সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক সহ প্রাথমিক শিক্ষার সাথে জড়িত সকলেই হয়তো জেনে গেছেন যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে। এই এইউইও পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পর অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগ্রত হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিস্তারিত
আজকের এই পোস্টে যে বিষয়গুলো উল্লেখ করা হবে সেগুলো হলো।
- সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf download
- বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে কিভাবে অনুমতি নিতে হবে। (আবেদন পত্র সহ)
- নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত প্রশ্ন-উত্তর।
প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর সারাংশ
➡️ পদের নাম: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার
➡️ পদ সংখ্যা: ১৫৯ টি
➡️ বেতন স্কেল: ১০ম গ্রেড
➡️ বিভাগীয় প্রার্থী হওয়ার যোগ্যতা: প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক
➡️ শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক।
➡️ বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
➡️ আবেদন শুরুর তারিখ: ২৬/৬/২০২৩
➡️ আবেদনের শেষ তারিখ: ৩১/৭/২০২৩
➡️ নিয়োগকারী প্রতিষ্ঠন: বিপিএসসি
➡️ অভিজ্ঞতা: কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই।
আবেদন লিংক: http://bpsc.teletalk.com.bd/
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষকগণ বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহনের (লিখিত ও মৌখিক) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বরাবর আবেদন করতে হবে।প্রধান শিক্ষকগণ বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহনের (লিখিত) বিভাগীয় উপপরিচালক, মহোদয়ের নিকট আবেদন করবেন ও মৌখিক পরীক্ষার অংশগ্রহনের ছাড়পত্রের জন্য মহাপরিচালক মহোদয় বরাবর আবেদন করতে হবে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ |
সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য অনুমতির আবেদন
বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের জন্য আপনাকে প্রথমে ডিপিই অফিস থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নিতে আপনাকে যেভাবে আবেদন করতে হবে এবং আবেদনের সাথে কিকি কাগজপত্র জমা দিতে হবে তা নিচের আবেদন পত্রটি দেখলেই বুঝতে পারবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অনুমতি পেলে তখন উপরক্ত লিংকে গিয়ে আবেদন করবেন। ভুলেও অনুমতি না নিয়ে আবেদন করবেন না। গত প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষক পদে অনেকে রিটেনে টিকে ভাইভা দিতে পারেনি শুধুমাত্র অনুমতি না নিয়ে আবেদনের জন্য। চলুন দেখে নেওযা যাক আবেদন করতে কি কি লাগবে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনকারীর NID
- শিক্ষাগত যোগ্যতার তথ্য (SSC থেকে স্নাতক পর্যন্ত)
- মোবাইল নম্বর
- চাকুরী সংক্রান্ত তথ্যঃ পদবীর নাম, অভিজ্ঞতা (কত বছর), যোগদানের তারিখ, পে স্কেল, গ্রেড, সর্বশেষ কত টাকা বেতন উত্তোলন করেছেন তার তথ্য।
- পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি।
- প্রার্থীর স্বাক্ষর
- আবেদন ফিঃ ৫০০ টাকা
অনলাইন আবেদনের সময় যে তথ্যগুলো আপনার জানা লাগবে
নিচের তথ্যগুরো PDF আকারে দেওয়া হলো ডাউনলোড করে পড়ে নিতে পারেন।
🔶 ১৯৯৪ সালের বিভাগীয় প্রার্থীর নিয়োগ বিধি pdf দেখুন।
🔶 সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf download
প্রশ্ন-উত্তর পর্ব (সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে)
প্রশ্নঃ বিজ্ঞপ্তি তে তো দেওয়া আছে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি সহ ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রি তাহলে কি শুধু স্নাতকধারীরা আবেদন করতে পারবেনা।
উত্তরঃ bpsc পরে একটি চিঠির মাধ্যমে জানিয়েছে ২য় শ্রেণির স্নাতকধারীরা আবেদন করতে পারবে।
প্রশ্নঃ আবেদন করতে কী দুই বছরের অভিজ্ঞতা লাগবে?
উত্তর: কোনো অভিজ্ঞতা লাগবেনা
সাধারণ চাকুরী পার্থি কি আবেদন করতে পারবে?
উত্তরমুছুনশুধুমাত্র সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরাই আবেদন করতে পারবে।
মুছুন২০২৩ এ নিয়োগ প্রাপ্তরা কি আবেদন করতে পারবেন
উত্তরমুছুনপ্রথমে অভিজ্ঞতার কথা বলা ছিল, মাঝখানে বলছিলো অভিজ্ঞতা লাগবেনা, এখন আবার আবেদন ফর্মে অভিজ্ঞতা যুক্ত করেছে। কিন্তু পিএসসি পরিষ্কার করে কিছুই বলেনি।
মুছুনবেকারগণ কি আবেদন করতে পারবেন না?
উত্তরমুছুননা
মুছুনবেসরকারি বিদ্যালয় এ যারা চাকরি করে তারা কি আবেদন করতে পারবে।।। প্লিজ জানাবেন
উত্তরমুছুননা
মুছুনআমি তিন বছরের আনাস ও এক বছরের এমে 2য়,3য় বিভাগ অন লাইনে নাই নি
উত্তরমুছুনamrea honers masters ses primary job kori na. Amrea abedhon korte ki parbo? Online abedhon to nay?
উত্তরমুছুনএ টি ও আবেদনে গ্রেজুয়েশন এ রেজাল্ট option a passed লেখা option টা কী তাতে কী স্নাতক এ তৃতীয় বিভাগ প্রাপ্ত আবেদন করতে পারবে?
উত্তরমুছুননা
মুছুনপ্লিজ জানান
উত্তরমুছুনঅনলাইনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে আবেদন করার সময় অভিজ্ঞতা ওযোগদানের তারিখ দেওয়ার অপশন টি ছিল না। আবেদন ফরমে নতুন করে অভিজ্ঞতা যোগ করা যাবে কিনা এবং কিভাবে করব। আমার ১২ বছর চাকরির অভিজ্ঞতা রয়েছে।
উত্তরমুছুনটাকা জমা দিয়ে দিলে আর আবেদন করা যাবেনা। তবে আপনি ভাইভার সময় অভিজ্ঞতার কাগজ দেখালেই চলবে। টেনশন নিয়েন না।
মুছুনপ্লিজ উত্তর দেন।
উত্তরমুছুনআসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় স্থান।মাষ্টার স করেন নি, উনি কি আবেদন করতে পারবেন?
উত্তরমুছুননা
মুছুনসদ্য স্নাতক পাশ দ্বিতীয় শ্রেণী কি আবেদন করতে পারবে?
উত্তরমুছুনস্মারক নম্বর এর শেষে ৮৮ সংখ্যাটি কোথা থেকে এসেছে বুঝতে পারছি না। প্লিজ একটু বলবেন।
উত্তরমুছুনএখন আর আবেদন করা যাচ্ছে না, কিন্তু কেন? আজ তো 30/07/23
উত্তরমুছুনউত্তর কই পন্ডিত ভাই
উত্তরমুছুন