উপর্যুক্ত বিষয়ে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ইউনিয়ন/পৌরসভা এবং উপজেলা/থানা পর্যায়ের খেলা আগামী ১২ জুন ২০২৩ এর মধ্যে সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খেলা পরিচালনার জন্য মাঠ পর্যায়ে প্রয়োজনীয় বরাদ্দ প্রেরণ করা হচ্ছে।
বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের বয়স ও উচ্চতা
২। অন্রাধিদপ্তরের স্মারক নং- ৩৮.১০৭.০২০.০১.০০.২৫.২০৫-৬৭০(১১৯০) তারিখ ২৯ এপ্রিল ২০১৫ মোতাবেক উভয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী “খেলোয়াড়দের বয়স হবে সর্বোচ্চ ১২ বছর এবং
- উচ্চতা মেয়েদের ক্ষেত্রে ৪′৯″ (চার ফুট নয় ইঞ্চি)
- ছেলেদের ক্ষেত্রে ৫′ (পাচ ফুট)।
বয়স ও উচ্চতা যাচাই করে খেলোয়াড় নির্বাচন করতে হবে।” খেলা পরিচালনা সংক্রান্ত টুর্নামেন্ট নীতিমালা ২০১১ এর উচ্চতা যাচাই ব্যতীত অন্যান্য সকল অংশ অপরিবর্তীত থাকবে। টুর্নামেন্ট-এ কোন খেলোয়াড় এর বয়স নিয়ে কোন ধরনের অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক উক্ত খেলোয়াড় এর বয়স সংক্রান্ত সনদ দেখাতে হবে।