প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অনেক সহকারী শিক্ষক জানেন না প্রাথমিক বিদ্যালয়ের আনুষাঙ্গিক ব্যায়বাবদ কত টাকা দেওয়া হয়। কিন্তু প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকই জানেন বিষয়টি। সহকারী শিক্ষকদের এই বিষয়টিতে অনেক কৌতুহল রয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
প্রাথমিক বিদ্যালয়ের আনুষঙ্গিক বিল কত টাকা?
প্রাথমিক বিদ্যালয়ের আনুষাঙ্গিক (কন্টিজেনসি) ব্যায়বাবদ বছরে ৪ জন শিক্ষক থাকলে ৬০০০ টাকা ৫ জন শিক্ষক থাকলে ৭২০০ এবং ৫ জনের বেশি থাকলে ৮৪০০ টাকা পাওয়া যায়।
জন প্রতি হিসাব হবে নিম্নরুপ।
৬০০০÷১২(মাস) =৫০০ টাকা
৭২০০÷১২=৬০০,
৮৪০০÷১২=৭০০
বি.দ্র: এই পোস্টটি কিন্তু জানার জন্য। সহকারী ও প্রধান শিক্ষকদের মধ্যে মনমালিণ্য তৈরির জন্য নয়।