উপরক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছ যে, প্রাথসিক শিক্ষার সাথে সংশিষ্ট বিপুল সংখ্যক অংশগ্রহণকারী মধ্য যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনার দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম Primary Education Management Information System বা PEMIS সফটওয়ারটি প্রস্তুত করা হয়েছে। PEMIS সিস্টেমে প্রাথসিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সকল প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি এন্টি করতে হবে। সহসাই প্রশিক্ষণ সংশ্লিষ্ট সকলকে PEMIS সফটওযারে লগইনের জন্য আইডি ও ভিফস্ট পাসওয়ার্ড সরবরাহ করা হবে।
২) বার্ণিত অবস্থায়, PEMIS আইডি পাওয়ার পর সকল উপজেলা/থানা শিক্ষা অফিসার, ইউআরসি/টিআরসি ইস্রাকটরসহ সংশ্লিষ্ট সকলকে রিং ট্যাকিং সফটওয়্যারের পরিবর্তে PEMIS 9 সফটওয়াারে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি এন্ড করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।