সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন ২০২৩ সাল থেকে পাল্টে গেছে। ২০২৩ সালে সামষ্টিক মূল্যায়নের সাথে সাথে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। সামষ্টিক ও ধারাবাহিক মূল্যায়নের ফলাফল একটি নির্দিষ্ট ছকে সংরক্ষণ করতে হবে। যা প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন ছক ২০২৩ নামে পরিচিত।
প্রান্তিক মূল্যায়ন ছক ২০২৩
১ম শ্রেণিতে যেহেতু সামষ্টিক মূল্যায়ন থাকছেনা সেহেতু ১ম শ্রেণির জন্য ১ম শ্রেণির মূল্যায়ন ছক ২০২৩ (কারিকুলাম ২০২২) ব্যবহার করতে হবে। সেই সাথে ১ম শ্রেণির শিক্ষক ডায়েরি ১ ও ২ ব্যবহার করতে হবে।
২য় থেকে ৫ম শ্রেণির ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন কেমন হবে তা জানতে নিচের লিংকগুলো ব্যবহার করতে পারেন।
২০২৩ সালে ২য় থেকে ৫ম শ্রেণির তিনটি প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সে অনুয়ায়ী অনেক উপজেলায় মে মাসে ১ম প্রান্তিক মূল্যায়ন শুরু হয়েছে। অনেকেই এই ফলাফল সংরক্ষণের জন্য ১ম প্রান্তিক মূল্যায়ন ছক ২০২৩ খুজছেন।
নিচে ১ম প্রান্তিক মূল্যায়ন ছক ২০২৩ দেওয়া হলো যেখানে ২য়, ও ৩য় প্রান্তিক মূল্যায়ন ফলাফল ও সংরক্ষণ করা যাবে। যার মধ্যে সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি ছক ২০২৩ ও ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি ছক ২০২৩ অন্তর্ভূক্ত রয়েছে। ছকটি MsWord ফাইলে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
![]() |
প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন ছক ২০২৩ |