স্মার্ট বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২৩ pdf (খসড়া)

স্মার্ট বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২৩ pdf (খসড়া)


সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করার লক্ষ্যে “স্মার্ট বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২৩” প্রণয়ন করেছে। নিচে এটা সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো এবং সেই সাথে পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া হলো।

আবেদন লিংকঃ https://award.smartbangladesh.gov.bd/


স্মার্ট বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২৩

২.১: সংক্ষিপ্ত শিরোনাম :  এ নীতিমালা স্মার্ট বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২৩ নামে অভিহিত হবে।

২.২: প্রবর্তন : এটি অবিলম্বে কার্যকর হবে।

২.৩: সংজ্ঞা:

(১) ব্যক্তি বলতে সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যে কোনো পর্যায়ের কর্মগারী/ব্যক্তি বুঝাবে;

(২) "দল" বলতে সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্থায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যে কোনো পর্যায়ের একাধিক কর্মচারী/ব্যক্তির সমষ্টিকে বুঝাবে;

(৩) 'প্রতিষ্ঠান” বলতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানকে বুঝাবে; এবং

(৪) “সচিব” বলতে সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব বুঝাবে।

৩. উদ্দেশ্য:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা।

৪. পুরস্কার প্রদানের ক্ষেত্রসমূহ:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে পুরস্কার প্রদানের জন্য নিক্োক্ত ক্ষেত্রসমূহ বিবেচনা করা হবে:

৪.১. সাধারণ:

    • ৪.১.১ তথ্য ও যোগ যোগ প্রযুক্তি খাতে মানব সম্পদ উন্নয়ন;
    • ৪.১.২ তথ্য ও যোগযোগ প্রযুক্তি শিল্পের বিকাশে অবদান;
    • ৪.১.৩ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে অবদান;
    • ৪.১.৪ কেন্দ্রীয়/মাঠ পর্যায়ে/বাংলাদেশ মিশনে ই-সার্ভিস বাস্তবায়ন; এবং
    • ৪.১.৫ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন।

৪.২ কারিগরি:

    • ৪.২.১ তথ্য ও যোগ যোগ প্রযুক্তি খাতে সফট ওয়ার/হার্ডওয়ার/নেটওয়ার্ক উন্নয়ন;
    • ৪.২.২ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের নিরাপত্তা (সাইবার নিরাপত্তা) নিশ্চিতকরণ;
    • ৪.২.৩ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গবেষণা ও উষ্তাবন; এবং
    • ৪.২.৪ বাংলাদেশে সমৃদ্ধি আনয়নে ফ্রন্টিয়ার/ইমার্জিং টেকনোলজির ব্যবহার


৪.৩ স্মার্ট বাংলাদেশের চারটি স্তস্তের সাথে স্মার্ট বাংলাদেশ পুরস্কার এর ক্ষেত্রগুলোর সম্পৃক্ততা নিষ্নরুপঃ


পুরষ্কার প্রদানের ক্ষেত্র  --------- সার্ট বাংলাদেশের স্তস্ত

৪.৩.১ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে মানব সম্পদ উন্নয়ন     --------- স্মার্ট সিটিজেন


৪.৩.২ বেন্দ্রীয়/মাঠ  পর্যায়ে/বাংলাদেশ মিশনে ই-সার্ভিস বাস্তবায়ন  --------- স্মার্ট গভর্নমেন্ট

৪.৩.৩ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন

৪.৩.৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সফট ওয়ার/হাডওয়ার/নেটওয়ার্ক উন্নয়ন

৪.৩.৫ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের (সাইবার নিরাপত্তা) নিশ্চিতকরণ


৪.৩.৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের বিকাশে অবদান   ---------স্মার্ট ইকোনমি

8.৩.৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে অবদান


৪.৩.৮ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবন এবং ---------স্মার্ট সোসাইটি


৪.৩.৯ বাংলাদেশে সমৃদ্ধি আনয়নে ফ্রন্টিয়ার/ইমার্জিং টেকনোলজির ব্যবহার। ]

৫. পুরস্কারের শ্রেণি বিভাগ:

৫.১. জাতীয় পর্যায়ে (সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ৬টি করে মোট- ১২টি পুরস্কার):

৫.১.১. সাধারণ ও কারিগরি পৃথক ২টি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলাদাভাবে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেন্ঠ দল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এ তিনটি শ্রেণিতে ১টি করে মোট ১২টি পুরস্কার প্রদান করা হবে

৫.১.২. পুরস্কার হিসেবে ক্রেস্ট, সম্মাননা সনদ, নগদ অর্থ প্রদান করা হবে।

ক) ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা প্রদান করা হবে।

খ) দলগত অবদানের ক্ষেত্রে দলের সকল সদস্যকে ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ জনপ্রতি ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে সর্বোচ্চ ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা প্রদান করা হবে। দলের সদস্য ০৫ জনের বেশি হলে ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা সমভাবে বন্টন করা হবে।

গ) প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রেস্ট, সম্মাননা সনদ ও ১টি ল্যাপটপ প্রদান করা হবে।

৫.২. জেলা পর্যায়ে (সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ৬টি করে মোট- ১২টি পুরস্কার):

৫.২.১. সাধারণ ও কারিগরি পৃথক ২টি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলাদাভাবে শ্েশ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ দল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান _ এ তিনটি শ্রেণিতে ১টি করে মোট ১২টি পুরস্কার প্রদান করা হবে জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্তরা ব্যতীত)।

৫.২.২. পুরস্কার হিসেবে ব্রেস্ট, সম্মাননাপত্র, নগদ অর্থ প্রদান করা হবে।


ক) ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ জনপ্রতি ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করা হবে।

খ) দলগত অবদানের ক্ষেত্রে দলের সকল সদস্যকে ক্রেস্ট, সম্মাননাপএর ও নগদ জনপ্রতি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ২,৫০,০০০/-( দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হবে। দলের সদস্য ০৫ জনের বেশি হলে ২,৫০,০০০/-( দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সমভাবে বন্টন করা হবে।

গ) প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রেস্ট, সম্মাননা সনদ ও ০১ টি ল্যাপটপ প্রদান করা হবে।

স্মার্ট বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২৩



সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

স্মার্ট বাংলাদেশ পুরস্কার নীতিমালা ২০২৩ খসড়া pdf download


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন