কারাগারের রোজনামচা থেকে প্রশ্ন উত্তর

কারাগারের রোজনামচা থেকে প্রশ্ন উত্তর


প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন দিবসে কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারাগারের রোজনামচা থেকে প্রশ্ন উত্তর হয়ে থাকে। অনেকেই হয়তো কারাগারের রোজনামচা বইটি সম্পূর্ণ পড়তে পারেননি। তাদের এই বই থেকে কুইজ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে।

কারাগারের রোজনামচা থেকে প্রশ্ন উত্তর সমূহ

এখানে কারাগারের রোজনামচা থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হলো। সেই সাথে সম্পূর্ণ বইটি সম্পর্কে বিস্তারিত প্রশ্ন উত্তর জানতে নিচের দেওয়া pdf টি ডাউনলোড করে পড়তে পারেন।


কারাগারের রোজনামচা বইটির লেখক কে?

উত্তর : শেখ মুজিবুর রহমান।

কারাগারের রোজনামচা বইটির রচনাকাল কত?

উত্তর: ১৯৬৬-১৯৬৮

কারাগারের রোজনামচা বইটির প্রথম প্রকাশকাল কোন সাল?

উত্তর:  মার্চ ২০১৭

কারাগারের রোজনামচা বইটির প্রকাশক কে?

উত্তর: বাংলা একাডেমি

কারাগারের রোজনামচা বইটির মোট পৃষ্ঠা কত?

উত্তর: ৩৩২

কারাগারের রোজনামচা থেকে কুইজ প্রশ্ন



👉 “কারাগারের রোজনামচা' বইটি কার অর্থায়নে

 - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকাশিত।

👉 “কারাগারের রোজনামচা' বইয়ের গ্রস্বত্ব 

- বঙ্গবন্ধু মেমোরিয়াল ভ্রাস্টের।

👉 'কারাগারের রোজনামচা' বইয়ের ভূমিকা লেখেন 

- শেখ হাঁসিনা।

👉 কারাগারের রোজনামচার প্রচ্ছদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট আঁকেন 

- রাসেল কান্তি দাস।

👉 কারাগারের রোজনামচা ইংরেজিতে অনুবাদ করেন 

- ড. ফকরুল আলম।

👉 কারাগারের রোজনামচায় 

- ১৯৬৬-১৯৬৮ সাল পর্যন্ত লেখা ডায়েরি বই আকারে প্রকাশ করা হয়েছে।

👉 কারাগারের রোজনামচা নাম রেখেছেন 

- শেখ রেহানা।

👉 কারাগারের রোজনামচায় যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ উল্লেখ করা হয়েছে 

- ২০ বছর।

👉 কারাগারের রোজনামচা অবলম্বনে জেলে নতুন কয়েদি এলে তাঁকে বলে 

- আমদানি।

👉 “কারাগারের রোজনামচা* অবলম্বনে জেল হাঁতে কয়েদি চলে গেলে তাকে বলে 

- খরচ।

👉 'কারাগারের রোজনামচা'তে বঙ্গবন্ধু পশ্চিমা শিল্পপতিদের মুখপাত্র বলে উল্লেখ করেছেন 

- মর্নিং নিউজ পত্রিকাকে।

👉 'কারাগারের রোজনামচা'য় কাঁকে হিন্দু-মুসলমানদের দূত বলা হত 

- মোহাম্মদ আলী জিল্নাহকে।

👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'কারাগারের রোজনামচা' অনুসারে আইয়ুব খানকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সমর্থন করেছিলেন 

- খন্দকার মোশতাক আহমদ।

কারাগারের রোজনামচা সংক্ষিপ্ত প্রশ্ন

👉  বঙ্গবন্ধুর গ্রামের নাম - টুঙ্গীপাড়া।

👉  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন - ফরিদপুর জেলায়।

👉  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম - শেখ লুৎফর রহমান।

👉  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা পেশায় ছিলেন - সেরেস্তাদার।

👉  'মুজিব' শব্দের অর্থ - উত্তরদাতা।

👉  বঙ্গবন্ধুর নাম 'শেখ মুজিবুর রহমান' রেখেছিলেন - বঙ্গবন্ধুর নানা শেখ আব্দুল মজিদ।

👉  স্বাধীন বাংলা দেশের প্রথম রাষ্্পতি ছিলেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

👉  বঙ্গবন্ধু ভাষা আন্দোলন শুরু করেন - ১৯৪৮ সালে।

👉  ভুখা মিছিলের জন্য বঙ্গবন্ধু ঢাকা হতে গ্রেফতার হয়ে আড্াই বছর পর মুক্তি লাভ করেছিলেন - ফরিদপুর জেল হতে।

👉  আগরতলা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন - এক নম্বর আসামি।

👉  আগরতলা মামনা দায়ের করার পশ্চাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে - পাকিস্তানকে বিছ্ছি্ন করার অভিযোগ আনা হয়েছিল।

👉  ১৯৬৮ সালে আগরতলা মামলায় খ্রেফতার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন - ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

কারাগারের রোজনামচা নোট

👉  বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন - ২ মার্চ ১৯৭১।

👉  ২৬ শে মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন - প্রথম প্রহরে।

👉  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার মা-বাবা ডাকতেন - খোকা নামে।

👉  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডায়েরি লিখতে শুরু করেন - বেগম ফজিলাতুল্লেহা মুজিবের অনুরোধে।

👉  বঙ্গবন্ধু 'কারাগারের রোজনামঢা' বইয়ের শুরুতে - € বার জেলে যেতে বাধ্য হয়েছিলেন।

👉  ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনা অভিযানে বঙ্গবন্ধুর পরিবারের মোট নিহত হয় - ১৫ জন সদস্য।

👉  বঙ্গবন্ধুকে ৫০ এর দশকে ফরিদপুর জেলে কয়েদি হিসেবে - সুতা কাটার কাজ করতে হয়েছিল।

👉  শেখ মুজিবের সাথে শহীদুল্লাহ কায়সারের সম্পর্ক ছিল - বন্ধু।

👉  বঙ্গবন্ধু জেলে 9০01181 00700000190 বলতে - একাকী বাস করতে বাধ্য করাকে বুঝিয়েছেন।

👉  বঙ্গবন্ধুর যে সন্তান জেলের দিকে চেয়ে থাকত আর বলত “ আব্বার বাড়ি ” তিনি হলেন - শেখ রাসেল।

👉  বঙ্গবন্ধু শেখ মুজিব কারাগারের রোজনামচাতে বন্যা নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি ইঙ্গিত করেছিলেন - ক্রগ মিশনের পরিকল্পনা গ্রহণের।

👉  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম মন্ত্রিত্ব লাভ করেছিলেন - ১৯৫৪ সালে।

👉  শেখ মুজিব ১৯৬৬ সালে যে মামলায় বন্দি ছিলেন সে মামলার নম্বর ছিল - ৮০ (৪) / ৬৬।

👉  বঙ্গবন্ধু কাশির সমস্যায় শান্তি না আসার জন্য দায়ী করেছিলেন - ভারতকে।

👉  ছয় দা দাবির পক্ষে আন্দৌলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স ছিল - ৪৫ বছর।

👉  ফেব্রুয়ারি ১৯৬৭ পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলা চলমান ছিল - ১১টি।

👉  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন - ১৯২০ সালে।

👉  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬২ সালে ভাষা আন্দৌলনের সময় অনশন শুরু করেন - ১৬ই ফেব্রুয়ারি।

👉  বঙ্গবন্ধু ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা আন্দোলনের জন্য গ্রেফতার হয়ে মুক্তি পান - ১€ই মার্চে

👉  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ১৯৬৪ সালে রাষপ্রোহী মামলা হয়েছিল - ১২৪ ধারায়।

👉  প্রথম শ্রেণির কয়েদি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রোজ খাবার জন্য - আড়াই টাকার মত পেতেন।

👉  ৬ দফা দাবির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা সেন্্রাল জেল থেকে মুক্তি পেয়ে পুনরায় জেলগেট হতে সেনাবাহিনীর হাতে আটক হন - ১৭ জানুয়ারি ১৯৬৮ সালে।

👉  ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা মামলায় গ্রেফতার করার সময় ঢাকা জেলের জেলার ছিলেন - ফরিদ আহম্মদ।

কারাগারের রোজনামচা থেকে mcq প্রশ্ন


👉 বঙ্গবন্ধু আগরতলা মামলায় সেনানিবাসে আটক থাকাকালে - কর্ণেল শের আলি বাজের ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন।

👉 ১৯৫৬ সালে মন্ত্রিত্ব পাবার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঙ্ত্রিসভা থেকে পদত্যাগ করেন - ১৯৫৭ সালের
 ৩০ মে।

👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি সফরে চীন গমন করেন - ১৯৫৭ সালে।

👉 বঙ্গবন্ধু শেখ রহমান মুজিবুর রহমান '্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ' নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন - ১৯৬০ সালে।

👉 ১৯৬৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষপ্রোহিতা ও আপত্তিকর বক্তব্য প্রদানের অভিযোগে কারাদণ্ড প্রদান করা হয় - ১ বছর।

👉 বঙ্গবন্ধু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গ্রেফতার হওয়ার পূর্ব পর্যন্ত সকল নির্দেশ প্রদান ও পথ প্রদর্শন করতেন - ধানমভি ৩২ নম্বর সড়কের বাড়ি থেকে।

👉 বঙ্গবন্ধু ইরা মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা করেন - ইংরেজি ভাষায়।

👉 প্রবাসী বাংলাদেশ সরকারের রাইপ্রধান ছিলেন _ শেখ মুজিবুর রহমান।

কারাগারের রোজনামচা থেকে উক্তি


👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' উপাধি প্রদান করেন - আস ম আব্দুর রব।

👉 ১৯৭৪ সালে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগদান করতে বঙ্গবন্ধু পাকিস্তানে গমন করেন।

👉 ১৪৪ ধারা ভঙ্গ করে ডুখা মিছিলের নেতৃত্ব প্রদান করেন _ শেখ মুজিবুর রহমান।

👉 শ্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ' প্রতিষ্ঠা করেন _ শেখ মুজিবুর রহুমান।

👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ্রতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন _ লাহোরে।

👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর এতিহাসিক ভাষণ প্রদান করেন _ ৭ মার্চ ১৯৭১।

👉 ২৫ মার্চ ১৯৭১ মধ্যরাতে শেখ মুজিবুর রহমানকে পাকবাহিনী গ্রেফতার করে নিয়ে যায় - ঢাকা
সেনানিবাসে ।

👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাস থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় - ৩ দিন পর।

👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গোপন বিচার করে - মৃত্যুদণ্ড দেওয়া হয়।

👉 ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিঘন্থী ছিলেন _ ওয়াহিদুজ্জামান
👉 ৯৯৫৪ সালে বঙ্গবন্ধু - কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
👉 আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - ছিলেন যুগ্ম সচিব ।

👉 বঙ্গবন্ধু “অল ইন্ডিয়া মুসলিম সুডেন্টস ফেডারেশন" এ কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন _ ১৯৪০ সালে ।
👉 বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন _ ১ মার্চ ১৯৬৬ সালে।

👉 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন - শেখ মুজিবুর রহমান।

👉 টুঙ্গিপাড়া - বাইগার নদীর তীরে অবস্থিত।

👉” বঙ্গবন্ধু টাকায় চলে আসেন _ ১৯৪৭ সালে ।

👉 জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন - ২৪ সেপ্টেম্বর , ১৯৭৪।
👉 বঙ্গবন্ধুকে কবর দেওয়া হয় - গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

👉 বঙ্গবন্ধু বিমানবাহিনীর আধুনিকায়নে হেলিবস্টার ক্রয় করেন -ফ্রাল ও যুক্তরাজ্য থেকে।

কারাগারের রোজনামচা থেকে ভাইভা প্রশ্ন


👉 বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের জন্য গ্রেফতার হয়েছিলেন - ১১ মার্চ ১৯৪৮ সালে |
👉 ভাষা আন্দোলন করার জন্য বঙ্গবন্ধু ১১ মার্চ ১৯৪৮ এ গ্রেফতার হয়ে মুক্তি লাভ করেছিলেন - ২৫ মার্চ ১৯৪৮।
👉 বঙ্গবন্ধু ডুখা মিছিল বের করেছিলেন - ১৪ অক্টোবর, ১৯৪৯।
👉 কারাগারের রোজনামচা' অনুসারে ১৯৪৯ সালের ডুখা মিছিলের জন্য বঙ্গবন্ধুকে কারাগারে থাকতে হয়েছিলে - প্রীয় আড়াই বছর।
👉 ১৯৪৯ সালের ১৪ই অক্টোবর বঙ্গবন্ধু ভুখা মিছিল বের করেন _ আরমানিটোলা ময়দান থেকে ।
👉 ১৯৪৯ সালে আওয়ামী লীগের সভাপতি ছিলেন - মওলানা ভাসানী ।
👉 ১৯৪৯ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক।
👉 ১৯৬২ সালের ৬ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহুমান গ্রেফতার হুন - জননিরাপত্তা আইনে।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন - ১৯৬৬ সালের €ই ফেব্রুয়ারি।
👉শেখ মুজিবুর রহমান হয় দফা দাবি পেশ করেন - লাহোরে।
👉 ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় - ১৮ জানুয়ারি ।
👉 আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল - ৩৫ জন।
👉 আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের বিচারকাজ পরিচালিত হয় - ঢাকা সেনানিবাসে ।
👉 কেন্দ্রীয় সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে -১৯৬৯ সালের ২২ শে ফেব্রুয়ারি।
👉 ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী হয় - আওয়ামীলীগ ।
👉 স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেফতার করে - ধানমভি ৩২ নম্বরের বাড়ি থেকে।
👉 মুক্তিযুদ্ধকালে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তানদের পাকিস্তানি বাহিনী বন্দি করে রাখে - ধানমত্ি ১৮ নম্বর সড়কে একটি বাড়িতে।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকান্ডের সময় শেখ হাসিনা ছিলেন - জার্মানিতে ।
👉 শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে ফেরেন - ১৯৮১ সালে ।
👉 ১৯৪৯ সাল থেকে ১৯৫০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরাপত্তা বন্দি হয়েছিলেন - ১৪৪ ধারা ভঙ্গের জন্য।
👉 ৬ দফা দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে ১৯৬৬ সালে গ্রেফতার করা হয়েছিল - ৮ মে ১৯৬৬।
👉 মৌলিক গণতন্ত্রের প্রবর্তন করেন - আইয়ুব খান।
👉 ৯৯৬৬ সালে হয় দফা দাবির পক্ষে আন্দোলন চলাকালে ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি ছিলেন - হাফেজ মুহা |
👉 ৬ দফা দাবির বিরুদ্ধে বলেছেন _ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ।
👉 ৬ দফার উপর কটাক্ষ করে পাকিস্তান দুর্বল হয়ে যাবে।” বলেছিলেন - মির্জা নুরুল হুদা। টপ জাম্প আবরার ফেডারেল ফর্মের সরকার প্রবর্তনের প্রস্তাব করেছিলেন।
👉 ১৪ দফার প্রবর্তক - মোহাম্মদ আলী জিল্াহ।
👉 ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর পক্ষে হেবিয়াস করপাস মামলা পরিচালনা করেন - আবদুস সালাম খান।
👉 ১৯৫২ সালে বাংলা সন ছিল - ১৩৫৮।
👉 ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু - ফরিদপুর জেলে ছিলেন।
👉 প্রথম ভাষা আন্দোলনের জন্য ১১ মার্চ ১৯৪৮ সালে বঙ্গবন্ধুসহ - প্রায় ৭৫ জন গ্রেফতার হয়েছিলেন।

কারাগারের রোজনামচা থেকে mcq প্রশ্ন pdf : Download



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন