ইনডাকশন প্রশিক্ষণ কি?
ইনডাকশন প্রশিক্ষণ হচ্ছে নতুন নিয়োগপ্রাপ্ত চাকরিজীবিদের চাকরি সম্পর্কিত কিছু ধারণাদান সম্পর্কিত প্রশিক্ষণ।
যেমন প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নতুন যোগদান করলে তাকে নিন্মোক্ত বিষয়গুলো জানানো হয়।
প্রাথমিক ইনডাকশন প্রশিক্ষণের বিষয়বস্তু
১. প্রাথমিক শিক্ষা পরিচিতি
২. প্রাথমিক শিক্ষা সংশি−ষ্ট প্রতিষ্ঠান
৩. প্রাক-প্রাথমিক শিক্ষা একীভূত শিক্ষা
৪. শিক্ষাক্রম
৫. প্রান্তিক যোগ্যতা
৬. শিখন শেখানো সামগ্রী
৭. সম্পূরক পঠন সামগ্রীর ব্যবহার ও গুরত্ব
৮. শিখন শেখানো পদ্ধতি ও কৌশল
৯. শিক্ষা উপকরণ তৈরি ও সংগ্রহ
১০. মূল্যায়ন
১১. ধারাবাহিক মূল্যায়ন কৌশল
১২. পাঠ পরিকল্পনা
১৩. শ্রেণি ব্যবস্থাপনা
১৪. শ্রেণি কার্যক্রম পরিচালনায় বিবেচ্য বিষয়সমূহ
১৫. শিক্ষক যোগ্যতা
১৬. সহশিক্ষাক্রমিক কার্যক্রম
১৭. চাকরিবিধি
১৮. গণকর্মচারী শৃংখলা (নিয়মিত উপ¯িহতি) অধ্যাদেশ ১৯৮২ চাকরি বিধি:সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯ সরকারি কর্মচারী(শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ১৯৮৫
১৯ ছুটিবিধি
২০. শিক্ষকতা পেশায় আচরণ
নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ উদ্দেশ্য :
- প্রাথমিক শিক্ষার কাঠামো, লক্ষ্য, উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা শিখনফল, শিক্ষাক্রম, পাঠ্যসূচি ইত্যাদি বিষয়ে ধারণা লাভে সহায়তা করা।
- শ্রেণিতে শিখন শেখানো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতি, কৌশল, বিভিন্ন প্রকার শিখন শেখানো সামগ্রী, শিক্ষা উপকরণ এর ব্যবহার ইত্যাদি বিষয়ে ধারণা লাভে সহায়তা করা
- শ্রেণি ব্যবস্থাপনার প্রয়োজনীয় কৌশল ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্রেণিকক্ষের মানোন্নয়নে সক্ষম করে তোলা।
- যে কোন বিষয়ে শিখানো কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ পাঠ পরিকল্পনা তৈরি করতে সক্ষম করে তোলা ।
- শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিভিন্ন কৌশল জানা ও প্রয়োগ করতে সমর্থ করা।
- সহশিক্ষাক্রমিক কার্যাবলি পরিচালনার কৌশল জানতে সহায়তা করা।
- প্রাথমিক শিক্ষা সংশি−ষ্ট অন্যান্য সব প্রতিষ্ঠান ও কমিটি সম্পর্কে ধারণা লাভে সহায়তা করা।
- নিজের ধারাবাহিক পেশাগত উন্নয়নের সম্যক জ্ঞান লাভে সহায়তা করা।
- চাকুরি সংক্রান্ত প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে ধারণা লাভ করা এবং উক্ত বিধিবিধান মেনে
- চলতে আগ্রহী করে তোলা।
নব নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা এই ইনডাকশন ট্রেনিং ম্যানুয়ালটি পড়লে তাদের জন্য ইনডাকশন প্রশিক্ষণটি সহজ ও ফলপ্রসু হবে। নিচে এই নব্য যোগদানকৃত প্রাইমারী শিক্ষকদের ইনডাকশন প্রশিক্ষণ ম্যানুয়ালটির পিডিএফ লিংক দেওয়া হলো।