সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ/অফিস ভবন উচুকরণ

বিদ্যালয়ের খেলার মাঠঅফিস ভবন  উচুকরণ


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ/অফিস ভবন উচুকরণ উন্নয়ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে তথ্য প্রদান করতে একটি চিঠি দেওয়া হয়েছে।

উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন বিষয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় নিম্নেবর্ণিত বিষয়সমূহ গুরুতারোপ করা হবে:

ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বাবহার উপযোগী করা;

খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শের রাস্তা হতে বিদ্যালয়ের মাঠ (কিংবা অন্যানা অবকাঠামো নিচু হলে কিংবা বর্ষাকালে পানি জমে থাকলে মাটি ভরাটের মাধ্যমে উন্নয়ন করাঃ

গ) বাউনন্ডারী ওয়ালের নীচেমাটি সরে গেলে তা পুরণ করা;

ঘ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের বিভিন্ন অফিসে মাটি ভরাটের প্রয়োজন হলে;

ঙ) স্কুলে যাতায়াতের পথ নিচু হলে এবং বর্ষায় পানি জমে থাকলে তা মাটি ভরাটের মাধ্যমে উন্নয়ন করা হবে।

বাস্তবতা যাচাই করে প্রয়োজনীয়তার আলোকে এবং অগ্রাধিকার বিবেচনায় যৌক্তিক তথ্য সংগ্রহপূর্বক কম্পাইল করে চিঠিতে পদত্ত ছকে আগামী ১০ মে ২০২৩ তারিখের মধ্যে তথা প্রদান করার জনা নির্দেশক্রমে অনুরোধ করা হলো:

বি.দ্র: 

  • ১ যে সকল স্কুলে বাউন্ডারী ওয়াল রয়েছে সে সকল বিদ্যালয়কে অগ্রাধিকার প্রদান করতে হবে;
  • ২ মাঠ উন্নয়ন করা প্রয়োজন শুধুমাত্র মন বিদ্যালয়/স্থাপনার তালিকা প্রেরণ করতে হবেঃ
  • ৩, বিভিন্ন এঙ্গেলের অবকাঠামো।মাঠের ছবির হার্ড কলি ও সফট কপি পাঠাতে হবে;
  • ৪. তথ্য প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয়তার অগ্রাধিকার বিবেচনা করতে হবে;
  • ৫. তথ্যের হার্ড কপি পরিচালক (পরিকল্পনা ও. উন্নয়ন) বরাবর এবং ই. মেই (niranjanroy69@gmail.com) এ প্রেরণ করতে হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠঅফিস ভবন  উচুকরণ


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন