ডিপিএড কোর্স ও সিইনএড কোর্সের সমমান ও এ্যাডভান্স কোর্স

বিষয় ডিপিএড কোর্স ও সিইনএভ কোর্সের সমমান প্রসঙ্গে 

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোসটি পূর্বে চলিত সার্টিফিকেট ইন এনুকেশন (সি-ইন-এ) কোর্সের পরিবর্তে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইনসার্ভিস পশিক্ষণের রিভাইসড ও এ্যাডভান্স একটি কোর্স । সি-ইন-এড কোর্স সম্প্ন্ন করার জান্য প্রাক-যোগ্যতা ছিলো  এসএসসি পাশ, ডিপিএড কোর্স সম্পন্ন করার জনা প্রাক-যোগ্যতা ন্যুনতম এইচএসসি পাশ। সি-ইন-এড কোর্সের প্রপিক্ষণকাল ১২ মাস এবং ডিপিএড কোর্সের প্শিক্ষণকাল ১৮ মাস। সি-ইন-এত কোর্সে সর্বমোট ১০০০ নম্বরের মুল্যায়ন হতো এবং ডিপিএড কোর্সে সর্বমোট ১২০০ নম্বরের মুল্যায়ন করা হয়। ডিপিএড কোর্সে স্থিরিকৃত ক্রেডিট 'আওয়ার ৯৬ (প্রতি ক্রেডিট আওয়ার ১৫ ঘণ্টা)। সি-ইন-এড কোর্সে কোন ক্রেডিট আওয়ার ছিলোনা ।

সার্বিকভাবে বলা যায় ডিপিএড কোর্স সি-ইন-এড কোর্সের সমমান এবং এডভান্স একটি কোর্স।


ডিপিএড কোর্স ও সিইনএড কোর্সের সমমান ও এ্যাডভান্স কোর্স


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন