৫ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন সাজেশন

৫ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন সাজেশন


বৃত্তি পরীক্ষা ২০২২ এর প্রস্তুতির জন্য ৫ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের ৩য় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

পঞ্চম শ্রেণির বিজ্ঞান অধ্যায় ৩ বহুনির্বাচনী প্রশ্ন সাজেশন 


১. প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়ে থাকে?
ক. আর্সেনিক দ্বারা দূষণ খ. কীটনাশক দ্বারা দূষণ 
গ. কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ 
ঘ. জীবাণু দ্বারা দূষণ
উত্তরঃ আর্সেনিক দ্বারা দূষণ
২. উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে? 
ক. মাটি খ. পানি
গ. বায়ু ঘ. আলো 
উত্তরঃ পানি
৩. উঁচু পর্বতের চূড়ায় পানি কী রূপে থাকে? 
ক. পানি খ. জলীয় বাষ্প 
গ. শিশির ঘ. বরফ 
উত্তরঃ বরফ
৪. যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়? 
ক. নীল খ. লাল
গ. নবুজ ঘ. আকাশী
উত্তরঃ লাল
৫. জীবনের জন্য কোনটি অবশ্য প্রয়োজনীয়? 
ক. গ্যাস খ. পানি
গ. মাটি ঘ. আলো 
উত্তরঃ পানি
৬. পৃথিবীতে পানির এক উৎস থেকে অন্য উৎসে চক্রাকারে ঘোরাকে কী বলে? 
ক. পানিচক্র খ. পানি গূর্ণন 
গ. পানি দূষণ ঘ. পানি শোধন 
৭. বায়ুতে সব সময় কিছু পরিমাণ কী থাকে? 
ক. ধূলিকণা খ. বালিকণা
গ. বাষ্প ঘ. গ্যাস 
উত্তরঃ বাষ্প
৮. পানি ফুটতে শুরু করার পর আরও কত মিনিট পানিতে তাপ দিতে হয়? 
ক. ২০ মিনিট খ. ২৫ মিনিট 
গ. ৩৫ মিনিট ঘ. ৩৮ মিনিট 
উত্তরঃ২০ মিনিট
৯. কোনটি সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করে? 
ক. বায়ু. খ. সূর্য
গ. পানি ঘ. আর্দ্রতা 
উত্তরঃ সূর্য
১০. কোনটি মানুষের শরীরের তাপমাত্রা ঠিক রাখে? 
ক. পানি খ. তাপ 
গ. আলো ঘ. বাতাস
উত্তরঃ পানি
১১. পানি জলীয় বাষ্প হয়ে কোথায় চলে যায়? 
ক. পুকুরে খ. নদীতে 
গ. সাগরে ঘ. বায়ুমÐলে 
উত্তরঃ বায়ুমÐলে
১২. নলকূপের মুখে কোন রং দেওয়া থাকলে তার পানি পান করা নিরাপদ? 
ক. লাল খ. সবুজ
গ. হলুদ ঘ. কালো 
উত্তরঃ সবুজ
১৩. দূষিত পানি পানে নিচের কোনটি হতে পারে? 
ক. পেটের পীড়া খ. হাত ও পায়ে ব্যথা 
গ. মাথা ব্যথা ঘ. বুকে ব্যথা 
উত্তরঃ পেটের পীড়া
১৪. উদ্ভিদ মাটি থেকে পানি ছাড়াও শোষণ করে 
ক. প্রোটিন খ. খনিজ
গ. ভিটামিন ঘ. খাদ্যসার 
উত্তরঃ খনিজ
১৫. বায়ুমÐলে পানি কী অবস্থায় থাকে? 
ক. জলীয় বাষ্প অবস্থায় খ. তরল অবস্থায় 
গ. কঠিন অবস্থায় ঘ. গ্যাসীয় অবস্থায় 
উত্তরঃ জলীয় বাষ্প অবস্থায়
১৬. পানিকে সম্পূর্ণরূপে নিরাপদ করতে হলে কী করতে হবে?
ক. ফিটকিরি মেশাতে হবে
খ. বিøচিং পাউডার মেশাতে হবে
গ. হ্যালোজেন ট্যাবলেট মেশাতে হবে
ঘ. ফুটাতে হবে
উত্তরঃ ফুটাতে হবে
১৭. নিচের কোনটি পানিতে মেশালে পানি কিছুটা জীবাণুমুক্ত হয়?
ক. ফরমালিন খ. স্যাকারিন
গ. ফিটকিরি ঘ. ক্যালসিয়াম কার্বাইড
উত্তরঃ ফিটকিরি
১৮. পানিকে বেশিরভাগ জীবাণু থেকে কীভাবে মুক্ত করা যায়?
ক. ফুটিয়ে খ. থিতিয়ে
গ. ছেঁকে ঘ. ঠাÐা করে 
উত্তরঃ ফুটিয়ে
১৯. দূষিত পানি পান করলে মানুষ কোন রোগে আক্রান্ত্র হয়?
ক. গুটি বসন্ত খ. আর্সেনিকোসিস
গ. কলেরা ঘ. হাম
উত্তরঃ কলেরা
২০. ডায়রিয়া কোন ধরনের রোগ?
ক. বায়ুবাহিত খ. পানিবাহিত 
গ. পতঙ্গবাহিত ঘ. ছোঁয়াচে 
উত্তরঃ পানিবাহিত
২১. কোন পানিতে ক্ষতিকর কিছু মিশে থাকে?
ক. পাতিত পানি খ. বিশুদ্ধ পানি
গ. নিরাপদ পানি ঘ. দূষিত পানি
উত্তরঃদূষিত পানি
২২. জীবনের জন্য কোনটি অবশ্য প্রয়োজনীয়?
ক. পানি খ. বস্ত
গ. মাটি ঘ. শিক্ষা
উত্তরঃ শিক্ষা
২৩. নলক‚পের পানিতে কোন বিষাক্ত পদার্থ পাওয়া গিয়েছে? 
ক. পারদ খ. আয়রন
গ. আর্সেনিক ঘ. কার্বন
উত্তরঃ আর্সেনিক
২৪. কোনটি পানিবাহিত রোগ?
ক. যক্ষ¥া খ. কলেরা
গ. জলবসন্ত ঘ. ইনফ্লুয়েঞ্জা
উত্তরঃ জলবসন্ত
২৫.তোমার বোন ডায়রিয়াতে ভুগছে। তার জন্য খাবার স্যালাইন তৈরির জন্য তুমি কোন পানি ব্যবহার করবে?  
ক. নদীর পানি খ. ক‚পের পানি
গ. ফুটানো পানি ঘ. পুকুরের পানি
উত্তরঃ ফুটানো পানি
২৬.সুপ্তি জানালা দিয়ে দেখল আকাশে ঘণ মেঘ করেছে। এই মেঘের সৃষ্টি কোনটি থেকে?
ক. নাইট্রোজেন খ. জলীয় বাষ্প
গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন
উত্তরঃ জলীয় বাষ্প
২৭। পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানো প্রক্রিয়াকে কী ব?ে
ক. ছাকন খ. থিতানো
গ. ফুটানো ঘ. ঘনীভবন
উত্তরঃ থিতানো
২৮. উদ্ভিদের পুষ্টি শোষনের জন্য কোনটি প্রয়োজন
ক. পানি খ. মাটি
গ. আলোক ঘ. বায়ু
উত্তরঃ পানি
২৯। কোনটি পানি দুষনে ফলে হয়?
ক. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি খ. ঘুমে ব্যাঘাত সৃষ্টি
গ. ডায়রিয়া ঘ. মাটির উর্বরতা হ্রাস
উত্তরঃ ডায়রিয়া
৩০. আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে নিচের কোন্ উপাদানটি সাহায্য করে?
ক. ভাত খ. পানি 
গ. বায়ু ঘ. মাটি.
উত্তরঃ পানি
৩১. কোনটি ছাড়া আমরা বাচতে পারি না?
ক. শিক্ষা খ. বস্ত্র
গ. চিকিৎসা ঘ. পানি
উত্তরঃ পানি
৩২. ছাকনি দিয়ে ছেকে পানি পরিষ্কারের প্রক্রিয়াকে কী বলে?
ক. ফুটানো খ. থিতানো
গ. ছাকন ঘ. রাসায়নিক প্রক্রিয়া
উত্তরঃ ছাকন
৩৩. উচু পর্বতের চুড়ায় পানি কিরুপে থাকে?
ক. পানি খ. জলীয় বাষ্প
গ. শিশির ঘ. বরফ
উত্তরঃ বরফ
৩৪। পুকুর বা নদীর পানি পানের জন্য পুরোপুরি নিরাপদ হয়।
ক. থিতালে
খ. ফুটিয়ে নিলে
গ. অল্প ফিটকিরি মিশালে
ঘ. ফুটানোর পর ছেকে নিলে
উত্তরঃ ফুটানোর পর ছেকে নিলে
৩৫। পানিকে শীতল করলে কোনটি পাওয়া যায়?
ক. ঠান্ডা পানি খ. বরফ
গ. মেঘ ঘ. শিশির
উত্তরঃ বরফ
৩৬। নিচের কোনটি পানির প্রাকৃতিক উৎস?
ক. পুকুর খ. টিউবওয়েল 
গ. বৃষ্টি ঘ. দীঘি
উত্তরঃ বৃষ্টি
৩৭. রাতেঘাস গাছপালা ইত্যঅদির উপর যে বিন্দু বিন্দু পানিজমে তাকে কী বলা হয়?
ক. কুয়াশা খ. শিশির
গ. তুষার ঘ. বরফ
উত্তরঃ শিশির
৩৮. পানিতে ভাসমান বস্তুকণা এবং বালি নিচের কোন প্রক্রিয়ায় পৃথক করা যায?
ক. ফুটানো খ. থিতানো
গ. ছাকন ঘ. ক ওখ
উত্তরঃ থিতানো
৩৯. পানি ভূপৃষ্ঠে কীভাবে ফিরে আসে
ক. জলীয় বাষ্পরুপে খ. মেঘ হিসেবে
গ. বৃষ্টি হিসেবে ঘ. ফিরে আসেনা
উত্তরঃ বৃষ্টি হিসেবে
৪০. আকাশেযে মেঘ ভেসে থাকে তা কীভাবে তৈরি হয়?
ক. ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে খ. বরফ গলে
গ. বালিকনা মিশে ঘ. ধোয়া থেকে
উত্তরঃ ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে
৪১. বন্যাকবলিত এলাকার জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহে কী ব্যবহার করবে?
ক. ফিটকিরি
খ. বরিক পাউডার
গ. হ্যালোজেন পাউডার
ঘ. ডিডিটি পাউডার 
উত্তরঃ ফিটকিরি
৪২. মেঘ পর্বতের চুড়ায় পৌছে কেন?
ক. সাগড় পর্বতের নিকটবর্তী হলে
খ. মহাকর্ষ বলের প্রভাবে
গ. বায়ুপ্রবাহের কারণে
ঘ. তরল অবস্থা থাকে বলে
উত্তরঃ বায়ুপ্রবাহের কারণে
৪৩. জলীয় বাষ্প উপরের দিকে উঠলে কী হয়?
ক. গরমহয় খ. জমে যায়
গ. বাষ্পহয় ঘ. অপরিবতির্ত থাকে
উত্তরঃ জমে যায়
৪৪. পানি  আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করা ছাড়াও আর কী কাজে প্রয়োজন হয়।
ক. পুষ্টি উপাদান পরিবহনে খ. শ্বসন ক্রিয়ায়
গ. শ্বাস প্রশ্বাসে ঘ.চলনে
উত্তরঃ পুষ্টি উপাদান পরিবহনে
৪৫. মেঘ কী?
ক. উত্তপ্ত জলীয় বাষ্প খ. ঘনীভূত পানিকণা
গ.শীতল পানি ঘ. গরম পানি
উত্তরঃ ঘনীভূত পানিকণা
৪৬. জলীয় বাষ্প ঠান্ড াহয়ে পানিতে পরিণত হওয়া কোন ধরনের প্রক্রিয়া?
ক. বাষ্পীভবন খ. ঘনীভবন
গ. তরলী করণ ঘ. ঊধ্বপাতন
উত্তরঃ ঘনীভবন
৪৭. পানি ফুটতে শুরু করারপর আরও কতক্ষন তাপ দিলে পানিতে থাকা জীবানু মারা যায়?
ক. ১৫মিনিট খ.২০ মিনিট
গ.৩০ মিনিট ঘ. ৪০ মিনিট
উত্তরঃ২০ মিনিট
৪৮. নলকুপের পানি সাধারণত কেমন?
ক. দুষিত খ. নিরাপদ
গ.খোলা ঘ. ময়লা
উত্তরঃ নিরাপদ
৪৯. ডায়রিয়া কোন ধরনের রোগ?
ক.বায়ুবাহিত খ. পানিবাহিত
গ.পতঙ্গবাহিত ঘ. ছোয়াচে
উত্তরঃ পানিবাহিত
৫০. ঘুণিঝড়েরর সময় পানি শোধন করার সর্বোত্তম ্উপায কোনটি?
ক. থিতানোর মাধ্যমে
খ. ছাকন প্রক্রিয়ায়
গ.ফুটানোর মাধ্যমে
ঘ. রাসায়নি পদার্থ মিশিয়ে
উত্তরঃ রাসায়নি পদার্থ মিশিয়ে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন