আন্ত:প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার কৰিতা নির্বাচন (মা কবিতা কাজী নজরুল ইসলাম)

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষ্যে আন্ত:প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আবৃত্তি বিষয়ে কৰিতা নির্বাচন করা হয়েছে। যার চিঠিটি নিম্নরুপ

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য আন্ত-প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ আগামী ০৪ জুন, ২০২৩ তারিখ সকাল ৮.৩০ মি. ঢাকা পিটিআই, ঢাকা, মিরপুর-১৩ এ অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতার আবৃত্তি বিষয়ে ৪র্থ শ্রেণির আমার বাংলা বইয়ের কবি কাজী নজরুল ইসলাম এর “মা” কবিতাটির প্রথম ১৮ লাইন নির্বাচন করা হয়েছে। উক্ত কবিতাটি সংশ্লিষ্ট প্রতিযোগীদের (বালক ও বালিকা) অবহিত করাসহ উপস্থিতি নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


মা কবিতা কাজী নজরুল ইসলাম নিচে দেওয়া হলো।

মা
কাজী নজরুল ইসলাম

যেখানেতে দেখি যাহা
মা-এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোনোখানে কেহ পাইবে না ভাই।

হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ,
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভোলে
কত না সোহাগে মাতা বুকটি ভরান।

যখন জনম নিনু
কত অসহায় ছিনু,
কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু,
ওঠা বসা দূরে থাক-
মুখে নাহি ছিল বাক,
চাহনি ফিরিত শুধু মা'র পিছু পিছু!


মা কবিতা কাজী নজরুল ইসলাম
মা কবিতা কাজী নজরুল ইসলাম







আন্তপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার কৰিতা নির্বাচন (মা কবিতা কাজী নজরুল ইসলাম)


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন