৫ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন সাজেশন

৫ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন সাজেশন


পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে। কিন্তু বর্তমান গাইডবইগুলোতে কোনো বহুনির্বাচনী পশ্ন না থাকায় শিক্ষার্থী বৃত্তি ২০২২ প্রস্তুতি নিতে একটু সমস্যা হচ্ছে। তাই আমাদের সাইটে বৃত্তি পরীক্ষা ২০২২ এর প্রস্তুতির জন্য বিজ্ঞান বিষয়ের সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হবে।

পঞ্চম শ্রেণির বিজ্ঞান অধ্যায় ২ বহুনির্বাচনী প্রশ্ন সাজেশন 


১। নিচের কোন কারণে বায়ু দূষিত হয়? 
ক. কীটনাশকের ব্যবহার
খ. ইটের ভাটায় ইট পোড়ানো
গ. বৃষ্টির পানি জমে যাওয়া 
ঘ. রাসায়নিক সার ব্যবহার 
উত্তরঃ ইটের ভাটায় ইট পোড়ানো
২। বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি? 
ক. জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি 
খ. কলকারখানার বর্জ্য 
গ. যানবাহনের ব্যবহার 
ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো 
উত্তরঃ জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
৩। দূষিত পানি পান করলে কোন রোগ হয়?
ক. ডায়রিয়া খ. হাম 
গ. য²া ঘ. বসন্ত 
উত্তরঃডায়রিয়
৪। ভাটায় ইট পোড়ানোর ফলে কী দূষিত হয়? 
ক. পানি খ. মাটি 
গ. বায়ু ঘ. শব্দ 
উত্তরঃ বায়ু
৫। কোনটি বায়ু দূষক? 
ক. কীটনাশক
খ. কলকারখানার কালো ধোঁয়া 
গ. বর্জ্য ঘ.
ঘ. খোলা পায়খানা 
উত্তরঃ কলকারখানার কালো ধোঁয়া
৬। কোনটি মাটি দূষণের জন্য দায়ী? 
ক. রাসায়নিক সার খ. অপরিকল্পিত গৃহনির্মাণ 
গ. ইটের ভাটা ঘ. অধিক জনসংখ্যা 
উত্তরঃ রাসায়নিক সার
৭। উচ্চ আওয়াজের ফলে দূষিত হয়  
ক. বায়ু খ. মাটি
গ. শব্দ ঘ. পানি
উত্তরঃ শব্দ
৮।  কোনটি পানি দূষণের জন্য দায়ী? 
ক.বাড়তি জনসংখ্যা খ. গাছপালা নিধন 
গ. অপরিকল্পিত বসতবাড়ি
ঘ. ভাটায় ইট পোড়ানো 
উত্তরঃ বাড়তি জনসংখ্যা
৯। হাসপাতালের বর্জ্য কোনটি দূষিত করে? 
ক. মাটি খ. পানি 
গ. শব্দ ঘ. বায়ু 
উত্তরঃ মাটি
১০। কোনটি মাটির উর্বরতা শক্তি নষ্ট করে? 
ক. প্লাস্টিক খ. গোবর 
গ. অতিরিক্ত রাসায়নিক সার 
ঘ. পোকা-মাকড়
উত্তরঃ অতিরিক্ত রাসায়নিক সার
১১। নিচের কোন কারণে পানি দূষিত হয়? 
ক. ভাটায় ইট পোড়ালে খ. যানবাহন চালালে 
গ. বাসগৃহ নির্মাণ করলে 
ঘ. কলকারখানার বর্জ্যরে ফলে 
উত্তরঃ কলকারখানার বর্জ্যরে ফলে
১২ । যানবাহনের ফলে কোনটি দূষিত হয়? 
ক. বায়ু ও পানি খ. মাটি ও বায়ু 
গ. শব্দ ও বায়ু ঘ. শব্দ ও মাটি
উত্তরঃ শব্দ ও বায়ু
১৩। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য মানুষ জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করলে কী দূষিত হয়? 
খ. বায়ু ও পানি খ. বায়ু ও শব্দ
গ. পানি ও মাটি ঘ. পানি ও শব্দ 
উত্তরঃ পানি ও মাটি
১৪। উচ্চৈঃস্বরে মাইকে গান বাজালে কী হয়? 
ক. মাটি দূষণ খ. বায়ু দূষণ 
গ. শব্দ দূষণ ঘ. পানি দূষণ 
উত্তরঃ শব্দ দূষণ
১৫। পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? 
ক. রাসায়নিক সার প্রয়োগ করা
খ. যানবাহনের ব্যবহার করা 
গ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
ঘ. ভাটায় ইট পোড়ানো 
উত্তরঃ
১৬। বায়ু দূষণের ফলে শিশুদের দেখা যায়  
 ক. হৃদরোগ                   খ. শ্বাসকষ্ট
গ. ডায়রিয়া ঘ. পীত জ্বর 
উত্তরঃ
১৭্। মাটির উর্বরতা হ্রাস পায়  
ক. কলকারখানার বর্জ্যরে ফলে 
খ.অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে
গ. অধিকাংশ বাসগৃহ নির্মাণ করলে
ঘ. আবর্জনা যত্রতত্র ফেললে
উত্তরঃ
১৮্। শফিক সব সময় জমিতে কীটনাশক ¯েপ্র করে। ফলে তার শ্বাস-প্রশ্বাসজনিত রোগ হয়। তার এ রকম রোগের জন্য দায়ী  
ক.দূষিত বায়ু খ. দূষিত পানি 
গ. দূষিত মাটি
ঘ. দূষিত শব্দ 
১৯। হাসপাতালের রোগীদের সমস্যা হয় কোন দূষণের প্রভাবে?
ক. মাটিদুষণ খ. বায়ুদূষণ
গ. পানি দূষণ ঘ. শব্দদূষণ
উত্তরঃ পানি দূষণ
২০। কোন দূষণজনিত কারণে মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয়?
ক. মাটিদূষণ খ. শব্দদূষণ
গ. বায়ুদূষণ ঘ. পানি দূষণ
উত্তরঃ শব্দদূষণ
২১। কোনটি ব্যবহারে মাটি, পানি ও বায়ু দূষিত হয়?
ক. কীটনাশক খ. পলিথিন
গ. জৈব সার ঘ. চট
উত্তরঃ পলিথিন
২২। কোনটি পচনশীল?
ক. কাচ খ. প্লাস্টিক
গ. পলিথিন ঘ. চামড়া
উত্তরঃ চামড়া
২৩। পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?
ক. গাছ কাটা খ. বন্যা
গ. বর্জ্য পোড়ানো ঘ. নদীতে বর্জ্য ফেলা
উত্তরঃ বর্জ্য পোড়ানো
২৪। পরিবেশ দূষণের মানবসৃষ্ট কারণ কোনটি?
ক. যানবাহনের কালো ধোঁয়া নির্গত করা
খ. ভ‚মিক¤ক্স
গ. জলোচ্ছ¡াস
ঘ. কালবৈশাখী ঝড়
উত্তরঃ যানবাহনের কালো ধোঁয়া নির্গত করা
২৫। তোমার স্কুলের মাঠে গাছের ঝরা পাতাগুলো জড়ো করে আগুন ধরানো হলো। এতে কী হবে?
ক. মাটিদূষণ খ. বায়ুদূষণ 
গ. শব্দদূষণ ঘ. পানি দূষণ
উত্তরঃ বায়ুদূষণ
২৬। কোনটি বায়ুদূষণ ঘটায়?
ক. রাসায়নিক সার ব্যবহার
খ. যেখানে সেখানে কাচের টুকরা ফেলা
গ. উচ্চৈঃস্বরে গান শোনা
ঘ. যানবাহন চালানো
উত্তরঃ রাসায়নিক সার ব্যবহার
২৭। তোমার বোন প্লাস্টিকের খেলনা ভেঙে ফেলেছে। এটা তুমি কী করবে?
ক. পানিতে ফেলে দিব খ. জমিতে ফেলে দিব
গ. রাস্তাায় ফেলে দিব ঘ. পুড়িয়ে ফেলবো
উত্তরঃ পুড়িয়ে ফেলবো
২৮। নিচের কোন দূষণটির প্রভাবে শিশুদের পড়াশোনার ক্ষতি হয়?
ক. বায়ুদূষণ খ. মাটিদূষণ
গ. পানি দূষণ ঘ. শব্দদূষণ
উত্তরঃ শব্দদূষণ
২৯। কীভাবে বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধ করা যায়? [প্রয়োগ]
ক. বর্জ্য পুড়িয়ে
খ. বর্জ্য পরিশোধিত করে
গ. বর্জ্য জমিয়ে রেখে
ঘ. বর্জ্য ঢেকে রেখে
উত্তরঃ বর্জ্য পরিশোধিত করে
৩০।তুষারদের বাড়ির পাশে স্তুপকৃত আবর্জনা পোড়ানোর ফলে বায়ু দুষিত হলো। এই দুষণ থেকেকোনটি হতে পারে?
ক. ভুমিকম্প খ. এসিড বৃষ্টি
গ. চর্মরোগ ঘ. অবসন্নতা
উত্তরঃ এসিড বৃষ্টি
৩১। যে এলাকায় অনেক কলকারখানা রয়েছে সেই এলাকায় কোন রোগটির প্রকাশ দেখ দিবে?
ক. কিডনিজনিত রোগ খ. শ্বাসজনি রোগ
গ. ডেঙ্গু জ্বর ঘ. নিদ্রাহীনতা
উত্তরঃ শ্বাসজনি রোগ
৩২। গাছপালা জীবজন্তু মানুষ প্রকৃতির সাথে খাপ খাইয়ে বেচে থাকে । একে কী বলে?
ক. পরিবেশ দুষণ খ. প্রাকৃতিক বিপর্যয়
গ. প্রাকৃতিক ভারসাম্য ঘ. প্রকৃতির খেলা
উত্তরঃ প্রাকৃতিক ভারসাম্য
৩৩। কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এর প্রধান কারণ কী?
ক. দুষিত পানি খ. বাসি খাবার
গ. দুষিত বায়ু ঘ. আসেনিকযুক্ত পানি
উত্তরঃদুষিত পানি

৩৪। কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির কী হয়?
ক. ক্ষয়রোধ হয় খ. লবণাক্ততা বাড়ে
গ. উৎপাদন ক্ষমতা কমে ঘ. উর্বরতা বজায় থাকে
উত্তরঃ উৎপাদন ক্ষমতা কমে
৩৪। মাটি দুষনের কারণ কোনটি?
ক. পৃথিবীর উষ্ণাত বৃদ্ধি খ. চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার
গ. কীটনাশকের ব্যবহার ঘ. মাটির উর্বরতা হ্রাস
উত্তরঃ কীটনাশকের ব্যবহার
৩৫। উচ্চৈঃস্বরে গান বাজালে কোন দুষণ ঘটে?
ক. পানি দুষন খ. মাটি দুষণ গ, শব্দ দুষণ ঘ. বায়ু দুষণ শব্দ দুষণ
উত্তরঃ
৩৬।নিচের কোন কারণে বায়ু দুষিত হয়?
ক. কীটনাশকের ব্যবহার
খ. বৃষ্টির পানি জমে যাওয়া
গ. ইটের ভাটায় ইট পোড়ানো
ঘ. রাসায়নিক সা ব ্যবহার
উত্তরঃ ইটের ভাটায় ইট পোড়ানো
৩৭। মানুষের শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার কারণ কোনটি?
ক. বায়ুদুষণ খ. মাটি দুষণ
গ.পানি দূষণ ঘ.শব্দ দূষণ
উত্তরঃ শব্দ দূষণ
৩৮। কোনটি মাটিরউর্বরতা নষ্ট করে?
ক.অতিরিক্ত রাসায়নিক সার
খ. দুষিত বায়ু
গ. গাড়ির হর্ণ
ঘ. পচা জীবদেহ
উত্তরঃ অতিরিক্ত রাসায়নিক সার
৩৯। অনেক উদ্ভিদ ও প্রাণী হারিয়ে যাওয়ার জন্য দায়ী কে?
ক. জনসংখ্যা বৃদ্ধি খ. কলকারখানা নির্মাণ
গ.বনজঙ্গল কাটা ঘ. অস্বাস্থ্যকর বস্তি
উত্তরঃ বনজঙ্গল কাটা
৪০। জীবাশ্ম জøালানি পোড়ানোর ফলে কোটি ঘটে?
ক.বৈশ্বিক উষ্ণায়ন খ. জনসংখ্যা বৃদ্ধি
গ.ভুমিকম্প ঘ. ভুমিক্ষয়
উত্তরঃবৈশ্বিক উষ্ণায়ন
৪১। পানি দুষনের কারণে কী ঘটে?
ক.মার্টি উর্বরতা হ্রাস পায়
খ. ডায়রিয়া
গ. ঘুমের ব্যাঘাত হয় ঘ. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি
উত্তরঃ ডায়রিয়া
৪২। নিচের কোনটি পরিবেশ দুষনের প্রধান কারণ?
ক.পশু খ. পাখি
গ.উদ্ভিদ ঘ. মানুষ
উত্তরঃ মানুষ
৪৩। বেচে থাকার জন্য আমরা কী করি?
ক. পরিবেশকে ব্যবহার করি
খ. পরিবেশকে নিরাপদ রাখি
গ. পরিবেশ থেকে দুরে থাকি
ঘ. পরিবেশকে প্রাচীন রুপ দেই
উত্তরঃ পরিবেশকে ব্যবহার করি
৪৪।পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মুল কারণ কী?
ক. গাছপালা কাটা খ. অধিক যানবাহন
গ.জনসংখ্যা বৃদ্ধি ঘ. কলকারখানা
উত্তরঃ জনসংখ্যা বৃদ্ধি
৪৫। পরিবেশ দুষনের প্রাকৃতিক কারণ কোনটি?
ক.বন ধ্বংস খ. কলকারখানা
গ.কীটনাশক ঘ. দাবানল
উত্তরঃদাবানল
৪৬। তেল প্রাকৃতিক গ্যাস এগুলো হলো
ক.খনিজ সম্পদ খ. জীবাশ্ম জ্বালানি
গ.কৃত্রিম সম্পদ ঘ. ক  ওখ উভয়ই
উত্তরঃ ক  ওখ উভয়ই
৪৭। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি
ক. গাছপালা খ. বালি
গ. পামওয়েল ঘ. প্রাকৃতিকগ্যাস
উত্তরঃ প্রাকৃতিকগ্যাস
৪৮। কোন দুষনের ফলে জলজ প্রাণী ক্ষতিগ্রস্থ হচ্ছে?
ক.মাটি দুষণ খ. বায়ু দূষণ
গ.পানি দূষণ ঘ. শব্দ দূষণ
উত্তরঃ পানি দূষণ
৪৯। অধিক হারে বনজঙ্গল কেটে ফেললে
ক. মাটি দুষিতহয় খ. পরিবেশ দূষিত হবে
গ.পানি দূষিত হবে ঘ. বায়ু দূষিত হবে
উত্তরঃ পরিবেশ দূষিত হবে
৫০। কোনটির ব্যবহার কমালে পরিবেশ সংরক্ষিত হবে?
ক. জীবাশ্ম জ্বালানি খ. মাছ মাংস খাওয়া
গ.পায়ে হেটে যাতায়াত ঘ. শিল্পপণ্য
উত্তরঃ জীবাশ্ম জ্বালানি

আরো পড়ুনঃ 
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ২ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৩ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৪ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৫ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৬ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৭ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৮ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৯ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১০  বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১১ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১২ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১৩ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১৪ বহুনির্বাচনী

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন