প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সকল প্রকার উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণ ও মেরামত কার্যক্রমের উপর মাঠ পর্যায়ে অগ্রগতি পর্যালোচনা, সমস্যা নিরসন ও অবকাঠামোর চাহিদা নিরুপণ সংক্রান্ত বিভাগীয় পর্যায়ের নিম্নরুপ কমিটি গঠন করা হয়েছে যা নিম্নরুপ
কমিটির কার্যপরিধি:
ক) কমিটি প্রতি তিন মাস অন্তর বিভাগীয় পর্যায়ে একটি সভা আয়োজন করবে এবং কমিটির সদস্যবৃন্দ ও অংশগ্রহণকারীগণের উপস্থিতি নিশ্চিতকরণ করবে;
খ) পিইডিপি৪, জিপিএস, এনএনজি পিএস এবং ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের আওতায় সম্পন্ন এবং চলমান পূর্ত ও অন্যান্য কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা;
গ) চলমান পূর্তকাজ ও মেরামত সংক্রান্ত কাজের মান যাচাই এবং এ সংক্রান্ত পর্যালোচনা ও সুপারিশ প্রদান;
ঘ) পূর্তকাজ ও মেরামত সংক্রান্ত বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধানের জন্য সুপারিশ প্রদান;
ঙ) পূর্ত/নির্মাণ কাজের তালিকা যাচাইকরণ এবং অগ্রাধিকারভিত্তি ক চাহিদা নিরুপণ;
চ) কমিটির সদস্যবৃন্দ ও সকল অংশগ্রহণকারী পিইডিপি৪ এর জন্য প্রাগম কর্তৃক অনুমোদিত হারে সম্মানীভাতা ও মিটিং ম্যাটেরিয়ালস প্রাপ্য হবেন;
ছ) কমিটি প্রয়োজনে যেকোন সদস্য কো-অপ্ট করতে পারবে।
Tags:
প্রাথমিক শিক্ষা