ইএফটি ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তন করবেন যেভাবে |
সরকারি চাকুরিজীবিদের অনেকেই জানেন না iBAS++ বা ইএফটি(EFT) ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তনের নিয়ম। অনেকেই ভয় পান এটা পরিবর্তন করতে। অনেকে মনে করেন এটা খুবি ঝামেলার। কিন্তু সঠিক নিয়ম জানা থাকলে এটা কোনো ঝামেলার না। আসুন জেনে নেওয়া যাক ইএফটি(EFT) ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তন করতে হয় কিভাবে।
যদি আপনার বর্তমান হিসেবের বিপরীতে ব্যাংকে কোনো ঋণ না থাকে তাহলে আপনি যেকোনো ব্যাংকের হিসেবে বেতন নিতে পারবেন। তবে তার পূর্বে আপনার কোনও দায় দেনা নেই এই মর্মে আপনার একটি প্রত্যয়ন পত্র NOC(No objection certificate) বর্তমান ব্যাংক থেকে নিতে হবে।
ইএফটি(EFT) ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তন
ইএফটি(EFT) ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তন করতে আপানর যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আগে জেনে নেওয়া যাক।
- সোনালী ব্যাংকে নতুন একাউন্ট খোলা( চেকের কপি)
- এনআইডি ফটোকপি
- অগ্রণী ব্যাংক থেকে NOC(No objection certificate) সংগ্রহ।
- আপনার অফিস প্রধান/ডিডিও বরাবর হিসাব নম্বর পরিবর্তনের আবেদন করতে হবে। পূর্ববর্তী হিসাব নম্বরের NOC ও নতুন হিসাব নম্বরের চেকের ফটোকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
ডিডিও তার আইডি থেকে ব্যাংক হিসাব নম্বর পরিবর্তন করে দিলে সংসংশ্লিষ্ট ব্যক্তির নাম্বারে এসএমএস চলে আসে। তবে যতক্ষণ হিসাবরক্ষণ এপ্রুভ না করে ততক্ষণ কার্যকর হয় না। দ্রত কার্যকর করার জন্য হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে পারেন।
👉 প্রাথমিক শিক্ষকদের জন্য ডিডিও হচ্ছেন উপজেলা শিক্ষা অফিসার।
উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার ইএফটি(EFT) ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তন করতে পারবেন।
ইএফটি ব্যাংক একাউন্ট নম্বর পরিবর্তন noc |
আরো পড়ুনঃ