প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ প্রশ্ন সমাধান ও মার্কিং স্কীম

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ প্রশ্ন সমাধান


আজ ৩০ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২। এই পরীক্ষায় মোট ১০০  নম্বরের প্রশ্নপত্র ছিলো যেখানে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বর ছিলো।

৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একই প্রশ্নপত্রে চারটি বিষয়ের পরীক্ষা সংঘটিত হয়েছে। এই বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর লেখার ব্যবস্থা থাকায় শিক্ষার্থী বাড়ি নিয়ে আসার মত কোন প্রশ্ন ছিলোনা। তাই কোন প্রশ্নে কিভাবে উত্তর দিয়েছে তা শিক্ষার্থীর অভিভাবক জানতে পারবেনা।

আজকের পোস্টে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান  বিষয়ের প্রশ্ন সমাধান দেওয়া হবে। 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ ইংরেজি প্রশ্ন সমাধান

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ ইংরেজি প্রশ্ন সমাধান
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ ইংরেজি প্রশ্ন সমাধান

B. Short composition:
    Write a short composition about "The Liberation of Bangladesh" [write at least 10 sentences]

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বাংলা প্রশ্ন সমাধান

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বাংলা প্রশ্ন সমাধান
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বাংলা প্রশ্ন সমাধান



প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ গণিত প্রশ্ন সমাধান

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ গণিত প্রশ্ন সমাধান
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ গণিত প্রশ্ন সমাধান




(খ.২) একটি বাক্সের ২০টি আপেলের মধ্যে ৩টির ওজন মেপে যথাক্রমে ৩৩৫গ্রাম, ৩২০ গ্রাম এবং ৩৭১ গ্রাম পাওয়া গেল।
(১) গড় নির্ণয়ের সূত্রটি লেখ।   ১
(২) আপেল তিনটির গড় ওজন কত?   ২
(৩) গড় ওজনের ভিত্তিতে ২০টি আপেলের মোট ওজন নির্ণয় কর।  ২

সমাধানঃ
১. গড় নির্ণয়ের  সূত্রটি হলো = রাশিগুলির যোগফল ÷ রাশিগুলির মোট সংখ্যা

২. আপলে তিনটির মোট ওজন = ৩৩৫+৩২০+৩৭১
            = ১০২৬ গ্রাম
আপেল তিনটির গড় ওজন = ১০২৬÷৩
            =৩৪২ গ্রাম

৩. ’খ’ থেকে পাই আপেল তিনটির গড় ওজন ৩৪২গ্রাম
গড় ওজনের ভিত্তিতে ২০ টি আপেলের মোট ওজন = ৩৪২✕২০
        = ৬৮৪০ গ্রাম
        = ৬ কেজি ৮৪০ গ্রাম

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বিজ্ঞান প্রশ্ন সমাধান



প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বিজ্ঞান প্রশ্ন সমাধান
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ বিজ্ঞান প্রশ্ন সমাধান

রচনামূলক প্রশ্নের উত্তর

খ. ১ \ গ্রিন হাউজ কী? গ্রিন হাউজের ভেতরের পরিবেশ গরম থাকে কেন? ব্যাখ্যা কর।
উত্তর : শীত প্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকতে পারে না সেখানে কাচের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয় যাকে গ্রিন হাউজ বলে।।

গ্রিন হাউজ তৈরির মূল উপাদান কাচ, যা তাপ কুপরিবাহী বলে এতে প্রবেশ করা সূর্যের তাপ বেরিয়ে যেতে পারে না। তাই ভেতরের পরিবেশ গরম থাকে।
শীতপ্রধান দেশে তীব্র শীতের কারণে গাছপালা বেঁচে থাকতে পারে না। সেখানে কাচের তৈরি ঘরে শাকসবজির চাষ করা হয় যা গ্রিন হাউজ নামে পরিচিত। সূর্যের তাপ এ কাচ ভেদ করে ভেতরে প্রবেশ করে যা গাছপালা বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। কিন্তু এ তাপ কাচ ভেদ করে বাহিরে আসতে পারে না।

২. আহ্নিক গতি কাকে বলে? ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর?

উত্তর: পৃথিবীর তার নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে এটাকে আহ্নিক গতি বলে।

আমরা জানি পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সেই সাথে সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্য কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে গিয়ে যথাক্রমে গ্রীষ্ম বা শীত ঋতু ঘটায়।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর প্রশ্নের উত্তরপত্র সহ মার্কিং স্কীমঃ Download pdf


আরো পড়ুনঃ

7 মন্তব্যসমূহ

  1. বাংলা্র ১০ নম্বরের যে প্রশ্ন তার দেওয়া হয়নি

    উত্তরমুছুন
  2. Marking sheet a ato bhul thakle a jatir future ki hobe?

    উত্তরমুছুন
  3. ইংরেজি প্রশ্নের উত্তর দেয়া হয়নি

    উত্তরমুছুন
  4. গনিতের সৃজনশীল দুইটার ও এমসিকিউরগুলোর সমাধান দেন

    উত্তরমুছুন
  5. কোন ক্লাস থেকে বৃত্তি পরীক্ষা দিতে পারে?

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন