প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইমস্কেল প্রাপ্যতা ১৪/১২/২০১৫ তারিখ পর্যন্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৪/১২/২০১৫ তারিখ পর্যন্ত টাইমস্কেল প্রাপ্যতা প্রসঙ্গে চিঠি দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে ৯/৩/২০১৪ থেকে ১৪/১২/২০১৫ তারিখ পর্যন্ত টাইমস্কেল প্রাপ্যতার বিষয়ে বিগত ১৫ অক্টোবর ২০২০ সালের অর্থ বিভাগ থেকে জারিকৃত স্বরকটি অনুসরণ করতে হবে।

অর্থ বিভাগের ১৫ অক্টোবর ২০২০ স্মারকে যা বলা ছিলো। তা সহ সকল চিঠি নিচে দেওয়া হলো।

উপর্যুক্ত বিষয়ে ১নং সুত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানালো যাচ্ছে যে, ইত:পূর্বে অর্থ বিভাগের সুত্রোক্ত ০৩ তিনটি স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের টাইমস্কেল প্রদান বিষয়ে মতামত প্রদান করা হয়েছে।

২। এ বিষয়ে পুনরায় জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালরের প্রধান শিক্ষকদের পদমর্যাদা
৯/০৩/২০১৪ খ্রি, তারিখ থেকে ২য় শ্রেণিতে উন্নীত করা হয়েছে বিধায় তৃতীয় শ্রেণির চাকুরিকালের সাথে ২য় শ্রেনির  চাকুর়িকাল গণনা করে জাতীয় বেতনস্কেল, ২০০৯ এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী তারা টাইমস্কেল প্রাপ্য হবেন না। উল্লেখ্য, টাইমস্কেল প্রদানের ক্ষেত্রে তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য জাতীয় বেতলক্ষেল, ২০০৯ এর ৭(১) নং অনুচ্ছেদ এবং ২য় শ্রেণির কর্মচারীদের জন্য ৭(২) নং অনুচ্ছেদ প্রযোজ্য। 

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইমস্কেল


অর্থ বিভাগের ১৫ অক্টোবর ২০২০ স্মারক



নিচে ২০০৯ সালের জাতীয় বেতনস্কেলের ৭(১) ও ৭(২) দেওয়া হলো।

২০০৯ সালের জাতীয় বেতনস্কেলের ৭(১) ও ৭(২)




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন