কাবদল গঠন ও প্রশিক্ষণপ্রাপ্ত কাব শিক্ষক নিশ্চিতকরণ প্রসঙ্গে

প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আবশ্যিকভাবে কাবদল গঠন ও প্রশিক্ষণপ্রাপ্ত কাব শিক্ষক নিশ্চিতকরণ ।

সূত্রঃ ১। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্রের স্মারক নং: ০৩.০৭৪.৩৭.০৫৩.০০.০২১.২০১৬-৪৮, তারিখ ১২/০২/২০১৩ খ্রি: ।

২। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং: ৩৮,০০.০০০০.০১২.৯৯.০০১.১৮.৩৪, তারিখ: ২০/০২/২০২৩ খ্রি: ।

উপর্যুক্ত বিষয় ও পত্রের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি/নির্দেশনা মোতাবেক প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে দুটি করে কাব/স্কাউট দল গঠন করতে হবে। .

০২। বর্ণিত প্রেক্ষিতে প্রতিটি বিদ্যালয়ে একজন করে কাব/স্কাউট শিক্ষক নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষকগণের কাব / স্কাউট প্রশিক্ষণের জন্য উপজেলা/জেলা স্কাউট প্রতিনিধির সাথে আলোচনাপূর্বক কাব/স্কাউট তহবিল ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে

কাবদল গঠন ও প্রশিক্ষণপ্রাপ্ত কাব শিক্ষক নিশ্চিতকরণ প্রসঙ্গে


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন