নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট ও চেকলিস্ট

নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট ও চেকলিস্ট


বিদ্যালয়বিহীন এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট ও চেকলিস্ট আগামী ২৮ মে ২০২৩ এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে পাঠানোর কথা বলে একটি চিঠি দেওয়া হয়েছে।

এর আগে যে সকল প্রস্তাব পাঠানো হয়েছিলো সেগুলোও আবার নতুন করে তথ্য দিয়ে পাঠাতে বলা হয়েছে। নতুন তথ্য হার্ডকপি ও সফটকপি এক্সএল শিটে পাঠাতে বলা হয়েছে। 

বিদ্যালয়বিহীন এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রয়োজনীয় তথ্য/ডকুমেন্ট প্রেরণ প্রসঙ্গে চিঠিতে যে সকল তথ্য বা ডকুমেন্টের কথা বলা হয়েছে তা নিচের চিঠিতে দেখুন।


নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট


১। উপজেলা পর্যায়ে গঠিত কমিটির কার্যবিবরণী (সদসাদের স্বাক্ষরসহ)

২। উপজেলা পর্যায়ে গঠিত কমিটির সুপারিশ আছে কিনা;

৩। চতুর্পাশ্বের (উত্তর দক্ষিণ-পূর্ব, পশ্চিম) নিকটবতী প্রাথমি বিদ্যালয়সমূহের দুরত্ব ও ছাত্রছাত্রীর সংখ্যা,

৪। প্রস্তাবিত বিদ্যালয়ের অবস্থান (Location) এর দুই কিলোমিটারের মধ্য কোন প্রাথমিক বিদ্যালয় আছে কিনা;

৫। প্রস্তাবিত বিদ্যালয়ের অবস্থান (Location) এর দুই কিলোমিটারের মধো কোন প্রাথমিক বিদ্যালয় থাকলে সেক্ষেত্রে কোন প্রাকৃতিক প্রতিবন্ধকতা অথবা অন্য কোন বিষয় উল্লেখ আছে কিনা;

৬। প্রস্তাবিত বিদ্যালয়ের গ্রামে কোন প্রাথমিক বিদ্যালায় আছে কিনা (প্রস্তাবিত বিদ্যালয় ব্যাতীত);

৭। প্রস্তাবিত বিদ্যালয়ের গ্রামে কোন প্রাথমিক নিদ্যালয না থাকলে, প্রস্তাবিত বিদ্যালয়ের অবস্থান (Location) থেকে কত দুরে নিকটবতী প্রাথমিক বিদ্যালয় রয়েছে? উক্ত গ্রামের নাম কি?

৮। প্রস্তাবিত বিদ্যালয়ের চতুরপার্শের বিদ্যালয় সমূহের ক্যাচমেন্ট এলাকাসমুহ একই কাগজে চিহ্নিতকরণ পূর্বক বিদ্যালয় সমূহের দূরহসহ উক্ত ক্যাচমেন্ট এলাকাসমুহের ম্যাপ অংকন করে প্রস্তাবিত বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করতে হবে।

৯।  

ক) প্রস্তাবিত বিদ্যালয়ের জন্য জমি ছে কিনা?

খ ) প্রস্তাবিত বিদ্যালয়ের জনা জমি না থাকলে বিকল্প প্রস্তাব কি? (জমি পাওয়ার সম্ভাবনা / অঙ্গিকারনামা আছে কিনা)?

(গ) প্রস্তাবিত বিদায়ের জমি/প্রতিশ্রুত জমিতে বিদ্যালয়ের উপযোগী পরিবেশ রয়েছে কিনা (ইউইও/টিইও প্রতায়ন দিবেন)?

ঘ) প্রস্তাবিত বিদ্যালয়ের অবস্থান (,Location) এর মৌজার ম্যাপের কপি সংযুক্ত করতে হবে।

১০। ক) প্রস্তাবিত বিদ্যালয়ের গ্রাম/ মৌজার জনসংখ্যা কত?

খ) প্রস্তাবিত বিদ্যালমের ক্যাচমেন্ট এলাকার জনসংখ্যা কত?

১১) প্রস্তাবিত বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখা কত (বায়স ৫ থেকে ১০+ বছর)?

নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট


নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য চেকলিস্ট

নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য চেকলিস্ট
নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য চেকলিস্ট


1 মন্তব্যসমূহ

  1. আমার গ্রামে কোনো স্কুলনেই। আমি যে কোনো স্কুল চাই।
    গ্রাম:রঘুনাথপুর পো: গোলাবাড়ি,দুর্গাপুর রাজশাহী। 01714504178

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন