“জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম ২০২১, এর রূপরেখা অনুসারে প্রাথমিক শিক্ষার শিখন সময়ে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন-
- সাপ্তাহিক ছুটি ২ দিন
- ৫টি জাতীয় দিবসকে কর্মদিবস হিসেবে বিবেচনা
- বছরে মোট কর্মদিবস ১৮৫ দিন
এখানে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শুক্রবার ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি ধরা হয়েছে। এছাড়া-
- শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
- জাতির পিতা বঙ্জবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস,
- স্বাধীনতা ও জাতীয় দিবস,
- জাতীয় শোক দিবস এবং
- বিজয় দিবস;
এই ৫টি জাতীয় দিবসকে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মদিবস হিসেবে ধরা হয়েছে।
অর্থাৎ বছরে মোট সাপ্তাহিক ছুটি ১০৪ দিন ও বার্ষিক ছুটি ৭৬ দিন মিলে মোট ছুটি দীড়ায় ১৮০ দিন। সুতরাং বছরে আমরা মোট কর্মদিবস হিসেবে পাই ১৮৫ দিন।
“পরিমার্জিত প্রাথমিক শিক্ষাক্রম ২০২১, অনুসারে শিখন ঘন্টাকে শ্রেণিকক্ষের জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে-
- ১মও ২য় শ্রেণির জন্য
- ৩য় থেকে ৫ম শ্রেণির জন্য
১ম অথবা ২য় শ্রেণিতে শিক্ষার্থীরা ৬৪৭ ঘন্টা করে পাবে এবং ৩য় থেকে ৫ম প্রতি শ্রেণিতে শিক্ষার্থীরা শিখন সময় পাবে ৭৪০ ঘন্টা করে। এখানে শিক্ষার্থীদের বিরতি ও প্রাত্যহিক সমাবেশের সময়কেও শিখন ঘন্টা হিসেবে ধরা হয়েছে। “পরিমার্জিত প্রাথমিক শিক্ষান্রম ২০২১, এর রূপরেখা অনুসারে বিষয়ভিত্তিক সময় ক্টনের প্রস্তাবিত হারের তালিকা নির্ধারণ করা হয়েছে। চলুন তালিকাটি একনজরে দেখে নিই-