৫ম শ্রেণির বিজ্ঞান ১১ অধ্যায় আবহাওয়া ও জলবায়ু বহুনির্বাচনী
৫ম শ্রেণির বিজ্ঞান ১২ অধ্যায় জলবায়ু পরিবর্তন বহুনির্বাচনী
১. শীতকালে প্রচÐ শীতে ঘরের মধ্যে অতিরিক্ত ঠাÐা অনুভ‚ত হয়। এমতাবস্থায় ঠাÐা থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কী করবে? [২০১৫]
ক. ঘরের ভিতর ব্যায়াম করবে
খ. দরজা জানালা খোলা রাখবে
গ. রুমের এক প্রান্তে হিটার জ্বালাবে✅
ঘ. রুমে কোন বাতি জ্বলবে না
২. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? [২০১৫]
ক. হিমালয় পর্বত হতে প্রচুর ঠাÐা বায়ুর আগমন
খ. প্রচুর ঝড় ও বন্যা
গ. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি✅
ঘ. বৃষ্টির অভাবে খরা
৩. আবাহওয়া ও জলবায়ুর ভিন্নতার কারণ হলো [২০১৫]
ক. আবহাওয়ার খুব দ্রæত বা ঘনঘন পরিবর্তন হয়✅
খ. আবহাওয়া খুব কমই পরিবর্তন হয়
গ. আবহাওয়া দীর্ঘ সময় ধরে পরিবর্তন হয়
ঘ. জলীয় বাষ্পের কারণে জলবায়ু পরিবর্তন হয়
৪. তোমাদের এলাকায় বিশাল অঞ্চল জুড়ে বৃক্ষ নিধন করা হয়েছে। এর ফলাফল কোনটি?
ক. অক্সিজেনের উৎপাদন বৃদ্ধি
খ. কার্বন ডাইঅক্সাইড শোষণ হ্রাস✅
গ. কার্বন ডাইঅক্সাইড উৎপাদন বৃদ্ধি
ঘ. এলাকায় নির্মল বায়ু প্রবাহিত হওয়া
৫. বৈশ্বিক উষ্ণায়ন কমাতে তুমি কীভাবে অংশগ্রহণ করতে পার?
ক. বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে✅
খ. সৌরবিদ্যুতের ব্যবহার কমিয়ে
গ. বিদ্যুৎ উৎপাদন হ্রাস করে
ঘ. নির্দিষ্টস্থানে কলকারখানা স্থাপন করে
৬. বর্তমান পৃথিবীতে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে তার সাথে তুমি নিজেকে কীভাবে খাপ খাওয়াবে?
ক. নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে
খ. বৈশ্বিক উষ্ণায়ন রোধের কর্মসূচি নিয়ে
গ. জলবায়ু পরিবর্তনের হার কমানোর মাধ্যমে
ঘ. পরিবর্তিত পরিস্থিতিতে অভিযোজনের মাধ্যমে✅
৭. তোমার এলাকায় বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে উঠেছে। এখন তুমি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাবে কীভাবে?
ক. নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহিত করে✅
খ. জলবায়ুর পরিবর্তন সম্পর্কে গণসচেতনতা তৈরি করে
গ. নতুন করে কলকারখানা স্থাপনে বাঁধা দিয়ে
ঘ. কলকারখানায় জ্বালানির ব্যবহার কমিয়ে
৮. তোমাদের এলাকায় ছোট বড় অনেক কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। এলাকাটি কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে?
ক. বৈশ্বিক উষ্ণায়নে✅ খ. বনায়ন প্রকল্পে
গ. জ্বালানি সংরক্ষণে ঘ. বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে
৯. শীতকালে উত্তরাঞ্চলে প্রচুর ঠাÐা পড়ে। এর মূল কারণ কোনটি বলে তুমি মনে কর?
ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. আবহাওয়ার পরিবর্তন✅
গ. বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি ঘ. কালবৈশাখীর কারণে
১০. মনে কর তুমি লন্ডনে বসবাস কর। তাহলে লন্ডনের আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলোÑ
ক. আবহাওয়ার পরিবর্তন খ. অপমাত্রার পরিবর্তন
গ. জলবায়ুর পরিবর্তন✅ ঘ. জলবায়ু
১১. দিন দিন ঢাকার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যার ফলশ্রæতিতে শীত কালেও শীত অনুভ‚ত হচ্ছে না। এর কারণ কোনটি?
ক. বৈশ্বিক উষ্ণায়ন✅ খ. আবহাওয়ার পরিবর্তন
গ. জলবায়ুর পরিবর্তন ঘ. অবকাঠামোগত উন্নয়ন
১২. ডেনমার্ক শীত প্রধান দেশ। ঐ দেশে গ্রিন হাউজে গাছপালা কেমন থাকবে?
ক. সতেজ খ. নিস্তেজ
গ. উষ্ণ ও সজীব✅ ঘ. সজীব
১৩. বৈশ্বিক উষ্ণায়নের জন্য কিছু কিছু গ্যাস দায়ী বলে বিবেচনা করা হয়। সেগুলো হলো
ক. আর্গন খ. কার্বন
গ. অক্সিজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড✅
১৪. বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলেÑ
ক. বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে
খ. মেরু অঞ্চলের বরফ গলছে✅
গ. ফসল উৎপাদন বাড়ছে
ঘ. পানিতে মাছ বেশি পাওয়া যাচ্ছে
১৫. জলবায়ু পরিবর্তনের জন্য সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ কোনটি বলে তুমি বিবেচনা কর?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাইঅক্সাইড✅ ঘ. কার্বন
১৬. কিছুদিন আগে বাংলাদেশের উপর দিয়ে মহাসেন ঝড় প্রবাহিত হয়। এর থেকে কোনটি উপলব্ধি করা যায়?
ক. জলবায়ুর পরিবর্তন✅ খ. ভ‚মিকম্প
গ. বজ্রপাত ঘ. কুয়াশা
১৭. সূর্যের আলোর কিছু অংশ প্রতিফলিত হয় এবং বাকিটা তাপ হিসেবে পৃথিবীতে থেকে যায়। উপরোক্ত ঘটনাটি তুমি অন্য কোন ঘটনার সাথে তুলনা করতে পারবে?
ক. গ্রিন হাউজ✅ খ. কাচের আলমারি
গ. দালান ঘর ঘ. বায়ুমÐল
১৮. দৈনন্দিন জীবনে বিভিন্ন জ্বালানি পোড়ানো হয়। এর ফলে কোন গ্যাস নির্গত হচ্ছে?
ক. বায়োগ্যাস খ. কার্বন ডাইঅক্সাইড
গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন
১৯. গ্রিন হাউজ প্রভাবের কারণে পৃথিবী উষ্ণ হচ্ছে। নিচের কোন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এটি কমানো সম্ভব?
ক. বৃক্ষরোপন✅ খ. মরুকরণ
গ. আশ্রয়কেন্দ্র স্থাপন ঘ. বনজঙ্গল কেটে ফেলা
২০. বাংলাদেশ থেকে লন্ডনে বসবাসের জন্য অপি গিয়েছে। সেখানে তার কোনটি করতে হবে?
ক. বসবাস খ. অর্থ উপার্জন
গ. গৃহনির্মাণ ঘ. অভিযোজন✅
২১. জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। এর ফলে কোনটি সৃষ্টি হয়?
ক. প্রাকৃতিক দূর্যোগ✅ খ. ফসলের উৎপাদন বৃদ্ধি
গ. পানিতে মাছ বৃদ্ধি ঘ. প্রাকৃতিক সমস্যা সমাধান
২২. দূর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ, এর মোকাবেলায় কোনটি থাকা প্রয়োজন?
ক. অসর্তকতা খ. পূর্ব-প্রস্তুতি✅
গ. অসচেতনা ঘ. আশ্রয়কেন্দ্র নির্মাণ
২৩. কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দিন দিন বাড়ছে। এগুলো আমরা কোথা থেকে পাই?
ক. গাছ খ. জীবাশ্ম জ্বালানি✅
গ. কৃত্রিম ভাবে ঘ. কারখানা
২৪. সুন্দরবনে অনেক উদ্ভিদ বাঁচতে পারে যা অন্য স্থানে পারে না। এর কারণ তুমি কোনটি মনে কর?
ক. লবণাক্ত পরিবেশে বাঁচার অভিযোজন ক্ষমতার জন্য✅
খ. মাটিতে জন্মায় বলে
গ. উর্বরতার জন্য
ঘ. মরুভ‚মির জন্য
২৫. রূম্পার মা পানের বাটা নিয়ে আসতে বলল। সে চুনের পানিতে ফু দিলে পানি ঘোলা হয়ে গেল। সে তার মাকে জিজ্ঞাসা করলে মা জবাব দেন এটি বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী একটি গ্যাস। এর নাম কী?
ক. জলীয় বাষ্প খ. মিথেন
গ. কার্বন ডাইঅক্সাইড✅ ঘ. অক্সিজেন
২৬. নাফিসা গ্রিন হাউজ প্রভাবের কথা শুনেছে। যার ফলে বায়ুমÐলে কোনটি বেড়ে যাচ্ছে?
ক. তাপমাত্রা✅ খ. তাপ
গ. আর্দ্রতা ঘ. জলীয় বাষ্প
২৭. পৃথিবীর বায়ুমÐলে থাকা একটি গ্যাসকে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী করা হয়। এ গ্যাসটি কী?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাইঅক্সাইড✅ ঘ. আর্গন
২৮. একটি গ্যাসের নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধ করা যায়। এই গ্যাসটি কী?
ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড✅
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
২৯. বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের উপক‚লীয় অঞ্চলে কোন প্রভাবটি পড়তে শুরু করেছে?
ক. চিংড়ি চাষে মারাত্মক ব্যাঘাত ঘটছে
খ. লোকজন দূষিত পানি পানে বাধ্য হচ্ছে
গ. মিঠা পানির উৎস লবণাক্ত হয়ে যাচ্ছে✅
ঘ. তীব্র পানি সংকট দেখা যাচ্ছে
৩০. বায়ুমÐলে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে কোনটি কমাতে পারি?
ক. আবহাওয়া পরিবর্তনের ঝুঁকি খ. আর্দ্রতা পরিবর্তনের ঝুঁকি
গ. উষ্ণতা পরিবর্তনের ঝুঁকি ঘ. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি✅
৩১. দৈনন্দিন জীবনে কোনটি কমিয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে পারি?
ক. গ্যাসের ব্যবহার খ. শক্তির ব্যবহার✅
গ. প্রাকৃতিক শক্তি ঘ. জীবাশ্ম জ্বালানি
৩২. পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে কি নির্ণয় করতে পারি?
ক. পৃথিবীর গড় তাপমাত্রা✅ খ. পৃথিবীর গড় উষ্ণতা
গ. পৃথিবীর গড় আর্দ্রতা ঘ. পৃথিবীর গড় জলবায়ু
সাধারণ প্রশ্ন :
৩৩. বায়ুচাপ খুব কমে গেলে কী দেখা যায়?
ক. ঝড়✅ খ. বৃষ্টি
গ. তাপ প্রবাহ ঘ. শৈত প্রবাহ
৩৪. বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর কি পরিবর্তন হতে যাচ্ছে?
ক. জলবায়ু✅ খ. পানি
গ. তেল ঘ. গ্যাস
৩৫. উঁচু পর্বতের চ‚ড়ায় পানি কীরূপে থাকে?
ক. পানি খ. শিশির
গ. জলীয় বাষ্প ঘ. বরফ✅
৩৬. নিচের কোন গ্যাসটি গ্রিন হাউজের প্রভাব বৃদ্ধি করে?
ক. হাইড্রোজেন খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড✅ ঘ. নাইট্রোজেন
৩৭. গ্রিন হাউজ কীভাবে কাজ করে?
ক. সূর্যের তাপকে বিকিরিত করে
খ. সূর্যের তাপকে আটকে রেখে✅
গ. সূর্যের আলোকে আটকে রেখে
ঘ. বায়ুমÐলের জলীয় বাষ্পকে ঘনীভ‚ত করে
৩৮. রাতের বেলা ভ‚পৃষ্ঠের ছেড়ে দেওয়া কিছু তাপ কিসের কারণে আটকে পড়ে?
ক. গ্রিন হাউজ গ্যাস✅ খ. সূর্যের তাপ
গ. আর্দ্র আবহাওয়া ঘ. উষ্ণ বায়ুমÐল
৩৯. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মূল কারণ কী?
ক. অধিক বৃষ্টিপাত খ. বৈশ্বিক উষ্ণায়ন✅
গ. ঘন ঘন ভ‚মিকম্প ঘ. নির্বিচারে পাহাড় কর্তন
৪০. বায়ুমÐলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কোথা থেকে?
ক. নবায়নযোগ্য শক্তি থেকে খ. প্রখর সূর্যতাপ থেকে
গ. জীবাশ্ম জ্বালানি থেকে✅ ঘ. অতিরিক্ত জলীয়বাষ্প থেকে
৪১. আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কী বলা হয়?
ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. জলবায়ু✅
গ. গড় আবহাওয়া ঘ. গ্রিন হাউজ
৪২. আবহাওয়ার ভিন্নতা কী ধরনের ঘটনা?
ক. প্রাকৃতিক খ. স্বাভাবিক✅
গ. বিচ্ছিন্ন ঘ. অস্বাভাবিক
৪৩. কোন স্থানের কোনটি হঠাৎ পরিবর্তন হয় না?
ক. আবহাওয়া খ. আর্দ্রতা
গ. জলবায়ু✅ ঘ. উষ্ণতা
৪৪. কিসের জন্য আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে?
ক. উষ্ণায়ন খ. বৈশ্বিক উষ্ণায়ন✅
গ. জলবায়ু পরিবর্তন ঘ. জলবায়ু
৪৫. কোনটি বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটছে?
ক. অক্সিজেন খ. তাপমাত্রা✅ গ. আর্দ্রতা ঘ. জলবায়ু
৪৬. গ্রিন হাউজ কী?
ক. বাঁশের তৈরি ঘর খ. লোহার তৈরি ঘর
গ. কাঠের তৈরি ঘর ঘ. কাচের তৈরি ঘর✅
৪৭. জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভ‚মিকা কে রাখে?
ক. গাছপালা খ. পশুপাখি গ. মানুষ✅ ঘ. ভ‚মিকম্প
৪৮. বায়ুমÐল হলোÑ
ক. পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর✅
খ. পৃথিবীকে ঘিরে থাকা পানির স্তর
গ. পৃথিবীকে বেষ্টিত করে থাকা অক্সিজেনের স্তর
ঘ. পৃথিবীকে বেষ্টিত করে থাকা নাইট্রোজেনের স্তর
৪৯. দিনের বেলায় সূর্যের আলো কোনটির ভিতর দিয়ে ভ‚পৃষ্ঠে এসে পড়ে ও ভ‚পৃষ্ঠ উত্তপ্ত করে?
ক. পানিমÐল খ. বায়ুমÐল✅ গ. তাপমÐল ঘ. আলোমÐল
৫০. কখন ভ‚পৃষ্ঠ থেকে সূর্যের তাপ বায়ুমÐল ফিরে আসে?
ক. সকালে খ. বিকালে গ. রাতে✅ ঘ. সন্ধ্যায়
৫১. বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ কী?
ক. অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি
খ. কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি✅
গ. জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি
ঘ. নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি
৫২. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস নির্গত হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড✅
গ. নাইট্রোজেন ঘ. বোরন
৫৩. কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে কি ধরে রেখেছে?
ক. আলো খ. তাপ✅ গ. বায়ু ঘ. শব্দ
৫৪. পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া কী?
ক. বৈশ্বিক উষ্ণায়ন✅ খ. জলবায়ু
গ. আবহাওয়া ঘ. উষ্ণতা
৫৫. গ্রিন হাউজ প্রভাবের ফলে
ক. গাছপালা বৃদ্ধি পাচ্ছে
খ. জলবায়ু পরিবর্তন হচ্ছে✅
গ. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে
ঘ. পুকুরের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে
৫৬. প্রতিক‚ল অবস্থায় নিজেকে ধাপ খাইয়ে নেওয়ার উপায়কে কী বলা হয়?
ক. অভিবাসন খ. পরিব্যাপ্তি
গ. অভিক্ষেপণ ঘ. অভিযোজন✅
৫৭. বায়ুমÐলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে কোনটি হয়?
ক. জলবায়ুর পরিবর্তন✅ খ. আবহাওয়ার পরিবর্তন
গ. আর্দ্রতার পরিবর্তন ঘ. জলোচ্ছ¡াস
৫৮. বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টিতে কোনটির পরিবর্তন প্রধান ভ‚মিকা পালন করে?
ক. আর্দ্রতা খ. আবহাওয়া
গ. জলবায়ু✅ ঘ. জলোচ্ছ¡াস
৫ম শ্রেণির বিজ্ঞান ১৩ অধ্যায় প্রাকৃতিক সম্পদ বহুনির্বাচনী
১. নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে, এ সমস্যা সমাধানে তুমি কী করবে?
ক. গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করবে
খ. কাঠের আসবাবপত্র বর্জন করবে
গ. রান্নার কাজে কাঠের ব্যবহার বন্ধ করবে
ঘ. বৃক্ষ রোপণ করার জন্য জনগণকে সচেতন করবে✅
২. নিচের কোন সারির প্রাকৃতিক সম্পদগুলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ?
ক. ধাতু, কয়লা ও প্রাকৃতিক গ্যাস
খ. গাছপালা, পশুপাখি ও খনিজ দ্রব্য
গ. পানি, বায়ু ও সৌরশক্তি✅
ঘ. পানি, বায়ু ও তেল
৩. তোমার বন্ধু নাহিদ গ্রামে বাস করে। তাদের অনেক গরু ও ছাগল আছে। গরু ও ছাগলের গোবরগুলো কী করা উচিত?
ক. সার হিসেবে ব্যবহার করা✅ খ. পুড়িয়ে ফেলা
গ. শুকিয়ে সংরক্ষণ করা ঘ. পুকুরে বা নদীতে ফেলে দেয়া
৪. দৈনন্দিন জীবনে লেখাপড়ার জন্য কাগজ, কলম পেনসিল ব্যবহার করা হয়। এগুলো কোন ধরনের সম্পদ?
ক. প্রাকৃতিক সম্পদ খ. মানবসৃষ্ট সম্পদ✅
গ. কৃত্রিম সম্পদ ঘ. সম্পদের বিকল্প উৎস
৫. দৌলতপুর একটি গ্রাম যেখানে বিদ্যুৎ নেই।এজন্য গ্রামবাসীরা সম্পদের বিকল্প উৎস থেকে বিদ্যুৎ শক্তি পায়। কীভাবে গ্রামবাসীরা বিদ্যুৎ পায় বলে তুমি মনে কর?
ক. উইন্ডমিল খ. সৌর প্যানেল ✅
গ. সৌর চুল্লি ঘ. জীবাশ্ম জ্বালানি
৬. তুলি বাড়িতে রান্নার জন্য ক্লিনহিট গ্যাস ব্যবহার করে। এ গ্যাস কোন ধরনের সম্পদ?
ক. কৃত্রিম খ. অনবায়নযোগ্য✅
গ. মানবসৃষ্ট ঘ. নবায়নযোগ্য
৭. পদ্মা নদীর চরে প্রচুর বালি পাওয়া যায়। এটি কোন ধরনের সম্পদ?
ক. জীবাশ্ম খ. উদ্ভিজ্জ গ. প্রাকৃতিক✅ ঘ. মানবসৃষ্ট
৮. তোমার বাড়ির জানালায় যে কাচ রয়েছে তা কী দিয়ে তৈরি?
ক. তন্তু খ. প্লাস্টিক গ. বালুকণা✅ ঘ. সার
৯. আমরা বায়ু, পানি, খাদ্য ছাড়া বাঁচতে পারি না। এসবের উৎস কী?
ক. প্রকৃতি✅ খ. কলকারখানা
গ. পরিবার ঘ. মানুষ
১০. প্রকৃতিতে কিছু সম্পদ আছে যা ব্যবহার করতে থাকলে এক সময় ফুরিয়ে যাবে। এ ধরনের সম্পদকে কী বলে?
ক. নবায়নযোগ্য সম্পদ খ. অনবায়নযোগ্য সম্পদ✅
গ. প্রাকৃতিক সম্পদ ঘ. মানবসৃষ্ট সম্পদ
১১. মাহিদের বাড়িতে গত সপ্তাহে সৌর প্যানেল কেনা হয়েছে। এখন তারা টিভি, বাতি ইত্যাদি সৌর প্যানেলের সাহায্যে চালাতে পারে। বস্তুটি থেকে কী ধরনের সম্পদ পাওয়া যায়?
ক. মানবসৃষ্ট সম্পদ খ. অর্থনৈতিক সম্পদ
গ. নবায়নযোগ্য সম্পদ✅ ঘ. অনবায়নযোগ্য সম্পদ
১২. কাচ, কোদাল, পানি, চাল, ডাল, আলো ও বায়ু এ তালিকার কোনটি কৃত্রিম সম্পদ?
ক. কাঠ ও পানি খ. চাল ও ডাল
গ. কাচ ও কোদাল✅ ঘ. আলো ও বায়ু
১৩. গ্যাস, তেল, পানি, বায়ু, কয়লা, চুনাপাথর, লোহা ও তামা এ তালিকার কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. গ্যাস ও কয়লা খ. তেল ও চুনাপাথর
গ. লোহা ও তামা ঘ. পানি ও বায়ু✅
১৪. চিত্রের কোনটি সীমিত শক্তির উৎস?
ক. গাছপালা✅ খ. সূর্যের আলো
গ. পানির স্রোত ঘ. বায়ু প্রবাহ
১৫. আমাদের উপক‚লীয় এলাকায় সবুজ শক্তি ব্যবহারের সম্ভাবনা কোনটি হতে পারে?
ক. বায়ু শক্তি✅ খ. সৌরশক্তি
গ. পানি শক্তি ঘ. জোয়ার ভাটা
১৬. নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে আজকাল কী বিবেচনা করা হচ্ছে?
ক. কয়লা ও পেট্রোল খ. ডিজেল ও কেরোসিন
গ. সৌরশক্তি ও সমুদ্রের ঢেউ✅ ঘ. কাঠ ও খড়কুটো
১৭. ঘুড়ি উড়ানোর সময় কোন শক্তিকে কাজে লাগানো হয়?
ক. তাপ শক্তি খ. বায়ু শক্তি✅
গ. বিদ্যুৎ শক্তি ঘ. সৌরশক্তি
১৮. সোলার প্যানেলে সৌর শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়?
ক. চুম্বক শক্তি খ. আলোক শক্তি
গ. বিদ্যুৎ শক্তি✅ ঘ. তাপশক্তি
১৯. নিচের চিত্রটি কিসের?
ক. সৌর প্যানেল✅ খ. উইন্ডমিল
গ. গাছ ঘ. কাঠ
সাধারণ প্রশ্ন :
২০. কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. তেল খ. পানি✅
গ. গ্যাস ঘ. জীবাশ্ম জ্বালানি
২১. সবুজ শক্তি বলতে বুঝায় কোনটি?
ক. গ্যাস খ. বায়ুপ্রবাহ✅
গ. তেল ঘ. কয়লা
২২. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. বালু✅ খ. কাচ
গ. লোহা ঘ. কাস্তে
২৩. কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. বায়ু খ. কাঠ
গ. তেল✅ ঘ. পানি
২৪. নিচের কোন দুটি কৃত্রিম সম্পদ?
ক. চেয়ার ও আলমারি✅ খ. মাটি ও পানি
গ. প্রাকৃতিক গ্যাস ও কয়লা ঘ. চুনাপাথর ও সূর্যরশ্মি
২৫. বিকল্প জ্বালানি সন্ধানের কারণ কী?
ক. জনসংখ্যার বৃদ্ধি
খ. প্রচলিত শক্তির নিঃশেষ হয়ে যাওয়া
গ. জমির উর্বরতা কমে যাওয়া
ঘ. আবহাওয়ায় বিপর্যয় নেমে আসা
২৬. একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় এমন প্রাকৃতিক সম্পদের উদাহরণ কোনটি?
ক. মাটি খ. কয়লা✅
গ. গাছপালা ঘ. বায়ু
২৭. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. খনিজ তেল✅ খ. বাড়ি
গ. ইট ঘ. কাচ
২৮. সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২✅ খ. ৩
গ. ৫ ঘ. ৪
২৯. কোনটি মানবসৃষ্ট সম্পদ?
ক. সূর্যের আলো খ. পশুপাখি
গ. গাছপালা ঘ. প্লাস্টিক✅
৩০. আবাহওয়া ও জলবায়ুর ভিন্নতার কারণ কী?
ক. আবহাওয়া খুব দ্রæত বা ঘনঘন পরিবর্তন হয়✅
খ. আবহাওয়া খুব কমই পরিবর্তন হয়
গ. আবহাওয়া দীর্ঘ সময় ধরে পরিবর্তন হয়
ঘ. জলীয় বাষ্পের কারণে জলবায়ু পরিবর্তন হয়
৩১. মানবসৃষ্ট সম্পদ আসে কোথা থেকে?
ক. গাছ খ. কাঠ
গ. প্রকৃতি✅ ঘ. প্লাস্টিক
৩২. সূর্যের আলো কোন ধরনের সম্পদ?
ক. অনবায়নযোগ্য খ. প্রাকৃতিক সম্পদ✅
গ. কৃত্রিম সম্পদ ঘ. বায়ু সম্পদ
৩৩. কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. কাচ খ. বিদ্যুৎ
গ. কাগজ ঘ. জীবাশ্ম জ্বালানি✅
৩৪. উইন্ডমিল কী কাজে ব্যবহার করা হয়?
ক. গাড়ি নির্মাণ খ. লোহা উৎপাদন
গ. বিদ্যুৎ উৎপাদন✅ ঘ. কাচ তৈরি
৩৫. নিচের কোনটি নির্মল জ্বালানির উৎস?
ক. বায়ু✅ খ. গাছপালা
গ. কয়লা ঘ. গ্যাস
৩৬. বালি পাওয়া যায় কোথায়?
ক. আকাশে খ. পাতালে
গ. প্রকৃতিতে✅ ঘ. বায়ুতে
৩৭. কাচ তৈরি হয় কোনটি থেকে?
ক. মাটি খ. বালি✅
গ. বায়ু ঘ. চুনাপাথর
৩৮. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি?
ক. প্রাকৃতিক গ্যাস খ. বায়ু✅
গ. ডিজেল ঘ. কয়লা
৩৯. কোনটি অনবায়নযোগ্য সম্পদ?
ক. সূর্যের আলো খ. পানির স্্েরাত
গ. বায়ু প্রবাহ ঘ. কয়লা✅
৪০. উইন্ডমিলের কোনটি ঘোরানোর মাধ্যমে বায়ু প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়?
ক. কাঁটা খ. দÐ
গ. পাখা✅ ঘ. চরকা
৪১. সবচেয়ে গরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কী?
ক. চুনাপাথর খ. সূর্যরশ্মি✅
গ. কয়লা ঘ. প্রাকৃতিক গ্যাস
৪২. সৌর শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় কোথায়?
ক. সৌর প্যানেলে✅ খ. টারবাইনে
গ. কারখানায় ঘ. উইন্ড মিলে
৪৩. সৌর বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি?
ক. খরচ কম হয়
খ. পরিবেশের কোনো ক্ষতি হয় না✅
গ. সহজে বহন করা যায়
ঘ. কোনো যন্ত্রপাতি লাগে না
৫ম শ্রেণির বিজ্ঞান ১৪ অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ বহুনির্বাচনী
১. রানীনগর ইউনিয়নের ক্ষেত্রফল ৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব ১৫২৫ জন হলে মোট জনসংখ্যা কত?
ক. ১০৬৭৫✅ খ. ১৬০৭৫ গ. ১৬৭০৫ ঘ. ১৭০৬৫
২. তোমাদের গ্রামে ১৯৯০ সালে লোকসংখ্যা ছিল ১৫০০ জন যা ২০১৫ সালে বেড়ে হয়েছে ৬০০০ জন। তাহলে জনসংখ্যা কতগুণ বেড়েছে?
ক. ২ খ. ৩ গ. ৪✅ ঘ. ৫
৩. আবুল সাহেব গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হয়। এতে কী দূষিত হয়?
ক. পানি খ. মাটি গ. বায়ু✅ ঘ. শব্দ
৪. তোমাদের এলাকায় বেশ কয়েকটি ইটের ভাটা রয়েছে। এখানে যা ঘটতে পারেÑ
ক. জলজ প্রাণীর মৃত্যু খ. নদী ভাঙন
গ. গাছাপলা বৃদ্ধি ঘ. এসিড বৃষ্টি✅
৫. তোমার এলাকায় যদি ইটের ভাটা, শিল্প ইত্যাদি স্থাপন করা হয়। তবে কোনটি ধ্বংস হবে?
ক. পশুপাখি খ. জমি গ. বাড়িঘর ঘ. বনজঙ্গল✅
৬. আমাদের দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কোন শিক্ষা গ্রহণ প্রয়োজন বলে তুমি মনে কর?
ক. আরবি শিক্ষা খ. আধুনিক শিক্ষা
গ. বাংলা শিক্ষা ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি✅
৭. বেশি খাদ্য শস্য ও ফসল ফলানোর জন্য একই জমি বছরে একাধিকবার চাষ করার ফলে কী ঘটে বলে তোমার মনে হয়?
ক. জমি আগাছানাশক হয় খ. জমির উর্বরতা নষ্ট হয়✅
গ. জমির উর্বরতা বাড়ে ঘ. কর্মসংস্থান সৃষ্টি হয়
৮. মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যাওয়ার জন্য তুমি কোনটিকে দায়ী মনে কর?
ক. বায়ু দূষণ খ. পানিদূষণ✅ গ. মাটি দূষণ ঘ. শব্দ দূষণ
৯. অপরিকল্পিতভাবে বাড়িঘর ও রাস্তাঘাট তৈরি করতে বনজঙ্গল কাটার ফলে কী হচ্ছে বলে তোমার ধারণা?
ক. জলজ প্রাণী হ্রাস খ. জীববৈচিত্র্য হ্রাস✅
গ. কার্বন ডাইঅক্সাইড হ্রাস ঘ. প্রচুর বৃষ্টিপাত
১০. একটি দেশের জীববৈচিত্র্য হ্রাস পায় কেন বলে তুমি মনে কর?
ক. বাড়িঘর তৈরির জন্য খ. বনজঙ্গল ধ্বংসের জন্য✅
গ. স্কুলঘর নির্মাণের জন্য ঘ. রাস্তাঘাট তৈরির জন্য
১১. মাটি দূষণ কীভাবে রোধ করা যায়- সে বিষয়ে তোমার মতামত কী?
ক. অধিক মাত্রায় খাদ্যশস্য ফলিয়ে
খ. রাসায়নিক সার ব্যবহার করে
গ. পরিবেশ আইনের বাস্তবায়ন করে✅
ঘ. কীটনাশক বেশি ব্যবহার করে
১২. জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যার সমাধান কে দিতে পারে বলে তুমি মনে কর?
ক. মানসম্মত পাঠ্যবই
খ. মানসম্মত বিজ্ঞান শিক্ষক
গ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল
ঘ. উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা✅
১৩. কাঠ, কয়লা, পেট্রোল ইত্যাদি বাতাসে পোড়ালে কী গ্যাস উৎপন্ন হয় তা কি তুমি জানো?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. নাইট্রিক অক্সাইড ঘ. কার্বন ডাইঅক্সাইড✅
১৪. তোমার দেখা অভিজ্ঞতা অনুযায়ী বাড়তি জনসংখ্যা জীববৈচিত্র্যের ওপর কী প্রভাব বিস্তার করছে?
ক. কর্মসংস্থানের সুযোগ ব্যাহত হচ্ছে
খ. পশুপাখির সংখ্যা হ্রাস পাচ্ছে✅
গ. কলকারখানার বর্জ্য পানিতে মিশছে
ঘ. মৌলিক চাহিদা পূরণে ব্যাঘাত ঘটছে
১৫. বর্তমানে যাতায়াতের জন্য হাইব্রিড গাড়ি উদ্ভাবন করা হয়েছে। উক্ত গাড়ির জ্বালানি কোনটি?
ক. পেট্রোল খ. ডিজেল
গ. তেল ও বিদ্যুৎ✅ ঘ. ব্যাটারি
১৬. নাফিস এলাকার বিভিন্ন বেকার যুবক দেখে পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলছে। তার কী করা উচিত?
ক. সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়া
খ. লেখাপড়া ছেড়ে দেওয়া
গ. কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া
ঘ. সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা
১৭. বাড়তি জনসংখ্যা জীববৈচিত্র্যের ওপর কী প্রভাব বিস্তার করেছে?
ক. পশুপাখি অভিযোজিত হচ্ছে
খ. পশুপাখির সংখ্যা হ্রাস পাচ্ছে✅
গ. পশুপাখি স্থান ত্যাগ করছে
ঘ. নতুন পশুপাখির আগম ঘটে
১৮. গতকাল আফরোজা সন্তান জন্ম দিয়েছে। শিশুটির প্রথম ও প্রধান মৌলিক চাহিদা কোনটি?
ক. কাপড়-চোপড় খ. থাকার জায়গা
গ. চিকিৎসা ঘ. খাবার✅
১৯. কোনটির বিস্তারের মাধ্যমে জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সম্ভব?
ক. কৃষি ও কারিগরি খ. কম্পিউটার ও চিকিৎসা
গ. কৃষি ও কম্পিউটার ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা✅
২০. সম্পদের সীমাবদ্ধতা ও স্থানের অপ্রতুলতা কাটিয়ে উঠার একমাত্র পথ কোনটি বলে তুমি মনে কর?
ক. জ্ঞান ও শিক্ষার চর্চা খ. বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা✅
গ. আধুনিকতার চর্চা ঘ. জ্ঞান ও বুদ্ধির চর্চা
২১. কোন শক্তির ব্যবহার কমিয়ে আমরা শক্তি সংরক্ষণ ও দূষণ কমাতে পারি?
ক. নবায়নযোগ্য খ. অনবায়নযোগ্য✅
গ. সৌরশক্তি ঘ. প্রাকৃতিক শক্তি
২২. বাংলাদেশ একটি জনসংখ্যাবহুল দেশ এবং এর সম্পদ সীমিত। তাই দেশে দক্ষ জনসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কী প্রয়োজন?
ক. আবাদি জমি খ. কারিগরি শিক্ষা✅
গ. উন্নত শিল্পকারখানা ঘ. উন্নত পরিবহন
২৩. পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কোনটি বলে তুমি মনে কর?
ক. গাছ কাটা খ. অধিক যানবাহন
গ. জনসংখ্যা বৃদ্ধি✅ ঘ. পাহাড় ধ্বংস
২৪. তোমাদের এলাকায় বনভ‚মি ধ্বংস করা হচ্ছে এর ফলে কোনটির পরিবর্তন হবে?
ক. বাস্তুসংস্থান✅ খ. আবাসস্থল
গ. খাদ্যশৃঙ্খল ঘ. খাদ্যজাল
২৫. স¤প্রতি তোমাদের গ্রামের পরিবেশ মারাত্মক দূষিত হয়েছে। এর প্রধান কারণ কোনটি?
ক. বৃক্ষ নিধন খ. মাটি ক্ষয়
গ. জনসংখ্যা বৃদ্ধি✅ ঘ. রাসায়নিক সার ব্যবহার
সাধারণ প্রশ্ন :
২৬. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে প্রয়োজন
ক. মানসম্মত বিজ্ঞান শিক্ষা খ. মানসম্মত পাঠ্যবই
গ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল ঘ. বাস্তবভিত্তিক বিজ্ঞান শিক্ষা✅
২৭. আত্মকর্মসংস্থান বলতে কী বুঝায়?
ক. সরকারি চাকরি খ. নিজের উদ্যোগে অর্থ উপার্জন✅
গ. শিল্প কারখানায় চাকরি ঘ. বেসরকারি চাকরি
২৮. একটি শিশুর জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মৌলিক চাহিদা হচ্ছেÑ
ক. পোশাক খ. চিকিৎসা গ. মাতৃদুগ্ধ✅ ঘ. বাসস্থান
২৯. ১৮০০ সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা কত ছিল?
ক. প্রায় ১৫০ কোটি খ. প্রায় ২০০ কোটি
গ. প্রায় ১০০ কোটি✅ ঘ. প্রায় ৩০০ কোটি
৩০. বর্তমানে পৃথিবীতে কত লোক বসবাস করে?
ক. প্রায় ৭০০ কোটি✅ খ. প্রায় ৬০০ কোটি
গ. প্রায় ৮০০ কোটি ঘ. প্রায় ৭৫০ কোটি
৩১. ২০০ বছরে বিশ্বে জনসংখ্যা বেড়েছে কত?
ক. ৫০০ কোটি খ. ৫৫০ কোটি
গ. ৬৫০ কোটি ঘ. ৬০০ কোটি✅
৩২. ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক. ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন✅
খ. ১৪ কোটি ৯০ লক্ষ ৭০ হাজার ৩৬০ জন
গ. ১৪ কোটি ৯৩ লক্ষ ৭১ হাজার ৩৬২ জন
ঘ. ১৪ কোটি ৯৬ লক্ষ ৭৩ হাজার ৩৬৩ জন
৩৩. প্রায় ৭ কোটি ৬০ লক্ষ জনসংখ্যা ছিল কত সালে?
ক. ১৯৭৫ খ. ১৯৭০✅ গ. ১৯৭৭ ঘ. ১৯৭১
৩৪. ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে কত?
ক. প্রায় তিনগুণ খ. প্রায় দ্বিগুণ✅
গ. প্রায় চার গুণ ঘ. প্রায় তিনগুণ
৩৫. প্রতি একক জায়গায় বসবাসরত লোকসংখ্যা কী প্রকাশ করে?
ক. জনসংখ্যার বৃদ্ধি খ. জনসংখ্যার ঘনত্ব✅
গ. জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ঘ. জনসংখ্যা সমস্যা
৩৬. জনসংখ্যা বৃদ্ধিতে মানুষ সহজেই কিসে আক্রান্ত হয়?
ক. রোগে✅ খ. জীবাণুতে
গ. ছত্রাকে ঘ. ব্যাকটেরিয়ায়
৩৭. কোনটি বেশি হলে জীবাণু দ্রæত ছড়ায়?
ক. জনসংখ্যার ঘনত্ব✅ খ. জনসংখ্যা সমস্যা
গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. জন্মহার
৩৮. কোনটির জন্য বাস্তুসংস্থানের পরিবর্তন হয়?
ক. বনভ‚মি সৃষ্টি খ. বনভ‚মি ধ্বংস✅
গ. বনভ‚মি বৃদ্ধি ঘ. বনভ‚মি সংরক্ষণ
৩৯. কেন বাংলাদেশের জীববৈচিত্র্য হ্রাস পায়?
ক. বাড়িঘর তৈরি জন্য খ. রাস্তা-ঘাট তৈরির জন্য
গ. বনজঙ্গল ধ্বংসের জন্য✅ ঘ. স্কুলঘর নির্মাণের জন্য
৪০. জনসংখ্যা বৃদ্ধি কোনটির উপর ব্যাপক প্রভাব ফেলে?
ক. প্রাকৃতিক সম্পদ খ. পরিবেশ✅
গ. পশু-পাখি ঘ. রাস্তাঘাট
৪১. বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের জন্য কৃষি জমিতে কোনটির ব্যবহার বাড়ছে?
ক. পানি খ. জৈব সার
গ. রাসায়নিক সার✅ ঘ. পাওয়ার টিলার
৪২. জীব ধীরে ধীরে বিলুপ্ত হয় কোনটি ধ্বংসের প্রভাবে?
ক. বাসস্থান খ. বনভ‚মি✅ গ. ভ‚মিক্ষয় ঘ. ভ‚মিধ্বস
৪৩. বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটি?
ক. বনভ‚মির স্বল্পতা খ. রাস্তাঘাটের স্বল্পতা
গ. অধিক জনসংখ্যা✅ ঘ. পরিবেশ দূষণ
৪৪. মানুষ কোনটিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে?
ক. যানবাহনে✅ খ. বাড়িঘর তৈরিতে
গ. সার তৈরিতে ঘ. কীটনাশক তৈরিতে
৪৫. বর্তমান মানুষ কিসের পরিবর্তে সৌরশক্তি ও পারমাণবিক শক্তি ব্যবহার করছে?
ক. সিলিকন, অ্যান্টিমনি, নিয়ন খ. আলো, বায়ু, পানি
গ. তেল, গ্যাস, কয়লা✅ ঘ. খাদ্য, বস্ত্র বাসস্থান
৪৬. মানুষের মৌলিক চাহিদা কোনগুলো?
ক. রাস্তাঘাট ও যানবাহন খ. শিক্ষা ও বাসস্থান✅
গ. উদ্ভিদ ও প্রাণিজগৎ ঘ. বইখাতা ও বিদ্যালয়
৪৭. কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি হয়েছে কীভাবে?
ক. সরকারি প্রচেষ্টায় খ. জনশক্তি বৃদ্ধির মাধ্যমে
গ. বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে✅ ঘ. আবাদি জমি বৃদ্ধির কারণে
৪৮. জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যার সমাধান দিতে পারে কোনটি?
ক. মানসম্মত পাঠ্যবই খ. মানসম্মত বিজ্ঞান শিক্ষক
গ. বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা✅ ঘ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল
৪৯. ‘হাইব্রিড’ গাড়ি কোনটির ব্যবহার কমাতে ভ‚মিকা রাখছে?
ক. জীবাশ্ম জ্বালানি✅ খ. ডিজেল
গ. বিদ্যুৎ ঘ. ব্যাটারি
৫০. পরিবেশ সংরক্ষণের প্রথম দায়িত্ব কার?
ক. শিক্ষকের খ. নিজের✅
গ. পিতার ঘ. সরকারের
৫১. ১৯৬১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক. ৭ কোটি ৬৪ লক্ষ খ. ৫ কোটি ৫২ লক্ষ✅
গ. ১২ কোটি ১৪ লক্ষ ঘ. ৮ কোটি ৯৯ লক্ষ
৫২. জনসংখ্যার ঘনত্ব =?
ক. মোট জনসংখ্যা ক্ষেত্রফল খ. মোট জনসংখ্যা + ক্ষেত্রফল
গ. মোট জনসংখ্যা ক্ষেত্রফল ঘ. মোট জনসংখ্যা ক্ষেত্রফল✅