প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বিজ্ঞান ৮,৯,১০ অধ্যায় বহুনির্বাচনী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বিজ্ঞান ৮,৯,১০ অধ্যায় বহুনির্বাচনী


 ৫ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের সকল অধ্যায়ের মধ্যে এখানে ৮ থেকে ১০ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নউত্তর দেওয়া হলো।

৫ম শ্রেণির বিজ্ঞান ৮ অধ্যায় মহাবিশ্ব বহুনির্বাচনী

১। দিন রাত্রির কারণ হল 

(ক) পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে

(খ) সূর্য উদয় হয় ও অস্ত যায়

(গ) পৃথিবী নিজ অক্ষের ওপরে পাক খায়

(ঘ)  চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে

উত্তরঃ পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে

২. ঋতু পরিবর্তন হয় কখন? 

(ক) পৃথিবীর আহ্নিক গতির জন্য

(খ) পথিবীর বার্ষিক গতির জন্য

(গ) পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে   

(ঘ) সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে 

উত্তরঃ পথিবীর বার্ষিক গতির জন্য

৩. কোনটি সৌরজগতের বন্তু নয়? 

(ক) পৃথিবী (খ) ধূমকেতু 

(গ) গ্যালাক্সি (ঘ) চাঁদ 

উত্তরঃ গ্যালাক্সি

৪. সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র কোনটি? 

(ক) চাঁদ (খ) গ্যালাক্সি

(গ) নীহারিকা (ঘ) সূর্য 

উত্তরঃ সূর্য

৫. যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের কী বলে? 

(ক) চন্দ্র (খ) নক্ষত্র

(গ) উল্কা (ঘ) নীহারিকা 

উত্তরঃ নক্ষত্র

৬. বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে তৈরি হয় কোনটি? 

(ক) নীহারিকা (খ) নক্ষত্র

(গ) মহাবিশ্ব (ঘ) সৌরজগৎ 

উত্তরঃ মহাবিশ্ব

৭. কোথায় অসংখ্য নক্ষত্র আছে?

(ক) সৌরজগতে (খ) ছায়াপথে 

(গ) গ্রহে (ঘ) উপগ্রহে 

উত্তরঃ ছায়াপথে

৮. চাঁদ, সূর্য, তারা এগুলো এক নামে কী বলে পরিচিত? 

(ক) গ্রহ (খ) নক্ষত্র

(গ) জ্যোতিষ্ক (ঘ) নীহারিকা 

উত্তরঃজ্যোতিষ্ক

৯. সৌরজগতের গ্রহ সংখ্যা কয়টি? 

(ক) ৭ (খ) ৮

(গ) ৯টি (ঘ) ১০টি

উত্তরঃ ৮

১০. পৃথিবী ছাড়া সৌরজগতের আরও কয়টি গ্রহ রয়েছে? 

(ক) ৭ (খ) ৮

(গ) ৯টি (ঘ) ১০ি

উত্তরঃ ৭

১১. কোনটি পৃথিবীর নিকটতম তারকা?

(ক) চাঁদ (খ) সূর্য 

(গ) ধূমকেতু (ঘ) বুধ 

উত্তরঃ সূর্য

১২. সৌরজগতের কোনটির নিজের আলো আছে? 

(ক) পৃথিবী (খ) চাঁদ

(গ) সূর্য (ঘ) শুকতারা

উত্তরঃ সূর্য

১৩. সৌরজগতে মোট কত গুলো উপগ্রহ রয়েছে? 

(ক) ৯টি (খ) ২৪টি

(গ) ৩৫টি (ঘ) ৪১টি

উত্তরঃ৪১টি

১৪. বৃহস্পতির কয়টি উপগ্রহ আছে? 

(ক) ১৬টি (খ) ১৭টি

(গ) ২০টি (ঘ) ২১টি

উত্তরঃ১৬টি

১৫. উপগ্রহ কোনটি? 

(ক) ছায়াপথ (খ) সূর্য

(গ) চন্দ্র (ঘ) পৃথিবী

উত্তরঃ চন্দ্র

১৬. নিচের চারটির মধ্যে কোনটি উপগ্রহ? 

(ক) সূর্য (গ) চাঁদ

(গ) মঙ্গল (ঘ) শুক্র

উত্তরঃ চাঁদ

১৭. পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে? 

(ক) বুধ (খ) চাঁদ

(গ) শুক্র (ঘ) শনি 

উত্তরঃ চাঁদ

১৮. পৃথিবীর কয়টি উপগ্রহ আছে?

(ক) ১টি (খ) ২টি

(গ) ৩টি (ঘ) ৪টি

উত্তরঃ১টি

১৯. চাঁদের আলো কোন ধরনের আলো? 

(ক) প্রতিফলিত (খ) প্রতিসরিত 

(গ) নিজস্ব (ঘ) ধার করা 

উত্তরঃ প্রতিফলিত

২০. পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক কোনটি? 

(ক) বুধ (খ) শুক্র

(গ) মঙ্গল (ঘ) চাঁদ

উত্তরঃ চাঁদ

২১. সূর্যের নিকটতম গ্রহ কোনটি? 

(ক) বুধ (খ) শুক্র

(গ) পৃথিবী (ঘ) মঙ্গল 

উত্তরঃ বুধ

২২. কোনটির নিজের আলো আছে? 

(ক) পৃথিবী (খ) চাঁদ 

(গ) সূর্য (ঘ) বুধ 

উত্তরঃ সূর্য

২৩. পৃথিবী চাঁদের কত গুণ বড়? 

(ক) ৩০ গুণ (খ) ৪০ গুণ

(গ) ৫০ গুণ (ঘ) ৬০ গুণ 

উত্তরঃ৫০ গুণ

২৪. সূর্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে  

(ক) ৩০০ দিন (খ) ৩৬৪ দিন

(গ) ৩৬৫ দিন (ঘ) ৪০০ দিন 

উত্তরঃ৩৬৫ দিন

২৫. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

(ক) বৃহস্পতি (খ) শুক্র 

(গ) বুধ (ঘ) মঙ্গল 

উত্তরঃ বৃহস্পতি

২৬. সূর্য পৃথিবী থেকে কত দূরে অবস্থিত? 

(ক) ১০ কোটি কি.মি.

(খ) ১৫ কোটি কি. মি.

(গ) ১৪ কোটি কি. মি.

(ঘ) ২০ কোটি কি.মি.

উত্তরঃ১৫ কোটি কি. মি.

২৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে?

(ক) ৮.১৮ মি (খ) ৮.২০ মি.

(গ) ৮.৩২ মি. (ঘ) ৮.১৬ মি. 

উত্তরঃ৮.২০ মি.

২৮. বাইনাকুলার দিয়ে আকাশ দেখলে অসংখ্য উজ্জল বস্তু দেখা

যায়। এদেরকে কী বলে? 

(ক) মেঘ (খ) জ্যোতিষ্ক 

(গ) বরফ খন্ড (ঘ) নীহারিকা 

উত্তরঃজ্যোতিষ্ক

২৯.  কোনটি বড়?

(ক) চন্দ্র (খ) সূর্য

(গ) পৃথিবী (ঘ) মঙ্গল

উত্তরঃ সূর্য

৩০. কোনটি সৌরজগতের বস্ত নয়?

(ক) পৃথিবী (খ) ধুমকেতু

(গ) গ্যালাক্সি (ঘ) চাদ

উত্তরঃ গ্যালাক্সি

৩১. কোন উক্তিটি শুদ্ধ?

(ক) সূয এর্ক গ্রহ (খ) সূর্য ্একটি নক্ষত্র

(গ) সূর্য একটি গ্রহাণু (ঘ) সুর্য একটি উপগ্রহ

উত্তরঃ সূর্য ্একটি নক্ষত্র

৩২. সৌরজগতের গ্রহ কয়টি?

(ক) সাতটি (খ) আটটি

(গ) নয়টি (ঘ) দশটি

উত্তরঃ আটটি

৩৩. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

(ক) বুধ (খ) পৃথিবী

(গ) শনি (ঘ)নেপচুন

উত্তরঃ বুধ

৩৪. মহাকাশ বিজ্ঞানীরা গবেষণার কোন যন্ত্রটি ব্যবহার করেন?

(ক) দুরবীক্ষণ যন্ত্র (খ) অণুবীক্ষণ যন্ত্র

(গ) থার্মোমিটার (ঘ) মাইক্রোস্কোপ

উত্তরঃদুরবীক্ষণ যন্ত্র

৩৫. পৃথিবীর কোন গতির কারণে ঋতু পরিবর্তন হয়?

(ক) রৈখিক (খ) বৃত্তাকার

(গ) আহ্নিক (ঘ) বার্ষিক

উত্তরঃ বার্ষিক

৩৬. মহাকাশের বস্তু মিল্কিওয়ে কী?

(ক) একটি নক্ষত্র (খ) একটি উপগ্রহ

(গ) একটি গ্যালাক্সি (ঘ) একটি ধুমকেতু

উত্তরঃ একটি গ্যালাক্সি

৩৭. আমাদের কয় ঋতু?

(ক) ৫ (খ)৬

(গ) (ঘ)৮

উত্তরঃ৬

৩৮.কিসের আলোকিত অংশের পরিমান ভিন্ন ভিন্ন হয়?

(ক) চাদের (খ) পৃথিবীর

(গ) বুধের (ঘ) শনির

উত্তরঃ চাদের

৩৯. কোনটির দশা পরিবর্তন হয়?

(ক) পৃথিবী (খ) চাদ

(গ) সূর্য (ঘ) শুক্র

উত্তরঃ চাদ

৪০. চাদ সূর্য ও গ্রহদের স চাদম্পর্কে নতুন তথ্য উদ্ভাবন করেছেন কে?

(ক) গ্যালিলিও (খ) নিউটন

(গ) হাকিংস (ঘ) আইনস্টাইন

উত্তরঃ গ্যালিলিও

৪১. পৃথিবীর চারদিকে কোনটি ঘিরে আছে?

(ক) সূয (খ) চন্দ্র

(গ) সমুদ্র (ঘ) বায়ুমন্ডল

উত্তরঃ বায়ুমন্ডল

৪২.সূর্য এবং এর গ্রহ উপগ্রহ ও গ্রহাণুপুঞ্জ নিয়ে একত্রে কোনটি গঠিত?

(ক) বিশ্বজগৎ (খ) সৌরজগৎ

(গ) নক্ষত্রমন্ডলী (ঘ) জ্যোতিষ্কমন্ডলী

উত্তরঃসৌরজগৎ

৪৩. যখন পৃথিবীর উত্তর গোলার্দে সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশ কোন ঋতু থাকে?

(ক) গ্রীষ্ম (খ) বর্ষা

(গ) শরৎ (ঘ) শীত

উত্তরঃ গ্রীষ্ম

৪৪. লাটিম যেমন নিজ অক্ষেরচারদিকে ঘুরে পৃথিবীও তেমনি কার চারদিকে ঘুরে

(ক) চাদ (খ) সূয

(গ) তারা (ঘ) ছায়াপথ

উত্তরঃ সূয

৪৫. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলাহয়

(ক) মহাকাশ বিজ্ঞান (খ) পদার্থ বিজ্ঞান

(গ) সৌরবিজ্ঞানী (ঘ) জ্যোতিবিজ্ঞান

উত্তরঃজ্যোতিবিজ্ঞান

৪৬.পৃথিবী আপন অক্ষের উপর দিনে একবার পাক খায়। এর ফলে কোনটি ঘটে?

(ক) দিন ওরাত (খ) ঋতু পরিবর্তন

(গ) পূর্ণিমা হয় (ঘ) বছর হয়

উত্তরঃ দিন ওরাত

৪৭. যদি আমরা আলোর গতির চেয়ে অর্ধেক গতিতে চলতে পারতাম তাহলে গ্যালাক্সি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগত?

(ক) ৬৫,০০০ বছর (খ)১,৩০,০০০ বছর

(গ) ২,৬০,০০০ বছর (ঘ)৫,২০,০০০  বছর

উত্তরঃ২,৬০,০০০ বছর

৪৮. শিমুল তার ছোট ভাইকে মহাকাশের মিল্কিওয়ে নামে একটি বস্তুর কথা বলল। বস্তুটি মুলত কী?

(ক) তারকা (খ)সূর্য

(গ) চাদ (ঘ) গ্যালাক্সি

উত্তরঃ গ্যালাক্সি

৪৯. মে থেকেজুন মাস বাংলাদেশে গ্রীষ্মকাল। এ সময় পৃথিবী কোন গোলার্ধে হেলে থাকে?

(ক) দক্ষিণ গোলার্ধে (খ) পূব গোলাধে

(গ) উত্তর গোলার্ধে (ঘ) পশ্চিম গোলার্ধে

উত্তরঃ উত্তর গোলার্ধে

৫০. চাদ হলো পৃথিবীর একমাত্র

(ক) গ্রহ (খ) উপগ্রহ

(গ) নক্ষত্র (ঘ) গ্যালাক্সি

উত্তরঃ উপগ্রহ

৫১. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূযের বিপরীত দিকে হেলে থাকে তখন সে অংশে কোন ঋতু বিরাজমান?

(ক) শীতকাল (খ) গ্রীষ্মকাল

(গ) শরৎকাল (ঘ) বসন্তকাল

উত্তরঃ শীতকাল

৫ম শ্রেণির বিজ্ঞান ৯ অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি বহুনির্বাচনী

১. জহির একটি বৈদ্যুতিক বাতি তৈরি করে, যা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে জ্বলে ওঠে। এক্ষেত্রে জহির হলো 
ক. প্রযুক্তিবিদ খ. বিজ্ঞানী গ. উদ্ভাবক ঘ. দার্শনিক
২. মইন তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিষয়ে কৌতুহলী হয়ে উঠল। এটি বৈজ্ঞানিক পদ্ধতির কোন ধাপ?
ক. অনুমান খ. পর্যবেক্ষণ গ. পরীক্ষণ ঘ. বিনিময়
৩. আরাফ মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে চায়। তাকে ব্যবহার করতে হবে 
ক. টেলিস্কোপ খ. মাইক্রোস্কোপ
গ. দূরবীক্ষণ যন্ত্র ঘ. অণুবীক্ষণ যন্ত্র
৪. জালালদের এলাকায় অবস্থিত রাসায়নিক কারখানা থেকে অনবরত কালো ধোঁয়া নির্গত হয়। এর প্রভাব কোনটি? 
ক. বায়ুদূষণ ও পানি দূষণ খ. মাটি দূষণ ও এসিড বৃষ্টি
গ. বৈশ্বিক উষ্ণায়ন ও পানি দূষণ ঘ. বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টি
৫. মি. সালাউদ্দিন একজন বিজ্ঞানী। তিনি কী করেন? 
ক. যন্ত্রপাতির উদ্ভাবন খ. বাস্তব সমস্যার সমাধান
গ. প্রযুক্তি আবিষ্কার ঘ. প্রকৃতি নিয়ে গবেষণা
৬. মনি বিদ্যুৎ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে অনেক তথ্য উদঘাটন করেন। এক্ষেত্রে মনি হলো 
ক. বিজ্ঞানী খ. প্রযুক্তিবিদ গ. উদ্ভাবক ঘ. আবিষ্কারক
৭. শামসু অধিক ফলনশীল, পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদ চাষ করতে চায়। তাকে ব্যবহার করতে হবে
ক. যান্ত্রিক প্রযুক্তি খ. রাসায়নিক প্রযুক্তি
গ. জৈব প্রযুক্তি ঘ. অজৈব প্রযুক্তি
৮. কৃষক রব মোল্লা বেশি ফলনের আশায় তার জমিতে অধিক রাসায়নিক সার প্রয়োগ করেন। এর প্রভাব কোনটি?
ক. বায়ু দূষণ খ. জীবের ক্ষতি
গ. অধিক ফলন ঘ. স্বল্প সময়ে ফসল উৎপাদন
৯. রবিন প্রযুক্তি উদ্ভাবন করতে কোনটির ব্যবহার করবে?
ক. প্রাচীন ইতিহাসের জ্ঞান খ. সাহিত্যের জ্ঞান
গ. বৈজ্ঞানিক জ্ঞান ঘ. পূর্ব অভিজ্ঞতা
১০. একটি গাড়ি তৈরি করতে নূর উদ্দীনকে কোন বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহার করতে হবে? 
ক. তাপ ও যান্ত্রিক শক্তি খ. জলীয় বাষ্প
গ. চৌম্বক শক্তি ঘ. আলো
১১. সুমাইয়া জাদুঘরে গিয়ে পাথরের হাতিয়ার দেখতে পায়। এটি কী ধরনের প্রযুক্তি?
ক. আধুনিক খ. কৃষি গ. সরল ঘ. অতিপ্রাচীন
১২. নাহিদ রেলগাড়িতে চড়ে তার নানাবাড়ি যায়। এ গাড়িতে পূর্বে ব্যবহৃত হতো কোনটি? 
ক. সার্চ ইঞ্জিন খ. বাষ্পীয় ইঞ্জিন
গ. বৈদ্যুতিক ইঞ্জিন ঘ.  মোটর ইঞ্জিন
১৩. রোজিনার বাবা জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করেন। এর ফলে কোনটি দূষিত হবে? 
ক. মাটি খ. পানি গ. মাটি ও পানি ঘ. বায়ু
১৪. এক নাগাড়ে কতক্ষণ টেলিভিশন বা কম্পিউটার ব্যবহার করলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে? 
ক. দুই ঘন্টার বেশি খ. তিন ঘণ্টার বেশি 
গ. আড়াই ঘণ্টার বেশি ঘ. এক ঘণ্টার বেশি
১৫. আমরা খাতায় কলম দিয়ে লিখি। এখানে কোনটি ব্যবহৃত হয়েছে?
ক. বিজ্ঞান খ. প্রযুক্তি গ. অভিজ্ঞতা ঘ. জ্ঞান
১৬. প্রযুক্তি বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি  এবং পদ্ধতির উদ্ভাবন করে। এর কারণ কী?
ক. জীবনের মানোন্নয়ন খ. সমাজের স্থিতিশীলতা 
গ. আত্মিক উন্নয়ন ঘ. জীবনকে সাজানো
১৭. আফ্রিদির বাবা বিদেশ থেকে একটি দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আসেন। এটি কোন কাজে ব্যবহৃত হয়?
ক. ক্ষুদ্র বস্তু অনুসন্ধান
খ. পানিতে জীবাণু পর্যবেক্ষণ
গ. মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ
ঘ. শিশুদের খেলনা
১৮. পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি। এটি কী?
ক. অনুমান খ. পর্যবেক্ষণ
গ. প্রশ্নকরণ ঘ. বিনিময়
১৯. আমরা কেন কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছি?
ক. কৃষি জমি উর্বর করার জন্য খ. খাদ্য চাহিদা পূরণের জন্য 
গ. খাদ্য ঘাটতির জন্য ঘ. পরিবেশ দূষণের জন্য
২০. আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্যদের সাথে কী বিনিময় করি?
ক. প্রাপ্ত ফলাফল  খ. সিদ্ধান্ত
গ. প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত ঘ. অনুমান
২১. নন্দিনীদের এলাকায় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এ থেকে কোনটি সৃষ্টি হতে পারে?
ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. খরা
গ. বন্যা ঘ. অনাবৃষ্টি
২২. ১৭০০ সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির অগ্রগতি ছির খুব ধীর। এ সময় ব্যবহৃত হতো কোনটি?
ক. পাওয়ার টিলার খ. ট্রাক্টর
গ. লাঙ্গল ঘ. ফসল কাটার যন্ত্র
২৩. অমিতের বাবা একজন চিকিৎসক। এক্ষেত্রে তাঁর প্রয়োজনীয় প্রযুক্তি কোনটি?
ক. দূরবীক্ষণ যন্ত্র খ. এক্সরে
গ.কম্পিউটার ঘ. মোবাইল ফোন
 সাধারণ প্রশ্ন :
২৪. কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয়?
ক. শিক্ষা খ. যাতায়াত
গ. কৃষি ঘ. দিন ও রাতের দৈর্ঘ্য
২৫. প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন?
ক. আর্থিক সামর্থ্য খ. দৈহিক সামর্থ
গ. বিজ্ঞানের জ্ঞান ঘ. বংশগত পরিচয়
২৬. কোনটি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে?
ক. লিপি খ. ছাপাখানা
গ. টেলিভিশন ঘ. কম্পিউটার
২৭. মানুষ কখন সামাজিক জীবন শুরু করেছে?
ক. প্রায় বিশ লক্ষ বছর আগে
খ. প্রায় পঞ্চাশ হাজার বছর আগে
গ. প্রায় পঁচিশ হাজার বছর আগে
ঘ. প্রায় দশ হাজার বছর আগে
২৮. কৃষি প্রযুক্তির অগ্রগতিকে কয়টি যুগে ভাগ করা যায়?
ক. ৪টি খ. ৫টি গ. ৩টি ঘ. ৮টি
২৯. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. পাওয়ার টিলার
ঘ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার
৩০. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
ক. প্রশ্নকরণ খ. অনুমান গ. পরীক্ষণ ঘ. পর্যবেক্ষণ
৩১. বৈজ্ঞানিক পদ্ধতির শেষ ধাপ কোনটি? 
ক. পর্যবেক্ষণ খ. পরীক্ষণ
গ. বিনিময় ঘ. সিদ্ধান্ত গ্রহণ
৩২. নিচের কোনটি বিজ্ঞানের মূল কাজ?
ক. নতুন নতুন যন্ত্র উদ্ভাবন করা
খ. প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করা
গ. বাস্তব সমস্যার সমাধান করা
ঘ. জীবনমান উন্নত করা
৩৩. কোনটি প্রযুক্তির মূল লক্ষ্য?
ক. নানা ঘটনার কারণ উদ্ভাবন
খ. বিভিন্ন ঘটনার মধ্যে সম্পর্ক স্থাপন
গ. প্রকৃতি ও বিশ্বজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন
ঘ. বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ
৩৪. বাসাবাড়িতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
ক. দূরবীক্ষণ যন্ত্র খ. সেচপাশ
গ.মাইক্রোস্কোপ ঘ. রেফ্রিজারেটর
৩৫. কোনটির জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়?
ক. বিপুল অর্থ খ. অঢেল ধনসম্পদ
গ. বিলাসিতা ঘ. প্রয়োজনবোধ
৩৬. নিচের কোন দুটি নিবিড়ভাবে সম্পর্কিত?
ক. বিজ্ঞান ও প্রযুক্তি
খ. জৈবপ্রযুক্তি ও দূরবীক্ষণ যন্ত্র
গ. কৃষিক্ষেত্র ও বৈশ্বিক উষ্ণায়ন
ঘ. চিকিৎসাক্ষেত্র ও সরলযন্ত্র
৩৭. গাড়ি তৈরিতে কোন বৈজ্ঞানিক জ্ঞানটি কাজে লাগে?
ক. আলোকশক্তি খ. তাপশক্তি
গ. রাসায়নিক শক্তি ঘ. বিদ্যুৎশক্তি
৩৮. প্রাচীনকালে বিজ্ঞানের ভিত্তি ছিল কোনটি?
ক. জীবনকে সহজতর করা
খ. ব্যবহারিক জীবনের সমস্যা সমাধান করা
গ. পরিবেশকে নিয়ন্ত্রণ করা
ঘ. প্রকৃতি সম্পর্কে জানা
৩৯. প্রযুক্তির উদ্ভাবন করা হয় কীভাবে?
ক. বৈজ্ঞানিক জ্ঞান দ্বারা খ. পূর্ব অভিজ্ঞতা দ্বারা
গ. পর্যবেক্ষণের মাধ্যমে ঘ. পরীক্ষণের মাধ্যমে
৪০. বিজ্ঞানীরা গবেষণার কাজে কোন পদ্ধতি অনুসরণ করেন? 
ক. পরীক্ষণ পদ্ধতি খ. বৈজ্ঞানিক পদ্ধতি
গ. বিনিময় পদ্ধতি ঘ. পর্যবেক্ষণ পদ্ধতি
৪১. প্রযুক্তি কী?
ক. যন্ত্রপাতির সমন্বয় খ. বিজ্ঞানের জ্ঞান
গ. বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ঘ. প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান
৪২. বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুমান কিসের উপর ভিত্তি করে করা হয়?
ক. পর্যবেক্ষণ খ. বিনিময় গ. অনুমান ঘ. পূর্ব অভিজ্ঞতা
৪৩. পাথরের হাতিয়ার, আগুন, পোশাক কিসের অন্তর্ভুক্ত?
ক. সরল প্রযুক্তি খ. সরল যন্ত্র
গ. বৈজ্ঞানিক পদ্ধতি ঘ. জটিল প্রযুক্তি
৪৪. বাষ্পীয় ইঞ্জিনের কিসের ক্ষমতাকে কাজে লাগানো হয়? 
ক. পেট্রোলের দহন খ. জলীয় বাষ্প
গ. জ্বালানি কয়লা ঘ. প্রাকৃতিক গ্যাস
৪৫. বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণায় কী ব্যবহার করেন?
ক. প্রযুক্তি খ. পূর্ব অভিজ্ঞতা
গ. সঠিক অনুমান ঘ. যথাযথ বিনিময়
৪৬. কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক সার কোনটির অন্তর্ভুক্ত?
ক. জৈব প্রযুক্তি খ. অজৈব প্রযুক্তি
গ. রাসায়নিক প্রযুক্তি ঘ. আধুনিক প্রযুক্তি
৪৭. বৈশ্বিক উষ্ণায়ন কোনটির কারণে ঘটে?  
ক. প্রযুক্তির যত্রতত্র ব্যবহার খ. রাসায়নিক সারের ব্যবহার
গ. কীটনাশকের ব্যবহার ঘ. কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
৪৮. এসিড বৃষ্টি হওয়ার কারণ কোনটি?  
ক. প্রযুক্তির যত্রতত্র ব্যবহার খ. রাসায়নিক সারের ব্যবহার
গ. কীটনাশকের ব্যবহার ঘ. কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
৪৯. কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মূল কারণ কোনটি?
ক. খাদ্য চাহিদা পূরণ খ. অধিক মুনাফা অর্জন
গ. ক্ষতিকর পোকা দমন ঘ. কীটনাশকের ব্যবহার হ্রাস
৫০. বিজ্ঞান কী?
ক. প্রাকৃতি সম্পর্কিত জ্ঞান খ. শক্তি সম্পর্কিত জ্ঞান
গ. জীব সম্পর্কিত জ্ঞান ঘ. জড় সম্পর্কিত জ্ঞান
৫১. শাবল, কোদাল, লাঙল কী?
ক. অবৈজ্ঞানিক প্রযুক্তি খ. যান্ত্রিক প্রযুক্তি
গ. কৃষি যান্ত্রিক প্রযুক্তি ঘ. কৃষি জৈব প্রযুক্তি
৫২. বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয় কীভাবে?
ক. যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে খ. জৈব প্রযুক্তির মাধ্যমে
গ. রাসায়নিক প্রযুক্তির মাধ্যমে ঘ. শিক্ষা প্রযুক্তির মাধ্যমে
৫৩. ট্রাক্টর ও সেচ পাম্প কী? 
ক. প্রাচীন কৃষি যন্ত্রপাতি খ. মধ্যযুগের কৃষি যন্ত্রপাতি
গ. আধুনিক কৃষি যন্ত্রপাতি ঘ. অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি
৫৪. আমরা কোনটি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করি?
ক. কয়লা খ. কাঠ গ. খড় কুটো ঘ. বায়োগ্যাস
৫৫. বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টি কিসের ক্ষতিকর প্রভাব?
ক. শব্দ দূষণ খ. পানি দূষণ গ. বায়ু দূষণ ঘ. মাটি দূষণ
৫৬. কোনটির ব্যবহার নেশায় পরিণত হয়?
ক. বিজ্ঞানের খ. প্রযুক্তির
গ. দৈনন্দিন জিনিসপত্রের ঘ. খেলনার
৫৭. সিদ্ধান্ত গ্রহণ করতে হলে কয়টি কাজ করতে হয়?
ক. ৩ খ. ৪ গ. ২ ঘ. ৫
৫৮. শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও যাতায়াত এগুলো কী?
ক. প্রযুক্তির প্রকারভেদ
খ. বিজ্ঞানের প্রকারভেদ
গ. প্রযুক্তি ব্যবহারের নানাক্ষেত্র
ঘ. প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের নানা ক্ষেত্র
৫৯. চাকা কী?
ক. সরল প্রযুক্তি খ. কঠিন প্রযুক্তি
গ. প্রাচীন প্রযুক্তি ঘ. অত্যাধুনিক প্রযুক্তি

৫ম শ্রেণির বিজ্ঞান ১০ অধ্যায় আমাদের জীবনে তথ্য বহুনির্বাচনী



১। তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করাহয়?
ক. বাস খ. থার্মোমিটার
গ. মোবাইল ফোন ঘ. ঘড়ি
উত্তরঃমোবাইল ফোন
২। তুমি নিজ বাড়ি থেকে দুরে কোনো বিদ্যালয়ে ভতি হওয়ার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করবে.
ক. ইন্টারনেট খ. টেলিভিশন
গ. রেডিও ঘ. প্রজেক্টর
উত্তরঃ ইন্টারনেট
৩। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি?
ক. গুগল খ. পিপীলিকা
গ. ফেসুবক ঘ. টেলিফোন
উত্তরঃফেসুবক
৪। তথ্য প্রযুক্তি আমাদের লাঘব করেছে
ক. বুদ্ধিগত কাজ খ. কায়িক শ্রম
গ. যাতায়াত ঘ. কৃষিশ্রম
উত্তরঃ কায়িক শ্রম
৫। কয়জনের সাথে তথ্য বিনিময় করতে হবে
ক. দুই জনের সাথে খ. তিন জনের সাথে
গ. পাচজনের সাথে ঘ. সকলের সাথে
উত্তরঃ সকলের সাথে
৬। তথ্য আমাদের কীভাবে সাহায্য রে ?
ক. নতুন কিছু শিখতে
খ. পারস্পরিক সম্পক নষ্ট করতে
গ. অসচেতন হতে
ঘ. ঘুমাতে
উত্তরঃ নতুন কিছু শিখতে
৭। কাদের সাথে তথ্য আদান প্রদান করতে হবে?
ক. বুদের খ. আত্মীয়দের
গ. পরিবারের ঘ. সবগুলো সঠিক
উত্তরঃ সবগুলো সঠিক
৮। কথাবার্তার মাধ্যমে মনোভাব আদান প্রদান করার প্রক্রিয়াকে কীবলে?
ক. তথ্য বিনিময় খ. যোগাযোগ
গ. আদান প্রদান ঘ. সামাজিকীকরণ
উত্তরঃ তথ্য বিনিময়
৯। ইন্টানেট অর্থ কী?
ক. বিশাল নেটওয়ার্ক খ. ক্ষুদ্র নেটওয়ার্ক
গ. মাছ ধরার জাল ঘ. মাঝারি নেটওয়ার্ক
উত্তরঃ বিশাল নেটওয়াক

১০। নিচের কোনটি আইসিটি?
ক. থামোমিটার খ. ট্রাক্টর
গ. কম্পিউটার ঘ কলম
উত্তরঃ কম্পিউটার
১১। যান্ত্রিক প্রযুক্তিতে কাচামাল হলো বা শক্তি তথ্য প্রযুক্তিতে কাচামাল কোনটি?
ক. তথ্য খ. প্রযুক্তি
গ. বিজ্ঞান ঘ. ধর্ম
উত্তরঃ তথ্য
১২।বর্ত মানে এক ধরনের প্রযুক্তি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবত হচ্ছে এইপ্রযুক্তিকে কী বলে?
ক. আইটি খ. আইসিটি
গ. আইএসটি ঘ. আইটিসি
উত্তরঃ আইসিটি
১৩। বর্তমান যুগকে বলা হয়
ক. প্রাচীন যুগ খ. মধ্যম যুগ
গ. তথ্য প্রযুক্তিরযুগ ঘ. আধুনিক যুগ
উত্তরঃ তথ্য প্রযুক্তিরযুগ
১৪। বর্তমান যুগে প্রতি মুর্হুত কীসের উপর নির্ভরশীল ?
ক. কম্পিউটার খ, টেলিভিশণ
গ. তথ্য প্রযুক্তি ঘ. চিঠি
উত্তরঃ তথ্য প্রযুক্তি
১৫। ইন্টারনেট ব্যবহার করে আমরা নিচের কোন কাজটি করতে পারি?
ক. ভিডিও কনফারেন্স খ. রেলগাড়ি চালনা
গ. বিমান চালনা ঘ. মোটর গাড়ি চালনা
উত্তরঃ ভিডিও কনফারেন্স
১৬। তথ্য প্রযুক্তি বলতে বোঝায়?
ক. তথ্যসংগ্রহ করা খ. তথ্যের প্রক্রিয়া করা
গ. তথ্য প্রেরণকরা ঘ. তথ্য সংগ্রহও তথ্যের প্রক্রিয়া করা
উত্তরঃ তথ্য সংগ্রহও তথ্যের প্রক্রিয়া করা
১৭। আধুনিক পৃথিবীকে কী বলা হয়?
ক. রসায়ন প্রযুক্তির পৃথিবী
খ. জৈব প্রযুক্তির পৃথিবী
গ. তথ্য প্রযুক্তির পৃথিবী
ঘ.  কৃষি প্রযুক্তিরপৃথিবী
উত্তরঃ তথ্য প্রযুক্তির পৃথিবী
১৮।কোনটি তথ্য প্রযুক্তির কাজ?
ক. তথ্যধারণ খ. তথ্য সংরক্ষন
গ. তথ্য বিশ্লেষণ ঘ. সবগুলোই
উত্তরঃ সবগুলোই
১৯। তথ্য প্রযুক্তিতে তথ্যকে বলা হয়
ক. উৎপাদন খ. প্রক্রিয়করণ
গ. ওয়েব পেজ ঘ. কাচামাল
উত্তরঃ কাচামাল
২০। কোনটি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. টেলিফোন ঘ. ইলেকট্রনিক কম্পিউটার
উত্তরঃ ইলেকট্রনিক কম্পিউটার
২১। তথ্য পাঠানোও গ্রহণ করার সচেতন চমকপ্রদ পদ্ধতি কোনটি?
ক. মোবাইলফোন খ. টেলিফোন
গ. ফ্যাক্স ঘ. কম্পিউটার নেটওয়ার্ক
উত্তরঃ কম্পিউটার নেটওয়ার্ক
২২। কোনটি তথ্যপ্রযুক্তির কাজ?
ক, তথ্য প্রেরণ করা খ. তথ্য প্রচার করা
গ. তথ্য ধারণ করা ঘ. ক ও গ
উত্তরঃ ক ও গ
২৩। অনিকা তার ইউনিভাসিটির ভর্তির বিজ্ঞপ্তি বাসায বসে দেখতে গেল। এক্ষেতে সে কোন মাধ্যমে ব্যবহার করেছে?
ক. পেনড্রাইভ খ. ইন্টারনেট
গ. মোবাইল ঘ. রেডিও
উত্তরঃ ইন্টারনেট

২৪। যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে তাকে কীবলে?
ক. তথ্য সংগ্রহ খ, তথ্য বিনিময়
গ. তথ্য সংরক্ষণ ঘ. তথ্য বিপ্লব
উত্তরঃ তথ্য বিনিময়
২৫। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের মৌলিক ধাপ কয়টি?
ক. ২টি খ.৩টি
গ.৪টি ঘ. ৫টি
উত্তরঃ৪টি
২৬। কম্পিউটার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
ক. মনিটর খ. মেমরি
গ. গুগল ঘ. সিপ্ইিউ
উত্তরঃ সিপ্ইিউ
২৭। কম্পিউটারের কোনটি নেই?
ক. স্মৃতি খ. কাজ করার ক্ষমতা
গ. বৃদ্ধি বিবেচনা ঘ. নির্ভূলতা
উত্তরঃ বৃদ্ধি বিবেচনা
২৮।নিচের কোনটি চড়ৎঃধনষব সবসড়ৎু নয়।
ক. মেমরিকার্ড খ. পেনড্রাইভ
গ. সিপিইউ ঘ. ডিভিডি
উত্তরঃ সিপিইউ
২৯। বিশ্বজুড়ে কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াকে কী বলে?
ক. ইন্টারনেট খ. ফ্যাক্স
গ. মোবাইল ঘ. রিমোট কন্ট্রোল
উত্তরঃ ইন্টারনেট
৩০। নিচের কোনটি সার্চ ইঞ্জিন ?
ক. ইয়াহু
খ ইন্টারনেট এক্সপ্লোয়ার
গ. গুগল ক্রোম
ঘ. সবগুলোই
উত্তরঃ ইয়াহু
৩১। নিচের কোনটি সার্চ ইঞ্জিন
ক. মজিলা খ. গুগল ক্রোম
গ. গুগল ঘ. অপেরমিনি
উত্তরঃগুগল
৩২। কোনটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী নেটওয়ার্ক?
ক. মোবাইল খ. ইন্টারনেট
গ. গুগল ঘ. ইয়াহু
উত্তরঃ ইন্টারনেট
৩৩। তথ্যপ্রযুিক্তর ক্ষেত্রে বড় পরিবর্তনের মাধ্যম কোনটি?
ক, ঘোড়া খ. ঢোল
গ. কবুতর ঘ. ইন্টারনেট
উত্তরঃ ইন্টারনেট
৩৪। ইন্টারনেট ব্যবহারের মাধ্যম কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ, ৫টি
উত্তরঃ২টি
৩৫। তুমি ইন্টারনেটের মাধ্যমে থত্য অনুসান করতেপার। এ জন্য কোন ব্রাউজিং সফটওয়্যারটি তুমি ব্যবহার করবে?
ক. ফায়ারফক্স খ. গুগল
গ. মাইক্রোসফট ঘ. ইন্টারনেট
উত্তরঃ ফায়ারফক্স
৩৬। নিরা ইন্টারনেটের সাহায্য ছবি ডাউনলোড করে। সে নিচের কোনটি ব্যবহার করে?
ক. বাষ্পীয় ইঞ্জিন খ. পেট্রোল ইঞ্জিন
গ. ডিজেল ইঞ্জিন ঘ. সার্চ ইঞ্জিন
উত্তরঃ সার্চ ইঞ্জিন
৩৭। ইন্টারনেট এক্সপ্লোরার কী?
ক. ইনপুট ডিভাইস খ. আউটপুট ডিভাইস
গ. হার্ডওয়্যার ঘ. ব্রাউজিং সফটওয়্যার
উত্তরঃ ব্রাউজিং সফটওয়্যার
৩৮। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রথম কাজ কোনটি?
ক. তথ্য সংরক্ষণ খ. তথ্য অনুসান
গ. তথ্য পাচার ঘ. তথ্য ব্যবহার
উত্তরঃ তথ্য সংরক্ষণ
৩৯। কোনটি সবচেয়ে আধুনিক যোগাযোগ প্রযুক্তি?
ক. পোস্টাল ডাক খ. ইন্টারনেট
গ. টেলিফোন ঘ. ফ্যাক্স
উত্তরঃ ইন্টারনেট
৪০। ছাপাখানার উদ্ভাবনের ফলে কোন প্রযুক্তির অগ্রগতি সাধিত হয়েছিল?
ক. যোগাযোগ প্রযুক্তি খ. শিক্ষা প্রযুক্তি
গ. তথ্য প্রযুক্তি ঘ. চিকিৎসা প্রযুক্তি
উত্তরঃ শিক্ষা প্রযুক্তি
৪১। কানটির আবিষ্কার মানুষকে মুখস্ত করায় শ্রম থেকে অনেকটা মুক্তি দিয়েছে?
ক. লিপি খ. কাগজ
গ. ক¤িক্সউটার ঘ. টেপ রেকর্ডার
উত্তরঃ ক¤িক্সউটার
৪২। তথ্য জানার সাথে সাথে আর কী করতে হয়?
ক. গোপন করতে হয় খ. মুছে ফেলতে হয়
গ. সংরক্ষণ করতে হয় ঘ. যোগাযোগ করতে হয় 
উত্তরঃ সংরক্ষণ করতে হয়
৪৩। যেকোনো পরিস্থিতি সম্পর্কে সংগৃহীত খবরকে কী বলে?
ক. তথ্য খ. উপাত্ত
গ. সংবাদ ঘ. সংকেত
উত্তরঃ. তথ্য
৪৪। তুমি গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য খুঁজতে চাও। 
তুমি ধফফৎবংং নড়ী-এ কী লিখবে?
ক. িিমিড়ড়মষবপড়স
খ. িিমিড়ড়মষব.পড়স
গ. িি.িমড়ড়মষবপড়স
ঘ. িি.িমড়ড়মষব.পড়স
উত্তরঃ িি.িমড়ড়মষবপড়স
৪৫। কোনটির সাহায্যে ইন্টারনেট হতে প্রাপ্ত তথ্য সংরক্ষণ করা যায়? 
ক. সিপিইউ খ. মনিটর
গ. পেনড্রাইভ ঘ. মাউস
উত্তরঃপেনড্রাইভ
৪৬। গুগল কী?
ক. সার্চ ইঞ্জিন খ. ব্রাউজিং সফটওয়্যার
গ. সিস্টেম সফটওয়্যার ঘ. হার্ডওয়্যার
উত্তরঃ ব্রাউজিং সফটওয়্যার
৪৭। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ক¤িক্সউটারে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াটির নাম কী?
ক. ইন্টারনেট খ. গুগল
গ. ওয়েবসাইট ঘ. ওয়েবপেজ
উত্তরঃ ইন্টারনেট
৪৮। নিচের কোনটি ব্রাউজিং সফটওয়্যার?
ক. গুগল খ. বিং 
গ. মজিলা ফায়ারফক্স ঘ. ইয়াহু
সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো
ক. কৃষি প্রযুক্তি খ. যাতায়াত প্রযুক্তি
গ. তথ্য প্রযুক্তি ঘ. গৃহনির্মাণ প্রযুক্তি
উত্তরঃ তথ্য প্রযুক্তি











2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন