জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কিভাবে প্রজেক্টরে দেখবেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কিভাবে প্রজেক্টরে দেখবেন।


জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩দিনের কর্মসূচি প্রকাশ করেছে। ১২ই মার্চ ২০২৩ থেকে ১৪ মার্চ ২০২৩ এই তিন দিনব্যাপী বিদ্যালয় পর্যায় থেকে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে কর্মসূচির গুলোর মধ্যে প্রথম দিন তথা ১২ই মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ৯:৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করতে বলা হয়েছে।

অনেকেই জানেন না কিভাবে এটি সরাসরি সম্প্রচার করতে হবে। আজকের পোস্টে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হবে। 

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার


যেহেতু এটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সরকারি সম্প্রচার করা হবে।

তাই দুই ভাবে এই সম্প্রচার প্রজেক্টরের মাধ্যমে দেখানো যাবে।

পদ্ধতি-১ (ইন্টারনেট সংযোগ থাকলে/মোবাইল ইন্টারনেট ব্যবহার করে)


  • প্রথমে আপনার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিন।
  • এরপর ব্রাউজার থেকে https://www.facebook.com/dpebd?mibextid=ZbWKwL লিংকে প্রবেশ করুন।
  • অথবা ব্রাউজার থেকে https://toffeelive.com/ লিংকে প্রবেশ করে Live TV অপশনে ক্লিক করে বাংলাদেশ চ্যানেলটি বেছে নিন।
  • অথবা সরাসরি https://toffeelive.com/#video/2c2d6bab69a14fb296a01208415215f0 লিংকে প্রবেশ করুন।
  • অত:পর VGA/HDMI ক্যাবল দ্বারা প্রজেক্টর যুক্ত করুন।
  • ব্যাস ! সবাইকে দেখতে দিন 😊😊

পদ্ধতি-২ (ডিশ লাইন ও টিভি কার্ড থাকলে)

  • প্রথমে ডিশ লাইনটি টিভি কার্ডে সংযুক্ত করুন।
  • টিভি কার্ডটি ল্যাপটপে যুক্তি করন ()
  • অন্য পোর্টে ল্যাপটপটিকে যুক্ত করুন প্রজেক্টরের সাথে (ভিজিএ/HDMI ক্যাবল দ্বারা)
  • টিভি কার্ডের রিমট দ্বারা টিভি চ্যানেল পরিবর্তন করে বাংলাদেশ টেলিভিশন ঠিক করুন।
  • ব্যাস ! সবাইকে দেখতে দিন 😊😊

এর পরেও সমস্যা হলে ভিডিওটি দেখুন।👇👇👇



আরো পড়ুন:



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন