জাতীয় শোক দিবস ২০২৩ এ মাঠ পর্যায়ের দপ্তরসমূহের বরাদ্দ

জাতীয় শোক দিবস ২০২৩ এ মাঠ পর্যায়ের দপ্তরসমূহের বরাদ্দ


উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে “জাতীয় শোক দিবস ২০২৩" পালনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভাগ, জেলা, পিটিআই, উপজেলা/থানা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বমোট ১৩,৪৫,৭৪,০০০/- (তের কোটি পয়তাল্লিশ লক্ষ চুয়ান্তর হাজার) টাকা সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/সুপারিনটেনডেন্ট, পিটিআই এবং উপজেলা/থানা শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরী তার নিয়ন্ত্রণাধীনে প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণকে সংযুক্ত বিভাজন ও নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হয়েছে।

অর্থ ব্যয়ের শর্তাবলী:

ক. এ বায় ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব বাজেটের প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০১১০৭৫২৯ প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সাধারণ কার্যক্রম এর ৩২৫৭৩০১ অনুষ্ঠান/উৎসবাদি খাতে বরাদ্দকৃত 8৪,৬৪,৭২,০০০/- চুয়াল্লিশ কোটি চৌষট্রি লক্ষ বাহান্তর হাজার) টাকা হতে মিটানো হবে;

খ. ২০২৩-২৪ অর্থবছরে    iBAS++ এর Athorization DDO এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-বায়ন কর্মকর্তাগণ বায় করতে পারবেন;

গ. এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। এ অর্থ হতে “জাতীয় শোক দিবস ২০২৩" পালন ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে অর্থ ব্যয় করা যাবে না। যে কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন;

ঘ. অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৪ এর মধ্যে সমর্পণ করতে হবে। অব্যয়িত অর্থ dpe-র accounting information system - এর মাধ্যমে মাসিক SOE; জমাদানের সময় সমর্পণ করতে হবে;

৬... প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের accounting information system এ মাসিক খরচের বিবরণী নিয়মিত এন্টি করতে হবে;

দপ্তর প্রতি বরাদ্দঃ

  • জেলা প্রাথমিক শিক্ষা অফিস - ১০০০০/-
  • পিটিআই - ৮০০০/- এবং ১৬০০০/-
  • উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস - ৪০০০/-
  • সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতি - ২০০০/-


          


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন