প্রাথমিক শিক্ষকরা কিভাবে বিদেশে চিকিৎসার জন্য ছুটির আবেদন করবেন।

বিদেশে চিকিৎসার জন্য ছুটির আবেদন


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজেদের জন্য বা পরিবারের সদস্যদের জন্য অনেক সময় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেন না প্রাথমিক শিক্ষকরা কিভাবে বিদেশে চিকিৎসার জন্য ছুটির আবেদন করবেন। আজকের পোস্টে সরকারি চাকরিজীবীদের বিদেশ গমনের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

বিদেশে চিকিৎসার জন্য ছুটির আবেদন

  • NOC দিয়ে পাসপোর্ট তৈরি করুন (বিস্তারিত এখানে)
  • সিভিল সার্জন বরাবর স্বাস্থ সনদের জন্য আবেদন করে স্বাস্থ্য সনদ নিন। 
  • উপরের কগজ সহ উপপরিচালক বরাবর ছুটির আবেদন করে ছুটি নিন। (ছক)
  • উপপরিচালক প্রদত্ত ছুটির আদেশের সাথে ডাক্তারি প্রেসক্রিপশন, বিদেশী হসপিটালের এপোয়েন্টমেন্ট দিয়ে ভিসার আবেদন করুন।
  • ভিসা কনফার্ম হয়ে গেলে ট্রেন বা বিমানে চিকিৎসার জন্য গমণ করুন।

আরো দেখুনঃ

প্রশ্ন-উত্তর:

১। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের লামগ্রান্ট (এল এল ও) বিধি সম্পর্কে জানতে চাই। বিশেষ করে চিকিৎসা ছুটি, বর্হিবাঃলাদেশ ছুটি কী অর্জিত ছুটি হতে বাদ যাবে ? উদাহরণসহ আলোচনা করলে কৃতার্থ হবো। ধন্যবাদ।
উত্তর: সিএল, কোয়ারেনটাইন লিভ, মাতৃ ছুটি এবং অসাধারণ ছুটি ব্যতীত সকল ছুটি অর্জিত ছুটি থেকে বাদ যাবে।

২। টুরিস্ট ভিসা নিয়ে বিদেশে চিকিৎসা করানো যাবে?
উত্তর: না, ডাক্তার রুগী দেখবেন না। বিপদে পড়তে পারেন।

৩। অর্জিত ছুট নাই। কিভাবে বিদেশে চিকিৎসার জন্য যাবো?
উত্তর: বিনা বেতনে ছুটি নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন