প্রত্যেক বছরের ন্যায় এ বছর ২০২৩ সালেও আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ শুরু হতে যাচ্ছে। এ বছর ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই অন্তরে তার প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিক্রিয়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা। এবারের বার্ষিক আন্তরিক প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিছুটা ভিন্নতা আনা হয়েছে এবং সবকিছু নিয়ে ২৬ জানুয়ারি ২০২৩ একটি চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি অনুযায়ী বিস্তারিত নিচে তুলে ধরা হলো।
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়ার খেলাসমূহ
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নিম্নোক্ত খেলাগুলো করানো হয়ে থাকে।
’ক’ বিভাগঃ ১ম ও ২য় শ্রেণি
- ৫০ মিটার দৌড়
- দীর্ঘ লাফ
- ৩০ মিটার বিস্কুট দৌড়
- টেনিস বল নিক্ষেপ
’খ’ বিভাগঃ ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি
- ১০০ মিটার দৌড়
- দীর্ঘ লাফ
- উচ্চ লাফ
- ক্রিকেট বল নিক্ষেপ
- ভারসাম্য দৌড়
- অংক দৌড়
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক বিষয়সমূহ
’ক’ বিভাগঃ ১ম ও ২য় শ্রেণি
- ছড়া (আবৃত্তি)
- চিত্রাঙ্কন
- গান
- নৃত্য
- সুন্দর হাতের লেখা (বাংলা)
’খ’ বিভাগঃ ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি
- কবিতা আবৃত্তি
- চিত্রাঙ্কন
- নৃত্য
- গল্প বলা
- গান (পল্লীগীতি/লোকগীতি/অন্যান্য)
- উপস্থিত বক্তৃতা
- একক অভিনয়
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগীতা
- বাংলা
- ইংরেজি
- গণিত
- সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী)
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় কাবিং
শুধুমাত্র ‘খ’ বিভাগ কাবিং এ অংশগ্রহণ করতে পারবে।
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর সময়সূচী
পদক নীতিমালায় ৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের সময়সূচী নিম্নরূপ
বিশেষ দ্রষ্টব্যঃ
- ক গ্রুপে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খ গ্রুপ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী
- ছাত্র/ছাত্রী পৃথক গ্রুপে হবে
- ক গ্রুপের ছাত্র/ছাত্রীবৃন্দ কেবল বিদ্যালয় ইউনিয়ন ও উপজেলা থানা পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে
- খ গ্রুপের ছাত্র/ছাত্রীবৃন্দ বিদ্যালয় হতে জাতীয় পর্যায়ে পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে
- প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা ২০২২ অনুসরণ করতে হবে
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বয়স ও উচ্চতাঃ দেখুন
২০২৩ সালের নোটিশ অনুযায়ী বয়স ও উচ্চতা নির্ধারিত আছে কি?
উত্তরমুছুনবয়স ও উচ্চতা সম্পর্কে বিস্তারিত জানতে উপরের ”বয়স ও উচ্চতা দেখুন” লিংকে ক্লিক করুন।
মুছুন