PESP MIS Software-এ 2023 শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রিকরণ

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, G2P পেমেন্ট সিস্টেমে EFT এর মাধ্যমে গত ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি-জুন/২০২২ সময়ের বকেয়া উপবৃত্তির অর্থ শীঘ্রই বিতরণের লক্ষ্যে ২০২৩ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থী এবং অন্যান্য শ্রেণিতে নতুন ভর্তি হয়ে থাকলে সেসকল শিক্ষার্থীর তথ্য PESP MIS Software-এ এন্টি, যাচাই-বাছাই ও অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মডিউল নিমোক্ত সময়সূচি মোতাবেক উন্মুক্ত থাকবে। একইসাথে ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডাটা প্রযোজ্য শ্রেণিভিন্তিক হালনাগাদকরণ, যাচাই-বাছাই ও অনুমোদনের জন্য সংশ্লিষ্ট ইউজারগণের জন্য প্রযোজ্য মডিউল উন্মুক্ত থাকবে। 


PESP MIS Software-এ 2023 শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রিকরণ

PESP MIS Software-এ 2023 শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রিকরণ


1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন