কারিকুলাম ২০২১ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন হবে ধারাবাহিক ও সামষ্টিক। কারিকলাম ২০২১ এর ১.৮.১ এ শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন নির্দেশিকায় বলা হয়েছে শিক্ষকদের শিক্ষক ডায়েরি ব্যবহার করতে হবে।
এনসিটিবি কর্তৃক আপলোডকৃত ১ম শ্রেণির শিক্ষক ডায়েরি ১ ও শিক্ষক ডায়েরি ২ ব্যবহার করে মূল্যায়ন করতে হবে। তবে এটি নমুনা হিসেবে ব্যবহার করেও তৈরি করা যেতে পারে সে লক্ষে এনসিটিবি ওয়েবসাইটে pdf ফাইলের সাথে সাথে MS word ফাইল ও দেওয়া হয়েছে।
মূল্যায়ন নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত জানুন।
প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই শিক্ষক ডায়েরি ডাউনলোড করে প্রিন্ট করে বই আকারে রাখতে বলা হয়েছে। সে সকল শিক্ষক মুক্তপাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা কারিকুলাম ২০২১ সম্পূর্ন্ন করেছেন তারা নিশ্চয় এই বিষয়ে অবগত আছেন।
১ম শ্রেণির শিক্ষক ডায়েরি ১ ও শিক্ষক ডায়েরি ২
প্রথম শ্রেণির সকল বিষয়ের শিক্ষক ডায়রি NCTB ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।