প্রাথমিক উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩ (জুলাই-ডিসেম্বর ২০২২)

প্রাথমিক উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩


জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ের উপবৃত্তির অর্থ বিতরণের নিমিত্ত চাহিদা প্রস্তুত, ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদন প্রসঙ্গে একটি চিঠি প্রদান করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে।

প্রাথমিক উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩

জুলাই-ডিসেম্বর ২০২২ উপবৃত্তি আপডেট কিভাবে করবেন, কি কি বিষয় লক্ষ রাখতে হবে তা পয়ন্ট আকারে নিচে দেওয়া হলো। ‍জুলাই-ডিসেম্বর ২০২২ উপবৃত্তি নতুন কোনো আপডেট আসলে তা এই পোস্টেই দেওয়া হবে। 

✅ উপবৃত্তির মাস: জুলাই-ডিসেম্বর ২০২২
✅ শুধুমাত্র নগদ(Nagad) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ প্রদান করা হবে। এজন্য সকল অভিভাবককে আগে পদত্ত নম্বরে নগদ একাউন্ট খুলতে হবে। স্বয়ংক্রিয়ভাবে একাউন্ট খুলবে না নিজেকেই খুলতে হবে। যাদের নগদ একাউন্ট খোলা আছে ঐ নম্বরে তাদের আর খুলতে হবেনা। (NID কার্ড ছাড়াই নগদ একাউন্ট খুলবেন কিভাবে দেখুন এখানে)

উপবৃত্তি সম্পর্কে প্রশ্নত্তোর জানতে এখানে ক্লিক করুন।

জুলাই-ডিসেম্বর ২০২২ উপবৃত্তি আপডেট

আরো পড়ুনঃ

4 মন্তব্যসমূহ

  1. যাদের উপবৃত্তি টাকা আসেনি তারা কবে পাবে... জানাবেন দয়া করে... ১/০৬/২০২৩

    উত্তরমুছুন
  2. শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র মোঃরাহিম হোসেন এবং আয়শা আক্তার গত ২বার উপবিত্তি পেল না কারন টা কি বলবেন কি

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন