প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিগত ২৮ মার্চ ২০২৩ তারিখের মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীর ১৩ নং
ক্রমিকের ১ এর সিদ্ধান্তের আলোকে বিভাগীয় উপপরিচালকগণ প্রতি কর্মদিবসে কমপক্ষে ১টি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ প্রতি কর্মদিবসে ১/২টি করে নিয়মিত পরিদর্শনের পাশাপাশি WhatsApp এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় পরিবীক্ষণ করবেন।
উল্লেখিত সিদ্ধান্তের আলোকে প্রতিমাসে WhatsApp এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় পরিবীক্ষণ করত: পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে প্রতিবেদন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (ddmonitordpe@gmail.com) ই-মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
WhatsApp এ পরিদর্শন টুলস (সংশোধিত)
হোয়াটসঅ্যাপ পরিদর্শন মূল্যায়ন ছকটি ডিটিই এর কর্মকর্তা, মাঠ পর্যায়ের বিভাগীয় পরিচালক ও ডিপিইওদের জন্য। WhatsApp monitoring tools pdf download করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
হোয়াটসঅ্যাপ পরিবীক্ষণ টুলস |