আগামী ১৫ আগস্ট ২০২৩ জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে দেশব্যাপী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা ও বিদ্যালয় পর্যায়ে নিম্নবর্ণিত কর্মসুচি বাস্তবায়ন করতে হবে।
সংক্ষেপে প্রাথমিক দপ্তরসমূহের কার্যবিবরণী
- জাতীয় পতাকা অর্ধনমিত - সকল দপ্তর
- পুষ্পস্তবক অর্পণ - প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
- পোস্টার স্থাপন/এলইডি বোর্ড - সকল দপ্তর
- বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতা আয়োজন - সকল দপ্তর
- পাতাকা উত্তলোন, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাথ প্রতিযোগিতা, দোয়া মাহফিল। - সকল দপ্তর
- আবশ্যিক উপস্থিতি - সকল দপ্তর
- বিভিন্ন প্রতিযোগিতায় বঙ্গবন্ধু সম্পের্কে বই (নির্বাচিত বই) উপহার হিসেবে দিতে হবে। - সকল দপ্তর
- ১ আগস্ট থেকে কালো ব্যাজ ধারণ - সকল কর্মকর্তা, প্রধান শিক্ষক(সকল)
- বরাদ্দ প্রদান - ডিপিই
জাতীয় শোক দিবস ২০২৩ প্রাথমিক দপ্তরসমূহের কার্যক্রম সম্পর্কিত চিঠিতি নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে pdf ডাউনলোড করুন।
Tags:
দিবস পালন