প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির নির্ধারিত ১৩ টি গান

প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির নির্ধারিত ১৩ টি গান


প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির নির্ধারিত ১৩ টি গান সম্পর্কে অনেকেই হয়তো জানেন। কিন্তু কোন শ্রেণির জন্য কোন গানটি সেটা হয়তো জানেন না। আজকের পোস্টে প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির নির্ধারিত ১৩ টি গান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত গান

নিচে ১ম থেকে ৫ম শ্রেণির নির্ধারিত গানগুলো শ্রেণিভিত্তিক আলাদা করে দেখানো হলো।

প্রাথমিক বিদ্যালয়ের জন্য
১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত নির্ধারিত গান।

গানের ধরণ ------- গানের কথা

১ম শ্রেণির নির্ধারিত গান

১। জাতীয় সংগীত: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
২। শহিদ দিবসের গান: আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো একুশে ফে্রুয়ারি।
৩। ছড়া গান: প্রিয় ফুল শাপলা ফুল প্রিয় দেশ বাংলাদেশ ।
৪। রণ সংগীত: চল্‌ চল্‌ চল্‌।


দ্বিতীয় শ্রেণির নির্ধারিত গান
১। জাতীয় সংগীত: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ।
২। শহিদ দিবসের গান: আমার ভাইয়ের রক রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ।
৩। রণ সংগীত: চল্‌ চল্‌ চল্‌।
৪। ছড়াগান: প্রজাপতি প্রজাপতি ।
৫। ছড়াগান: আমরা সবাই রাজা।

তৃতীয় শ্রেণির নির্ধারিত গান
১। জাতীয় সংগীত: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
২। শহিদ দিবসের গান: আমার ভাইয়ের রক রাঙ্গানো একুশে ফে্রুয়ারি।
৩। রণ সংগীত: চল্‌ চল্‌ চল্‌।
 8। বিশ্ব সংগীত: আমরা করবো জয়।
৫। লোক সংগীত: বেলা দিপ্রহর ধু-ধু বালুচর ।
৬। শ্রমমূলক গান: নিজের হাতে কাজ কর।

৪র্থ শ্রেণির নির্ধারিত গান
১। জাতীয় সংগীত: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ।
২। শহিদ দিবসের গান: আমার ভাইয়ের রকে রাঙ্গানো একুশে ফে্রুয়ারি।
৩। বিশ্ব সংগীত: আমরা করবো জয়।
৪। রণ সংগীত: চল্‌ চল্‌ চল্‌।
৫। দেশাত্মবোধক গান: ধন ধান্য পুষ্প ভরা।

৫ম শ্রেণির নির্ধারিত গান
১। জাতীয় সংগীত: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
২। শহিদ দিবসের গান: আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফে্ুয়ারি।
৩। হামদ: এই সুন্দর ফুল সুন্দর ফল।
৪। প্রর্থনা সংগীত: আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ
৫। মুক্তি যুদ্ধের গান: রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম।


👉প্রাথমিক বিদ্যালয়ের ১৩টি গান mp3 রুপে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
👉প্রাথমিক বিদ্যালয়ের ১৩টি গান lyrics রুপে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


আরো পড়ুনঃ



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন