প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বিজ্ঞান ৭ অধ্যায় স্বাস্থ্যবিধি বহুনির্বাচনী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বিজ্ঞান ৭ অধ্যায় স্বাস্থ্যবিধি বহুনির্বাচনী


প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২২ এর বিজ্ঞান বিষয়ের প্রস্তুতির জন্য প্রত্যেক অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এখানে ৫ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের ৭ম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হলো।

৫ম শ্রেণির বিজ্ঞান ৭ অধ্যায় এমসিকিউ


১। হাম, বসন্ত ইত্যাদি রোগ কিসের মাধ্যমে ছড়ায়? 
(ক) পানি (খ) বায়ু
(গ) মশা (ঘ) খাদ্য 
উত্তরঃ বায়ু
২. নিচের কোনটি খালি চোখে দেখা যায় না? 
(ক) সোনা (খ)রূপা 
(গ) রোগজীবাণু (ঘ) লোহা
উত্তরঃ রাগজীবাণু
৩. নিচের কোনটি সোয়াইন ফ্লুর লক্ষণ? 
(ক) নাক দিয়ে পানি পড়বে (খ) ক্ষুধা বৃদ্ধি পাবে 
(গ) শরীরে ঘাম হবে (ঘ) চুলকানি হবে
উত্তরঃ চুলকানি হবে
 ৪. নিচের কোনটি বায়ুবাহিত রোগ নয়? 
(ক) হাম (খ) বসন্ত
(গ) সর্দিজ্বর (ঘ) আমাশয়
উত্তরঃ আমাশয়
৫. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে? 
(ক) সবার সাথে বন্ধুভাবাপন্ন হয়
(খ) লেখাপড়া অধিক মনোযোগী হয়  
(গ) প্রদিতিন স্কুলে যেতে পছন্দ করে  
(ঘ) শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
উত্তরঃ শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
৬. বিসিজি টিকা কোন রোগের প্রতিরোধ? 
(ক) যক্ষা (খ) আমাশয়
(গ) ডায়রিয়া (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ যক্ষা
৭. নিচের কোনটি সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী?
(ক)  HIV (খ) H1N1  
(গ)  TMV (ঘ)  E-coli
উত্তরঃ H1N1
৮. নিচের কোনটি সংক্রামক রোগ? 
(ক) বসন্ত (খ) পাঁচড়া 
(গ) হাম (ঘ) সবগুলোই 
উত্তরঃ সবগুলোই
৯. এনোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে কোন রোগ হয়? 
(ক) গোঁদ রোগ (খ) ম্যালেরিয়া 
(গ) ডায়রিয়া (ঘ) জÐিস
উত্তরঃ ম্যালেরিয়া
১০. কিউলেক্স মশার কামড়ে কোন রোগ হয়? 
(ক) ম্যালেরিয়া (খ) ডায়রিয়া
(গ) গোঁদ রোগ (ঘ) হাম 
উত্তরঃগোঁদ রোগ
১১. সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত জ্বরের মাত্রা কত হয়? 
(ক) ১০০০ ফারেনহাইট (খ) ১০২০ ফারেনহাইট (গ) ১০৩০ ফারেনহাইট (ঘ) ১০৪০ ফারেনহাইট
১২. কোন রোগের চিকিৎসায় অবহেলা করলে হৃৎপিÐের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে? 
(ক) রাতকানা (খ) ডায়রিয়া 
(গ) কলেরা (ঘ) বাতজ্বর 
উত্তরঃ বাতজ্বর

১৩. এডিশ মশার কামড়ে নিচের কোন রোগটি হয়? 
(ক) গোঁদ রোগ (খ) ম্যালেরিয়া 
(গ) ডেংগু জ্বর (ঘ) কলেরা 
উত্তরঃডেংগু জ্বর
১৪. কোন রোগের জন্য বিসিজি টিকা দিতে হয়? 
(ক) বসন্ত (খ) হাম
(গ) যক্ষা  (ঘ) ইনফ্লুয়েঞ্জা 
উত্তরঃ যক্ষা
১৫. বাতজ্বরে সাধারণত কারা বেশি আক্রান্ত হয়? 
(ক) শিশুরা (খ) বৃদ্ধরা 
(গ) প্রাপ্ত বয়স্করা (ঘ) সকলেই
উত্তরঃ শিশুরা
১৬. স্ট্রেপটোকক্কাস নামক জীবাণুর কারণে কোন রোগ হয়? 
(ক) কলেরা (খ) ডেংগুজ্বর
(গ) বাতজ্বর (ঘ) বসন্ত 
উত্তরঃ বাতজ্বর
১৭. নিচের কোনটি শৈশবকাল? 
(ক) জন্ম হতে পাঁচ বছর বয়স পর্যন্ত 
(খ) জন্ম হতে ছয় বছর বয়স পর্যন্ত 
(গ) জন্ম হতে সাত বছর বয়স পর্যন্ত
(ঘ) জন্ম হতে আট বছর বয়স পর্যন্ত
উত্তরঃ জন্ম হতে পাঁচ বছর বয়স পর্যন্ত
১৮. কোন রোগটি পানিবাহিত রোগ? 
(ক) বসন্ত (খ) হাম 
(গ) ডায়রিয়া (ঘ) ইনফ্লুয়েঞ্জা 
উত্তরঃ ডায়রিয়া
১৯. নিচের কোনটি বাল্যকাল? 
(ক) ৫-১০ বছর পর্যন্ত (খ) ৬-১০ বছর পর্যন্ত
(গ) ৫-১২ বছর পর্যন্ত (ঘ) ৬-১২ বছর পর্যন্ত
উত্তরঃ৬-১০ বছর পর্যন্ত
২০. য²া রোগের প্রতিষেধক কোনটি?
(ক) পেনিসিলিন (খ) বিসিজি
(গ) স্যালাইন (ঘ) ব্যাকটেরিয়া 
উত্তরঃ বিসিজি
২১. নিচের কোনটি বয়:সন্ধিকাল? 
(ক) ১৫-২০ বছর পর্যন্ত (খ) ১০-২০ বছর পর্যন্ত
(গ) ১০-১৯ বছর পর্যন্ত (ঘ) ১৫-২১ বছর পর্যন্ত
উত্তরঃ১০-১৯ বছর পর্যন্ত
২২. সংক্রামক রোগ কোনটি? 
(ক) আমাশয় (খ) জন্ডিস
(গ) কলেরা (ঘ) মাথাব্যথা 
উত্তরঃ আমাশয়
২৩. হাতে-পায়ের গিঁটে ব্যথা হওয়া কোন রোগের লক্ষণ?  
(ক) বসন্ত (খ) কলেরা
(গ) এইডস (ঘ) বাতজ্বর 
উত্তরঃ বাতজ্বর
২৪. ডেঙ্গুজ্বরের জীবাণু বহনকারী মশা কোনটি? 
(ক) ফাইলেরিয়া (খ) ম্যালেরিয়া 
(গ) এডিস (ঘ) এনোফিলিস
উত্তরঃ এডিস
২৫. এইডস ছড়াবে কোন উপায়ে?
(ক) আক্রান্ত ব্যক্তির সেবা করলে
(খ) আক্রান্ত ব্যক্তির সাথে খাবার খেলে 
(গ) আক্রান্ত মায়ের বুকের দুধ সন্তানকে খাওয়ালে 
(ঘ) আক্রান্ত ব্যক্তির সাথে খেলাধুলা করলে 
উত্তরঃ আক্রান্ত মায়ের বুকের দুধ সন্তানকে খাওয়ালে
২৬. কফ ও থুথুর মাধ্যমে কোন রোগ ছড়ায়? 
(ক) যক্ষা  (খ) কলেরা 
(গ) আমাশয় (ঘ) ডায়রিয়া 
উত্তরঃ যক্ষা
২৭. ডেঙ্গু সাধারণত বংশবিস্তার করে
(ক) ভাঙ্গা দ্রব্যাদিতে জমা পানিতে  (খ) অন্ধকারে 
(গ) ঘরের কোণায় (ঘ) স্যাঁতস্যাঁতে জায়গায়
উত্তরঃ ভাঙ্গা দ্রব্যাদিতে জমা পানিতে  
 ২৮. কীভাবে এইচআইভি ছড়ায় না? 
(ক) এইচআইভি সংক্রমিত রক্ত গ্রহণ (গ) আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করলে
(গ) আক্রান্ত ব্যক্তির সাথে ওঠাবসা করলে                        (ঘ) সংক্রমিত ব্যক্তির অপারেশনে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহার করলে 
উত্তরঃ আক্রান্ত ব্যক্তির সাথে ওঠাবসা করলে                       
২৯. আমাশয় কোন ধরনের রোগ?
(ক) পানিবাহিত রোগ (খ) বায়ুবাহিত রোগ
(গ) . অসংক্রামক রোগ (ঘ) পতঙ্গবাহিত রোগ
উত্তরঃ বায়ুবাহিত রোগ
৩০. ডায়রিয়া হওয়ার সাথে সাথে রোগীকে কী দিতে হবে?
(ক) গোশত (খ) স্যালাইন 
(গ) . ফলমূল (ঘ) . ইলিশ মাছ
উত্তরঃ স্যালাইন
৩১. ডায়রিয়ার ফলে শরীরে কী সমস্যা দেখা দেয়?
(ক) রক্তস্বল্পতা (খ) পানিস্বল্পতা 
(গ) ভিটামিনের অভাব  (ঘ) শরীরে পঙ্গুত¦ 
উত্তরঃ পানিস্বল্পতা
৩২. কানটি পানিবাহিত রোগ?
(ক) বসন্ত (খ) হাম
(গ) ডায়রিয়া (ঘ) ইনফ্লুয়েঞ্জা
উত্তরঃ ডায়রিয়া
৩৩. কানটি ছোঁয়াচে রোগ?
(ক) বাতজ¦র (খ) পাঁচড়া
(গ) হাঁপানি (ঘ) রাতকানা
উত্তরঃ পাঁচড়া
৩৪. কারা বাতজ¦রে বেশি আক্রান্ত হয়?
(ক) শিশুরা (খ) মধ্যবয়স্ক ব্যক্তিরা
(গ) প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা ঘ. বৃদ্ধরা
উত্তরঃ বৃদ্ধরা
৩৫. সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কী?  
(ক) এইচ ওয়ান এন ওয়ান (খ) এইচআইভি
(গ) ই.কোলাই (ঘ) স্ট্রেপটোকক্কাস
উত্তরঃ এইচআইভি
৩৬.রাকিবের ম্যালেরিয়া হয়েছ্ েকোন মশা কামড়ালে এ রোগ হয়?
(ক) ডেঙ্গু (খ) ফাইলেরিয়া
(গ) এনোফিলিন (ঘ) কিউলেক্স
উত্তরঃ এনোফিলিন
৩৭. তন্দ্রা একটি সংক্রামক রোগে আক্রান্ত যা কুকুরের কামড়ের মাধ্যমে ছড়ায। রোগটির নামকী?
(ক) টাইফয়েড (খ) ডেঙ্গু
(গ) জালাতঙ্ক (ঘ) এইডস
উত্তরঃ জালাতঙ্ক
৩৮. মিনা জীবাণুমুক্ত পানি পানে ফলে একটি সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। রোগটির নাম কী?
(ক) ক্যান্সার (খ) ডায়াবেটিকস
(গ)জন্ডিস (ঘ) ডেঙ্গু
উত্তরঃ জন্ডিস
৩৯. রহিমের বয়স ১৩ বছর হয়েছে। এ সময়তার কোন পরিবর্তনটি তোমার বা সকলের নজরে পড়বে?
(ক) মানসিক পরিবর্তন (খ) শারীরিক পরির্বতন
(গ)আর্থিক পরিবর্তন (ঘ) ক ও খ উভয়ই
উত্তরঃ ক ও খ উভয়ই
৪০. অর্কর মধ্যে ইদানিং শারীরিক মানসিক ও আচরণজনিত পরিবর্তন দেখা দিয়েছে। এটা তার জীবনের কোন পর্যায়
(ক) শিশুকাল (খ) বয়ঃসন্ধিকাল
(গ) বার্ধক্যকাল (ঘ) শৈশবকাল
উত্তরঃ বয়ঃসন্ধিকাল
৪১.তপু অপরিস্কার খাবার খায়। তার কোন রোগটি হতেপারে?
(ক) হাম (খ) বসন্ত
(গ)এইডস (ঘ) কলেরা
উত্তরঃ কলেরা
৪২. আল্পনা তাদের বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানি খেয়ে ফেলেছে। ফলে সে একটি সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। রোগটি কী?
(ক) য²া (খ) হাম
(গ)ডেঙ্গু জ্বর (ঘ) টাইফয়েড
উত্তরঃ টাইফয়েড
৪৩. পানি নিরপাদ না হলে এর মাধ্যমে রোগছাড়ায। নিচের কোন রোগটি এ ধরনের পানি পান করলে হয়ে থাকে?
(ক) বসন্ত (খ) আমাশয়
(গ) ডেঙ্গু (ঘ) বাতজ্বর
উত্তরঃ আমাশয়
৪৪. হ্যারির বয়স ১৩ বছর । ইদানীং অল্পতেই সে হতাশ হয়ে পড়ে।্ এর কারণ কোনটি?
(ক) আবেগপ্রবণ হওয়া
(খ) মেজাজ উগ্রহওয়া
(গ) দুশ্চিন্তা করা
(ঘ) কাজে  অমনোযোগী থাকা
উত্তরঃ আবেগপ্রবণ হওয়া
৪৫. হেলালের সরকারি স্বাস্থ্যকেকেন্দ্র একটি রোগের জন্য প্রতিষেধক টিকা দেওয়া হলো । রোগটি কী হতে পারে?

(ক) ডেঙ্গু (খ) ডায়রিয়া
(গ) জন্ডিস (ঘ) যক্ষা
উত্তরঃ যক্ষা
৪৬. কোনটি ম্যালেরিয়া জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে?
(ক) ময়ুর (খ) মশা
(গ)ছাগল (ঘ) কুকুর
উত্তরঃ মশা
৪৭. নিচে কোন প্রাণীটি জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে?
(ক) ময়ুর (খ)কুকুর
(গ)গরু (ঘ)মশা
উত্তরঃ কুকুর
৪৮. হাম বসন্ত ইত্যাদি রোগ কিসের মাধ্যমে ছড়ায়?
(ক) পানি (খ) বায়ু
(গ)মশা (ঘ) খাদ্য 
উত্তরঃ বায়ু
৪৯.যক্ষা রোগীর হাচি ও কাশির সময় কী করা উচিত?
(ক) ুমখে রুমাল ব্যবহার করা
(খ) মুখে হাত ব্যবহার করা
(গ) মুখ খোলা রেখে কাশি দেয়া
(ঘ) অন্যেরকাছাকাছি দেয়া
উত্তরঃ মখে রুমাল ব্যবহার করা
৫০. কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক
(ক) কুকুর (খ) এইচ আইভি
(গ) মশা (ঘ) মাছি
উত্তরঃ মশা


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন