প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি গেজেটেড/নন গেজেটেড বিষয়ে স্পষ্টিকরণ ও টাইমস্কেল সম্পর্কে চিঠি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির প্রধান শিক্ষক পদটি গেজেটেড/নন গেজেটেড বিষয়ে স্পষ্টিকরণের নির্দেশনা পূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। যা নিচে দেওয়া হলো।

প্রধান শিক্ষকদের টাইমস্কেল


সূত্রঃ 
১। জনাব আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট এর তারিখের আবেদন।

২। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পত্র নং-০৫.০০.০০০০.১৫৫.১৫.০০২.২০১৩.১৮৯, তারিখ-০৩.০৬.২০২১।

৩। প্রধান হিসাব রক্ষণ কার্খালয়ের পত্র নং-সিএন্ড/প্রাগম/নিঃ-২/১৪৯/২৫৯(৩), তারিখ-১৩.০১.২০১৬।

৪। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং-৩৮.০০৮.০৩৮.০০.০০.০০২.২০১৫-৫০৪, তারিখ-১২.৮.২০১৫।

৫। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং-৩৮.০০৮.০৩৫.০০.০০.০১০.২০১৩-১১২, তারিখ-০৯.০৩.২০১৪।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ৫ নং সৃত্রস্থ আদেশমূলে ২য় শ্রেণিতে উন্নীতকরণের সময় গেজেটেড হিসেবে উল্লেখ না থাকায় ২ নং সূত্রস্থ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক পত্রের মর্মানুযায়ী উক্ত পদটি নন-গেজেটেড কর্মচারী হিসেবে বিবেচিত। সে বিবেচনায় চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ অনুযায়ী তাদের প্রাপ্য টাইম স্কেলসহ বেতন ভাতাদি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক তা
কার্যকরের লক্ষ্যে মাঠ পর্যায়ের হিসাবরক্ষণ অফিসসমূহে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হ'ল।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি গেজেটেডনন গেজেটেড বিষয়ে স্পষ্টিকরণ ও টাইমস্কেল সম্পর্কে চিঠি



1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন