৫ম শ্রেণির বিজ্ঞান বহুনির্বাচনী ৪ অধ্যায় বায়ু

৫ম শ্রেণির বিজ্ঞান বহুনির্বাচনী ৪ অধ্যায় বায়ু


পঞ্চম/ ৫ম শ্রেণির বিজ্ঞান ৪ অধ্যায় বায়ু এর বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়া হলো। প্রাথমিক শিক্ষা সমাপনী ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো শিক্ষার্থীরা অধ্যায়ন করলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।

৫ম শ্রেণির বিজ্ঞান ৪ অধ্যায় বায়ু এর বহুনির্বাচনী প্রশ্ন উত্তর


১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? 
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড 
গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প 
উত্তরঃ নাইট্রোজেন
২. উঁচু পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে কোন কোন গ্যাস নিয়ে যেতে হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড 
গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড 
উত্তরঃ অক্সিজেন
৩. কোন গ্যাসটি বিষাক্ত? 
ক. অক্সিজেন খ. কার্বন-ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড
উত্তরঃ কার্বন মনোক্সাইড
৪. জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে? 
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. নিয়ন
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড
৫. গাড়ির কালো ধোঁয়ায় কোনটি থাকে? 
ক. পানিকণা খ. সালফার কণা 
গ. অক্সিজেন কণা ঘ. কার্বন কণা 
উত্তরঃ কার্বন কণা
৬. আগুন জ্বালাতে কী প্রয়োজন হয়? 
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. ফসফরাস 
উত্তরঃ অক্সিজেন
৭. পানিতে অক্সিজেন কী অবস্থায় থাকে? 
ক. খ. তরল অবস্থায় 
গ. জলীয় অবস্থায় ঘ. জমাটবদ্ধ অবস্থায় 
উত্তরঃ দ্রবীভূত অবস্থায়
৮. শ্বাসকষ্টের রোগীর জন্য সিলিন্ডারে কী গ্যাস রাখা হয়? 
ক. অক্সিজেন খ. মিথেন
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
উত্তরঃ  অক্সিজেন
৯. পাহাড়-পর্বতের চূড়ায় কোন গ্যাস কম থাকে? 
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড 
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
উত্তরঃ  অক্সিজেন
১০. বায়ুর কোন উপাদান আমরা গ্রহণ করি? 
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
উত্তরঃ অক্সিজেন
১১. ইউরিয়া সার তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? 
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প
উত্তরঃ  নাইট্রোজেন
১২. আমরা যে কোমল পানীয় পান করি তাতে মিশানো হয় কোনটি? 
ক. জলীয় বাষ্প খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
১৩. কোন ধরনের বৃষ্টি সকল জীবের জন্য ক্ষতিকর? 
গ. এডিস বৃষ্টি ঘ. ক্ষার বৃষ্টি
উত্তরঃ
১৪. কোনটি বৃষ্টির পানিকে এসিডযুক্ত করে? 
ক. কার্বন ডাই অক্সাইড খ. সালফার অক্সাইড
গ. কার্বন মনোক্সাইড ঘ. পারঅক্সাইড
উত্তরঃ  সালফার অক্সাইড
১৫. মাছ, মাংস, ফল ইত্যাদি খাদ্য টিনজাতের মাধ্যমে সংরক্ষণ করার সময় ব্যবহৃত হয়  
ক. অক্সিজেন গ্যাস খ. নাইট্রোজেন গ্যাস 
গ. কার্বন ডাই অক্সাইড ঘ. কার্বন মনোক্সাইড

উত্তরঃ  নাইট্রোজেন গ্যাস
১৬. ইটের ভাটা কোথায় স্থাপন করা উচিত?
ক. লোকালয় থেকে দূরে খ. লোকালয়ের কাছে
গ. বস্তির পাশে ঘ. গ্রামের ঠিক মাঝখানে
১৭. চুল শুকানো যন্ত্রে কী প্রবাহিত হয়?
ক. ঠাÐা বায়ু খ. গরম বায়ু√
গ. অক্সিজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড
১৮. কোন গাছের পাতা দিয়ে চরকা বানানো যায়?
ক. নারকেল√ খ. বেল
গ. তেঁতুল ঘ. বাঁশ
১৯। কোনটি ছাড়া আগুন জ¦ালানো অসম্ভব?
ক. নাইট্রোজেন খ. জলীয়বাষ্প 
গ. কার্বন ডাইঅক্সাইড√ ঘ. অক্সিজেন
২০. বায়ুদূষণ রোধে তুমি কী করবে?  
ক. যেখানে সেখানে ময়লা ফেলবো
খ. বেশি করে গাছ লাগাবো√
গ. বেশি করে গাছ কাটবো
ঘ. যেখানে সেখানে থুথু ফেলবো
২১. বায়ূ দূষনের ফলে নিচের কোন রোগটি হয়?
ক.হৃদরোগ খ. চর্মরোগ
গ. হাম ঘ.কাশি
উত্তরঃ হৃদরোগ
২২. জীবাশ্ম পোড়ানোর ফলে বাতাসে কী নির্গত হয়?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড
উত্তরঃ কার্বন ডাইঅক্সাইড
২৩। জীবাশ্ম জ্বালানি পোড়ানের ফলে কোনটি ঘটে?
ক. এসিড বৃষ্টি খ. জনসংখ্যা বৃদ্ধি
গ. ভুমিকম্প ঘ. ভুমিক্ষয়
উত্তরঃ এসিড বৃষ্টি
২৪. বায়ুতে দুষিতগ্যাস বেড়ে গেলে কী হয়?
ক. উষ্ণতা বৃদ্ধি পায় খ. এসিড বৃষ্টি হয়
গ. অনেক লোক মারা যায় ঘ. ক ও খ সঠিক
উত্তরঃ ক ও খ সঠিক
২৫. বিভিন্ন কারণে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে পরিবেশে কী ঘটে?
ক. উষ্ণতা বৃদ্ধি পায় খ. উষ্ণতা কম
গ. উষ্ণতা স্থিতিশীল থাকে ঘ. ঠান্ডা বাড়ে
উত্তরঃ
২৬. আমাদের স্বাস্থ্যের জন্য ্ক্ষতিকর উপাদান কোনটি?
ক. বায়োগ্যঅস খ. নলকুপের পানি
গ. কার্বমনোক্সাইড ঘ. অক্সিজেন
উত্তরঃ কার্বমনোক্সাইড
২৭. বায়ুদুষনের কারণে মানবদেহে কোন মারাত্বক রোগটি হয়?
ক.বসন্ত খ. এলার্জি
গ. টিউমার ঘ. টাইফয়েড
উত্তরঃ এলার্জি
২৮. এসিড বৃষ্টির ফলে কী হয়
ক. জীব দ্রæত বৃিদ্ধ পায় খ. জীব মারা যেতে পারে
গ.পুকুরের পানি বিশুদ্ধ হয় ঘ. ফসলের ফলন বৃদ্ধি পায়
উত্তরঃ জীব মারা যেতে পারে
২৯.মুক্তা শ্বাসকষ্টের রোগী। এই রোগের কারণ
ক. মাটি দুষণ খ. শব্দ দুষণ
গ. পানি দুষণ ঘ. বায়ু দুষন
উত্তরঃ বায়ু দুষন
৩০. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণ কোনটি ?
ক. বায়ু দূষণ খ. পানি দূষণ
গ. শব্দ দুষণ ঘ. মাটি দূষণ
উত্তরঃ বায়ু দূষণ
৩১. বায়ুদুষন কীসের উপর প্রভাবে ফেলে?
ক. কান খ. ত্বক
গ.নাক ঘ. স্বাস্থ্য
উত্তরঃস্বাস্থ্য
৩২. মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
ক. অক্সিজেন খ. মাছ
গ.বায়ু দুষণ ঘ. মাংস
উত্তরঃ বায়ু দুষণ
৩৩. বায় ু দুষনের ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে এসিড বৃষ্টি দেখা দিচ্ছে। এই এডিস বৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক. কার্বন ডাইঅক্সাইড খ.কার্বন কণা
গ. সালফার অক্সাইড ঘ. নাইট্রোজেন অক্সাইড
উত্তরঃ সালফার অক্সাইড
৩৪. কয়লার সাথে কোনটি মিশে থাকে?
ক.অক্সিজেন খ.জলীয় বাষ্প
গ.নাইট্রোজেন ঘ. সালফার
উত্তরঃ সালফার
৩৫. ঢাকার বাতাসে বিষাক্ত সিসা বৃদ্ধির ফলে কোনি টহয়?                                
ক. শব্দ দুষণ খ. পানি দুষণ
গ.বায়ূ দুষণ ঘ. মাটি দূষণ
উত্তরঃ বায়ূ দুষণ
৩৬. এসিড বৃষ্টি হয় কোন কারণে?
ক. মাটি দুষনের কারণে খ. বায়ু দুষনের কারণে
গ. পানি দুষনের কারণে ঘ. গাছ কাটার কারণে
উত্তরঃ বায়ু দুষনের কারণে
৩৭. দূষিত বায়ুর কারণে মানবদেহে কোন মারাত্বক রোগটি হতে পারে?
ক. পোলিও খ. বসন্ত
গ.প্লেগ ঘ. ফুসফুসে ক্যান্সার
উত্তরঃ ফুসফুসে ক্যান্সার
৩৮. দুষিত বায়ুর ফলে মানুষের কোন রোগটি হয়?
ক. কলেরা খ. টাইফয়েড
গ.হাপানি ঘ. আমাশয়
উত্তরঃ হাপানি
৩৯. নিচের কোনটি বষ্টির পানিতে মিশে বৃষ্টি পানিকে এসিডযুক্ত করে?
ক.ফসফরাসের অক্সাইড খ. কার্বন ডাইঅক্্রাইড
গ.সালফারের অক্সাইড ঘ. নাইট্রোজেনের অক্সাইড
উত্তরঃ সালফারের অক্সাইড
৪০. বায়ু দূষনের ফলে কোনি টঘটে?
ক. দাবানল খ. ডায়রিয়া
গ.এডিস বৃষ্টি ঘ. ঘুমে ব্যাঘাত
উত্তরঃদাবানল
৪১. পলুদের বাড়ির চারপাশে আবর্জনার স্তুপ রয়েছ্ েপলুর ভাইটি শ্বাসকষ্টে ভুগছে। পলুর ভাইটি কী কারণে রোগন্ত
ক. পানি দুষনের ফলে খ. বায়ু দুষনের ফলে
গ.মাটি দুষনের ফলে ঘ. শব্দ দুষনের ফলে
উত্তরঃ বায়ু দুষনের ফলে
৪২. তোমাদের বাসার পাশে একটি ইটের ভাটা ভাটা রয়েছে। এর ফলে তোমাদের এলাকায় কী প্রভাব পড়বে?
ক. এলাকায় শব্দ দুষণ হবে খ. এলাকায় পানি দুষণ হবে
গ. এলাকায় বায়ু দুষিত হবে ঘ. এলাকায় মাটি দুষণ হবে
উত্তরঃ এলাকায় বায়ু দুষিত হবে
৪৩. প্রত্যয়দের আমগাছের মুকুল সব নষ্ট হয়ে গেছে। মা বললেন এসিড বৃষ্টির জন্যই এমনটা হয়েছে। এ ঘটনার জন্য দায়ী হলো 
ক. শব্দ দুষণ খ. পানি দূষণ
গ. বায়ূ দূষন ঘ. মাটি দূষণ
উত্তরঃ বায়ূ দূষন
৪৪. বায়ুকল কোন কাজেলাগে?
ক. কাপড় শুকাতে খ. গাড়ি চালাতে
গ. সেচের কাজ ঘ. ছবি তুলতে
উত্তরঃসেচের কাজ
৪৫. রহিম একটি তালপাতার চরকা ঘুরাছে কীসের প্রভাবে চরকাটি ঘুরছে।
ক. অক্সিজেন খ. বায়ুপ্রবাহ
গ. আলোকশক্তি ঘ. বৈদ্যুতিক শক্তি
উত্তরঃ বায়ুপ্রবাহ
৪৬. হালিমার মা ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করে। এযন্ত্রটির মধ্য দিয়ে কী প্রবাহিত হয়?
ক.ঠান্ডা বায়ু খ. গরম বায়ু
গ. শীতল বায়ূ ঘ. আর্দ্র বায়ু
উত্তরঃ গরম বায়ু
৪৭. নদী তীরে বসে তুমি বায়ু প্রবাহ অনুভব করলে। এ প্রবাহকে আমরা কোন কাজে লাগাতে পারি?
ক. গাড়িচালাতে খ. রিকসা চালাতে
গ.গাছপালা কাটতে ঘ. পালতোলা নৌকায়
উত্তরঃ পালতোলা নৌকায়
৪৮.একটি ছেলে গাছের পাতার চরকা বানাল। সে কোন গাছের পাতা ব্যবহার করল?
ক. নারিকেল খ. বেল
গ. তেতুল ঘ. বাশ
উত্তরঃ নারিকেল
৪৯. নদীতে মাঝিরা পালতোলা নৌকা চালিে নারিকেল য় যাত্রী পারাপর করে । কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়?
ক. সৌরশক্তি খ. তড়িৎশক্তি
গ.যান্ত্রিক শক্তি ঘ. বায়ু শক্তি
উত্তরঃ বায়ু শক্তি
৫০. পলি গরমে বৈদ্যুতিক পাথার বায়ুপ্রবাহ ব্যবহার করে শরীরঠান্ডা করে। নিচের কোনটি বায়ু প্রবাহের ব্যবহার।
ক. সাইকেলের টায়ার ফোলানো
খ. চরকা ঘুরানো
গ. আগুণ নেভানো
ঘ. ফুটবল ফোলানো
উত্তরঃ চরকা ঘুরানো

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন