সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২৩ এর গেজেট pdf

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২৩ এর গেজেট pdf


সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২৩ এর গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ। যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২৩ এ যে বিষয়গুলো  রয়েছে:-

  • এর শিরোনাম, 
  • সংজ্ঞা, 
  • ট্রাস্ট প্রতিষ্ঠা, 
  • প্রধান কর্যালয়, 
  • পরিচালনা ও প্রশাসন, 
  • ট্রাস্টের কার্যাবলি, 
  • ট্রাস্টি বোর্ড গঠন, 
  • বোর্ডের সভা, 
  • কর্মচারী নিয়োগ
  • ট্রাস্টের তহবিল
  • এই আইনের অধিন সুবিধা লাভের পূর্বশর্ত
  • হিসাবরক্ষণ ও নিরীক্ষা
  • প্রতিবেদন
  • ক্ষমতা অর্পন
  • বিধি প্রণয়নের ক্ষমতা
  • রহিতকরণ ও হেফাজত
  • ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ

শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২৩

উপরের বিষয়গুলো মধ্যে যে বিষয়টি শিক্ষকদের বেশি জানা প্রয়োজন তা হলো ট্রাস্টের কার্যাবলি। নিচে এটি দেওয়া হলো। বাকি বিষয়গুলো পড়তে নিচে pdf ডাউনলোড করুন।

৬। ট্রাস্টের কার্যাবলি ।- ট্রাস্টের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা -_

ক) শিক্ষক ও পোষ্যদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদানঃ

খ) পোষ্যদের শিক্ষা সহায়তার উদ্দেশ্যে এককালীন আর্থিক সহায়তা বা বৃত্তি প্রদানঃ 

গ) পোষ্যদের জন্য বৃত্তিমূলক ও অন্যান্য পেশাগত প্রশিক্ষণের উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান;
 
ঘ) চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে যদি এ শিক্ষকের অপ্রাপ্তবয়স্ক, প্রতিবন্ধী, বিশেষ চাহিদাসম্পন্ন বা তৃতীয় লিঙ্জোর সন্তান থাকে, তাহা হইলে উক্ত সন্তান     প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাহার লেখাপড়ার খরচ ট্রাস্টের তহবিল হইতে প্রদান;

ঙ) শিক্ষকদের নিকট হইতে এককালীন অর্থ ও বার্ষিক চাদা সংঘরহ ও রক্ষণাবেক্ষণ করা;

চ) চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হইলে তাহার পোষ্যগণ নির্ধারিত হারে ও পদ্ধতিতে, এককালীন অনুদান প্রাপ্য হইবেন; এবং

ছ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, অন্য কোনো কার্য সম্পাদন ।



সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২৩ এর গেজেট pdf ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।











একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন