বিঙ্গো গেম কিভাবে খেলতে হয় সেটা আমরা অনেকেই জানিনা। আজকে আমরা দেখবো বিঙ্গো গেম কি ও কিভাবে খেলতে হয়।
বিঙ্গো গেম
শিক্ষার্থীরা ছোট দলে কাজ করবে। প্রত্যেক দল একটি করে কার্ড পাবে (শিক্ষার্থীরা নিজেরাও কার্ড বানিয়ে নিতে পারে) এবং কার্ডে ১ থেকে ১০-এর মধ্যে যেকোনো ছয়টি সংখ্যা লিখবে। সহায়ক বিভিন্ন সংখ্যা যোগ করতে বা বিয়োগ করতে বলবেন। অংশগ্রহণকারীদের কাছে যদি উত্তর থাকে তাহলে তারা তাদের কার্ডে ঐ সংখ্যাটিতে কাটা দাগ দেবে। যে দল সবার আগে সবগুলো সংখ্যায় কাটা দাগ দিতে পারবে তারা ‘বিঙ্গো’ বলে চিৎকার করবে এবং জিতে যাবে। শিক্ষার্থীরা তাদের খাতায় লিখেও এই খেলাটা খেলতে পারে।
উপরের বিষয় বাদেও অন্যান্য বিষয়ে এই গেল খেলানো যেতে পারে। যেমন: ইংরেজি ওয়ার্ড নিয়ে
আরো পড়ুনঃ
Tags:
মাইনর গেম