সরকারি চাকরিজীবিদের ibas++ এ একাউন্ট করা হয়েছে। যেখানে user ID হিসেবে ব্যক্তির মোবাইল নম্বর অথবা ই-মেইল আইডি ব্যবহার করা হয়েছে।
ibas++ এর সাথে বাংলাদেশ টেলিযোগাঘোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)- এর মধ্যে Application Programing Interface (API) চুক্তি সম্পাদনের পর দেখা যায় যে, iBAS++ User registration এ ব্যবহৃত বহুসংখ্যক মোবাইল সিম NID এর অনুকূলে রেজিস্ট্রেশনকৃত নয় ৷ অতি জরুরী ভিত্তিতে NID এর বিপরীতে মোবাইল সিম রেজিস্ট্রেশন সম্পন্ন করা না হলে বর্ণিত user ID তে এন্ট্রিকৃত সকল ডেটা ৩১-১২-২০২২ খ্রি. এর পর ibas++ সিস্টেম হতে স্বয়ংক্রিয্পভাবে user ID নিষ্ক্রিয় হয়ে যাবে। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে উক্ত সিমসমুহ NID এর অনুকূলে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
👉 আপনার নামে নিবন্ধিত সিম/ রিম সংখ্যা এবং নাম্বার জানতে ডায়াল করুন *১৬০০১#
🤔 ibas++ এ ব্যবহৃত সিম যদি আপানার NID তে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি দুটি কাজ করতে পারেন।
- সিমটির মালিকানা আপনার NID তে করে নিতে পারেন।
- ibas++ এ আপনার NID তে রেজিস্ট্রেশনকৃত নম্বর যোগ করতে পারেন।
👇👇সিমের মালিকানা কিভাবে পরিবর্তন করবেন। 👇👇
- পূর্বের মালিকের ও বর্তমান মালিকের অরিজিনাল NID ও সাথে ১টি করে ফটোকপি
- পূর্বের মালিকের ১কপি ও বর্তমান মালিকের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- পূর্বের মালিককে স্বশরীরে উপস্থিত থাকতে হবে
- ১০০/২০০ টাকা