প্রাথমিক বিদ্যালয়ের ১ম প্রান্তিক মূল্যায়ন ২০২৩
২০২৩ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের জন্য মূল্যালয় পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এবছর সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি ধারাবাহিক মূল্যায়ন ও করা হবে। সামষ্টিক মূল্যায়ন হবে দুটি যথা
- ১ম প্রান্তিক মূল্যায়ন
- বার্ষিক মূল্যায়ন
২০২৩ সালের ১ম প্রান্তিক মূল্যায়ন সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে। হয়তো এই একই সিলেবাস বার্ষিক মূল্যায়নের ব্যবহার করা যাবে।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ও ধর্ম বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন নিচে দেওয়া হলো।
২য় শ্রেণির ১ম প্রান্তিক মূল্যায়ন ২০২৩ সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন
৩য় শ্রেণির ১ম প্রান্তিক মূল্যায়ন ২০২৩ সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন
৪র্থ শ্রেণির ১ম প্রান্তিক মূল্যায়ন ২০২৩ সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন
৫ম শ্রেণির ১ম প্রান্তিক মূল্যায়ন ২০২৩ সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন
উপরোক্ত সকল শ্রেণির সকল বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন একসাথে pdf আকারে ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
বি.দ্র: এটাতে অধিদপ্তরের কোনো কর্মকর্তার স্বাক্ষর নাই। তাই এটা শুধুমাত্র সংগ্রহে রাখুন। কিন্তু এটা সিরিয়াসলি অনুসরণ করার প্রয়োজন নাই। সূত্রতা সঠিকে হলে জানানো হবে।
আরো পড়ুনঃ
সিলেবাস ও মান বন্টনের সোর্স কি
উত্তরমুছুনসোর্স উল্লেখ নাই। আপাতত কালেকশনে রাখুন। প্রয়োজন হলে ব্যবহার করবেন।
মুছুনপ্রথম শ্রেণীর প্রশ্ন কই
উত্তরমুছুনআমরা যেখান থেকে পেয়েছি। সেখানে প্রথম শ্রেণির প্রশ্ন ছিলোনা। পেলেই আপডেট করা হবে।
মুছুনআমরা তো ফেসবুকে পোস্ট করতেছি। পরে যদি মিথ্যা হয় তাহলে তো ফেসে যাবো। দয়া করে বলবেন কি এটা কোথায় পেলেন?
উত্তরমুছুনএটা এক স্যারের কাছ থেকে পাওয়া গেছে। সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। কালেকশনে রাখেন। প্রয়োজন হলে ব্যবহার করবেন।
মুছুনপ্রথম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নের প্রশ্ন নেই
উত্তরমুছুনধন্যবাদ, আমি জানতে চাচ্ছি যে ময়মনসিংহ বোর্ডে প্রাথমিক বিদ্যালয়ের ২য় প্রান্তিক মূল্যায়ন পরিক্ষা কতটা তারিখ হইতে অনুষ্ঠিত হবে
উত্তরমুছুন২য় প্রান্তিক মূল্যায়ন ২০২৩ সিলেবাস ও প্রশ্ন কাঠামো বের হয়েছে কি?
উত্তরমুছুনবার্ষিক পরীক্ষার প্রশ্নের মানবন্ঠন তাড়াতাড়ি দেন প্লিজ
উত্তরমুছুন