বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দের পরিমাণ ও অর্থ ব্যয়ের শর্তাবলী

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দের পরিমাণ ও অর্থ ব্যয়ের শর্তাবলী


বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দের পরিমাণ ও অর্থ ব্যয়ের শর্তাবলী প্রদান করা হয়েছে।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ বরাদ্দের পরিমাণ

ইউনিয়ন/পৌরসভা পর্যায়:

  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট  ফুটবল, নেট ব্যায়, গোলবার স্থাপন, মাঠ প্রস্তুত এবং রেফারীর ব্যায় ➡️ ২৫০০/- টাকা
  • বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফুটবল, নেট ব্যায়, গোলবার স্থাপন, মাঠ প্রস্তুত এবং রেফারীর ব্যায় ➡️ ২৫০০/- টাকা

ইউনিয়ন/পৌরসভা প্রতি-মোট= ৫০০০/- টাকা

উপজেলা/থানা পর্যায়:

  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফুটবল, নেট ব্যায়, গোলবার স্থাপন, মাঠ প্রস্তুত এবং রেফারীর ব্যায় ➡️ ১০,০০০/- টাকা
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ট্রফি ও মডেল ক্রয় ➡️ ১৫,০০০/- টাকা
  • বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফুটবল, নেট ব্যায়, গোলবার স্থাপন, মাঠ প্রস্তুত এবং রেফারীর ব্যায় ➡️ ১০,০০০/- টাকা
  • বঙ্গমাতা গোল্ডকাপ ট্রফি ও মডেল ক্রয় ➡️ ১৫,০০০/- টাকা
উপজেলা/থানা প্রতি-মোট= ৫০,০০০/- টাকা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অর্থ ব্যয়ের শর্তাবলি :

  • প্রতিটি ব্যয় এর ক্ষেত্রে মোট বিল এর জিওবি বাবদ ২৫% এবং আরপিএ (জিওবি) বাবদ ৭৫% হিসাবে ব্যয় নির্বাহ করতে হবে।
  • সরকারি সকল আর্থিক বিধি বিধান অনুসরণপূর্বক অর্থ ব্যয় করতে হবে। কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
  • কোন অবস্থায়ই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন/ব্যয় এবং অথিম অর্থ উত্তোলন করা যাবে না;
  • এ ব্যয় কোন ক্রমেই নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোন কোডে ব্যয় করা যাবে নাঃ
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের নির্দেশনা মোতাবেক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
  • এ ব্যয়ের যাবতীয় অডিট কার্যক্রম তার দপ্তরে সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তার অফিসে সংরক্ষণ করতে হবে যেন চাহিবা মাত্র প্রদর্শন করা যায়।
  • ব্যয় বিবরণী (SOE) ব্যয়ের ৭ (সাত) দিনের মধ্যে অবশ্যই ডিপিই এর ওয়েব বেইজড একাউন্টিং সিস্টেমে এন্ট্রি করতে হবে। অন্যথায় পরবর্তী বরাদ্দ দেয়া সম্ভব হবে না ।
  • প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট/আইটি কর্তন করতে হবে।
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে +১২৪-১২৪০২-২২৪২৩৭৯০০-০০০০০০ প্রধান কার্ধালয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি” এর আওতায় সংশ্লিষ্ট অর্থনৈতিক কোভ এ iBass++ সিস্টেমের মাধ্যমে DDO Authorization প্রক্রিয়ায় বরাদ্দ প্রদান করা হয়েছে এবং উক্ত খাত হতে ব্যয় নির্বাহ করা হবে।
  • চিফ একাউন্টস এন্ড ফিন্যাল অফিসার-কে পৃষ্ঠাংকনপূর্বক সাস্রিষ্ট হিসাবরক্ষণ অফিসে (প্রয়োজন অনুযায়ী) প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো ।
  • এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অর্থ ব্যয়ের শর্তাবলি


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন