জাতীয় কারিকুলাম ২০২১ (প্রাথমিক স্তর) অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় এর বাৎসরিক ছুটি ৭৬ দিন নির্ধারণ করা হয়েছে কিন্তু ২০২৩ সালের প্রাথমিক শিক্ষার ছুটি বর্ষপঞ্জিতে তা ৫৪ দিন রাখা হয়েছে। বাকি দিনগুলো ২০১৯ ও ২০২০ সালের করণা মহামারীর কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের জন্য বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তাই ২০২৩ সালে রমজান মাসেও প্রাথমিক বিদ্যালয় ১৫ দিন খোলা থাকবে।
২৪ মার্চ ২০২৩ রমজান মাস শুরু হচ্ছে এই ২৩মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত গ্রহিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন শিক্ষক সংগঠন কর্তৃক রমজানের ছুটি বহাল রাখার আবেদন পত্র দেয়া হলেও তাতে কোন রূপ কাজ হয়নি। তাই এবার ২০২৩ সালে রমজানে ১৫ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আশ্বাস দিয়েছেন পরবর্তি বছর কারিকুলামের ৭৬ দিন ছুটি বহাল থাকবে।
একশিফট ও দুই শিফট সকল বিদ্যালয়ে ৯ টা থেকে ৩:৩০ পর্যন্ত পাঠদান চলবে মাঝে ১৫ মিনিট নামাজ বিরতি দেয়ার কথা বলা হয়েছে।
রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচী ২০২৩ |