প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২৩
এ বছর ১০ অক্টোবর ২০২৩ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর “ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৩” প্রকাশ করেছে। এই নীতিমালায় যে বিষয়গুলো শিরোনাম হিসেবে রয়েছে তা নিচে দেওয়া হল।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক ও মাঠ পর্যায়ের কর্মচারী বদলি বিষয়সমূহ:
- বদলির সময়কাল
- বদলির কর্তৃপক্ষ
- বদলির সাধারণ শর্তাবলি
- স্বাস্থ্যগত/প্রশাসনিক কারণে বদলি
- সংযুক্তি
- বদলির ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ
- বিবিধ
অনলাইন বদলি লিংক: https://ttms.dpe.gov.bd/login
সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২২ ও ২০২৩ এর পার্থক্য/পরিবর্তন
✅ সহকারী শিক্ষকদের বদলীর সময়কাল: জানুয়ারী-মার্চ (বিশেষ ক্ষেত্রে সারাবছর)
✅ প্রধান শিক্ষকদের ক্ষেত্রে পদ শূন্য হলে সরাবছর বদলী হওয়া যাবে।
✅ প্রশাসনিক করণে বদলির মধ্যে, স্বাস্থ্যগত ও প্রাণঘাতি রোগে আক্রন্ত ব্যক্তির সরাবছর বদলি হওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া তেমন কোনো বড় পরিবর্তন আনা হয়নি।
প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২৩ pdf ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আরো পড়ুনঃ