প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত রেজাল্ট ২০২২ দেখবেন যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখবেন যেভাবে


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০২২ না হওয়ায় বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়। এই বৃত্তি পরীক্ষা ২০২২ class 5 result দেওয়ার কথা ২৮ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে। অনেকেই জানেন না কিভাবে বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখতে হয়। আজকে আমরা বৃত্তি পরীক্ষা result দেখার পদ্ধতি জানবো।

বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২২

বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার ধাপসমূহঃ

বৃত্তি পরীক্ষা result লিংক :  http://180.211.137.51/

সংশোধিত সকল জেলার বৃত্তি পরীক্ষার রেজাল্ট

লিংক: https://dpe.portal.gov.bd/site/page/aac44fc2-d167-4ef4-9e57-b3196be3aa20?fbclid=IwAR0LDT9sTEqUMvS7u3BD0arFNf_9t0ZPjvJzWT6oaPFWBDdQBnHgjAdXyHY

উপরের লিংকে প্রবেশ করলে। নিচের চিত্রের মত দেখতে পাবেন। তারপরি নিচের ধাপগুলো অনুসরণ করুন।

বৃত্তি পরীক্ষার রেজাল্ট


  1. রোল নাম্বার অনুসারে একক ফলাফল নির্বাচন করুন।
  2. পরীক্ষার নাম : প্রাথমিক শিক্ষা সমাপনী নির্বাচন করুন।
  3. পরীক্ষার সন : ২০২২ নির্বাচন করুন।
  4. বিভাগ : শিক্ষার্থীর বিভাগ নির্বাচন করুন।
  5. জেলা : শিক্ষার্থীর জেলা নির্বাচন করুন।
  6. উপজেলা/থানা : শিক্ষার্থীর উপজেলা বা থানা নির্বাচন করুন।
  7. রোল নাম্বার : বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র থেকে রোল নাম্বার দিয়ে সমর্পন করুন। এরপর ফলাফল প্রদর্শিত হবে।

✅ঊর্ধ্বে উল্লেখিত প্রক্রিয়ায় ২০২২ সালের প্রাইমারি বৃত্তি পরীক্ষার একক ফলাফল অনলাইন হতে সংগ্রহ করা যাবে। তাছাড়া বিদ্যালয়ের পুরো ফলাফলও এভাবে কালেক্ট করা যাবে। সেজন্য লিংকে প্রবেশের পর যে উইন্ডো আসবে, তাতে বিদ্যালয় কেন্দ্রিক ফলাফল নির্বাচন করে স্তরে স্তরে ইনফরমেশন পূর্ণ করার জন্য হবে।

আরো পড়ুনঃ

8 মন্তব্যসমূহ

  1. মিফতাহুল জান্নাত আলভী

    উত্তরমুছুন
  2. রোল ৫৯৯ নাম মোসাম্মৎ সুমাইয়া খাতুন

    উত্তরমুছুন
  3. সৃষ্টি রানী রোল ৭১৫

    উত্তরমুছুন
  4. এডমিট কার্ড হারিয়ে ফেললে আর কোনো উপায় আছে কি রেজাল্ট দেখার

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন