G2P সিস্টেমে EFT এর মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের উপবৃত্তির অর্থ সুবিধাভোগী মা/ অভিভাবকের মোবাইল একাউন্টে বিতরণের নিমিত্তে শতভাগ সুবিধাভোগী অভিভাবকের নগদ মোবাইল একাউন্ট নিশ্চিতকরণ এবং আগামী ১৬/০৫/২০২৩খ্রি:তারিখের মধ্যে চাহিদা এন্টি, ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদনের কার্যক্রম সম্পন্নপূর্বক ২৫/০৫/২০২৩খ্রি. তারিখের মধ্যে বর্ণিত সময়ের উপবৃত্তির অথ বিতরণের কর্মপরিকল্পনা রয়েছে। এলক্ষো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সকল বিভাগীয় উপপরিচালক,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের
সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সমন্বয়ে আগামী ০৩/০৫/২০২৩খ্রি. তারিখ বুধবার বেলা ০৩:০০টায় জুম প্লাটফর্মে এক জরুরী সভা জনাব মোঃ মিজানুল হক, পরিচালক, উপবৃত্তি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্টগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য
নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আলোচ্যসূচী:
১. যেসকল সুবিধাভোগী অভিভাবকের নগদ মোবাইল একাউন্ট খোলা নাই, তাদের লগদ মোবাইল একাউন্ট নম্বর খোলা;
২. শিশু কল্যাণ ট্রাস্ট (এসকেটি) পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের ডাটা এন্টি, যাচাই-বাছাই ও অনুমোদন;
৩. উপজেলাভিত্তিক ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের উপবৃত্তির অর্থ বিতরণের নিমিত্ত নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ভিত্তিক চাহিদা প্রস্তুত ক্রাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদন;
৪. বিবিধ