EFT বা iBAS++ এ মোবাইল নম্বর পরিবর্তন
ibas++ এ NID এর বিপরীতে মোবাইল সিম রেজিস্ট্রেশন সম্পন্ন করা না হলে বর্ণিত user ID তে এন্ট্রিকৃত সকল ডেটা ৩১-১২-২০২২ খ্রি. এর পর ibas++ সিস্টেম হতে স্বয়ংক্রিয্পভাবে user ID নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই সকলের মোবাইল নম্বর পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।
অথবা অন্য কারণেও EFT বা iBAS++ থেকে ব্যক্তির মোবাইল নম্বর পরিবর্তনের প্রয়োজন হতে পারে। নিচে আমরা দেখবো কিভাবে EFT বা iBAS++ থেকে মোবাইল নম্বর পরিবর্তন করতে হয়।
আপনি কর্মকর্তা বা SDO হয়ে থাকলে👇
আইবাস++ এ লগিন করে মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য Mobile No Change Request(Self) মেনু থেক নতুন মোবাইল নম্বরের তথ্য এন্ট্রি করতে পারবেন।
আপনি কর্মচারী হয়ে থাকলে👇
আইবাস++ এ আপনার মোবাইল নম্বর পরিবর্তনের জন্য আপনার DDO বারাবর একটি আবেদন করুন।
DDO যেভাবে মোবাইল নম্বর পরিবর্তন করবেন: DDO আইডিতে লগিন করে
Mobile No Change —> Mobile No Change Request Entry(Staff) সিলেক্ট করতে হবে
Mobile No Change —> Mobile No Change Request Forward(By DDO) মেনুর মাধ্যমে DDO কর্তৃক কর্মকর্তা এবং কর্মচারী উভয়ের মোবাইল নম্বরের তথ্য যাচাই করে হিসাব রক্ষন অফিসে অগ্রায়ণ করবেন।
Accounts Office যেভাবে করবেন:
Employee Management—> Mobile No Change Request Approve অপশন থেকে মোবইল নম্বরটি সচল করতে হবে।
আরো পড়ুনঃ
মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাচ্ছি
উত্তরমুছুন