প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০২২ না হওয়ায় বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়। এই বৃত্তি পরীক্ষা ২০২২ class 5 result দেওয়ার কথা ২৮ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে। অনেকেই জানেন না কিভাবে বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখতে হয়। আজকে আমরা বৃত্তি পরীক্ষা result দেখার পদ্ধতি জানবো।
বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২২
বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার ধাপসমূহঃ
বৃত্তি পরীক্ষা result লিংক : http://180.211.137.51/
সংশোধিত সকল জেলার বৃত্তি পরীক্ষার রেজাল্ট
উপরের লিংকে প্রবেশ করলে। নিচের চিত্রের মত দেখতে পাবেন। তারপরি নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- রোল নাম্বার অনুসারে একক ফলাফল নির্বাচন করুন।
- পরীক্ষার নাম : প্রাথমিক শিক্ষা সমাপনী নির্বাচন করুন।
- পরীক্ষার সন : ২০২২ নির্বাচন করুন।
- বিভাগ : শিক্ষার্থীর বিভাগ নির্বাচন করুন।
- জেলা : শিক্ষার্থীর জেলা নির্বাচন করুন।
- উপজেলা/থানা : শিক্ষার্থীর উপজেলা বা থানা নির্বাচন করুন।
- রোল নাম্বার : বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র থেকে রোল নাম্বার দিয়ে সমর্পন করুন। এরপর ফলাফল প্রদর্শিত হবে।
✅ঊর্ধ্বে উল্লেখিত প্রক্রিয়ায় ২০২২ সালের প্রাইমারি বৃত্তি পরীক্ষার একক ফলাফল অনলাইন হতে সংগ্রহ করা যাবে। তাছাড়া বিদ্যালয়ের পুরো ফলাফলও এভাবে কালেক্ট করা যাবে। সেজন্য লিংকে প্রবেশের পর যে উইন্ডো আসবে, তাতে বিদ্যালয় কেন্দ্রিক ফলাফল নির্বাচন করে স্তরে স্তরে ইনফরমেশন পূর্ণ করার জন্য হবে।
আরো পড়ুনঃ
- বৃত্তি পরীক্ষার প্রশ্ন উত্তর 2022
- বৃত্তি ও পেশার মধ্যে পার্থক্য
- বৃত্তি ও উপবৃত্তির পার্থক্য
- প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ সিলেবাস, সাজেশন ও নমুনা প্রশ্ন
- প্রাথমিক বৃত্তি গেজেট ২০২২ (বৃত্তি পরিচিতি, বৃত্তির হার ও মেয়াদ, বৃত্তির শর্তাবলী)
রোল ৩৫
উত্তরমুছুনরেজাল্ট
উত্তরমুছুনমিফতাহুল জান্নাত আলভী
উত্তরমুছুনরেজাল্ট
উত্তরমুছুনরোল ৫৯৯ নাম মোসাম্মৎ সুমাইয়া খাতুন
উত্তরমুছুন১১৬৭
উত্তরমুছুনসৃষ্টি রানী রোল ৭১৫
উত্তরমুছুনএডমিট কার্ড হারিয়ে ফেললে আর কোনো উপায় আছে কি রেজাল্ট দেখার
উত্তরমুছুন