ছোটদের খেলার তালিকা

ছোটদের খেলার তালিকা


ছোটদের ও বড়দের খেলার কিছু পার্থক্য রয়েছে। আমরা অনেকেই ছোটদের খেলার তালিকা খুজে থাকি। অনেকের বাড়িতে ছোট ছেলে মেয়ে রয়েছে কিন্তু আমরা জানিনা তাদের কি খেলা করতে উৎসাহিত করবো বা কি খেলা শেখাবে। 

ছোটদের খেলার নামের তালিকা 


কোন খেলা তাদের জন্য ভালো হবে এমন খেলার নামের তালিকা আমাদের সবারই জানা দরকার। এখানে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণিতে খেলানো ২২টি নির্দেশনামূলক খেলার নাম দেওয়া হবে যা বিশ্বের জনপ্রীয় খেলাগুলোর অন্যতম।


১০ টি খেলার নাম


  1. রেলগাড়ি ঝিকঝিক।
  2. কাকে তুমি বন্ধু চাও 
  3. নৌকা নিয়ে খেলা
  4. রহস্যভরা থলে
  5. ইচিং বিচিংচিচিং চা
  6. পাখি উড়ে 
  7. বলতো কী ভাবছি
  8. আয়না
  9. রঙ ছোঁয়া
  10. ওপেনটি বাইস্কোপ

আরো ৭ টি ছোটদের খেলার নাম

  1. স্মৃতির খেলা
  2. যত পারো তুলে নাও
  3. ফুল টোকা 
  4. এসো বল খেলি 
  5. তোমরা কী সব বলতে পার
  6. কানামাছি ভোঁ ভোঁ
  7. ইঁদুর-বিড়াল

৫ টি ছোট খেলার নাম

  1. সাতকাহন 
  2. এক্কা দোক্কা 
  3. বউ চি
  4. বর্ণ চেনার খেলা
  5. আকৃতি বানাই
উপরের খেলাগুলো কিভাবে খেলতে হয় তা জানার জন্য নিচে দেওয়া লিংকে থেকে মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন।



আরো পড়ুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন