প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন দিবসে কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারাগারের রোজনামচা থেকে প্রশ্ন উত্তর হয়ে থাকে। অনেকেই হয়তো কারাগারের রোজনামচা বইটি সম্পূর্ণ পড়তে পারেননি। তাদের এই বই থেকে কুইজ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে।
কারাগারের রোজনামচা থেকে প্রশ্ন উত্তর সমূহ
এখানে কারাগারের রোজনামচা থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হলো। সেই সাথে সম্পূর্ণ বইটি সম্পর্কে বিস্তারিত প্রশ্ন উত্তর জানতে নিচের দেওয়া pdf টি ডাউনলোড করে পড়তে পারেন।
কারাগারের রোজনামচা বইটির লেখক কে?
উত্তর : শেখ মুজিবুর রহমান।
কারাগারের রোজনামচা বইটির রচনাকাল কত?
উত্তর: ১৯৬৬-১৯৬৮
কারাগারের রোজনামচা বইটির প্রথম প্রকাশকাল কোন সাল?
উত্তর: মার্চ ২০১৭
কারাগারের রোজনামচা বইটির প্রকাশক কে?
উত্তর: বাংলা একাডেমি
কারাগারের রোজনামচা বইটির মোট পৃষ্ঠা কত?
উত্তর: ৩৩২
কারাগারের রোজনামচা থেকে কুইজ প্রশ্ন
👉 “কারাগারের রোজনামচা' বইটি কার অর্থায়নে
- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকাশিত।
👉 “কারাগারের রোজনামচা' বইয়ের গ্রস্বত্ব
- বঙ্গবন্ধু মেমোরিয়াল ভ্রাস্টের।
👉 'কারাগারের রোজনামচা' বইয়ের ভূমিকা লেখেন
- শেখ হাঁসিনা।
👉 কারাগারের রোজনামচার প্রচ্ছদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট আঁকেন
- রাসেল কান্তি দাস।
👉 কারাগারের রোজনামচা ইংরেজিতে অনুবাদ করেন
- ড. ফকরুল আলম।
👉 কারাগারের রোজনামচায়
- ১৯৬৬-১৯৬৮ সাল পর্যন্ত লেখা ডায়েরি বই আকারে প্রকাশ করা হয়েছে।
👉 কারাগারের রোজনামচা নাম রেখেছেন
- শেখ রেহানা।
👉 কারাগারের রোজনামচায় যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ উল্লেখ করা হয়েছে
- ২০ বছর।
👉 কারাগারের রোজনামচা অবলম্বনে জেলে নতুন কয়েদি এলে তাঁকে বলে
- আমদানি।
👉 “কারাগারের রোজনামচা* অবলম্বনে জেল হাঁতে কয়েদি চলে গেলে তাকে বলে
- খরচ।
👉 'কারাগারের রোজনামচা'তে বঙ্গবন্ধু পশ্চিমা শিল্পপতিদের মুখপাত্র বলে উল্লেখ করেছেন
- মর্নিং নিউজ পত্রিকাকে।
👉 'কারাগারের রোজনামচা'য় কাঁকে হিন্দু-মুসলমানদের দূত বলা হত
- মোহাম্মদ আলী জিল্নাহকে।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'কারাগারের রোজনামচা' অনুসারে আইয়ুব খানকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সমর্থন করেছিলেন
- খন্দকার মোশতাক আহমদ।
কারাগারের রোজনামচা সংক্ষিপ্ত প্রশ্ন
👉 বঙ্গবন্ধুর গ্রামের নাম - টুঙ্গীপাড়া।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন - ফরিদপুর জেলায়।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম - শেখ লুৎফর রহমান।
👉 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা পেশায় ছিলেন - সেরেস্তাদার।
👉 'মুজিব' শব্দের অর্থ - উত্তরদাতা।
👉 বঙ্গবন্ধুর নাম 'শেখ মুজিবুর রহমান' রেখেছিলেন - বঙ্গবন্ধুর নানা শেখ আব্দুল মজিদ।
👉 স্বাধীন বাংলা দেশের প্রথম রাষ্্পতি ছিলেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
👉 বঙ্গবন্ধু ভাষা আন্দোলন শুরু করেন - ১৯৪৮ সালে।
👉 ভুখা মিছিলের জন্য বঙ্গবন্ধু ঢাকা হতে গ্রেফতার হয়ে আড্াই বছর পর মুক্তি লাভ করেছিলেন - ফরিদপুর জেল হতে।
👉 আগরতলা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন - এক নম্বর আসামি।
👉 আগরতলা মামনা দায়ের করার পশ্চাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে - পাকিস্তানকে বিছ্ছি্ন করার অভিযোগ আনা হয়েছিল।
👉 ১৯৬৮ সালে আগরতলা মামলায় খ্রেফতার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন - ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
কারাগারের রোজনামচা নোট
👉 বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন - ২ মার্চ ১৯৭১।
👉 ২৬ শে মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন - প্রথম প্রহরে।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার মা-বাবা ডাকতেন - খোকা নামে।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডায়েরি লিখতে শুরু করেন - বেগম ফজিলাতুল্লেহা মুজিবের অনুরোধে।
👉 বঙ্গবন্ধু 'কারাগারের রোজনামঢা' বইয়ের শুরুতে - € বার জেলে যেতে বাধ্য হয়েছিলেন।
👉 ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনা অভিযানে বঙ্গবন্ধুর পরিবারের মোট নিহত হয় - ১৫ জন সদস্য।
👉 বঙ্গবন্ধুকে ৫০ এর দশকে ফরিদপুর জেলে কয়েদি হিসেবে - সুতা কাটার কাজ করতে হয়েছিল।
👉 শেখ মুজিবের সাথে শহীদুল্লাহ কায়সারের সম্পর্ক ছিল - বন্ধু।
👉 বঙ্গবন্ধু জেলে 9০01181 00700000190 বলতে - একাকী বাস করতে বাধ্য করাকে বুঝিয়েছেন।
👉 বঙ্গবন্ধুর যে সন্তান জেলের দিকে চেয়ে থাকত আর বলত “ আব্বার বাড়ি ” তিনি হলেন - শেখ রাসেল।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিব কারাগারের রোজনামচাতে বন্যা নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি ইঙ্গিত করেছিলেন - ক্রগ মিশনের পরিকল্পনা গ্রহণের।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম মন্ত্রিত্ব লাভ করেছিলেন - ১৯৫৪ সালে।
👉 শেখ মুজিব ১৯৬৬ সালে যে মামলায় বন্দি ছিলেন সে মামলার নম্বর ছিল - ৮০ (৪) / ৬৬।
👉 বঙ্গবন্ধু কাশির সমস্যায় শান্তি না আসার জন্য দায়ী করেছিলেন - ভারতকে।
👉 ছয় দা দাবির পক্ষে আন্দৌলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স ছিল - ৪৫ বছর।
👉 ফেব্রুয়ারি ১৯৬৭ পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলা চলমান ছিল - ১১টি।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন - ১৯২০ সালে।
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬২ সালে ভাষা আন্দৌলনের সময় অনশন শুরু করেন - ১৬ই ফেব্রুয়ারি।
👉 বঙ্গবন্ধু ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা আন্দোলনের জন্য গ্রেফতার হয়ে মুক্তি পান - ১€ই মার্চে
👉 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ১৯৬৪ সালে রাষপ্রোহী মামলা হয়েছিল - ১২৪ ধারায়।
👉 প্রথম শ্রেণির কয়েদি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রোজ খাবার জন্য - আড়াই টাকার মত পেতেন।
👉 ৬ দফা দাবির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা সেন্্রাল জেল থেকে মুক্তি পেয়ে পুনরায় জেলগেট হতে সেনাবাহিনীর হাতে আটক হন - ১৭ জানুয়ারি ১৯৬৮ সালে।
👉 ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা মামলায় গ্রেফতার করার সময় ঢাকা জেলের জেলার ছিলেন - ফরিদ আহম্মদ।
কারাগারের রোজনামচা থেকে mcq প্রশ্ন
কারাগারের রোজনামচা থেকে উক্তি
কারাগারের রোজনামচা থেকে ভাইভা প্রশ্ন
কারাগারের রোজনামচা থেকে mcq প্রশ্ন pdf : Download