের সবখানে
৪. কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে?
১. ঈগল ২. শকুন
৩. চিল ৪. কাক
৫. কোনটার বড় বড় শিং, কোনটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ, প্রাণীটির নাম কী?
১. চিতা বাঘ ২. চিত্রা হরিণ
৩. ভাল্লুক ৪. গণ্ডার
৬। সুন্দরবনে চিতাবাঘ -
ক কখনোই ছিল না খ এখন আর নেই
গ প্রচুর পরিমাণে আছে ঘ অল্প কিছু আছে
৭। শকুন কোন ধরনের খাবারগুলোকে নিজের
খাবার হিসেবে গ্রহণ করে?
ক মানুষের পছন্দের খাবারগুলোকে
খ মানুষের অপছন্দের খাবারগুলোকে
গ মানুষের অনুপযোগী খাবারগুলোকে
ঘ মানুষের অপরিচিত খাবারগুলোকে
৮। শকুনের কোন বিষয়টি অত্যন্ত চিন্তিত হওয়ার মতো?
ক খাদ্যাভ্যাস খ আচার-আচরণ
গ অপকারিতা ঘ বিলুপ্তি
৯। রয়্যাল বেঙ্গল টাইগার কেমন প্রাণী?
ক হিংস্র খ গোবেচারা
গ নিরীহ ঘ অসুন্দর
১০। সুন্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
ক পূর্ব দিকে খ পশ্চিম দিকে
গ উত্তর দিকে ঘ দক্ষিণ দিকে
১১। সুন্দরবনের পাড়ে কী অবস্থিত?
ক জলপ্রপাত খ সমুদ্র
গ পাহাড় ঘ মরুভ‚মি
১২। ‘কেওড়া’ কী?
ক সুন্দরবনের প্রাণী
খ সুন্দরবনের নদী
গ সুন্দরবনের বৃক্ষ
ঘ সুন্দরবনের গ্রাম
১৩। রয়্যাল বেঙ্গল টাইগারের চালচলন কেমন?
ক রাজার মতো খ মানুষের মতো
গ পাখির মতো ঘ শিক্ষকের মতো
১৪। রয়্যাল বেঙ্গল টাইগারকে বিলুপ্তির হাত থেকে
বাঁচাতে হবে কেন?
ক এটি ভয়ংকর বলে
খ এটি অমূল্য সম্পদ বলে
গ এটি জীবজন্তু শিকার করে বলে
ঘ এটি উপকারী প্রাণী বলে
১৫। সুন্দরবনের অনেক প্রাণী কেন বিলুপ্ত হয়ে গিয়েছে?
ক বাঘের আক্রমণে
খ প্রাকৃতিক পরিবর্তনের কারণে
গ খাদ্যের অভাবে
ঘ নতুন প্রাণীর আগমনে
১৬। বাংলাদেশের নামের সাথে জড়িয়ে আছে কোন প্রাণীর নাম?
(ক) শকুন (খ) রয়্যাল বেঙ্গল টাইগার
(গ) হরিণ (ঘ) গণ্ডার
১৭। ‘স্যাঁতসেঁতে’ শব্দের অর্থ কী?
(ক) ভেজাভেজা (খ) অস্বাস্থ্যকর
(গ) সুস্বাদু (ঘ) অপ্রয়োজনীয়
১৬। ‘রাজকীয়’ শব্দের অর্থ কী?
(ক) রাজা সম্বন্ধীয়
(খ) প্রাণীর রাজা
(গ) রাজার পছন্দ নয় এমন
(ঘ) রাজারা পোষেন এমন
১৯। ‘ক্ষ’ বর্ণটি কোন কোন যুক্তবর্ণ নিয়ে গঠিত?
(ক) খ + য় (খ) ম + ষ
(গ) হ + ম (ঘ) ক + ষ
২০। অনুচ্ছেদটিতে মূলত কিসের কথা বলা হয়েছে?
(ক) রয়্যাল বেঙ্গল টাইগারের হিংস্রতার কথা
(খ) শকুনের উপকারী ভ‚মিকার কথা
(গ) জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা
(ঘ) পশুপাখি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা
২১। ‘প্রচুর’ শব্দের অর্থ কী?
(ক) অনেক (খ) প্রয়োজনের চেয়ে বেশি
(গ) খুব কম (ঘ) শূন্য
২২। সুন্দরবনে কোন প্রাণীটি এখনও রয়েছে?
(ক) গণ্ডার (খ) হাতি
(গ) হরিণ (ঘ) বুনো শুয়োর
২৩। ‘বিলুপ্ত’ শব্দের অর্থ কী?
(ক) হারিয়ে যাওয়া
(খ) অন্যত্র চলে যাওয়া
(গ) বাঘে খেয়ে ফেলা
(ঘ) বনের গভীরে চলে যাওয়া
২৪। মানুষের জন্য ক্ষতিকর আবর্জনা শকুন খাওয়ার ফলে-
(ক) তারা বিলুপ্ত হয়ে গেছে
(খ) পরিবেশ পরিচ্ছন্ন থাকে
(গ) তাদের অসুখ হয়
(ঘ) মানুষের ক্ষতি হয়
২৫। অনুচ্ছেদটিতে মূলত কিসের কথা বলা হয়েছে?
(ক) বিলুপ্তপ্রায় প্রাণীর কথা
(খ) প্রাকৃতিক সৌন্দর্যের কথা
(গ) জলবায়ু পরিবর্তনের কথা
(ঘ) ক্ষতিকর প্রাণীর কথা
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. ৩. অস্ট্রেলিয়া
২. ১. সিংহ
৩. ৩. রাঙামাটি ও বান্দরবানের
৪. ২. শকুন
৫. ২. চিত্রা হরিণ
৬। খ এখন আর নেই
৭। গ মানুষের অনুপযোগী খাবারগুলোকে
৮। ঘ বিলুপ্তি
৯। ক হিংস্র
১০। ঘ দক্ষিণ দিকে
১১। খ সমুদ্র
১২। গ সুন্দরবনের বৃক্ষ
১৩। ক রাজার মতো
১৪। খ এটি অমূল্য সম্পদ বলে
১৫। খ প্রাকৃতিক পরিবর্তনের কারণে
১৬। (খ) রয়্যাল বেঙ্গল টাইগার;
১৭। (ক) ভেজাভেজা; ১৮। (ক) রাজা সম্বন্ধীয়; ১৯। (ঘ) ক + ষ;
২০। (ঘ) পশুপাখি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা।
২১। (ক) অনেক; ২২। (গ) হরিণ;
২৩। (ক) হারিয়ে যাওয়া;
২৪। (খ) পরিবেশ পরিচ্ছন্ন থাকে;
২৫। (ক) বিলুপ্তপ্রায় প্রাণীর কথা।
হাতি আর শেয়ালের গল্প
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১. বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো?
১. বাঘ ২. শেয়াল
৩. হাতি ৪. সিংহ
২. কার জন্য বনে আবার শান্তি ফিরে আসল?
১. সিংহ ২. শেয়াল
৩. ভালুক ৪. বাঘ
৩. হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শেয়ালকে দায়িত্ব দেয়া হলো?
১. শেয়াল সাঁতার জানে বলে
২. শেয়াল খুব সাহসী বলে
৩. শেয়াল বুদ্ধিমান বলে
৪. শেয়াল হাতির বন্ধু বলে
৪. হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি?
১. হাতির অহংকার
২. হাতির লম্বা শুঁড়
৩. হাতির ভারী শরীর
৪. হাতির বোকামি
৫. হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন?
১. হাতির অত্যাচারের জন্য
২. হাতি খুব বড় বলে
৩. হাতির ভয়ে
৪. হাতি সাঁতার জানে বলে
৬। কী নিয়ে হাতিটার খুব অহংকার ছিল?
ক লম্বা শুঁড় নিয়ে
খ বিশাল শরীর ও শক্তি নিয়ে
গ লম্বা কান নিয়ে
ঘ গায়ের রং নিয়ে
৭। সবাই হাতিটাকে কী করার জন্য প্রস্তুত হচ্ছিল?
ক ভয় দেখানোর জন্য
খ কুর্ণিশ করার জন্য
গ আটক করার জন্য
ঘ স্বাগত জানানোর জন্য
৮। সমস্ত বন থরথর করে কেঁপে উঠল কেন?
ক ভ‚মিকম্পের কারণে খ ঝোড়ো বাতাসে
গ হাতির হুঙ্কারে ঘ সিংহের হুঙ্কারে
৯। ইঁদুর ও গুবরে পোকার দল কোথায় লুকিয়ে ছিল?
ক গাছের ডালে খ মাটির তলায়
গ ঝোপের আড়ালে ঘ পানির নিচে
১০। বনের পশুপাখিদের শান্তির দিন শেষ হলো কেন?
ক মানুষের আগমনে
খ মানুষ সভ্য হতে থাকায়
গ অত্যাচারী হাতির আগমনে
ঘ সিংহের অত্যাচারের কারণে
১১। হাতিটা ছিল ভীষণ
ক শান্ত খ বদমেজাজি
গ দুর্বল ঘ ভালো
১২। বনের পশুপাখিরা কখন সিংহের গুহায় এলো?
ক ভোরে খ দুপুরে
গ সন্ধ্যায় ঘ রাতে
১৩। সব পশু নদীর তীরে এসেছিল কেন?
ক হাতিকে রাজা বানাতে
খ হাতিকে বরণ করতে
গ হাতির শাস্তি দেখতে
ঘ হাতির শক্তি দেখতে
১৪। ‘নিরীহ; শব্দের অর্থ কী?
(ক) ভালো (খ) দুর্বল
(গ) ভীতু (ঘ) শান্ত
১৫। হাতির পাগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
(ক) মোটা খাম্বার সাথে (খ) বড় পাথরের সাথে
(গ) মোটা গাছের সাথে (ঘ) বড় পাহাড়ের সাথে
১৬। বনের সবাই তটস্থ হয়ে রইল কেন?
(ক) সিংহ ভীষণ বদমেজাজি ছিল বলে
(খ) বাঘ মামার ভীষণ হুঙ্কার শুনে
(গ) হাতিটা অত্যাচারী ছিল বলে
(ঘ) হাতির সাথে সিংহের যুদ্ধ লাগার ভয়ে
১৭। ‘অমিত’ শব্দের অর্থ?
(ক) প্রচুর (খ) ভারী
(গ) অত্যন্ত (ঘ) বড়
১৮। কেউ যদি অন্য কারও ওপর বিনা দোষে অত্যাচার চালায় তাহলে সেই ব্যক্তিকে তুলনা করা যায় অনুচ্ছেদের-
(ক) বাঘের সাথে (খ) পিঁপড়ের সাথে
(গ) সিংহের সাথে (ঘ) হাতির সাথে
১৯। ‘পুঁচকে’ শব্দের অর্থ কী
(ক) শেয়াল (খ) অত্যন্ত ছোট
(গ) শক্তিধর (ঘ) সিংহ
২০। বনের কারো মনে শান্তি নেই কেন?
(ক) হাতির অত্যাচারে
(খ) সিংহের নির্যাতনে
(গ) বাঘের হুঙ্কারে
(ঘ) বানরের উৎপাতে
২১। বনের সব প্রাণী সিংহের গুহায় জড়ো হলো কেন?
(ক) হাতির তাড়া খেয়ে
(খ) সিংহের আমন্ত্রণে
(গ) হাতির অত্যাচার থেকে মুক্তির উপায় বের করতে
(ঘ) সিংহকে উচিত শিক্ষা দিতে
২২। ‘আস্তানা’ শব্দের অর্থ কী?
(ক) লড়াই
(খ) শায়েস্তা করা
(গ) রাজা
(ঘ) বসবাসের জায়গা
২৩। অনুচ্ছেদটি পড়ে আমরা বুঝতে পারি-
(ক) অহংকারীকে কেউ ভালোবাসে না
(খ) সকলেই শক্তের ভক্ত
(গ) বুদ্ধির চেয়ে শক্তি বড়
(ঘ) হাতি বনের রাজা
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. ৪. সিংহ
২. ২. শেয়াল
৩. ৩. শেয়াল বুদ্ধিমান বলে
৪. ১. হাতির অহংকার
৫. ১.হাতির অত্যাচারের জন্য
৬। খ বিশাল শরীর ও শক্তি নিয়ে
৭। ঘ স্বাগত জানানোর জন্য
৮। গ হাতির হুঙ্কারে
৯। খ মাটির তলায়
১০। গ অত্যাচারী হাতির আগমনে
১১। খ বদমেজাজি
১২। গ সন্ধ্যায়
১৩। গ হাতির শাস্তি দেখতে
১৪। (ঘ) শান্ত;
১৫। (গ) মোটা গাছের সাথে;
১৬। (গ) হাতিটা অত্যাচারী ছিল বলে;
১৭। (ক) প্রচুর
১৮। (ঘ) হাতির সাথে।
১৯। (খ) অত্যন্ত ছোট;
২০। (ক) হাতির অত্যাচারে;
২১। (গ) হাতির অত্যাচার থেকে মুক্তির উপায় বের করতে;
২২। (ঘ) বসবাসের জায়গা;
২৩। (ক) অহংকারীকে কেউ ভালোবাসে না।
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। মেসের চাকর ভাঙা হাড়ে সেঁক দিতে গিয়ে কী হয়?
ক আনন্দিত খ লবেজান
গ অসুস্থ ঘ আতঙ্কিত
২। সন্ধ্যাবেলায় ইমদাদ হক কী করে?
ক ফুটবল খেলে খ পড়তে বসে
গ মালিশ মাখে ঘ পত্রিকা পড়ে
৩। ইমদাদ হকের বন্ধুরা তার ব্যাপারে কী আশঙ্কা করে?
ক পঙ্গু হয়ে যাবে
খ ফুটবল খেলা ছেড়ে দেবে
গ পরীক্ষায় খারাপ করবে
ঘ সারা রাত ব্যথায় ঘুম হবে না
৪। সকালে ইমদাদ হকের ঘরে গেলে কী দেখা যেত?
ক ইমদাদ মালিশ মাখছে
খ ইমদাদ ব্যথায় কাতরাচ্ছে
গ বিছানা খালি পড়ে আছে
ঘ ভাঙা শিশি পড়ে আছে
৫। ছিপি খোলা মালিশের শিশিগুলো দেখলে কী মনে হয়?
ক যেন আনন্দে নাচছে
খ যেন বেদনায় ভেঙে পড়েছে
গ যেন উপহাস করছে
ঘ যেন ঘুম থেকে জেগে গেছে
৬। ইমদাদ হক কী নিয়ে আগে ছোটে?
ক ফুটবল খ মালিশের শিশি
গ বাঁশি ঘ বিজয়ের পুরস্কার
৭। ইমদাদ হক কোথায় থাকে?
ক মামাবাড়িতে খ নিজের বাড়িতে
গ মেসে ঘ হলে
৮। ইমদাদ হকের খেলাকে কিসের সাথে তুলনা
করা হয়েছে?
ক ঝড়ের সাথে খ বজ্রের সাথে
গ বাতাসের সাথে ঘ বন্যার সাথে
৯। চারদিকে কখন কোলাহল ওঠে?
ক ইমদাদ আহত হলে
খ ইমদাদ গোল করলে
গ ইমদাদ ব্যথায় কাতরালে
ঘ ইমদাদ গোল করতে না পারলে
১০। ইমদাদ হক কীভাবে জয় ছিনিয়ে আনে?
ক জোর করে খ ক‚টকৌশলে
গ অসাধারণ খেলে ঘ খেলতে না নেমে
১১। দর্শকেরা কীভাবে ফিরে যায়?
ক কোলাহল করতে করতে খ বিষণœ মনে
গ কাঁদতে কাঁদতে ঘ লবেজান হয়ে
১২। ইমদাদ হক খেলা শেষে কীভাবে মেসে ফিরে আসে?
ক এক দৌড়ে খ খোঁড়াতে খোঁড়াতে
গ রিকশায় চড়ে ঘ বন্ধুদের কাঁধে চড়ে
১৩। ইমদাদ হকের বেঘুম রাতি কাটে কীভাবে?
ক শারীরিক যন্ত্রণায় খ পরীক্ষার দুশ্চিন্তায়
গ পড়াশোনা করে ঘ খেলার দুশ্চিন্তায়
১৪। অনুচ্ছেদে বলা হয়েছে -
(ক) অদম্য এক খেলোয়াড়ের কথা
(খ) ফুটবল খেলার কায়দাকানুন সম্পর্কে
(গ) ফুটবল খেলার আনন্দ সম্পর্কে
(ঘ) খেলাধুলার উপকারিতার কথা
১৫। সন্ধ্যাবেলায় ইমদাদ হক কাজির বন্ধুরা বিস্মিত হয়
(ক) নিজেদের দলের হেরে যাওয়া দেখে
(খ) ইমদাদ হকের খেলতে আসা দেখে
(গ) ইমদাদ হককে মাঠে না দেখে
(ঘ) মাঠে প্রচুর দর্শক দেখে
১৬। পায়ে-পায়ে বল গড়িয়ে নিয়ে বল কাটানোর কৌশলকে কী বলে?
(ক) ফুটবল (খ) ফাউল
(গ) গোল (ঘ) ড্রিবলিং
১৭। ইমদাদ হক আসায় তার দলের কী হয়?
(ক) দুর্নাম (খ) জিত
(গ) হার (ঘ) সমস্যা
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। খ লবেজান ২। গ মালিশ মাখে
৩। ক পঙ্গু হয়ে যাবে
৪। গ বিছানা খালি পড়ে আছে
৫। গ যেন উপহাস করছে
৬। ক ফুটবল ৭। গ মেসে
৮। খ বজ্রের সাথে ৯। খ ইমদাদ গোল করলে
১০। গ অসাধারণ খেলে ১১। ক কোলাহল করতে করতে
১২। খ খোঁড়াতে খোঁড়াতে ১৩। কশারীরিক যন্ত্রণায়
১৪। (ক) অদম্য এক খেলোয়াড়ের কথা;
১৫। (খ) ইমদাদ হকের খেলতে আসা দেখে;
১৬। (ঘ) ড্রিবলিং; ১৭। (খ) জিত;
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্ন
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন?
ক বাংলাদেশ রাইফেলসে
খ ইস্ট পাকিস্তান রাইফেলসে
গ বাংলাদেশ নেভিতে
ঘ কোনটিই না
২। বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ এর জন্ম-
ক ১৯৩৬ সালের ২৬এ ফেব্রæয়ারি
খ ১৯৩৮ সালের ২৬এ ফেব্রæয়ারি
গ ১৯৩৬ সালের ২৬এ জানুয়ারি
ঘ ১৯৩৭ সালের ২৬এ জানুয়ারি
৩। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল?
ক পাঁচটি খ আটটি
গ সাতটি ঘ নয়টি
৪। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফকে সমাহিত করা হয়-
ক বরিশাল খ বক্সিবাজার
গ বোর্ড বাজার ঘ বুড়িঘাট
৫। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা-
ক নূর মোহাম্মদ শেখ খ মোহাম্মদ রুহুল আমীন
গ মতিউর রহমান ঘ মোস্তফা কামাল
৬। নূর মোহাম্মদ শেখের বাবা-মা কখন মারা গেলেন?
ক তিনি যখন শিশু ছিলেন
খ তিনি যখন কিশোর ছিলেন
গ তিনি যখন মুক্তিযুদ্ধে ছিলেন
ঘ তিনি শহিদ হওয়ার পর
৭। গোয়ালহাটি গ্রামে কয়জন মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিলেন?
ক দুইজন খ তিনজন
গ চারজন ঘ পাঁচজন
৮। গোয়ালহাটি গ্রামের মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে কে
ছিলেন?
ক নান্নু মিয়া খ রুহুল আমিন
গ নূর মোহাম্মদ শেখ ঘ মুন্সী আবদুর রউফ
৯। পাকিস্তানি সেনারা কাদের সাহায্য নিয়ে
মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলেছিল?
ক গ্রামবাসীর খ রাজাকারদের
গ আলবদরদের ঘ পুলিশদের
১০। রাজাকারদের ক্ষেত্রে কোনটি সত্য?
ক তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল
খ তারা ছিল মুক্তিযোদ্ধাদের সহকারী
গ তারা মুক্তিযুদ্ধে কোনো পক্ষেই ছিল না
ঘ তারা ছিল পাকিস্তানি সেনাদের সহযোগী
১১। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন কোন
তারিখে?
ক ২১এ ফেব্রæয়ারি খ ২৩এ ফেব্রæয়ারি
গ ১লা মে ঘ ১৬ই ডিসেম্বর
১২। নূর মোহাম্মদ শেখ ও মুন্সী আবদুর রউফের মধ্যে
মিল কোনটি?
ক দুজনই ছেলেবেলায় খুব দুরন্ত ছিলেন
খ দুজনেরই নাটক, থিয়েটারে আগ্রহ ছিল
গ দুজনই কিশোর বয়সে বাবা-মা হারান
ঘ দুজনই ছিলেন ল্যান্স নায়েক
১৩। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ সুনাম অর্জন করেন
ক মেশিন-চালক হিসেবে
খ মটর-চালক হিসেবে
গ গাড়ি-চালক হিসেবে
ঘ জাহাজ-চালক হিসেবে
১৪। মুন্সী আবদুর রউফ কোনটির সদস্য ছিলেন?
ক পুলিশ বাহিনীর খ নৌবাহিনীর
গ ইপিআর-এর ঘ বিডিআর-এর
১৫। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কোন তারিখে শহিদ হন?
ক ২৬ এ জুন খ ৮ই এপ্রিল
গ ১লা মে ঘ ১০ই ডিসেম্বর
১৬। পাকিস্তানি সৈন্যরা কয়টি মোটর লঞ্চ
নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করেছিল?
ক দুইটি খ চারটি
গ পাঁচটি ঘ সাতটি
১৭। ‘বিএনএস পদ্মা’ কী?
ক পাকবাহিনীর যুদ্ধজাহাজ
খ মুক্তিবাহিনীর যুদ্ধজাহাজ
গ পাকবাহিনীর যুদ্ধবিমান
ঘ মুক্তিবাহিনীর যুদ্ধবিমান
১৮। মুক্তিযোদ্ধারা কিসের সাহায্যে মংলা বন্দর দখলে
নিয়েছিল?
ক দুইটি যুদ্ধবিমান খ দুইটি যুদ্ধজাহাজ
গ দশটি মোটর লঞ্চ ঘ সাতটি স্পিডবোট
১৯। মুক্তিযোদ্ধাদের যুদ্ধজাহাজে কোথা থেকে আক্রমণ
চালানো হয়েছিল?
ক যুদ্ধজাহাজ খ স্পিডবোট
গ বোমারু বিমান ঘ হেলিকপ্টার
২০। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহীদ হন?
ক নদীতে ডুবে খ বোমার আঘাতে
গ পাকবাহিনীর গুলিতে
ঘ রাজাকারদের নির্যাতনে
২১। গোয়ালহাটি গ্রামের অদূরে পাকিস্তানিদের কোন
ক্যাম্প ছিল?
ক বুড়িঘাট ক্যাম্প খ ছুটিপুর ক্যাম্প
গ বোর্ড বাজার ক্যাম্প ঘ বোয়ালমারি ক্যাম্প
২২। নান্নু মিয়া কীভাবে আহত হলেন?
ক গুলিবিদ্ধ হয়ে
খ পাহাড় থেকে পড়ে গিয়ে
গ বোমার আঘাতে
ঘ রাজাকারদের নির্যাতনে
২৩। কোনটি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কৌশল ছিল?
ক একা গুলি চালানো
খ নান্নু মিয়াকে কাঁধে নেওয়া
গ বারবার স্থান পরিবর্তন করা
ঘ গোয়ালহাটি গ্রামে টহল দেওয়া
২৪। নূর মোহাম্মদ শেখের মাঝে আমরা কোনটি লক্ষ করি?
ক স্বার্থপরতা খ দানশীলতা
গ দুর্বলতা ঘ আত্মত্যাগ
২৫। কোনটির কারণে পাকসেনাদের সাতটি স্পিডবোট
ডুবিয়ে দিতে সক্ষম হন মুক্তিযোদ্ধারা?
ক ঐক্যবদ্ধ আক্রমণ খ ভারী মেশিনগান
গ অতিরিক্ত সদস্য ঘ প্রচণ্ড বৃষ্টি
২৬। বোমার আঘাতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কী উড়ে
যায়?
ক ডান হাত খ ডান পা
গ বাঁ হাত ঘ বাঁ পা
২৭। ‘দখল’ শব্দের অর্থ কী?
(ক) নির্যাতন করা (খ) অধিকার করা
(গ) তর্ক করা (ঘ) পরিষ্কার করা
২৮। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় শহিদ হন?
(ক) খুলনায় (খ) মংলায়
(গ) ঢাকায় (ঘ) যশোরে
২৯। মুক্তিযোদ্ধারা খুলনার দিকে ধেয়ে আসছিলেন কেন?
(ক) শত্রæর হাত থেকে বাঁচতে
(খ) জাহাজ নোঙর করতে
(গ) রাজাকার-আলবদরদের ধরতে
(ঘ) খুলনাকে শত্রæমুক্ত করতে
৩০। ‘বোমারু’ শব্দের অর্থ-
(ক) বোমা প্রস্তুতকারক (খ) বোমা সরবরাহকারী
(গ) বোমা নিক্ষেপক (ঘ) বোমা আবিষ্কারক
৩১। অনুচ্ছেদে কী সম্পর্কে বলা হয়েছে?
(ক) যুদ্ধজাহাজ সম্পর্কে
(খ) একজন বীরশ্রেষ্ঠর আত্মত্যাগ সম্পর্কে
(গ) দেশদ্রোহীদের সম্পর্কে
(ঘ) মংলা বন্দর সম্পর্কে
৩২। ‘সমাধি’ শব্দের অর্থ কী?
(ক) স্মৃতি (খ) যুদ্ধক্ষেত্র
(গ) কবর (ঘ) মাঠ
৩৩। মুন্সী আবদুর রউফ কীভাবে শত্রæদের রুখে দিতে থাকলেন?
(ক) মেশিনগানের গুলি ছুঁড়ে
(খ) গ্রেনেড নিক্ষেপ করে
(গ) মাইনের বিস্ফোরণ ঘটিয়ে
(ঘ) বোমা মেরে
৩৪। যুদ্ধক্ষেত্র থেকে মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি কেন?
(ক) পালানোর রাস্তা না থাকায়
(খ) দেশপ্রেমের কারণে
(গ) জয় নিশ্চিত ছিল বলে
(ঘ) পাকিস্তানিদের ভয়ে
৩৫। ‘টিলা’ শব্দের অর্থ কী?
(ক) ছোট পাহাড় (খ) বড় পাহাড়
(গ) ছোট নদী (ঘ) বড় নদী
৩৬। অনুচ্ছেদটি থেকে আমরা কী সম্পর্কে ধারণা লাভ করি?
(ক) পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞ সম্পর্কে
(খ) বীর শহিদদের দেশপ্রেম সম্পর্কে
(গ) মুক্তিযুদ্ধে রাজাকারদের ভ‚মিকা সম্পর্কে
(ঘ) মুক্তিযোদ্ধাদের বর্তমান অবস্থান সম্পর্কে
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. খ ইস্ট পাকিস্তান রাইফেলসে
২. ক ১৯৩৬ সালের ২৬এ ফেব্রæয়ারি
৩. গ সাতটি
৪. গ বোর্ড বাজার
৫. খ মোহাম্মদ রুহুল আমীন
৬। খ তিনি যখন কিশোর ছিলেন
৭। ঘ পাঁচজন
৮। গ নূর মোহাম্মদ শেখ
৯। খ রাজাকারদের
১০। ঘ তারা ছিল পাকিস্তানি সেনাদের সহযোগী
১১। খ ২৩এ ফেব্রæয়ারি
১২। ক দুজনই ছেলেবেলায় খুব দুরন্ত ছিলেন
১৩। ক মেশিন-চালক হিসেবে
১৪। গ ইপিআর-এর
১৫। খ ৮ই এপ্রিল
১৬। ক দুইটি
১৭। খ মুক্তিবাহিনীর যুদ্ধজাহাজ
১৮। খ দুইটি যুদ্ধজাহাজ
১৯। গ বোমারু বিমান
২০। ঘ রাজাকারদের নির্যাতনে
২১। খ ছুটিপুর ক্যাম্প
২২। ক গুলিবিদ্ধ হয়ে
২৩। গ বারবার স্থান পরিবর্তন করা
২৪। ঘ আত্মত্যাগ
২৫। ক ঐক্যবদ্ধ আক্রমণ
২৬। ক ডান হাত
২৭। (খ) অধিকার করা; ২৮। (ক) খুলনায়;
২৯। (ঘ) খুলনাকে শত্রæমুক্ত করতে;
৩০। (গ) বোমা নিক্ষেপক;
৩১। (খ) একজন বীরশ্রেষ্ঠর আত্মত্যাগ সম্পর্কে
৩২। (গ) কবর; ৩৩। (ক) মেশিনগানের গুলি ছুঁড়ে;
৩৪। (খ) দেশপ্রেমের কারণে; ৩৫। (ক) ছোট পাহাড়; ৩৬। (খ) বীর শহিদদের দেশপ্রেম সম্পর্কে।
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১. মনের কথা কীভাবে বলব?
ক মায়ের ভাষায় খ বাবার ভাষায়
গ দাদার ভাষায় ঘ মামার ভাষায়
২. পাখির গানে সবার প্রাণ কেমন হয়?
ক বিরক্ত খ মুগ্ধ
গ রাগ ঘ খুশি
৩. নদীর অপর নাম কী?
ক স্রোতস্বিনী খ পুকুর
গ সমুদ্র ঘ খাল
৪. ফুলের সাথে কে কথা বলে?
ক প্রজাপতি খ হরিণ
গ মানুষ ঘ পাখি
৫. ফেব্রæয়ারির গান কাদের রক্তে লেখা?
ক ভাইয়ের খ মামার
গ বাবার ঘ মানুষের
৬। দোয়েল, কোয়েল, ময়নার কণ্ঠে কী আছে?
ক হাসি খ গান
গ ঊর্মি ঘ বাংলা ভাষা
৭। কী শুনে সবার প্রাণ মুগ্ধ হয়?
ক পাখির গান খ গাছের গান
গ সাগরের গান ঘ প্রজাপতির গান
৮। মন ভোলানো সুর আছে কার?
ক প্রজাপতির খ ঝরনার
গ ফুলের ঘ সাগর-নদীর
৯। পাতা কী শুনে মুগ্ধ হয়?
ক পাখির গান খ প্রজাপতির কথা
গ নদীর সুর ঘ গাছের গান
১০। ‘সমুদ্দুর’ কাকে বলা হয়?
ক নদীকে খ সাগরকে
গ স্রোতস্বিনীকে ঘ ঝরনাকে
১১। গ্রীষ্ম-বর্ষা-শীতের বাতাসে কিসের প্রতিধ্বনি?
ক ঝরনার সুরের খ পাখির গানের
গ প্রজাতির কথার ঘ নদীর ঢেউয়ের
১২। মায়ের মুখের ভাষা কেমন?
ক মিষ্টি খ কটু
গ নোনতা ঘ কঠিন
১৩। আমার মায়ের ভাষা কোনটি?
ক ইংরেজি খ হিন্দি
গ বাংলা ঘ উর্দু
১৪। ভাষা আন্দোলনের জন্য স্মরণীয় দিন কোনটি?
ক ২৬শে মার্চ খ ১৬ই ডিসেম্বর
গ ২১শে ফেব্রæয়ারি ঘ ১০ই ডিসেম্বর
১৫। পাকিস্তানি সরকার ছাত্রদের মিছিলে-
ক উৎসাহ দেয় খ গুলি চালায়
গ যোগ দেয় ঘ লাঠিপেটা করে
১৬। ‘ফেব্রæয়ারির গান’ কবিতায় কী প্রকাশ পেয়েছে?
ক বাংলাদেশের ষড়ঋতুর বর্ণনা
খ বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য
গ ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা
ঘ মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা
১৭। রফিক, বরকত, শফিককে আমরা ভুলব না কেন?
ক এদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন বলে
খ বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন বলে
গ গরিবের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন বলে
ঘ ছয় দফা দাবি আদায়ে জীবন দিয়েছেন বলে
১৮। ২১শে ফেব্রæয়ারি আমরা কোন দিবস পালন করি?
ক মাতৃভাষা দিবস খ স্বাধীনতা দিবস
গ বিজয় দিবস ঘ মুক্তি দিবস
১৯। গাছের গান শুনে মুগ্ধ হয় কে?
(ক) পাহাড় (খ) ঝরনা (গ) পাখি (ঘ) পাতা
২০। বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসার ঘটনাকে কী বলে?
(ক) স্বরধ্বনি (খ) ব্যঞ্জনধ্বনি
(গ) প্রতিধ্বনি (ঘ) জয়ধ্বনি
২১। ‘বাহার’ শব্দের অর্থ কী?
(ক) রং (খ) ছন্দ
(গ) সুর (ঘ) সৌন্দর্য
২২। বাংলা ভাষার জন্য শহিদ ছেলেরা কোন মাসে জীবন দিয়েছিল?
(ক) জানুয়ারি (খ) ফেব্রুয়ারি
(গ) নভেম্বর (ঘ) ডিসেম্বর
২৩। কবিতাংশে প্রকাশিত হয়েছে-
(ক) মাতৃভাষার প্রতি ভালোবাসা
(খ) প্রকৃতির প্রতি ভালোবাসা
(গ) নানা রকম পাখির কথা
(ঘ) বাংলাদেশের ঋতুবৈচিত্র্যের কথা
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. কমায়ের ভাষায়
২. খ মুগ্ধ
৩. ক স্রোতস্বিনী
৪. ক প্রজাপতি
৫. ক ভাইয়ের
৬। খ গান
৭। ক পাখির গান
৮। ঘ সাগর-নদীর
৯। ঘ গাছের গান
১০। খ সাগরকে
১১। ক ঝরনার সুরের
১২। ক মিষ্টি
১৩। গ বাংলা
১৪। গ ২১শে ফেব্রæয়ারি
১৫। খ গুলি চালায়
১৬। গ ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা
১৭। খ বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন বলে
১৮। ক মাতৃভাষা দিবস
১৯। (ঘ) পাতা;
২০। (গ) প্রতিধ্বনি;
২১। (ঘ) সৌন্দর্য;
২২। (খ) ফেব্রæয়ারি;
২৩।(ক) মাতৃভাষার প্রতি ভালোবাসা।
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১. আনন্দপুরে কখন মেলা বসে?
ক ষোলই ডিসেম্বর খ পয়লা বৈশাখ
গ একুশে ফেব্রæয়ারি ঘ বলিখেলার সময়
২. মামা কোথায় পড়েন?
ক কলেজে
খ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
গ ঢাকার চারুকলা ইনস্টিটিউটে
ঘ চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে
৩. মৃৎশিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে-
ক বাঁশ খ কাঠ
গ পানি ঘ মাটি
৪. আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে-
ক চারুশিল্প খ মৃৎশিল্প বা মাটির শিল্প
গ কারুশিল্প ৪. দারুশিল্প
৫. কুমোর স¤প্রদায় কিসের কাজ করেন?
ক বাঁশের কাজ খ কাঠের কাজ
গ পাকা বাড়ির কাজ ঘ মাটির কাজ
৬. গ্রামের শিল্পীরা রং তৈরি করেন-
ক আম ও লাউ পাতা থেকে
খ শিম ও কাঁঠাল গাছের বাকল থেকে
গ সরিষা ফুল থেকে
ঘ পান ও চুন থেকে
৭. পোড়ামাটির ফলকের অন্য নাম-
ক টেপা পুতুল খ টেরাকোটা
গ শখের হাঁড়ি ঘ মৃৎশিল্প
৮। কোন কথাটি আমাদের দেশে প্রচলিত আছে?
ক মামার বাড়ি মধুর হাঁড়ি
খ মামার বাড়ি শখের হাঁড়ি
গ মামার বাড়ি রসের হাঁড়ি
ঘ মামার বাড়ি খুশির হাঁড়ি
৯। লেখকের মামা সবাইকে কোন মেলায় নিয়ে
যাওয়ার কথা বললেন?
ক চড়ক মেলায় খ বিজয় দিবসের মেলায়
গ নবান্নের মেলায় ঘ বৈশাখী মেলায়
১০। টেপা পুতুল তৈরি করতে কী ধরনের মাটি প্রয়োজন?
ক এঁটেল খ বেলে
গ দোআঁশ ঘ বেলে-দোআঁশ
১১। যখন আমরা কোনো কিছু সুন্দরভাবে বানাই বা
আঁকি তখন তা হয় -
ক পুতুল খ শিল্প
গ শখ ঘ ঐতিহ্য
১২। বেলে মাটি দিয়ে মাটির শিল্পকর্ম হয় না কেন?
ক আঠালো বলে
খ পোড়ানো যায় না বলে
গ ঝরঝরে বলে
ঘ ভেজানো যায় না বলে
১৩। কাদের কাছে মাটির শিল্প তৈরির কাজ খুব সহজ?
ক কামারদের কাছে
খ কুমোরদের কাছে
গ সব শিল্পীর কাছেই
ঘ গ্রামের মানুষদের কাছে
১৪। মৃৎশিল্প তৈরিতে সবার আগে কোনটি প্রয়োজন?
ক মাটির পাত্র খ বেলে মাটি
গ কাঠের চাকা ঘ মাটির চুলা
১৫। আনন্দপুর গ্রামের কোন দিকে কুমোরদের বসবাস?
ক পূর্ব দিকে খ পশ্চিম দিকে
গ উত্তর দিকে ঘ দক্ষিণ দিকে
১৬। দিনাজপুরে নিচের কোনটি অবস্থিত?
ক ষাটগম্বুজ মসজিদ খ মহাস্থানগড়
গ শালবন বিহার ঘ কান্তজির মন্দির
১৭। অনুচ্ছেদে মূলত বলা হয়েছে-
(ক) বাংলাদেশের মৃৎশিল্পের সম্ভাবনার কথা
(খ) বাংলাদেশের মৃৎশিল্পের অবনতির কথা
(গ) মৃৎশিল্প তৈরির কৌশল সম্পর্কে
(ঘ) মৃৎশিল্পীদের জীবনযাপন সম্পর্কে
১৮। কুমোর কারা?
(ক) যারা মাটি নিয়ে গবেষণা করেন
(খ) যারা প্রতœতত্তে¡র সন্ধান করেন
(গ) যারা মাটি দিয়ে জিনিস তৈরি করেন
(ঘ) যারা মাটি কাটার কাজ করেন
১৯। মৃৎশিল্পের জন্য সবচেয়ে উপযোগী কোনটি?
(ক) বেলে-দোঁআশ মাটি (খ) দোঁআশ মাটি
(গ) বেলে মাটি (ঘ) এঁটেল মাটি
২০। ‘সরঞ্জাম’ শব্দের অর্থ কী?
(ক) উপকরণ (খ) গবেষণা
(গ) কৌশল (ঘ) নৈপুণ্য
২১। বেলে মাটি দিয়ে মাটির জিনিস তৈরি করলে কী ঘটবে?
(ক) অনেক দিন টিকবে
(খ) খুব দ্রæত ভেঙে যাবে
(গ) রং চমৎকারভাবে ফুটবে
(ঘ) মৃৎশিল্পের উন্নতি হবে
২২। কুমোরপাড়ায় গিয়ে কী দেখা গেল?
(ক) সবাই গল্পগুজবে ব্যস্ত
(খ) সবাই অতিথি বরণে ব্যস্ত
(গ) সবাই মাটির কাজে ব্যস্ত
(ঘ) সবাই খাওয়া-দাওয়ায় ব্যস্ত
২৩। ‘কদর’ শব্দটির অর্থ হলো
(ক) সৌন্দর্য (খ) মর্যাদা
(গ) নৈপুণ্য (ঘ) কৌশল
২৪। কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
(ক) রাজশাহীতে (খ) বগুড়ায়
(গ) দিনাজপুরে (ঘ) নওগাঁয়
২৫। আনন্দপুর গ্রামের কোনদিকে কুমোরপাড়ার অবস্থান?
(ক) পশ্চিম দিকে (খ) পূর্ব দিকে
(গ) দক্ষিণ দিকে (ঘ) উত্তর দিকে
২৬। ‘মৃৎ’ শব্দটির অর্থ কী?
(ক) মাটি (খ) মূল্য
(গ) পানি (ঘ) জীবন
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. খপয়লা বৈশাখ
২. গ ঢাকার চারুকলা ইনস্টিটিউটে
৩. ঘ মাটি
৪. খমৃৎশিল্প বা মাটির শিল্প
৫. ঘ মাটির কাজ
৬. খশিম ও কাঁঠাল গাছের বাকল থেকে
৭. খটেরাকোটা
৮। গ মামার বাড়ি রসের হাঁড়ি
৯। ঘ বৈশাখী মেলায়
১০। ক এঁটেল
১১। খ শিল্প
১২। গ ঝরঝরে বলে
১৩। খ কুমোরদের কাছে
১৪। গ কাঠের চাকা
১৫। গ উত্তর দিকে
১৬। ঘ কান্তজির মন্দির
১৭। (গ) মৃৎ শিল্প তৈরির কৌশল সম্পর্কে;
১৮। (গ) যারা মাটি দিয়ে জিনিস তৈরি করেন;
১৯। (ঘ) এঁটেল মাটি;
২০। (ক) উপকরণ;
২১। (খ) খুব দ্রæত ভেঙে যাবে।
২২। (গ) সবাই মাটির কাজে ব্যস্ত;
২৩। (খ) মর্যাদা;
২৪। (গ) দিনাজপুরে;
২৫। (ঘ) উত্তর দিকে;
২৬। (গ) মাটি।
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। পল্লিতে কুকুরের দল কখন ডাকে?
ক সারাদিন খ সারারাত
গ খুব ভোরে ঘ নিশি রাতে
২। পাখিদের ডাকাডাকির আওয়াজকে কী বলে?
ক হাঁকাহাঁকি খ কিচিরমিচির
গ হইচই ঘ হাঁকডাক
৩। পল্লিতে কার গান শোনা যায়?
ক গরুর খ ফেরিঅলার
গ পাতি কাকের ঘ ঘুঘুর
৪। শহরে ঝাঁকে ঝাঁকে কী ডাকে?
ক মোরগ খ পাতিকাক
গ ঘুঘু ঘ হাঁস
৫। কোনটি শহরের জীবন-জ্বালা?
ক কুকুরের চিৎকার খ ফেরিঅলার হাঁক
গ পাতিকাকের ডাক ঘ শব্দদূষণ
৬। ইশকুল মাঠে কারা হইচই করে?
ক ফেরিঅলারা খ ছোটরা
গ পাতি কাকেরা ঘ টুনটুনিরা
৭। দোয়েল চড়–ইয়ের ডাকাডাকিতে কী হয়?
ক মনের শান্তি নষ্ট হয়
খ শব্দদূষণ হয়
গ মন ভরে যায়
ঘ কান ঝালাপালা হয়
৮। রাস্তায় বা বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি
করেন তাঁদের কী বলে?
ক ডুবুরি খ ফেরিঅলা
গ মুচি ঘ বাড়িঅলা
৯। গাড়ির হর্ন বাজা; সিডি, টিভি ইত্যাদি চলার ফলে
কী সৃষ্টি হয়?
ক পানিদূষণ খ বায়ুদূষণ
গ শব্দদূষণ ঘ মাটিদূষণ
১০। ‘মুশকিল’ শব্দের অর্থ-
(ক) সমাধান (খ) সহজ
(গ) সমস্যা (ঘ) সুবিধা
১১। পাতিকাকের ডাক কেমন?
(ক) মিষ্টি (খ) ঘুঘুর ডাকের মতো
(গ) সুরেলা (ঘ) কর্কশ
১২। ‘নিশিরাত’ শব্দের অর্থ কী?
(ক) গভীর রাত্রি (খ) মধ্য দুপুর
(গ) খুব সকালে (ঘ) শেষ বিকেল
১৩। ফেরিঅলার হাঁকের ফলে কী সৃষ্টি হয়?
(ক) মধুর কলতান (খ) কিচিরমিচির
(গ) বায়ুদূষণ (ঘ) শব্দদূষণ
১৪। কবিতাংশের মূলভাব কোনটি?
(ক) নানা রকম পাখির পরিচিতি
(খ) পশু-পাখিদের উপকারিতা
(গ) শহরের যানবাহনের সমস্যা
(ঘ) শহর ও গ্রামের জীবনের পার্থক্য
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। ঘ নিশি রাতে
২। খ কিচিরমিচির
৩। ঘ ঘুঘুর
৪। খ পাতিকাক
৫। ঘ শব্দদূষণ
৬। খ ছোটরা
৭। গ মন ভরে যায়
৮। খ ফেরিঅলা
৯। গ শব্দদূষণ
১০। (গ) সমস্যা;
১১। (ঘ) কর্কশ;
১২। (ক) গভীর রাত্রি;
১৩। (ঘ) শব্দদূষণ;
১৪। (ঘ) শহর ও গ্রামের জীবনের পার্থক্য।
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করে?
ক ১৯৪৭ সালে খ ১৯৫২ সালে
গ ১৯৭১ সালে ঘ ১৯৯৯ সালে
২। কীভাবে বাংলাদেশ শত্রæমুক্ত হয়েছে?
ক ভাষা আন্দোলনের মাধ্যমে
খ গণ-অভ্যুত্থানের মাধ্যমে
গ ছয় দফা আন্দোলনের মাধ্যমে
ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে
৩। স্বাধীনতার জন্য আমরা কাদের কাছে কৃতজ্ঞ?
ক শহিদদের কাছে
খ রাজাকারদের কাছে
গ হানাদার বাহিনীর কাছে
ঘ পৃথিবীর সকল মানুষের কাছে
৪। ১৯৭১ সালের ২৫এ মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত এ দেশে কী হয়?
ক ভাষা আন্দোলন খ ছয় দফা আন্দোলন
গ মুক্তিযুদ্ধ ঘ সিপাহি বিদ্রোহ
৫। পাকিস্তানিরা এদেশে দীর্ঘ নয় মাস কী চালিয়েছিল?
ক সুশাসন খ নির্বিচার হত্যাযজ্ঞ
গ সুবিচার ঘ চোরাগোপ্তা হামলা
৬। রাজাকার, আলবদর বাহিনীতে যোগ দেওয়া মানুষগুলো ছিল -
ক আলোকিত খ বরেণ্য
গ হৃদয়হীন ঘ নির্লোভ
৭। অধ্যাপক এম. মুনিরুজ্জামান কী পড়াতেন?
ক বিজ্ঞান খ ইংরেজি
গ বাংলা ঘ গণিত
৮। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে অধ্যাপক এম.
মুনিরুজ্জামান কী করলেন?
ক জানালা খুলে বসলেন
খ পেছনের দরজা দিয়ে পালাতে চাইলেন
গ কোরআন পড়া শুরু করলেন
ঘ বাইরে বেরিয়ে এলেন
৯। অধ্যাপক এম. মুনিরুজ্জামানের বাড়ির নিচতলায় কে থাকতেন?
ক অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব
খ অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা
গ সাংবাদিক মেহেরুন্নেসা
ঘ সুরকার আলতাফ মাহমুদ
১০। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব কোন বিষয়ের নামকরা শিক্ষক ছিলেন?
ক ইংরেজি খ বিজ্ঞান
গ বাংলা ঘ দর্শন
১১। শহিদ সাবের ২৫এ মার্চ রাতে কোন পত্রিকা অফিসে ঘুমিয়ে ছিলেন?
ক দৈনিক বাংলা খ দৈনিক আজাদ
গ দৈনিক সংবাদ ঘ দৈনিক জনকণ্ঠ
১২। কী হিসেবে সাংবাদিক মেহেরুন্নেসার পরিচিতি ছিল?
ক কবি খ সুরকার
গ সংগীতশিল্পী ঘ ছড়াকার
১৩। যোগেশচন্দ্র ঘোষ কত বছর বয়সে প্রাণ হারান?
ক ৮০ বছর খ ৮৪ বছর
গ ৮৫ বছর ঘ ৮৮ বছর
১৪। ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন?
ক ১৯৪৭ সালে খ ১৯৪৮ সালে
গ ১৯৫২ সালে ঘ ১৯৫৮ সালে
১৫। সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা কে?
ক সাধনচন্দ্র ঘোষ খ যোগেশচন্দ্র ঘোষ
গ নতুনচন্দ্র সিংহ ঘ আর.পি সাহা
১৬। ভাষাশহিদদের স্মরণ করে একুশে ফেব্রæয়ারি কোথায় ফুল দেওয়া হয়?
ক জাতীয় স্মৃতিসৌধে
খ বুদ্ধিজীবী কবরস্থানে
গ শহিদ মিনারে
ঘ রায়ের বাজার বধ্যভ‚মিতে
১৭। পাকবাহিনী কখন বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত?
ক মুক্তিযুদ্ধ শুরুর আগেই
খ মুক্তিযুদ্ধ শুরু হওয়া মাত্রই
গ মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে
ঘ মুক্তিযুদ্ধের প্রায় শেষ দিকে
১৮। অধ্যাপক মুনীর চৌধুরী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?
ক ঢাকা বিশ্ববিদ্যালয়
খ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৯। অধ্যাপক রাশীদুল হাসান কিসের অধ্যাপক ছিলেন?
ক ইংরেজির খ দর্শনের
গ ইতিহাসের ঘ গণিতের
২০। ফজলে রাব্বী ছিলেন প্রখ্যাত-
ক সাংবাদিক খ চিকিৎসক
গ অধ্যাপক ঘ লেখক
২১। ১৪ই ডিসেম্বর আমরা কোন দিবসটি পালন করি?
ক মাতৃভাষা দিবস
খ ভাষাশহিদ দিবস
গ শহিদ বুদ্ধিজীবী দিবস
ঘ বিজয় দিবস
২২। শহিদ বুদ্ধিজীবীদের আমরা ভুলব না কেন?
ক দেশের জন্য জীবন দিয়েছিলেন বলে
খ দেশকে শত্রæমুক্ত করেছিলেন বলে
গ অনেক জ্ঞানী ছিলেন বলে
ঘ দেশের অপূরণীয় ক্ষতি করেছিলেন বলে
২১। কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র, ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে?
ক ১৯৭১ সালের সাতাশে মার্চ
খ ১৯৭১ সালের পঁচিশে মার্চ
গ ১৯৭১ সালের ঊনত্রিশে মার্চ
ঘ ১৯৭১ সালের ছাব্বিশে মার্চ
২২। প্রতি বছর ১৪ই ডিসেম্বর পালন করা হয়-
ক ‘স্বাধীনতা দিবস’ হিসেবে
খ ‘মাতৃভাষা দিবস’ হিসেবে
গ ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে
ঘ ‘বিজয় দিবস’ হিসেবে
২৩। দেশ স্বাধীন হবার পর বুদ্ধিজীবীদের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়-
ক মিরপুর ও রায়ের বাজারের বধ্যভ‚মিতে
খ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ ঢাকার বুড়িগঙ্গা নদীতে
ঘ সংবাদপত্র অফিসে
২৪। ভাষা দিবসের সাথে জড়িয়ে আছে কোন দুজনের নাম?
(ক) রণদাপ্রসাদ সাহা ও যোগেশচন্দ্র ঘোষ
(খ) ধীরেন্দ্রনাথ দত্ত ও রণদাপ্রসাদ সাহা
(গ) যোগেশচন্দ্র ঘোষ ও আলতাফ মাহমুদ
(ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত ও আলতাফ মাহমুদ
২৫। ‘আয়ুর্বেদ’ হলো-
(ক) প্রযুক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতি
(খ) অ্যালোপ্যাথি নির্ভর চিকিৎসা পদ্ধতি
(গ) কবিরাজি নির্ভর চিকিৎসা পদ্ধতি
(ঘ) জাদুবিদ্যা নির্ভর চিকিৎসা পদ্ধতি
২৬। সাধনা ঔষধালয় হলো-
(ক) একটি শিক্ষাপ্রতিষ্ঠান
(খ) একটি আয়ুর্বেদীয় প্রতিষ্ঠান
(গ) রণদা প্রসাদ সাহার কীর্তি
(ঘ) নতুনচন্দ্র সিংহের কীর্তি
২৭। ‘প্রখ্যাত’ শব্দের অর্থ কী?
(ক) প্রমাণিত (খ) প্রচলিত
(গ) প্রয়োজনীয় (ঘ) প্রসিদ্ধ
২৮। অনুচ্ছেদ থেকে বলা যায় পাক হানাদাররা হত্যা করেছিল এ দেশের -
(ক) বরেণ্য মানুষদের (খ) ধনী মানুষদের
(গ) দুর্নীতিবাজ মানুষদের (ঘ) বয়স্ক মানুষদের
২৯। ‘নিরস্ত্র’ শব্দের অর্থ কী?
(ক) অস্ত্রে ভয় নেই যার
(খ) অস্ত্র চেনে না যে
(গ) অস্ত্রের ব্যবহার জানে না যে
(ঘ) অস্ত্র নেই যার
৩০। অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা যে বাড়িতে থাকতেন সে বাড়িতেই থাকতেন-
(ক) অধ্যাপক গোবিন্দবন্দ্র দেব
(খ) অধ্যাপক এম. মুনিরুজ্জামান
(গ) অধ্যাপক রাশীদুল হাসান
(ঘ) অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য
৩১। গোলাগুলির শব্দ শুনে অধ্যাপক এম. মুনিরুজ্জামান পবিত্র কোরান পড়া শুরু করলেন কেন?
(ক) প্রচণ্ড ভয় পেয়েছিলেন বলে
(খ) আরবি সাহিত্যের শিক্ষক ছিলেন বলে
(গ) ভয় পাননি বলে
(ঘ) হানাদারদের নির্দেশ ছিল বলে
৩২। ‘বরেণ্য’ শব্দের অর্থ কী?
(ক) ধন্য (খ) অপ্রয়োজনীয়
(গ) মান্য (ঘ) বর্জনীয়
৩৩। অনুচ্ছেদে মূলত বলা হয়েছে-
(ক) বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা
(খ) আলোকিত মানুষ হওয়ার উপায়
(গ) বাংলার মানুষের প্রতিরোধের কথা
(ঘ) হানাদারদের পরাজয়ের কথা
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। গ ১৯৭১ সালে
২। ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে
৩। ক শহিদদের কাছে
৪। গ মুক্তিযুদ্ধ
৫। খ নির্বিচার হত্যাযজ্ঞ
৬। গ হৃদয়হীন
৭। ক বিজ্ঞান
৮। গ কোরআন পড়া শুরু করলেন
৯। খ অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা
১০। ঘ দর্শন
১১। গ দৈনিক সংবাদ
১২। ক কবি
১৩। খ ৮৪ বছর
১৪। খ ১৯৪৮ সালে
১৫। খ যোগেশচন্দ্র ঘোষ
১৬। গ শহিদ মিনারে
১৭। ঘ মুক্তিযুদ্ধের প্রায় শেষ দিকে
১৮। ক ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯। ক ইংরেজির
২০। খ চিকিৎসক
২১। গ শহিদ বুদ্ধিজীবী দিবস
২২। ক দেশের জন্য জীবন দিয়েছিলেন বলে
২১। খ ১৯৭১ সালের পঁচিশে মার্চ
২২। গ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে
২৩। ক মিরপুর ও রায়ের বাজারের বধ্যভ‚মিতে
২৪। (ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত ও আলতাফ মাহমুদ;
২৫। (গ) কবিরাজি নির্ভর চিকিৎসা পদ্ধতি;
২৬। (খ) একটি আয়ুর্বেদীয় প্রতিষ্ঠান;
২৭। (ঘ) প্রসিদ্ধ;
২৮। (ক) বরেণ্য মানুষদের।
২৯। (ঘ) অস্ত্র নেই যার;
৩০। (খ) অধ্যাপক এম. মুনিরুজ্জামান;
৩১। (ক) প্রচণ্ড ভয় পেয়েছিলেন বলে;
৩২। (গ) মান্য;
৩৩। (ক) বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা।
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্ন
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। ছেলেটি কোথায় বসে আছে?
ক নদীর ধারে খ পুকুর পাড়ে
গ বনের ধারে ঘ সমুদ্র পাড়ে
২। ছেলেটি কখন মনে মনে প্রকৃতির ছবি আঁকে?
ক সারা সকাল খ সারা রাত
গ যখন ইচ্ছে হয় ঘ যখন ঘুমুতে যায়
৩। ছেলেটির ছবিতে কোনটি আছে?
ক জারুল গাছ খ জাম গাছ
গ জলপাই গাছ ঘ জবা গাছ
৪। নানান কাজের মানুষদের বেশ কেমন?
ক একই রকম খ বিভিন্ন রকম
গ হলুদ রঙের ঘ সোনালি রঙের
৫। মাঠের মানুষ কোথায় যায়?
ক হাটে খ ঘাটে
গ মাঠে ঘ বাটে
৬। ছেলেটির মুখ সারা দেশের সব ছেলের মুখের মতোই-
ক সুন্দর খ শ্যাম বর্ণের
গ টকটকে লাল ঘ কুৎসিত
৭। ‘স্বদেশ’ কবিতার ছেলেটিকে কী বলা যায়?
ক সংগীতশিল্পী খ অভিনয়শিল্পী
গ নৃত্যশিল্পী ঘ চিত্রশিল্পী
৮। ‘স্বদেশ’ কবিতায় বাংলাদেশকে কিসের মতো বলা
হয়েছে?
ক নদীর মতো খ ছবির মতো
গ পাহাড়ের মতো ঘ স্বপ্নের মতো
৯। ‘স্বদেশ’ কবিতায় বর্ণিত ছেলেটির নেই-
ক প্রকৃতি দেখার সময় খ ছবি আঁকার আগ্রহ
গ প্রকৃতি দেখার ইচ্ছা ঘ ছবি আঁকার রং-তুলি
১০। ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ’- কথাটি দ্বারা কী
বোঝানো হয়েছে?
ক বাংলাদেশের সবখানে নদী দেখা যায়
খ বাংলাদেশে অল্পসংখ্যক নদী আছে
গ বাংলাদেশের মায়েরা নদীতীরে বাস করেন
ঘ বাংলাদেশের নদীগুলোকে মায়ের মতো
ভালোবাসতে হবে
১১। বাংলাদেশকে কোনটি বলা হয়?
ক সোনালি নদীর দেশ
খ সোনালি আঁশের দেশ
গ সোনালি সুখের দেশ
ঘ সোনালি মানুষের দেশ
১২। বাংলাদেশের গ্রাম, শস্যখেত সবকিছুকে কিসের উপাদান বলে মনে হয়?
ক হাটের উপাদান খ মাঠের উপাদান
গ নদীর উপাদান ঘ সমুদ্রের উপাদান
১৩। ‘স্বদেশ’ কবিতায় কিসের ছবি প্রকাশিত হয়েছে?
ক বাংলাদেশের নানা জাতির মানুষের বৈচিত্র্যের ছবি
খ বাংলাদেশের নানা ধরনের পশুপাখির ছবি
গ বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি
ঘ বাংলাদেশের নামকরা চিত্রশিল্পীদের আঁকা ছবি
১৪। ‘স্বদেশ’ কবিতায় বর্ণিত ছেলেটি নিজেকে কী
বলে পরিচয় দেয়?
ক চিত্রশিল্পী খ ভালোবাসার শিল্পী
গ দেশের মানুষ ঘ কাজের মানুষ
১৫. নদীর তীরে সারি সারি কী রাখা ছিল?
ক জেলেদের জাল খ গাছের গুঁড়ি
গ খড়ের গাদা ঘ নৌকা
১৬. ছেলেটির সারাদিন কীভাবে কাটে?
ক খেলাধূলা করে
খ মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে
গ পড়াশোনা করে
ঘ বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে
১৭. ‘স্বদেশ’ কবিতায় ছেলেটি কীভাবে তার ছবি আঁকে?
ক রং তুলি দিয়ে
খ রং তুলি ছাড়া
গ নিজের মনের মধ্যে
ঘ মা বাবার সহযোগিতা নিয়ে
১৮. ‘স্বদেশ’ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন?
ক বাংলাদেশের শহরের মানুষের ছবি
খ নদীর পাড়ের জেলেদের ছবি
গ বাংলাদেশের পাহাড়ি মানুষের ছবি
ঘ বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি
১৯. ‘এই ছেলেটির মুখ সারাদেশের সব ছেলেদের মুখেতে টুকটুক’- কথাটি কী অর্থে বোঝানো হয়েছে?
ক ছেলেটির মুখের রং
খ ছেলেটির মুখের গড়ন
গ ছেলেটির মুখের প্রতিচ্ছবি
ঘ ছেলেটির মুখের কথা
২০। আছে নানান বেশ। এখানে ‘বেশ’ বলতে বোঝায়-
(ক) দারুণ (খ) রং (গ) পোশাক (ঘ) সুর
২১। কী দেখে ছেলেটির সারাটা দিন কাটে?
(ক) পাখির ওড়াউড়ি (খ) নদীর জোয়ার
(গ) সমুদ্রের ঢেউ (ঘ) নানা রকম মানুষ
২২। ‘কড়ি’ হলো এক ধরনের-
(ক) ওষধি গাছ (খ) গ্রামীণ খাবার
(গ) ছোট নৌকা (ঘ) ছোট সাদা ঝিনুক
২৩। ছেলেটি ছবিটিকে-
(ক) খাতায় আঁকে (খ) কল্পনায় আঁকে
(গ) আঁকতে পারে না (ঘ) দেখতে পায় না
২৪। কবিতাংশে মূলত কী প্রকাশিত হয়েছে?
(ক) বাংলাদেশের ষড়ঋতুর বৈচিত্র্য
(খ) বাংলাদেশের নানা জাতির মানুষের কথা
(গ) বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য
(ঘ) বাংলাদেশের নদ-নদীর কথা
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। ক নদীর ধারে
২। গ যখন ইচ্ছে হয়
৩। ক জারুল গাছ
৪। খ বিভিন্ন রকম
৫। গ মাঠে
৬। ক সুন্দর
৭। ঘ চিত্রশিল্পী
৮। খ ছবির মতো
৯। ঘ ছবি আঁকার রং-তুলি
১০। ক বাংলাদেশের সবখানে নদী দেখা যায়
১১। খ সোনালি আঁশের দেশ
১২। খ মাঠের উপাদান
১৩। গ বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি
১৪। খ ভালোবাসার শিল্পী
১৫. ঘ নৌকা
১৬. খ মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে
১৭. গ নিজের মনের মধ্যে
১৮. ঘ বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি
১৯. গ ছেলেটির মুখের প্রতিচ্ছবি
২০। (গ) পোশাক;
২১। (ঘ) নানা রকম মানুষ;
২২। (ঘ) ছোট সাদা ঝিনুক;
২৩। (খ) কল্পনায় আঁকে;
২৪। (খ) বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। রাজপুত্রের বন্ধু কী করে?
ক মাঠে গরু চরায় খ নদীতে নৌকা বায়
গ খেতে ফসল কাটে ঘ হাটে দোকান চালায়
২। কী করে রাখালবন্ধু খুব সুখ পায়?
ক মাঠে গরু চরিয়ে
খ রাজপুত্রকে বাঁশি শুনিয়ে
গ একা একা ঘুরে বেড়িয়ে
ঘ রাজপুত্রকে গান শুনিয়ে
৩। রাজপুত্র রাজা হয়ে কিসের কথা ভুলে যায়?
ক বন্ধুকে করা প্রতিজ্ঞার কথা
খ বাঁশি বাজানোর কথা
গ রানি কাঞ্চনমালার কথা
ঘ রাজ্য শাসনের কথা
৪। কার কথা রাখালবন্ধুর খুব মনে পড়ে?
ক রাজপুত্রের কথা
খ কাঁকনমালার কথা
গ কাঞ্চনমালার কথা
ঘ অচেনা মানুষটার কথা
৫। রাখালবন্ধু নগরের রাজপ্রাসাদে এসেছিল কেন?
ক রাজপ্রাসাদ দেখতে
খ বন্ধুর সাথে দেখা করতে
গ আসল রানিকে খুঁজতে
ঘ বাঁশি বাজাতে
৬। রাজপ্রাসাদের দরজার রক্ষীরা রাখালবন্ধুকে ভেতরে ঢুকতে দেয়নি কেন?
ক রাজপুত্র নিষেধ করায়
খ রাখাল গরিব হওয়ায়
গ সাথে বাঁশি না থাকায়
ঘ নকল রানির শাস্তির ভয়ে
৭। সুচরাজা অসুস্থ হলে কে রাজ্যসংসার দেখাশোনার ভার নিয়েছিলেন?
ক কাঞ্চনমালা খ কাঁকনমালা
গ রাখালবন্ধু ঘ মন্ত্রী
৮। কাঁকনমালা রানির কী হতে চেয়েছিল?
ক বন্ধু খ দাসী
গ শত্রæ ঘ সখী
৯। কাঞ্চনমালা কী দিয়ে দাসী কিনেছিলেন?
ক সোনার নূপুর খ রুপার নূপুর
গ সোনার কাঁকন ঘ রুপার কাঁকন
১০। নকল রানি কাঞ্চনমালাকে নদীর ঘাটে পাঠিয়েছিল কেন?
ক পানি আনতে খ গোসল করতে
গ কাপড় ধুতে ঘ মাছ ধরতে
১১। রাজপুরীতে গিয়ে অচেনা মানুষ কিসের কথা বলে?
ক সুচ নেওয়ার কথা
খ পিটকুড়–লির ব্রতের কথা
গ নকল রানির কথা
ঘ রাজার অসুখের কথা
১২। কাঁকনমালা অচেনা মানুষটার গর্দান নিতে কাকে ডেকেছিল?
ক সেনাপতিকে খ মন্ত্রীকে
গ দ্বাররক্ষীকে ঘ জল্লাদকে
১৩। অচেনা মানুষটার মন্ত্রে আদেশ পালন করেছিল কোনটি?
ক বাঁশি খ সুচ
গ সুতা ঘ লাঠি
১৪। নকল রানি কীভাবে মারা গিয়েছিল?
ক গর্দান হারিয়ে খ পানিতে ডুবে
গ সুচ বিঁধে ঘ আগুনে পুড়ে
১৫। সুচ রাজা সুচ বেঁধা অবস্থায় ছিলেন-
ক অল্প কিছুদিন খ কয়েক সপ্তাহ
গ কয়েক মাস ঘ বহু বছর
১৬। রাজা তাঁর বন্ধুকে ফিরে পেয়ে তাকে কী বানালেন?
ক ভৃত্য খ রক্ষী
গ সেনাপতি ঘ মন্ত্রী
১৭। রাজা তাঁর বন্ধুকে কী গড়িয়ে দিয়েছিলেন?
ক সোনার বাঁশি খ লোহার বাঁশি
গ রুপার বাঁশি ঘ মুক্তার বাঁশি
১৮। মন্ত্রী হয়ে রাখালবন্ধু সারাদিন কী করত?
ক বাঁশি বাজাত খ কাজ করত
গ রাজার সেবা করত ঘ গরু চরাত
১৯। মনে কষ্ট নিয়ে দুঃখী রাখাল কখন চলে গিয়েছিল?
ক সন্ধ্যাবেলায় খ গভীর রাতে
গ ভোরবেলায় ঘ দুপুর বেলায়
২০। কাঞ্চনমালার একজন দাসী প্রয়োজন ছিল কেন?
ক কাপড়চোপড় ধোয়ার জন্য
খ রান্না-বান্না করার জন্য
গ রাজার শরীর থেকে সুচ খোলার জন্য
ঘ রাজ্যপাট চালানোর জন্য
২১। রানি কাঁকনমালার কাছে কী রেখে নদীতে ডুব দিতে গিয়েছিলেন?
ক সিন্দুকের চাবি খ গায়ের গয়না
গ রাজার মুকুট ঘ সোনার বাঁশি
২২। রানি ডুব দিয়ে উঠে কী দেখেন?
ক কাঁকনমালা চলে গেছে
খ কাঁকনমালা মারা গেছে
গ কাঁকনমালা রানি সেজেছে
ঘ কাঁকনমালা দাসী হয়ে গেছে
২৩। কাঞ্চনমালা কী পিঠা বানিয়েছিলেন?
ক পাটিসাপটা পিঠা খ আস্কে পিঠা
গ চন্দ্রপুলী পিঠা ঘ ভাপা পিঠা
২৪। অনুচ্ছেদে মূলত প্রকাশিত হয়েছে-
(ক) রাজাদের বিলাসী জীবন যাপনের কথা
(খ) রাজার কষ্টের জীবনের কথা
(গ) প্রতিজ্ঞা ভঙ্গের কুফলের কথা
(ঘ) বন্ধুত্বের ভালোবাসার কথা
২৫। ‘নিঝুম’ শব্দের অর্থ কী?
(ক) গভীর রাত (খ) সম্পূর্ণ নীরব
(গ) মধ্য দুপুর (ঘ) জনমানবহীন
২৬। ‘অগুনতি’ শব্দের অর্থ হলো-
(ক) অসংখ্য (খ) নতুন
(গ) অল্প (ঘ) পুরাতন
২৭। রাজার জীবনে কষ্ট নেমে এলো কেন?
(ক) রাজা হওয়ার কারণে
(খ) প্রতিজ্ঞা রক্ষা করেননি তাই
(গ) সুখী হতে চেয়েছিলেন বলে
(ঘ) অঙ্গীকার পূরণ করার কারণে
২৮। কোনটি রাজার প্রতিজ্ঞা ভঙ্গের ফল?
(ক) রাখালের বন্ধুত্ব লাভ
(খ) রাজার সারা শরীর সুচবিদ্ধ হওয়া
(গ) রাজার চারদিকে সুখ আর সুখ
(ঘ) কাঞ্চনমালার পরিণতি
২৯। ‘অচিন মানুষ’ বলতে বোঝানো হয়েছে লোকটিকে-
(ক) কেউ চেনে না
(খ) সকলেই চেনে
(গ) কেউ ভালোবাসে না
(ঘ) সকলেই ভালোবাসে
৩০। ‘ব্রত’ শব্দের অর্থ কী?
(ক) অপরাধ (খ) সম্মান
(গ) হিংসা (ঘ) প্রতিজ্ঞা
৩১। লোকে কী বুঝতে পারল?
(ক) কাঁকনমালা আসল রানি
(খ) কাঞ্চনমালা আসল রানি
(গ) কাঁকনমালা অনেক গুণবতী
(ঘ) কাঞ্চনমালা নকল রানি
৩২। অচিন মানুষটার কিসের কারণে সবাই নকল রানিকে চিনতে পারে?
(ক) শক্তির কারণে (খ) মন্ত্রের কারণে
(গ) বুদ্ধির কারণে (ঘ) দয়ার কারণে
৩৩। অচিন মানুষটার হুকুমে এক গোছা সুতা কাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে?
(ক) কাঞ্চনমালাকে (খ) কাঁকনমালাকে
(গ) রাজাকে (ঘ) জল্লাদকে
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। ক মাঠে গরু চরায়
২। খ রাজপুত্রকে বাঁশি শুনিয়ে
৩। ক বন্ধুকে করা প্রতিজ্ঞার কথা
৪। ক রাজপুত্রের কথা
৫। খ বন্ধুর সাথে দেখা করতে
৬। খ রাখাল গরিব হওয়ায়
৭। ক কাঞ্চনমালা
৮। খ দাসী
৯। গ সোনার কাঁকন
১০। গ কাপড় ধুতে
১১। খ পিটকুড়–লির ব্রতের কথা
১২। ঘ জল্লাদকে
১৩। গ সুতা
১৪। গ সুচ বিঁধে
১৫। ঘ বহু বছর
১৬। ঘ মন্ত্রী
১৭। ক সোনার বাঁশি
১৮। খ কাজ করত
১৯। ক সন্ধ্যাবেলায়
২০। গ রাজার শরীর থেকে সুচ খোলার জন্য
২১। খ গায়ের গয়না
২২। গ কাঁকনমালা রানি সেজেছে
২৩। গ চন্দ্রপুলী পিঠা
২৪। (গ) প্রতিজ্ঞা ভঙ্গের কুফলের কথা;
২৫। (খ) সম্পূর্ণ নীরব;
২৬। (ক) অসংখ্য;
২৭। (খ) প্রতিজ্ঞা রক্ষা করেননি তাই;
২৮। (খ) রাজার সারা শরীর সুচবিদ্ধ হওয়া।
২৯। (ক) কেউ চেনে না;
৩০। (ঘ) প্রতিজ্ঞা;
৩১। (খ) কাঞ্চনমালা আসল রানি;
৩২। (গ) বুদ্ধির কারণে;
৩৩। (ঘ) জল্লাদকে।
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্ন
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। পথিক কখন থেকে হাঁটছিলেন?
ক ভোর থেকে খ সকাল থেকে
গ দুপুর থেকে ঘ রাত থেকে
২। গন্তব্যে পৌঁছতে পথিককে আরও কতক্ষণ হাঁটতে হবে?
ক প্রায় এক ঘণ্টা খ প্রায় দুই ঘণ্টা
গ প্রায় তিন ঘণ্টা ঘ প্রায় চার ঘণ্টা
৩। ঝুড়িওয়ালা পথিকের কথা শুনে কী ভেবেছিল?
ক পথিক জল চায় খ পথিক জলপাই চায়
গ পথিক কাঁচা আম চায় ঘ পথিক আলুবোখরা চায়
৪। ঝুড়িওয়ালার কাছে কী ছিল?
ক জলপাই খ জল
গ কাঁচা আম ঘ চালতা
৫। পথিক ঝুড়িওয়ালার কাছে কিসের খোঁজ জানতে
চেয়েছিলেন?
ক জলপাইয়ের খ জলের
গ চালতার ঘ কাঁচা আমের
৬। পথিক কোথাকার লোক?
ক পুবগাঁয়ের খ পুবপাড়ার
গ পশ্চিমগাঁয়ের
ঘ পশ্চিমপাড়ার
৭। খালিসপুরে কে চাকরি করে?
ক ঝুড়িওয়ালার দাদা খ পথিক
গ বৃদ্ধ ঘ মামা
৮। বৃদ্ধ পথিককে কী বলল?
ক জোচ্চোর খ হতভাগা
গ পাগল ঘ অপদার্থ
৯। পৃথিবীর কত ভাগ স্থল?
ক এক ভাগ খ দুই ভাগ
গ তিন ভাগ ঘ চার ভাগ
১০। হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ
হলে কী হবে?
ক এক্সপেরিমেন্ট খ জল
গ হাইড্রোফোবিয়া ঘ মুশকিল
১১। ‘হাইড্রোফোবিয়া’ অর্থ কী?
ক জলযোগ খ জলাধার
গ জলযান ঘ জলাতঙ্ক
১২। মামা পথিককে বোতল ভরা কী দেখালেন?
ক খাওয়ার জল খ পরিশ্রæত জল
গ পুকুরের জল ঘ ঘুমড়ির জল
১৩। গন্ধওয়ালা নোংরা জলে গোলাপি জল ঢালতেই তা
কী হয়ে গেল?
ক কালো খ বেগুনি
গ সাদা ঘ লাল
১৪। ‘কিচ্ছু মানি না ও কিচ্ছু বিশ্বাস করি না’- কথাটি ছিল-
ক কৌশল খ মনের কথা
গ রাগের অনুভ‚তি ঘ বিরক্তির অনুভূতি
১৫। পথিক কীভাবে বিজ্ঞানীর কাছ থেকে খাওয়ার
জল আদায় করলেন?
ক জোর করে খ চুরি করে
গ সুন্দর ব্যবহার দেখিয়ে ঘ বুদ্ধি করে
১৬। ‘অবাক জলপান’ নাটিকায় কয়টি চরিত্রের
কথোপকথন আছে?
ক দুইটি খ তিনটি
গ চারটি ঘ পাঁচটি
১৭। পথিকের কথা শুনে সবাই কী করছিল?
ক জল খেতে দিচ্ছিল
খ তাড়িয়ে দিচ্ছিল
গ কথার খুঁত ধরছিল
ঘ কৌশলে বোকা বানাচ্ছিল
১৮। ‘অবাক জলপান’ নাটিকা কে রচনা করেছেন?
ক সত্যজিৎ রায়
খ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
গ সুকুমার রায়
ঘ সুকুমার বড়ুয়া
১৯। অবাক জলপান কোন ধরনের রচনা?
ক নাটিকা খ ছোটগল্প
গ প্রবন্ধ ঘ উপন্যাস
২০। পথিক ঝুড়িওয়ালার কাছে কী চেয়েছিল?
ক কাঁচা আম খ জল
গ জলপাই ঘ পাঁকা আম
২১। কুকুরে কামড়ালে মামা কোন রোগের কথা বলেছিল?
ক ডিপথেরিয়া খ আমাশয়
গ জলাতঙ্ক ঘ টাইফয়েড
২২। পথিক কয়জনের কাছে খাবার জল চেয়েছিল?
ক ৪ জন খ ৩ জন
গ ২ জন ঘ ৫ জন
২৩। বৃদ্ধ পথিককে কয় ধরনের জলের কথা বলতে চেয়েছিল?
ক পঁচিশ খ ত্রিশ
গ দশ ৪. সাতাশ
২৪। পথিক শেষ পর্যন্ত কার কাছ থেকে খাবার জল পেয়েছিল?
ক বালক খ মামা
গ ঝুড়িওয়ালা ঘ বৃদ্ধ
২৫। নাটিকাটিতে বিজ্ঞানীর চরিত্রে কাকে দেখানো হয়েছে?
ক ঝুড়িওয়ালা খ বৃদ্ধ
গ বালক ঘ মামা
২৬। পথিকের তেষ্টা পেয়েছিল। অর্থাৎ পথিক ছিল-
(ক) ক্ষুধার্ত (খ) পিপাসার্ত
(গ) শীতার্ত (ঘ) ভয়ার্ত
২৭। মামার কাছে পথিকের প্রত্যাশা কী ছিল?
(ক) জলের ব্যাপারে আলোচনা
(খ) খাবার জল
(গ) জলাতঙ্কের বিবরণ
(ঘ) নোংরা ও দুর্গন্ধযুক্ত জল
২৮। কুকুরের কামড়ে নিচের কোনটি হতে পারে?
(ক) জলাতঙ্ক (খ) জলতেষ্টা
(গ) জলাকাক্সক্ষা (ঘ) জলপান
২৯। ‘টাটকা’ শব্দের অর্থ কী?
(ক) পরিষ্কার (খ) ফুটফুটে
(গ) নোংরা (ঘ) তাজা
৩০। মামার কর্মকাণ্ডে পথিকের মনে-
(ক) আগ্রহ সৃষ্টি করে
(খ) কৌত‚হল সৃষ্টি করে
(গ) বিরক্তি সৃষ্টি করে
(ঘ) ঘৃণা সৃষ্টি করে
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। খ সকাল থেকে
২। ক প্রায় এক ঘণ্টা
৩। খ পথিক জলপাই চায়
৪। গ কাঁচা আম
৫। খ জলের
৬। ক পুবগাঁয়ের
৭। ক ঝুড়িওয়ালার দাদা
৮। ঘ অপদার্থ
৯। ক এক ভাগ
১০। খ জল
১১। ঘ জলাতঙ্ক
১২। খ পরিশ্রæত জল
১৩। গ সাদা
১৪। ক কৌশল
১৫। ঘ বুদ্ধি করে
১৬। গ চারটি
১৭। গ কথার খুঁত ধরছিল
১৮। গ সুকুমার রায়
১৯। ক নাটিকা
২০। খ জল
২১। গ জলাতঙ্ক
২২। খ ৩ জন
২৩। ক পঁচিশ
২৪। খ মামা
২৫। ঘ মামা
২৬। (খ) পিপাসার্ত
২৭। (খ) খাবার জল
২৮। (ক) জলাতঙ্ক;
২৯। (ঘ) তাজা;
৩০। (গ) বিরক্তি সৃষ্টি করে
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্ন
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। ঘাসফুলেরা দেখতে কেমন হয়?
ক বড় বড় হয় খ ছোট ছোট হয়
গ শুধুই সাদা রঙের হয় ঘ শুধুই লাল রঙের হয়
২। ঘাসফুলেরা কী করতে মানা করেছে?
ক ফুল ছিঁড়তে খ ফুলের ঘ্রাণ নিতে
গ ফুল দেখতে ঘ ফুল দেখে খুশি হতে
৩। ঘাসফুলেরা হাওয়াতে কী করে?
ক উড়াল দেয় খ পাপড়ি উড়িয়ে দেয়
গ মাথা দোলায় ঘ হেসে ওঠে
৪। গাছেরও প্রাণ আছে তাই-
ক গাছের পাতা ছেঁড়া উচিত
খ গাছের ফুল ছেঁড়া উচিত
গ গাছের পাতা বা ফুল ছেঁড়া উচিত নয়
ঘ গাছ লাগানো উচিত নয়
৫। ঘাসফুলদের দেখে আমরা কী শিখতে পারি?
ক জীবনকে আনন্দের সাথে উপভোগ করা
খ আনন্দ করা থেকে বিরত থাকা
গ সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা
ঘ নীল আকাশের বাঁশি শোনা
৬। ঘাসফুলেরা কেমন বাতাসে দোলে?
ক ঝোড়ো বাতাসে খ দখিনা বাতাসে
গ পুবালি বাতাসে ঘ শান্ত বাতাসে
৭। কবিতাংশে কী প্রকাশিত হয়েছে?
(ক) ঘাসফুলদের কষ্টের কথা
(খ) ঘাসফুলদের আনন্দময় জীবনের কথা
(গ) ফুল না ছেঁড়ার কথা
(ঘ) ফুলের সুঘ্রাণের কথা
৮। ‘কিরণ’ শব্দের অর্থ কী?
(ক) সূর্য (খ) রূপকথা
(গ) আলো (ঘ) তারা
৯। ‘ধরা’ শব্দের অর্থ কি?
(ক) ফড়িং (খ) মেঘ
(গ) পৃথিবী (ঘ) শিশির
১০। ঘাসফুল দেখে কী হতে বলা হয়েছে?
(ক) আনন্দিত (খ) বিষণœ
(গ) কৌত‚হলী (ঘ) অনাগ্রহী
১১। ঘাসফুল ও সূর্যের মধ্যে মিল কোথায়?
(ক) দুজন একসাথে মাথা দোলায়
(খ) দুজন একসাথে হেসে ওঠে
(গ) দুজনই আলো ছড়ায়
(ঘ) দুজনই ঘাসের বুকে ফোটে
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। খ ছোট ছোট হয়
২। ক ফুল ছিঁড়তে
৩। গ মাথা দোলায়
৪। গ গাছের পাতা বা ফুল ছেঁড়া উচিত নয়
৫। ক জীবনকে আনন্দের সাথে উপভোগ করা
৬। ঘ শান্ত বাতাসে
৭। (খ) ঘাসফুলদের আনন্দময় জীবনের কথা;
৮। (গ) আলো;
৯। (গ) পৃথিবী;
১০। (ক) আনন্দিত;
১১। (খ) দুজন একসাথে হেসে ওঠে।
১। মহাস্থানগড়, ময়নামতি ইত্যাদি হচ্ছে -
ক প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন
খ প্রতœতাত্তি¡ক নিদর্শন
গ আধুনিক নগর
ঘ ইংরেজ আমলের স্থাপত্য
২। লালমাই কোথায় অবস্থিত?
ক কুমিল্লায় খ নরসিংদীতে
গ দিনাজপুওে ঘ টাঙ্গাইলে
৩। খ্রিস্টপূর্ব কত শতকে গঙ্গা নদীর তীরে
সুসভ্য মানুষেরা থাকত?
ক দশ থেকে নয় খ নয় থেকে আট
গ আট থেকে সাত ঘ সাত থেকে ছয়
৪। উয়ারী ও বটেশ্বর প্রকৃতপক্ষে পাশাপাশি অবস্থিত
দুটি-
ক নদী খ গ্রাম
গ শহর ঘ পাহাড়
৫। উয়ারী ও বটেশ্বর গ্রামে প্রায়ই কী পাওয়া যেত?
ক প্রাকৃতিক সম্পদ
খ প্রাচীন মানুষের কঙ্কাল
গ প্রাচীন স্বর্ণমুদ্রা
ঘ প্রতœতাত্তি¡ক নিদর্শন
৬। ১৯৫৫ সালে শ্রমিকদের ফেলে যাওয়া
লৌহপিণ্ডগুলো কেমন ছিল?
ক ত্রিকোণাকার ও একমুখ চোখা
খ একমুখ চোখা ও হালকা
গ বর্গাকার ও ভারী
ঘ ত্রিকোণাকার ও হালকা
৭। ১৯৫৬ সালে প্রাপ্ত মুদ্রাভাণ্ডারে কতগুলো মুদ্রা ছিল?
ক এক হাজারের মতো
খ দুই হাজারের মতো
গ তিন হাজারের মতো
ঘ চার হাজারের মতো
৮। কখন থেকে হাবিবুল্লাহ পাঠান উয়ারী-বটেশ্বরের
নিদর্শন জাদুঘরে জমা দেন?
ক ১৯৩৩-৩৪ সালের পর থেকে
খ ১৯৫৫-৫৬ সালের পর থেকে
গ ১৯৭৪-৭৫ সালের পর থেকে
ঘ ২০০০-২০০১ সালের পর থেকে
৯। ২০০০ সালে উয়ারী-বটেশ্বরের খননকাজের
নেতৃত্বে কে ছিলেন?
ক হানিফ পাঠান খ হাবিবুল্লাহ পাঠান
গ সুফি মোস্তাফিজুর রহমান ঘ জাফর ইকবাল
১০। হানিফ পাঠান পেশায় কী ছিলেন?
ক স্কুল শিক্ষক খ কলেজ শিক্ষক
গ মাদ্রাসা শিক্ষক ঘ বিশ্ববিদ্যালয় শিক্ষক
১১। জনখাঁরটেকে কিসের সন্ধান পাওয়া গেছে?
ক বৌদ্ধ পদ্মমন্দিরের খ দুর্গ-নগরের
গ বৌদ্ধ বিহারের ঘ প্রাচীন জাদুঘরের
১২। উয়ারী-বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন?
ক হাসিবুল্লাহ পাঠান খ হাফিজুল্লাহ পাঠান
গ হাবিবুল্লাহ পাঠান ঘ শরিফুল্লাহ পাঠান
১৩। একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে-
ক ভাষানটেকে খ জানখাঁরটেকে
গ টেকেরহাটে ঘ টঙ্গীরটেকে
১৪। কোন নদীপাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস?
ক বুড়িগঙ্গা খ ব্রহ্মপুত্র
গ শীতলক্ষ্যা ঘ মেঘনা
১৫। ব্রহ্মপুত্র নদ বয়ে গিয়েছে কোন অঞ্চলের পাশ দিয়ে?
ক মধুপুর খ ময়নামতি
গ পাহাড়পুর ঘ নরসিংদী
১৬। এই সভ্যতা প্রাচীনকালে কী নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল?
ক রূপাগড়া খ মনগড়া
গ সোনাগড়া ঘ সোনাঝুরি
১৭। ‘সভ্য’ শব্দটির অর্থ কী?
(ক) জনপদ (খ) ভদ্র
(গ) অনুন্নত (ঘ) উন্নত
১৮। ঢাকা থেকে উয়ারী-বটেশ্বরের অবস্থান কোন দিকে?
(ক) পূর্ব দিকে (খ) উত্তর দিকে
(গ) উত্তর-পূর্ব দিকে (ঘ) উত্তর-পশ্চিম দিকে
১৯। উয়ারী-বটেশ্বর থেকে পাওয়া নিদর্শন গবেষণা করে কী বোঝা যায়?
(ক) এখানে সভ্য মানুষদের বাস ছিল
(খ) মানুষের জীবনযাত্রা অনুন্নত ছিল
(গ) যুদ্ধ-বিগ্রহ বেশি হতো
(ঘ) স্থানটি বেশি দিনের পুরনো নয়
২০। ‘মূল্যবান’ শব্দের অর্থ কী?
(ক) দামি (খ) ভদ্র
(গ) রৌপ্য (ঘ) প্রতœসম্পদ
২১। অনুচ্ছেদে মূলত কী প্রকাশিত হয়েছে?
(ক) প্রাচীন মৃৎশিল্পের পরিচিতি
(খ) ঐতিহাসিক স্থাপত্যের পরিচয়
(গ) বিখ্যাত প্রতœতাত্তি¡ক স্থাপনার পরিচয়
(ঘ) আধুনিক জীবনযাত্রা সম্পর্কে ধারণা
২২। ‘প্রাচীন’ শব্দের অর্থ কী?
(ক) প্রাকৃতিক
(খ) প্রতœতাত্তি¡ক স্থান
(গ) অনেক পুরাতন
(ঘ) উচ্চ গুণসম্পন্ন
২৩। উয়ারী-বটেশ্বরের প্রতœতাত্তি¡ক নিদর্শন সংগ্রহের প্রথম প্রচেষ্টা নেওয়া হয় কত সালে?
(ক) ১৯৩৩ সালে (খ) ১৯৫৫ সালে
(গ) ১৯৭০ সালে (ঘ) ২০০০ সালে
২৪। ‘খনন’ শব্দের অর্থ কী?
(ক) উদ্ধার করা (খ) গবেষণা করা
(গ) আবিষ্কার করা (ঘ) গর্ত করা
২৫। হাবিবুল্লাহ পাঠান প্রতœতাত্তি¡ক নিদর্শন সংগ্রহ করে কোথায় জমা দেন?
(ক) থানায় (খ) স্কুলে
(গ) জাদুঘরে (ঘ) চেয়ারম্যানের কার্যালয়ে
২৬। ‘উয়ারী’ হলো একটি-
(ক) জাদুঘরের নাম
(খ) গ্রামের নাম
(গ) বিশ্ববিদ্যালয়ের নাম
(ঘ) শহরে নাম
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। খ প্রতœতাত্তি¡ক নিদর্শন
২। ক কুমিল্লায়
৩। ঘ সাত থেকে ছয়
৪। খ গ্রাম
৫। ঘ প্রতœতাত্তি¡ক নিদর্শন
৬। ক ত্রিকোণাকার ও একমুখ চোখা
৭। ঘ চার হাজারের মতো
৮। গ ১৯৭৪-৭৫ সালের পর থেকে
৯। গ সুফি মোস্তাফিজুর রহমান
১০। ক স্কুল শিক্ষক
১১। গ বৌদ্ধ বিহারের
১২। গহাবিবুল্লাহ পাঠান
১৩। খ জানখাঁরটেকে
১৪। গ শীতলক্ষ্যা
১৫। ঘ নরসিংদী
১৬। গ সোনাগড়া
১৭। (খ) ভদ্র
১৮। (গ) উত্তর-পূর্ব দিকে
১৯। (ক) এখানে সভ্য মানুষদের বাস ছিল
২০। (ক) দামি
২১। (গ) বিখ্যাত প্রতœতাত্তি¡ক স্থাপনার পরিচয়
২২। (গ) অনেক পুরাতন
২৩। (ক) ১৯৩৩ সালে
২৪। (ঘ) গর্ত করা
২৫। (গ) জাদুঘরে
২৬। (খ) গ্রামের নাম
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। সৃষ্টিকর্তা আমাদের প্রতি কেমন?
ক নির্মম খ প্রেমময়
গ দয়াহীন ঘ উদাসীন
২। ‘তোমারি চরণে পড়ি লুটাইয়া’- কথাটিতে কী
বোঝানো হয়েছে?
ক আমাদের চলার শক্তি নেই
খ আমরা পা ছাড়া চলতে পারি না
গ আমরা সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করি
ঘ আমরা সৃষ্টিকর্তার কাছে কিছু চাই না
৩। ‘তোমারি সকাশে যাচি হে শকতি’- এখানে কী
কামনা করা হয়েছে?
ক ক্ষমা খ দয়া
গ পুণ্য ঘ শক্তি
৪। অন্যের অনিষ্ট কামনা করে কী দেওয়া হয়?
ক পুণ্য খ পরিতাপ
গ অভিশাপ ঘ আশীর্বাদ
৫। আমরা কোথায় বসবাস করি?
ক দ্যুলোকে খ ভ‚লোকে
গ স্বর্গে ঘ গগনে
৬। ভ্রান্তিময় ও অভিশপ্ত পথে গেলে আজীবন কী করতে
হবে?
ক পরিতাপ খ পরিমাপ
গ পরিহাস ঘ পরিশ্রম
৭। ‘প্রার্থনা’ কবিতায় সৃষ্টিকর্তার কাছে কিসের প্রার্থনা
করা হয়েছে?
ক অর্থ সম্পদের
খ সহজ ও সুন্দর জীবনের
গ পড়াশোনায় মনোযোগ বাড়ানোর
ঘ প্রিয়জনদের সুন্দর ভবিষ্যতের
৮। ‘পরিতাপ’ শব্দের অর্থ কী?
(ক) অভিশপ্ত (খ) দুঃখ
(গ) অপ্রিয় (ঘ) হিংসা
৯। ‘চরণ’ শব্দটির সমার্থক নিচের কোনটি?
(ক) হাত (খ) নিকট
(গ) পা (ঘ) চিহ্ন
১০। আমরা সৃষ্টিকর্তার কাছে শক্তি চাই, কেননা-
(ক) তিনি অসীম (খ) তিনি নির্দয়
(গ) তিনি অন্তর্যামী (ঘ) তিনি সর্বশক্তিমান
১১। কবিতাংশে মূলত প্রকাশিত হয়েছে-
(ক) সৃষ্টিকর্তার গুণের কথা
(খ) সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনার কথা
(গ) স্বর্গের সৌন্দর্যের কথা
(ঘ) ভালো হয়ে চলার কথা
১২। আমরা কেমন পথে চলতে চাই না?
(ক) যে পথটি অভিশপ্ত
(খ) যে পথটি সরল
(গ) যে পথে শান্তি আছে
(ঘ) যে পথে পুণ্য আছে
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। খ প্রেমময়
২। গ আমরা সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করি
৩। ঘ শক্তি
৪। গ অভিশাপ
৫। খ ভ‚লোকে
৬। ক পরিতাপ
৭। খ সহজ ও সুন্দর জীবনের
৮। (খ) দুঃখ
৯। (গ) পা
১০। (ঘ) তিনি সর্বশক্তিমান
১১। (খ) সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনার কথা
১২। (ক) যে পথটি অভিশপ্ত
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ছেলেবেলায় কেমন ছিলেন?
ক ডানপিটে খ শান্তশিষ্ট
গ দুরন্ত ঘ কৌত‚হলশূন্য
২. জগদীশচন্দ্রের গ্রামের নাম কী?
ক মহেশখালী খ আনন্দপুর
গ রাঢ়িখাল ঘ কোটালিপাড়া
৩. জগদীশচন্দ্র বসু নিচের কোন স্কুলের ছাত্র ছিলেন?
ক বিক্রমপুর জিলা স্কুল
খ গোপালগঞ্জ জিলা স্কুল
গ ময়মনসিংহ জিলা স্কুল
ঘ ঢাকা জিলা স্কুল
৪. জগদীশচন্দ্র বসু কলকাতায় কোন স্কুলে পড়াশোনা করেছেন?
ক কলকাতা পাবলিক স্কুল
খ চিলড্রেন’স ফাউন্ডেশন স্কুল
গ ন্যাশনাল মডেল স্কুল
ঘ সেন্ট জেভিয়ার্স স্কুল
৫. জগদীশচন্দ্র বসু কোন তারিখে জন্মগ্রহণ করেন?
ক ১৮৫৮ সালের ৩০এ নভেম্বর
খ ১৮৭৪ সালের ৩০এ নভেম্বর
গ ১৮৫৮ সালের ৩০এ ডিসেম্বর
ঘ ১৮৭৪ সালের ৩০এ ডিসেম্বর
৬. জগদীশচন্দ্র বসুর পড়াশোনার হাতেখড়ি হয় কোথায়?
ক কলকাতায় খ নিজ বাড়িতে
গ বিলেতে ঘ প্রাথমিক বিদ্যালয়ে
৭. জগদীশচন্দ্র বসু কত সালে এফএ পাস করেন?
ক ১৮৭৪ সালে খ ১৮৭৮ সালে
গ ১৮৮০ সালে ঘ ১৮৮৫ সালে
৮. জগদীশচন্দ্র বসু বিলেতে কী পড়তে যান?
ক আইন খ ব্যবসায় প্রশাসন
গ প্রকৌশল ঘ ডাক্তারি
৯. জগদীশচন্দ্র বসু কত সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন?
ক ১৮৮১ সালে খ ১৮৮৫ সালে
গ ১৯৮১ সালে ঘ ১৯৮৫ সালে
১০. জগদীশচন্দ্র বসু কত সালে দেশে ফিরে আসেন?
ক ১৮৭৮ সালে খ ১৮৮১ সালে
গ ১৮৮৩ সালে ঘ ১৮৮৫ সালে
১১. ইংরেজ অধ্যাপকদের তুলনায় ভারতীয় অধ্যাপকদের বেতন ছিল-
ক চার ভাগের এক ভাগ
খ তিন ভাগের এক ভাগ
গ চার ভাগের তিনভাগ
ঘ তিন ভাগের দুই ভাগ
১২. জগদীশচন্দ্র বসু তিন বছর বেতন নেননি কেন?
ক অর্থের প্রয়োজন ছিল না বলে
খ কলেজের উন্নয়নে দান করেছিলেন
গ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে
ঘ ছাত্রছাত্রীদের ওপর অভিমান করে
১৩. ‘নাইট’ উপাধি পাওয়ার পর জগদীশচন্দ্র বসুর নামের আগে কী যুক্ত হয়?
ক স্যার খ মাস্টার
গ গ্রেট ঘ নাইট
১৪. বিজ্ঞানী অলিভার লজ ও লর্ড কেলভিন জগদীশচন্দ্রকে কোথায় অধ্যাপনা করার আমন্ত্রণ জানান?
ক ফ্রান্সে খ বিলেতে
গ আমেরিকায় ঘ ভারতে
১৫. জগদীশচন্দ্র বসুর কোন দিকটি বিজ্ঞানী অলিভার লজ ও লর্ড কেলভিনকে মুগ্ধ করে?
ক সুন্দর আচার ব্যবহার
খ নির্ভুল চিকিৎসা
গ আকর্ষণীয় চেহারা
ঘ পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা
১৬. জগদীশচন্দ্র বসু কত সালে অতিক্ষুদ্র তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন?
ক ১৮৯০ সালে খ ১৮৯৫ সালে
গ ১৮৯৯ সালে ঘ ১৯০৫ সালে
১৭. কোন কাজে জগদীশচন্দ্রের দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়?
ক বিলেতে অধ্যাপনার আমন্ত্রণ প্রত্যাখ্যানে
খ বিলেতে ডাক্তারি পড়তে যাওয়ায়
গ নাইট উপাধি গ্রহণ করায়
ঘ পরিবেশ-প্রকৃতি পর্যবেক্ষণ করায়
১৮। কোন সত্যটি প্রমাণ করে জগদীশচন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন?
ক গাছের প্রাণ আছে
খ অতিক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করে
গ মহাকাশে যোগাযোগের ক্ষেত্রে
ঘ বেতার এবং টেলিভিশন আবিষ্কারের মাধ্যমে
১৯। জগদীশচন্দ্র বসু কলকাতায় প্রেসিডেন্সি কলেজে কোন বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন?
ক বাংলা খ পদার্থবিজ্ঞান
গ ইংরেজি ঘ গণিত
২০। জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন?
ক ময়মনসিংহ খ ঢাকা
গ কুমিল্লা ঘ ফরিদপুর
২১। ‘জগদীশচন্দ্র বসুর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয়স্তম্ভ’ কথাটি কে বলেছিলেন?
ক বিজ্ঞানী অলিভার লজ
খ বিজ্ঞানী লর্ড কেলভিন
গ বিজ্ঞানী আইনস্টাইন
ঘ বিজ্ঞানী গ্যালিলিও
২২। ‘প্রয়োগ’ শব্দের অর্থ কী?
(ক) দুর্নাম (খ) ব্যবহার
(গ) শিক্ষা (ঘ) আহŸান
২৩। বিজ্ঞানী অলিভার লজ ও লর্ড কেলভিন জগদীশচন্দ্র বসুকে কোথায় অধ্যাপনার আমন্ত্রণ জানান?
(ক) ইংল্যান্ডে (খ) আমেরিকায়
(গ) জার্মানিতে (ঘ) ফ্রান্সে
২৪। কোনটির কারণে আমরা টেলিভিশন দেখতে পারি?
(ক) ক্রেস্কোগ্রাফ (খ) রিজোনাস্ট রেকর্ডার
(গ) রাডার (ঘ) মাইক্রোওয়েভ
২৫। ‘গবেষণা’ শব্দের অর্থ কী?
(ক) আবিষ্কার (খ) অনুসন্ধান
(গ) শিক্ষা (ঘ) সফলতা
২৬। অনুচ্ছেদে কী প্রকাশিত হয়েছে?
(ক) জগদীশচন্দ্র বসুর ছেলেবেলার কথা
(খ) জগদীশচন্দ্র বসুর বিদ্যার্জনের কথা
(গ) জগদীশচন্দ্র বসুর বিশ্বভ্রমণের কথা
(ঘ) জগদীশচন্দ্র বসুর গবেষণা ও আবিষ্কারের কথা
২৭। ‘গৌরব’ শব্দের অর্থ কী?
(ক) সুনাম (খ) বরণ
(গ) মর্যাদা (ঘ) গ্রহণ
২৮। জগদীশচন্দ্র বসুর ‘নিরুদ্দেশের কাহিনী’ গ্রন্থটি কী ধরনের গ্রন্থ?
(ক) গল্পগ্রন্থ (খ) বৈজ্ঞানিক কল্পকাহিনি
(গ) বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনি
(ঘ) কাব্যগ্রন্থ
২৯। স্যার জগদীশচন্দ্র বসু বিজ্ঞানমন্দির প্রতিষ্ঠা করেন কেন?
(ক) গবেষণা পরিচালনার জন্য
(খ) ধর্মচর্চার জন্য
(গ) ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের জন্য
(ঘ) সাহিত্য চর্চার জন্য
৩০। অনুচ্ছেদ অনুসারে বিজ্ঞানচর্চায় স্যার জগদীশচন্দ্র বসুর সফলতা কার সমতুল্য ছিল?
(ক) আইনস্টাইনের (খ) নিউটনের
(গ) আর্কিমিডিসের (ঘ) ডারউইনের
৩১। ‘চর্চা শব্দের অর্থ কী?
(ক) আবিষ্কার (খ) মর্যাদা
(গ) অভ্যাস (ঘ) আহŸান
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. খ শান্তশিষ্ট
২. গ রাঢ়িখাল
৩. গ ময়মনসিংহ জিলা স্কুল
৪. ঘ সেন্ট জেভিয়ার্স স্কুল
৫. ক ১৮৫৮ সালের ৩০এ নভেম্বর
৬. খ নিজ বাড়িতে
৭. খ ১৮৭৮ সালে
৮. ঘ ডাক্তারি
৯. ক ১৮৮১ সালে
১০. ঘ ১৮৮৫ সালে
১১. ঘ তিন ভাগের দুই ভাগ
১২. গ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে
১৩. ক স্যার
১৪. খ বিলেতে
১৫. ঘ পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা
১৬. খ ১৮৯৫ সালে
১৭. ক বিলেতে অধ্যাপনার আমন্ত্রণ প্রত্যাখ্যানে
১৮। ক গাছের প্রাণ আছে
১৯। খ পদার্থবিজ্ঞান
২০। ক ময়মনসিংহ
২১। গ বিজ্ঞানী আইনস্টাইন
২২। (খ) ব্যবহার
২৩। (ক) ইংল্যান্ডে;
২৪। (ঘ) মাইক্রোওয়েভ
২৫। (খ) অনুসন্ধান
২৬। (ঘ) জগদীশচন্দ্র বসুর গবেষণা ও আবিষ্কারের কথা
২৭। (গ) মর্যাদা
২৮। (খ) বৈজ্ঞানিক কল্পকাহিনি
২৯। (ক) গবেষণা পরিচালনার জন্য
৩০। (খ) নিউটনের
৩১। (গ) অভ্যাস
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্ন
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। কবি কী ভালোবাসেন?
ক বালুচর খ বেণুবন
গ জেলের ডিঙি ঘ পাতার আচ্ছাদন
২। চকাচকিরা কেমন জায়গায় ঘর বাঁধে?
ক যেখানে বাঁশবন থাকে
খ যেখানে মানুষজনের বাস
গ যেখানে জনপ্রাণী থাকে না
ঘ যেখানে ধানখেত থাকে
৩। কখন বিদেশি হাঁসেরা আসে?
ক গ্রীষ্মকালে খ শরৎকালে
গ শীতকালে ঘ বসন্তকালে
৪। কচ্ছপেরা বালুচরে কী করে?
ক রোদ পোহায় খ বাসা বাঁধে
গ বৃষ্টিতে ভেজে ঘ লুকিয়ে থাকে
৫। জেলের ডিঙি কখন ভিড়ে?
ক সকাল-সন্ধ্যেবেলা খ শীতের দিনে
গ গভীর রাতে ঘ সন্ধ্যেবেলা
৬। বন থেকে আসা রাস্তার দুধারে কী?
ক বটগাছ খ বাঁশবাগান
গ কাশফুল ঘ কেয়াফুল
৭। ছেলের দল কী ভাসিয়ে ভাসে?
ক নৌকা খ ভেলা
গ ডিঙি ঘ কলাগাছ
৮। নদীটি দুই তীরের মানুষদের মাঝে কী তৈরি করেছে?
ক দূরত্ব খ শত্রæতা
গ বন্ধন ঘ প্রতিযোগিতা
৯। চকাচকির ঘর কোথায়?
(ক) বেণুবনে (খ) বালুচরে
(গ) তটের চারপাশে (ঘ) গভীর বনে
১০। ‘চ্ছ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
(ক) চ ও চ (খ) চ ও ছ
(গ) চ, ছ ও র-ফলা (ঘ) ট ও ছ
১১। ‘তট’ শব্দের অর্থ কী?
(ক) কালো মেঘ (খ) নীল মেঘ
(গ) নদীর তীর (ঘ) শ্যামল গ্রাম
১২। ‘জনশূন্য স্থান’ বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
(ক) কাশবন (খ) বেণুবন
(গ) বালুচর (ঘ) নির্জন
১৩। কবিতাংশে প্রকাশিত হয়েছে-
(ক) নদীর দুই তীরের সৌন্দর্য
(খ) নৌকায় ভ্রমণের অনুভ‚তি
(গ) নদীতীরের মানুষের জীবনচিত্র
(ঘ) বাংলাদেশেরঋতুবৈচিত্র্য
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। ক বালুচর
২। গ যেখানে জনপ্রাণী থাকে না
৩। গ শীতকালে
৪। ক রোদ পোহায়
৫। ঘ সন্ধ্যেবেলা
৬। খ বাঁশবাগান
৭। খ ভেলা
৮। গ বন্ধন
৯। (খ) বালুচরে
১০। (খ) চ ও ছ
১১। (গ) নদীর তীর
১২। (ঘ) নির্জন
১৩। (ক) নদীর দুই তীরের সৌন্দর্য
২০. দেখে এলাম নায়াগ্রা
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। কোথায় থাকতে লেখকের জলপ্রপাত দেখার সৌভাগ্য হয়েছিল?
ক বাংলাদেশে খ কানাডায়
গ আমেরিকায় ঘ ইংল্যান্ডে
২। লেখক কানাডার যে শহরে থাকতেন তার নাম কী?
ক নায়াগ্রা খ অটোয়া
গ মন্ট্রিল ঘ টরন্টো
৩। কীভাবে নায়াগ্রা দেখতে যাওয়ার সিদ্ধান্ত হলো?
ক গাড়িতে চড়ে খ বাসে চড়ে
গ জাহাজে চড়ে ঘ বিমানে চড়ে
৪। উন্নত দেশের রাস্তা কেমন?
ক খানাখন্দে ভরা খ গর্তে ভরা
গ আঁকাবাঁকা ঘ রেললাইনের মতো সোজা
৫। লেখক যে গাড়িতে চড়ে নায়াগ্রা গেলেন সেটি ছিল-
ক নিজের গাড়ি খ ভাড়া করা গাড়ি
গ এক বন্ধুর গাড়ি ঘ সরকারি গাড়ি
৬। ‘দেশে ফিরে কী গল্পটাই না করা যাবে!’- কিসের গল্প?
ক বিশাল গাড়ির গল্প
খ বিদেশের রাস্তার গল্প
গ কানাডায় জীবনযাপনের গল্প
ঘ নায়াগ্রা জলপ্রপাত দেখার গল্প
৭। জলপ্রপাতের সাথে কোনটির মিল আছে?
ক ঝর্ণার পতনের খ সাগরের ঢেউয়ের
গ পুকুরের আকারের ঘ পাহাড়ের চূড়ার
৮। ওপর থেকে জলের পতন ছাড়া কোনটি হওয়া সম্ভব নয়?
ক জলপ্রপাত খ সমুদ্র
গ নদী ঘ পুকুর
৯। নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টির ঘটনাটি বিশ্ব-ভ‚মণ্ডলে
একটি-
ক স্বাভাবিক ঘটনা খ সাধারণ বিষয়
গ অবিশ্বাস্য ঘটনা ঘ অপ্রয়োজনীয় ঘটনা
১০। খরস্রোতা নদীর মাঝখানে কতখানি চওড়া ফাটল?
ক নদীর সমান খ পুকুরের সমান
গ সাগরের সমান ঘ খালের সমান
১১। নায়াগ্রা পাহাড় থেকে না নামলেও একে প্রপাত বলা যায় কেন?
ক খরস্রোতা নদী থেকে উৎপত্তি বলে
খ পানির ওপর থেকে নিচে পতন হচ্ছে বলে
গ নায়াগ্রার আকার অনেক বড় বলে
ঘ নায়াগ্রায় জলের পরিমাণ অনেক বেশি বলে
১২। যে ভ‚মি উঁচুনিচু নয় বা পাহাড়ি নয় তাকে কেমন ভ‚মি বলা হয়?
ক খরস্রোতা খ বৃক্ষ
গ সমতল ঘ অসমতল
১৩। নায়াগ্রা কিসের নাম?
ক মহাদেশের খ মহাসাগরের
গ জলপ্রপাতের ঘ ঝর্ণার
১৪। নায়াগ্রা কোথায় অবস্থিত?
ক জাপান খ ভারত
গ কানাডা ঘ রাশিয়া
১৫। নায়াগ্রা জলপ্রপাত পড়ছে-
ক পাহাড় থেকে খ সমতল ভ‚মি থেকে
গ কোন উঁচু স্থান থেকে ঘ পাহাড়ি ঢল থেকে
১৬। জলপ্রপাত দেখতে বাসে না যাবার কারণ কী?
ক বাসের ভাড়া বেশি
খ সেখান বাস যায় না
গ বাসে ইচ্ছেমতো থামা যায় না
ঘ বাসে সময় বেশি লাগে
১৭। পৃথিবীতে নায়াগ্রার তুলনায়-
(ক) বড় আরও কয়েকটি জলপ্রপাত আছে
(খ) ছোট কোনো জলপ্রপাত নেই
(গ) বড় কোনো জলপ্রপাত নেই
(ঘ) বড় কোনো ঝর্ণা নেই
১৮। ‘প্রবল স্রোতবিশিষ্ট’ বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা যায়?
(ক) স্রোতহীন (খ) ঝর্ণার
(গ) খরস্রোতা (ঘ) পাহাড়ি
১৯। ‘ফাটল’ শব্দের অর্থ কী?
(ক) বিচিত্র (খ) ছিদ্র
(গ) প্রশস্ত (ঘ) চওড়া
২০। নায়াগ্রা একেবারেই আলাদা রকমের জলপ্রপাত কেন?
(ক) বড় জলপ্রপাত বলে
(খ) পাহাড় থেকে নেমে এসেছে বলে
(গ) ঝর্ণার চেয়েও ছোট বলে
(ঘ) সমতল থেকে উৎপত্তি হয়েছে বলে
২১। অনুচ্ছেদে মূলত বলা হয়েছে-
(ক) নায়াগ্রার বিশেষত্ব সম্পর্কে
(খ) নায়াগ্রার অবস্থান সম্পর্কে
(গ) জলপ্রপাতের সৌন্দর্য সম্পর্কে
(ঘ) ভ্রমণের আনন্দ সম্পর্কে
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। খ কানাডায়
২। ঘ টরন্টো
৩। ক গাড়িতে চড়ে
৪। ঘ রেললাইনের মতো সোজা
৫। গ এক বন্ধুর গাড়ি
৬। ঘ নায়াগ্রা জলপ্রপাত দেখার গল্প
৭। ক ঝর্ণার পতনের
৮। ক জলপ্রপাত
৯। গ অবিশ্বাস্য ঘটনা
১০। ক নদীর সমান
১১। গ নায়াগ্রার আকার অনেক বড় বলে
১২। গ সমতল
১৩। গ জলপ্রপাতের
১৪। গ কানাডা
১৫। খ সমতল ভ‚মি থেকে
১৬। গ বাসে ইচ্ছেমতো থামা যায় না
১৭। (গ) বড় কোনো জলপ্রপাত নেই
১৮। (গ) খরস্রোতা
১৯। (খ) ছিদ্র
২০। (ঘ) সমতল থেকে উৎপত্তি হয়েছে বলে
২১। (ক) নায়াগ্রার বিশেষত্ব সম্পর্কে
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্ন
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। খাজনা নিতে কারা আসত?
ক বর্গিরা খ মুক্তিসেনারা
গ পাক হানাদাররা ঘ রাজাকাররা
২। হানাদারদের বিরুদ্ধে লড়েছিল কারা?
ক বর্গিরা খ ইংরেজরা
গ মুক্তিসেনারা ঘ আলবদররা
৩। কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে কী?
ক তমসা খ আলো
গ গভীর অন্ধকার ঘ কষ্ট
৪। কত সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে?
ক ১৯৪৭ সালে খ ১৯৫২ সালে
গ ১৯৬৬ সালে ঘ ১৯৭১ সালে
৫। বাংলাদেশের আগের নাম কী ছিল?
ক পূর্ব পাকিস্তান খ পশ্চিম পাকিস্তান
গ উত্তর পাকিস্তান ঘ দক্ষিণ পাকিস্তান
৬। ‘রৌদ্র লেখে জয়’ কবিতায় দেশের মাটিকে কার
সাথে তুলনা করা হয়েছে?
ক মাতৃভাষার সাথে খ মায়ের সাথে
গ মুক্তিসেনার সাথে ঘ মুক্তিযুদ্ধের সাথে
৭। রৌদ্র কিসের কথা লেখে?
ক পরাজয়ের খ অন্ধকারের
গ জয়ের ঘ সন্ধ্যার
৮। ‘বর্গি’ শব্দের অর্থ কী?
(ক) পাক হানাদার (খ) মুক্তিযোদ্ধা
(গ) মারাঠা দস্যু (ঘ) ইংরেজ
৯। মুক্তিসেনা কারা?
(ক) যারা মানুষের অর্থ লুট করেছেন
(খ) যারা হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন
(গ) যারা হানাদারদের সাহায্য করেছেন
(ঘ) যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন
১০। ‘সন্ধ্যা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) সকাল (খ) দুপুর
(গ) বিকেল (ঘ) সাঁঝ
১১। পরাজয়ের কালো সন্ধ্যা দূর হয়ে কী এসেছে?
(ক) জ্যোৎস্না রাত (খ) আলোকিত দিন
(গ) অন্ধকার ভোর (ঘ) জয়ের কালো সন্ধ্যা
১২। কবিতাংশে মূলত কী প্রকাশিত হয়েছে?
(ক) বাংলাদেশের জাতিগত বৈচিত্র্যের কথা
(খ) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা
(গ) হানাদারদের বীরত্বের কথা
(ঘ) স্বাধীনতার জন্য দেশের মানুষের সংগ্রামের কথা
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। ক বর্গিরা
২। গ মুক্তিসেনারা
৩। খ আলো
৪। ঘ ১৯৭১ সালে
৫। ক পূর্ব পাকিস্তান
৬। খ মায়ের সাথে
৭। গ জয়ের
৮। (গ) মারাঠা দস্যু
৯। (খ) যারা হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন;
১০। (ঘ) সাঁঝ
১১। (খ) আলোকিত দিন
১২। (ঘ) স্বাধীনতার জন্য দেশের মানুষের সংগ্রামের কথা
২২. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। মওলানা ভাসানী কাদের অতি আপনজন?
ক মেহনতি মানুষের
খ বড়লোক মানুষদের
গ অধিক বয়সী মানুষের
ঘ প্রবাসী মানুষের
২। মওলানা ভাসানীকে কোনটি বলা হয়?
ক অবিসংবাদিত জননেতা
খ মজলুম জননেতা
গ ধর্মীয় জননেতা
ঘ ভাসানচরের জননেতা
৩। মওলানা ভাসানী কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক কাগমারি খ ভাসানচর
গ ধানগড়া ঘ সন্তোষ
৪। মওলানা ভাসানীর জন্মসাল কোনটি?
ক ১৮৬০ খ ১৮৭০
গ ১৮৮০ ঘ ১৮৯০
৫। ইরাক থেকে আগত পীর ভাসানীকে দেওবন্দ পাঠান কেন?
ক শিক্ষা লাভের জন্য
খ রাজনীতি চর্চার জন্য
গ ধর্মীয় চর্চার জন্য
ঘ আন্দোলন করার জন্য
৬। কাগমারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার সময় কোন বিষয়টি মওলানা ভাসানীর দৃষ্টি আকর্ষণ করে?
ক নারীদের অধিকারহীনতা
খ জমিদারের অন্যায়-অবিচার
গ পাকিস্তানিদের অত্যাচার
ঘ বাঙালির নিরক্ষরতা
৭। জমিদারের কুনজরের কারণে মওলানা ভাসানীকে-
ক কর্মস্থল ছাড়তে হয় খ দেশ ছাড়তে হয়
গ ভারতবর্ষ ছাড়তে হয় ঘ জন্মস্থান ছাড়তে হয়
৮। কত বছর বয়সে মওলানা ভাসানী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আদর্শে অনুপ্রাণিত হন?
ক বিশ বছর খ একুশ বছর
গ বাইশ বছর ঘ তেইশ বছর
৯। কোন আন্দোলনে অংশ নেওয়ার কারণে মওলানা ভাসানী সতেরো মাস কারারুদ্ধ ছিলেন?
ক ভাষা আন্দোলন
খ জমিদারি উচ্ছেদ আন্দোলন
গ ছয় দফা আন্দোলন
ঘ অসহযোগ আন্দোলন
১০। সিরাজগঞ্জের জনসভায় জমিদারদের নির্যাতনের প্রতিবাদ জানালে মওলানা ভাসানীর কী পরিণতি হয়?
ক জন্মভ‚মি ত্যাগে বাধ্য হন
খ চাকরি ছাড়তে বাধ্য হন
গ কারাভোগ করতে বাধ্য হন
ঘ সহায়-সম্পত্তি হারাতে বাধ্য হন
১১। ভাসানচর কোথায় অবস্থিত?
ক সিরাজগঞ্জে খ কলকাতায়
গ টাঙ্গাইলে ঘ আসামে
১২। মওলানা ভাসানী কত সালে পূর্ববাংলায় ফিরে আসেন?
ক ১৯৪২ সালে খ ১৯৪৭ সালে
গ ১৯৫২ সালে ঘ ১৯৫৭ সালে
১৩। কত সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়ী হয়?
ক ১৯৪৭ সালের খ ১৯৫৪ সালের
গ ১৯৬২ সালের ঘ ১৯৭০ সালের
১৪। ১৯৭০ সালের নভেম্বরে পল্টন ময়দানে দেওয়া ভাষণে ভাসানী কাদের বিষয়ে বাঙালিকে সতর্ক করেছিলেন?
ক জমিদারদের খ পাকিস্তানিদের
গ ব্রিটিশদের ঘ শিল্পমালিকদের
১৫। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য মওলানা ভাসানী
কোথায় যান?
ক ভারতে খ পাকিস্তানে
গ আমেরিকায় ঘ ইংল্যান্ডে
১৬। মওলানা ভাসানীর মৃত্যু হয় কোথায়?
ক ঢাকায় খ টাঙ্গাইলে
গ আসামে ঘ কলকাতায়
১৭। মওলানা ভাসানী সেসব কর্মসূচি গ্রহণ করেছেন
তার সবই ছিল-
ক ধর্মীয় চেতনামূলক খ জনকল্যাণকর
গ দেশবিরোধী ঘ শিক্ষাসংক্রান্ত
১৮। মওলানা ভাসানী চিরকাল কেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন?
ক নির্যাতিত খ অবহেলিত
গ সুখী ঘ বড়লোক
১৯। মওলানা ভাসানী কোন পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন?
ক ইরাকের খ বাংলাদেশের
গ ভারতের ঘ পাকিস্তানের
২০। তাঁকে কাগমারি কেন ছাড়তে হয়?
ক গ্রামের মানুষের কারণে
খ জমিদারদের কারণে
গ ব্যবসায়ীদের কারণে
ঘ রাজনৈতিক কারণে
২১। মওলানা ভাসানী তাঁর এক ভাষণে কী বলেছেন-
ক আমি খেটে-খাওয়া মানুষের কথা বলি
খ আমি আরামপ্রিয় মানুষের কথা বলি
গ আমি সুখী মানুষের কথা বলি
ঘ আমি ভালো মানুষের কথা বলি
২২। মওলানা ভাসানী শেরে বাংলা এ.কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে গঠন করেন-
ক যুক্তফ্রন্ট খ যুক্তদল
৩. যুবফোরাম ঘ যুবফ্রন্ট
২৩। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টামণ্ডলীর কী ছিলেন?
ক সদস্য খ প্রেসিডেন্ট
গ সহকারী ঘ কেউ নন
২৪। তিনি কোন নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন?
ক হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
গ শেরে বাংলা ফজলুল হক
ঘ শেখ মুজিবুর রহমান
২৫। অনুচ্ছেদে বলা হয়েছে-
(ক) মওলানা ভাসানীর জন্মপরিচয় সম্পর্কে
(খ) মওলানা ভাসানীর সংগ্রামী জীবনের কথা
(গ) মওলানা ভাসানীর সাধারণ জীবন যাপনের কথা
(ঘ) মওলানা ভাসানীর বিদ্যানুরাগের কথা
২৬। ‘বিষ-নজর’ শব্দের অর্থ কী?
(ক) দুর্বল দৃষ্টিশক্তি (খ) ক্ষোভের শিকার
(গ) প্রখর দৃষ্টিশক্তি (ঘ) বিশেষ অনুরাগ
২৭। ‘নিপীড়ন’ শব্দের অর্থ কী?
(ক) সহায়তা (খ) শাসন
(গ) পলায়ন (ঘ) অত্যাচার
২৮। ‘টাঙ্গাইল’ শব্দটির যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
(ক) ঙ + গ (খ) ড + গ
(গ) ঞ + গ (ঘ) ন + গ
২৯। ভাসানচরের জনসভায় মওলানা ভাসানী কাদের পক্ষে কথা বলেন?
(ক) শিক্ষকদের (খ) কৃষকদের
(গ) রাজনীতিবিদদের (ঘ) নারীদের
৩০। ১৯৭১ সালে কার নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়?
(ক) মওলানা ভাসানীর
(খ) এ. কে. ফজলুল হকের
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
(ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর
৩১। ‘উপদেষ্টা’ শব্দের অর্থ কী?
(ক) নেতা (খ) পরামর্শদাতা
(গ) পরিচালক (ঘ) প্রতিষ্ঠাতা
৩২। মওলানা ভাসানীর টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সৈন্যরা পুড়িয়ে দেয় কেন?
(ক) ভাসানী মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন বলে
(খ) তাঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হয় বলে
(গ) তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন বলে
(ঘ) তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে
৩৩। ‘স্বাধীন’ শব্দের অর্থ কী?
(ক) মুক্ত (খ) অন্যের অধীন
(গ) যুদ্ধে বিজয়ী (ঘ) নিঃসঙ্গ
৩৪। অনুচ্ছেদটি আমাদের কী ধারণা দেয়?
(ক) মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন সম্পর্কে
(খ) মুক্তিযুদ্ধের সময় মওলানা ভাসানীর ভ‚মিকা সম্পর্কে
(গ) মওলানা ভাসানীর শিক্ষাজীবন সম্পর্কে
(ঘ) দেশ গঠনে মওলানা ভাসানীর অবদান সম্পর্কে
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। ক মেহনতি মানুষের
২। খ মজলুম জননেতা
৩। গ ধানগড়া
৪। গ ১৮৮০
৫। ক শিক্ষা লাভের জন্য
৬। খ জমিদারের অন্যায়-অবিচার
৭। খ দেশ ছাড়তে হয়
৮। গ বাইশ বছর
৯। ঘ অসহযোগ আন্দোলন
১০। ক জন্মভ‚মি ত্যাগে বাধ্য হন
১১। ঘ আসামে
১২। খ ১৯৪৭ সালে
১৩। খ ১৯৫৪ সালের
১৪। ঘ শিল্পমালিকদের
১৫। ক ভারতে
১৬। ক ঢাকায়
১৭। খ জনকল্যাণকর
১৮। ক নির্যাতিত
১৯। ক ইরাকের
২০। খ জমিদারদের কারণে
২১। ক আমি খেটে-খাওয়া মানুষের কথা বলি
২২। ক যুক্তফ্রন্ট
২৩। ক সদস্য
২৪। খ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
২৫। (খ) মওলানা ভাসানীর সংগ্রামী জীবনের কথা
২৬। (খ) ক্ষোভের শিকার
২৭। (ঘ) অত্যাচার
২৮। (ক) ঙ + গ
২৯। (খ) কৃষকদের
৩০। (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৩১। (খ) পরামর্শদাতা
৩২। (গ) তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন বলে
৩৩। (ক) মুক্ত
৩৪। (খ) মুক্তিযুদ্ধের সময় মওলানা ভাসানীর ভ‚মিকা সম্পর্কে
👉 সঠিক উত্তরটি খাতায় লেখ।
১। রুমা রুবার কী হয়?
ক বান্ধবী খ খালাতো বোন
গ মা ঘ আপন বোন
২। রুমার জন্মদিনে কোন গাছটি ফুলে ভরে ছিল?
ক গোলাপ খ বেলী
গ শিউলি ঘ কৃষ্ণচূড়া
৩। রুবার জন্মদিনে কিসের সুগন্ধে চারদিক ভরে
গিয়েছিল?
ক শিউলি ফুলের
খ হাস্নাহেনা ফুলের
গ আমের বোলের
ঘ পাকা কাঁঠালের
৪। রুবার বয়স কত?
ক আট বছর খ দশ বছর
গ বারো বছর ঘ চৌদ্দ বছর
৫। রুবার জন্মদিনের গল্পটা কে বলেছিলেন?
ক রাহেলা বানু খ জসীম মিয়া
গ রুবা নিজেই ঘ রুমা
৬। রুমা ও রুবা বেণীর সাথে কী গেঁথে রাখে?
ক শিউলি ফুল
খ বুনোফুল
গ আমের মুকুল
ঘ গোলাপের পাপড়ি
৭। রুমা ও রুবা কোথায় ফুলের পাপড়ি চাপা দিয়ে রাখে?
ক বালিশের নিচে
খ তোশকের নিচে
গ খাতার ভেতর
ঘ বইয়ের ভেতর
৮। জসীম মিয়া বাজার থেকে কী কিনে এনেছিলেন?
ক চাল-ডাল খ চিড়ে-মুড়ি
গ আম-কাঁঠাল ঘ তেল-নুন
৯। লোকজন কোথায় বসে রেডিও শুনছিলেন?
ক নদীর ধারে
খ আমগাছের নিচে
গ স্কুল মাঠে
ঘ বটগাছের নিচে
১০। বিবিসির খবর শুনে লোকজন উত্তেজিত হয়ে কী বলল?
ক এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
খ আমাদের যুদ্ধ করতে হবে
গ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
ঘ গ্রাম ছেড়ে পালাতে হবে
১১। রুমা ও রুবা অন্য ছেলেমেয়েদের কাছে গিয়ে
কিসের কথা বলে?
ক যুদ্ধ করার কথা
খ মুক্তিযোদ্ধাদের আসার কথা
গ বঙ্গবন্ধুর ভাষণের কথা
ঘ বাবার মৃত্যুর কথা
১২। বঙ্গবন্ধু কোন তারিখের ভাষণে স্বাধীনতা
সংগ্রামের ডাক দেন?
ক ২১শে ফেব্রæয়ারি খ ৭ই মার্চ
গ ১৭ই এপ্রিল ঘ ১৬ই ডিসেম্বর
১৩। জসীম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে
কী শিখে নেন?
ক লেখাপড়া খ যুদ্ধের কৌশল
গ প্রাথমিক চিকিৎসা ঘ গাড়ি চালানো
১৪। জসীম কী গড়ে তুলছিলেন?
ক হানাদার বাহিনী
খ রাজাকার বাহিনী
গ শান্তি বাহিনী
ঘ মুক্তিবাহিনী
১৫। জসীম কখন বাজারে গিয়েছিলেন?
ক সকালে খ দুপুরে
গ বিকেলে ঘ সন্ধ্যায়
১৬। জসীমের শরীরে কোথায় বুলেট বিদ্ধ হয়েছিল?
ক মাথায় খ গলায়
গ বুকে ঘ পেটে
১৭। জসীমের গায়ে কয়টি বুলেট বিদ্ধ হয়েছিল?
ক একটি খ দুইটি
গ পাঁচটি ঘ অসংখ্য
১৮। জসীম কীভাবে শহিদ হয়েছিলেন?
ক বুলেটবিদ্ধ হয়ে খ নদীতে ডুবে
গ রাজাকারদের নির্যাতনে ঘ ছুরিকাহত হয়ে
১৯। রাহেলা কবে জসীমের মৃত্যুর কথা জানতে পারেন?
ক যেদিন মারা যায়
খ মৃত্যুর পরদিন
গ মৃত্যুর এক সপ্তাহ পর
ঘ মৃত্যুর কয়েক মাস পর
২০। রুমা-রুবাদের বাড়িতে আগুন লাগেনি কেন?
ক মিলিটারিরা এত দূর আসেনি বলে
খ বড় বটগাছ ছিল বলে
গ বাতাস কম ছিল বলে
ঘ বড় আমগাছ ছিল বলে
২১। রাহেলা বারবার জ্ঞান হারাচ্ছিলেন কেন?
ক ঘর পুড়ে যাওয়ায়
খ মিলিটারিদের ভয়ে
গ স্বামী হারানোর বেদনায়
ঘ গোলাগুলির শব্দ শুনে
২২। রাহেলাকে কারা সান্ত¡না দিচ্ছিল?
ক রুমা ও রুবা খ মুক্তিযোদ্ধারা
গ গাঁয়ের মুরব্বিরা ঘ গাঁয়ের মেয়েরা
২৩। যুদ্ধ বলতে রুমা কী বুঝল?
ক মায়ের জ্ঞান হারানো
খ বাবার মরে যাওয়া
গ গাঁয়ে মিলিটারি আসা
ঘ মুক্তিবাহিনী গড়ে তোলা
২৪। রাহেলা বানু ভাত রান্না করার জন্য চাল কীভাবে
পেয়েছিলেন?
ক জসীম কিনে রেখেছিলেন
খ মুক্তিযোদ্ধারা দিয়ে গিয়েছিলেন
গ পাশের বাড়ি থেকে এনেছিলেন
ঘ বাজার থেকে কিনে এনেছিলেন
২৫। মুক্তিযোদ্ধাদের ডাক শুনে ধড়মড়িয়ে ওঠে কে?
ক রুমা খ রুবা
গ রাহেলা ঘ জসীম
২৬। রাহেলা দরজা খুলে দিলে ঘরে কারা দ্রæত ঢুকে পড়ে?
ক রুমা ও রুবা খ মুক্তিযোদ্ধারা
গ মিলিটারিরা ঘ রাজাকাররা
২৭। মুক্তিযোদ্ধারা ঘরে ঢুকে প্রথমে কী করে?
ক দরজা বন্ধ করে খ ভাত খেতে বসে
গ ঘুমিয়ে নেয় ঘ হাত মুখ ধোয়
২৮। জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি কোনটি?
ক বঙ্গবীর খ বাংলার বাঘ
গ বঙ্গবন্ধু ঘ বাংলার নেতা
২৯। দুজন মুক্তিযোদ্ধা রাহেলা বানুর বাড়িতে কেন
এসেছিলেন?
ক ভাত খেতে খ টাকা নিতে
গ অস্ত্র লুকিয়ে রাখতে ঘ ঘুমোতে
৩০। মুক্তিযোদ্ধারা ভাত খেয়ে কী করবে?
ক অস্ত্র আনতে যাবে
খ ক্যাম্পে যাবে
গ নিজেদের বাড়িতে যাবে
ঘ যুদ্ধ করতে যাবে
৩১। রুমা কী ছুঁয়ে দেখতে চেয়েছিল?
ক গ্রেনেড খ বুলেট
গ রাইফেল ঘ পতাকা
৩২। এক সের = কত কিলোগ্রাম?
ক ০.৮০ কিলোগ্রাম খ ০.৯৩ কিলোগ্রাম
গ ১.৫০ কিলোগ্রাম ঘ ৯.৩০ কিলোগ্রাম
৩৩। ফুলের পাপড়ি ছিঁড়ে দুই বোন কোথায় রাখতো?
ক বইয়ের মধ্যে খ বালিশের নিচে
গ কৌটার মধ্যে ঘ খাতার মধ্যে
৩৪। আমগাছের নিচে বসে জসীম কিসের খবর শুনছিল?
ক বাজারের খবর খ যুদ্ধের খবর
গ গণহত্যার খবর ঘ বাড়ির খবর
৩৫। রুবা রুমার হাত ধরে ঝাঁকিয়ে বলে, যুদ্ধ মানে কী বুবু? রুমা দুই হাতে চোখ মুছে বলে-
ক বাবার মরে যাওয়া
খ মায়ের মরে যাওয়া
গ ভাই বোনের মরে যাওয়া
ঘ স্বামী মরে যাওয়া
৩৬। কখন শিউলি ফুল ফোটে?
ক আশ্বিন মাসে খ কার্তিক মাসে
গ দিনের বেলা ঘ মাঘ মাসে
৩৭। ‘অধীর’ শব্দের অর্থ কী?
(ক) অপেক্ষা (খ) অস্থির
(গ) ব্যস্ত (ঘ) রাগান্বিত
৩৮। মুক্তিযোদ্ধারা রাহেলা বানুকে কী বলে ডাকে?
(ক) খালা (খ) মামি
(গ) মা (ঘ) আপা
৩৯। রাহেলা বানু কলসিতে চাল জমিয়ে রাখে কেন?
(ক) বিপদের দিনের জন্য
(খ) স্বামীর জন্য
(গ) মেয়ে দুটোর জন্য
(ঘ) মুক্তিযোদ্ধাদের জন্য
৪০। ‘জ্যোৎস্না’ শব্দের অর্থ কী?
(ক) সকালের রোদ (খ) চাঁদের আলো
(গ) সূর্য (ঘ) চন্দ্র
৪১। অনুচ্ছেদে প্রকাশিত হয়েছে-
(ক) মুক্তিযোদ্ধাদের সাহসিকতা
(খ) মুক্তিযুদ্ধের ভয়াবহতা
(গ) মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের ভালোবাসা
(ঘ) মুক্তিযোদ্ধাদের যুদ্ধের কৌশল
৪২। রুমা-রুবা কার জন্য কাঁদে?
(ক) মায়ের জন্য (খ) বাবার জন্য
(গ) মুক্তিযোদ্ধাদের জন্য (ঘ) বঙ্গবন্ধুর জন্য
৪৩। ‘সংগ্রাম’ শব্দের অর্থ কী?
(ক) প্রতিবাদ (খ) যুদ্ধ
(গ) স্বাধীনতা (ঘ) হত্যা
৪৪। অনুচ্ছেদে কার শহিদ হওয়ার ঘটনা রয়েছে?
(ক) রাহেলার (খ) রাহেলার একটি ছেলে
(গ) রুমার (ঘ) জসীমের
৪৫। ‘গাঁ’ শব্দের অর্থ কী?
(ক) গ্রাম (খ) শরীর
(গ) শহর (ঘ) দেশ
৪৬। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে কিসের কথা বলেন?
(ক) লেখাপড়ার শেখার
(খ) কৃষি কাজ করার
(গ) স্বাধীনতা সংগ্রামের
(ঘ) নির্বাচন করার
পাঠ্যবই থেকে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১। ঘ আপন বোন
২। গ শিউলি
৩। গ আমের বোলের
৪। গ বারো বছর
৫। খ জসীম মিয়া
৬। খ বুনোফুল
৭। গ খাতার ভেতর
৮। ক চাল-ডাল
৯। খ আমগাছের নিচে
১০। খ আমাদের যুদ্ধ করতে হবে
১১। ক যুদ্ধ করার কথা
১২। খ ৭ই মার্চ
১৩। খ যুদ্ধের কৌশল
১৪। ঘ মুক্তিবাহিনী
১৫। গ বিকেলে
১৬। গ বুকে
১৭। ক একটি
১৮। ক বুলেটবিদ্ধ হয়ে
১৯। খ মৃত্যুর পরদিন
২০। ঘ বড় আমগাছ ছিল বলে
২১। খ মিলিটারিদের ভয়ে
২২। ঘ গাঁয়ের মেয়েরা
২৩। খ বাবার মরে যাওয়া
২৪। গ পাশের বাড়ি থেকে এনেছিলেন
২৫। ক রুমা
২৬। খ মুক্তিযোদ্ধারা
২৭। ক দরজা বন্ধ করে
২৮। গ বঙ্গবন্ধু
২৯। ক ভাত খেতে
৩০। খ ক্যাম্পে যাবে
৩১। গ রাইফেল
৩২। খ ০.৯৩ কিলোগ্রাম
৩৩। ঘ খাতার মধ্যে
৩৪। গ গণহত্যার খবর
৩৫। ক বাবার মরে যাওয়া
৩৬। ক আশ্বিন মাসে
৩৭। (খ) অস্থির
৩৮। (গ) মা
৩৯। (ঘ) মুক্তিযোদ্ধাদের জন্য
৪০। (খ) চাঁদের আলো
৪১। (গ) মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের ভালোবাসা
৪২। (খ) বাবার জন্য
৪৩। (খ) যুদ্ধ
৪৪। (ঘ) জসীমের
৪৫। (ক) গ্রাম
৪৬। (গ) স্বাধীনতা সংগ্রামের