উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, প্রধান/সহকারী শিক্ষকগণের বহিঃ বাংলাদেশ ছুটি মঞ্জুরের ক্ষেত্রে তার পর্যায়ে নিম্পত্তিযোগ্য আবেদন (সহকারী শিক্ষকগণের সকল ধরণের বহিঃ বাংলাদেশ ছুটি এবং প্রধান শিক্ষকগণের অনধিক ৩০ দিন পর্যন্ত বহিঃ বাংলাদেশ ছুটি) নিস্পত্তি করার জন্য অনুরোধ করা হলো। কেবলমাত্র তার আওতা বহির্ভূত (প্রধান শিক্ষকের ৩০ দিনের অধিক বহিঃ বাংলাদেশ ছুটি) দূরারোগ্য চিকিৎসার নিমিত্ত বহিঃ বাংলাদেশ ছুটির আবেদন অন্র দপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।